কর্ভাস গল্পের বড় প্রশ্ন উত্তর।কর্ভাস প্রশ্ন উত্তর।

 

কর্ভাস গল্পের বড় প্রশ্ন উত্তর।কর্ভাস প্রশ্ন উত্তর।



সূচিপত্র:

ক) গল্পের বিষয়সংক্ষেপ 

খ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ) প্রশ্নের মান-১

গ) কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও।(SAQ) প্রশ্নের মান-১

ঘ) কম-বেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান-৩

ঙ) কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান-৫



ক) সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পের বিষয়সংক্ষেপ:

প্রোফেসর শঙ্কু পাখি বিষয়ে চিরকালই কৌতূহলী। ছোটোবেলায় তিনি তাঁদের বাড়ির পোষা ময়নাকে অনেক বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। তাঁরা টের না পেলেও সেই ময়না একবার তাঁদের ভূমিকম্পের কথা জানিয়ে অবাক করে দিয়েছিল। তখন থেকেই পাখি সম্পর্কে শঙ্কুর অনুসন্ধিৎসা রয়ে যায়। কিন্তু নানারকম বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকায় তিনি পাখি বিষয়ক চর্চায় আর মনোযোগ দিতে পারেননি।এ ছাড়া তাঁর পোষা বিড়াল নিউটনও পাখিদের অপছন্দ করত।তবে সম্প্রতি নিউটন পাখি সম্পর্কে উদাসীন হয়ে ওঠায়,শঙ্কু পাখি বিষয়ে নতুন করে চর্চা শুরু করেন।আর অল্প কয়েকদিনের মধ্যেই ল্যাবরেটরিতে পাখি-পড়ানো যন্ত্র বা অরনিথন তৈরি করেন।এটির সাহায্যে মানুষের জ্ঞান-বুদ্ধি পাখির মধ্যে সঞ্চারিত করা যায়। এই কাজে বিভিন্ন পাখিকে পর্যবেক্ষণ করার পর তিনি একটি সাধারণ কাকের বুদ্ধিমত্তার নজির দেখে,তাকে নিজের পরীক্ষার উপযুক্ত হিসেবে নির্বাচন করেন।কাক জাতীয় পাখির লাতিন নামের অনুসরণে তিনি এর নাম রাখেন কর্ভাস।

সহজ বাংলা ভাষা রপ্ত করানোর মধ্য দিয়ে কর্ভাসের শিক্ষা শুরু হয়।ছাত্রের মতো কর্ভাস দ্রুত সব আয়ত্ত করতে থাকে।মাত্র দু-সপ্তাহে ইংরেজি কথা,সংখ্যা, যোগ বিয়োগ,মাস,বার,তারিখ সে লিখতে শিখে ফেলে। তার কিছুদিন পরে প্রাইম নাম্বারস এমনকি জ্যামিতি,ইতিহাস,ভূগোল,রসায়ন প্রভৃতি বিভিন্ন বিষয়ের,যে সমস্ত প্রশ্নের উত্তর সংখ্যায় কিংবা কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়,তাও শিখে নেয়।শঙ্কু পাখিটির মধ্যে মনুষ্যসুলভ বুদ্ধি জেগে উঠতে দেখে অরনিথন যন্ত্রের প্রয়োগ বন্ধ করে দেন।


এরপর তিনি চিলির সানতিয়াগো শহরে পক্ষীবিজ্ঞানী সম্মেলনে কর্ভাসকে উপস্থিত করেন। সেখানে কর্ভাসের কাণ্ড দেখে সকলে চমৎকৃত হয়। সংবাদপত্রে কর্ভাসের ছবি-সহ খবর প্রকাশিত হলে বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাসের তার ওপর চোখ পড়ে। তিনি শঙ্কুর কাছ থেকে দশ হাজার এসকুডো, মানে প্রায় পনেরো হাজার টাকার বিনিময়ে কর্ভাসকে কিনতে চান। শঙ্কু এবং কর্ভাস স্বয়ং এতে অসম্মত হয়। এরপর শঙ্কুর অনুপস্থিতির সুযোগে আর্গাস তাকে চুরি করে।শঙ্কু পুলিশের সাহায্য নিয়ে আর্গাসকে ধাওয়া করেন। বুদ্ধিমান কর্ভাস, জাদুকর আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমা খুলে নিয়ে তাকে বিপদে ফেলে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয়।



খ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ) প্রশ্নের মান-১


১)প্রোফেসর শঙ্কু কাকটির নাম রেখেছিলেন 'কর্তাস', এটি একটি-

ক) গ্রিক শব্দ

খ)লাতিন শব্দ

ঘ) বাংলা শব্দ

ঘ)হিব্রু শব্দ

উত্তর:(খ)লাতিন শব্দ


২)প্রোফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম হল-

ক) নিউটন 

খ)পুসি

গ) কর্ভাস

ঘ) প্রত্যুদ

উত্তর:(ক) নিউটন 


৩)প্রোফেসর শঙ্কু পাখি-পড়ানো যন্ত্রটির নাম রেখেছিলেন-

ক)অরনিখন

খ) অরনিধন

গ) অরিগ্যামি

খ) অৱনিসন

উত্তর:(ক)অরনিখন


৪)সারা বিশ্বের পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল?

ক) হান্ডুরাসে

খ) ব্রাজিলের সাওপাওলোতে

গ) চিলির রাজধানী সানভিয়াগোতে

ঘ) চিলির একসেলসিয়রে

উত্তর:(গ) চিলির রাজধানী সানভিয়াগোতে


৫)পক্ষীবিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় ছিল-

ক) পাখির ইতিহাস

খ) কর্ভাসের ইতিহাস

গ) পাখির কথাবার্তা

ঘ) পাখির মস্তিষ্ক

উত্তর:(ঘ) পাখির মস্তিষ্ক


৬)'কর্ভাস' কোন্ জাতীয় পাখির লাতিন নাম?

ক) ম্যালিফাউল

খ) কাক 

গ) গ্রিব 

ঘ) হামিং বার্ড

উত্তর:(খ) কাক 


৭)কর্ভাসের ট্রেনিং-এর সময় ছিল কখন?

ক) সকাল আটটা থেকে ন-টা

খ) সকাল সাতটা থেকে আটটা

গ) সকাল ন-টা থেকে দশটা

ঘ) সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা

উত্তর:(ক) সকাল আটটা থেকে ন-টা


৮)প্রোফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুর নাম-

ক)অ্যান্টনি ডেভিড

খ) রিউফাস গ্রেনফেল

গ) মাইকেন আঁদ্রেন

ঘ) পিটার রকফেলো

উত্তর:(খ) রিউফাস গ্রেনফেল


৯)চিলিতে যে-হোটেলে প্রোফেসর শঙ্কু ছিলেন তার নাম- 

ক) হোটেল এক্সপ্রেসন

খ) হোটেল ডি লা মেয়ার

গ) হোটেল একসেলসিয়র

ঘ) হোটেল সানতিয়াগো

উত্তর:(গ) হোটেল একসেলসিয়র


১০)পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে কর্ভাস ও শঙ্কু উঠেছিলেন? 

ক) সত্তর 

খ) একাত্তর

গ) বাহাত্তর

ঘ) চুয়াত্তর

উত্তর:(খ) একাত্তর


১১)চিলির যে-কাগজে কর্ভাসের ছবিসহ খবর বেরিয়েছে তার নাম-

ক) টাইম দ্য সানতিয়াগো রিখটাস ভেল্ট

গ) মিরকিউলাস দেল সানতিয়াগো

ঘ) কোনোটিই নয়

উত্তর:(ঘ) কোনোটিই নয়


১২)চিলিয়ান যে জাদুকরের সঙ্গে শঙ্কুর পরিচয় হয়েছিল তার নাম-

ক) মার্সেলো

খ) আর্গাস

গ) আদ্রিয়ানো

ঘ) বাক্কাস

উত্তর:(খ) আর্গাস


গ) কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও।(SAQ) প্রশ্নের মান-১


১)শঙ্কুর অরনিথন যন্ত্রটি কেমন ছিল?

উত্তর:সত্যজিৎ রায়ের রচিত অরভাগ গল্পে,অরনিথন যন্ত্রটির দুটি অংশ-একটি অংশ খাঁচার মতো, যেখানে পাখিটি থাকবে।এ ছাড়া খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগাযোগ রাখবে দ্বিতীয় অংশটি, এখান থেকে জ্ঞান ও বুদ্ধি পাখির মস্তিষ্কেচালিত হবে।


২)শঙ্কু তাঁর পরীক্ষায় ব্যবহারের জন্য কাকটিকে নির্বাচন করেছিলেন কেন?

উত্তর: সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,কাকটি ঠোঁটে পেনসিল নিয়ে টেবিলে আঁচড় কাটত,দেশলাই থেকে কাঠি বের করে বাক্সের পাশে ঘষার চেষ্টা করত-কাকটির এই ধরনের কাজ করার আগ্রহ ও দক্ষতা দেখে শঙ্কু তাকে নির্বাচন

করেছিলেন।


৩)অরনিথনে ঢোকার পরে কাকটি কী করত?

উত্তর:অরনিথনের বোতাম টিপলেই কাকটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসত এবং নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে থাকত।


৪)কাকটির নাম কী ছিল?

উত্তর:কাক জাতীয় পাখির লাতিন নাম অনুসারে শঙ্কু কাকটির নাম রেখেছিলেন কর্ভাস।


৫)কর্ভাসের দু-সপ্তাহে কী অগ্রগতি হয়েছিল?

উত্তর:সহজ যোগ,বিয়োগ,নাম,পদবি,ইংরেজি কথা আর সংখ্যা,মাস,সন,তারিখের হিসাব রেখে কর্ভাস দু-সপ্তাহে অভাবনীয় উন্নতি করেছিল।


৬)জাদুকর আর্গাসের চেহারার বিবরণ দাও।

উত্তর:জাদুকর আর্গাসের নাক টিয়া পাখির মতো, মাঝখানে সিঁথি করা চুল পিছনে আঁচড়ানো, চোখে পুরু পাওয়ারের চশমা দিয়ে মণিগুলিকে দেখায় বিন্দুর মতো, আর তার উচ্চতা প্রায় সাড়ে ছ-ফুট।


৭)জাদুকর আর্গাসকে দেখে কর্ভাসের আচরণ কেমন ছিল?

উত্তর:কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে ল্যাম্প নিভিয়ে ঘর অন্ধকার করে, তারপর খাঁচায় ফিরে ঠোঁট দিয়ে দরজা বন্ধ করে দেয়।


৮)আর্গাস কত টাকা দিয়ে কর্তাসকে কিনতে চেয়েছিল?

উত্তর:আর্গাস দশ হাজার এসকুডো মানে প্রায় পনেরো হাজার টাকা দিয়ে কর্তাসকে কিনতে চেয়েছিল।


৯)আর্গাস কীভাবে কর্ভাসকে চুরি করেছিল?

উত্তর:শঙ্কুর অনুপস্থিতির সুযোগে হোটেলে ঢুকে রুমবয়দের সম্মোহিত করে,আর্গাস খাঁচাসমেত কর্তাসকে সেলোফেন ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যায়।


১০) আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ কী ছিল?

উত্তর:আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ ছিল পায়রা,মোরগ,স্যারস প্রভৃতি পাখিদের নিয়ে খেলা।


১১)জাদুকর আর্গাস এককালে কাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন?

উত্তর:জাদুকর আর্গাস এককালে অনেকটা সময় জিপসিদের সাঙ্গে কাটিয়েছেন।


১২)জাদুকর আর্গাসের গাড়ির কী হয়েছিল?

উত্তর:সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,জাদুকর আর্গাসের সিলভার ক্যাডিলাক গাড়ি রাস্তা থেকে সরে গিয়ে গাছের গুঁড়িতে ধাক্কা মেরেছিল।


১৩)কর্ভাস কীভাবে আর্গাসকে জব্দ করেছিল ?

উত্তর: সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,কর্ভাস জাদুকর আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ঠোটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়ে। প্রায় অন্ধ আর্গাস, পুলিশ-সহ শঙ্কুর হাতে ধরা পড়ে যায়।


১৪)‘অরনিথন' শব্দটির অর্থ লেখো।

উত্তর ‘অরনিথন' শব্দের অর্থ পাখি-পড়ানো।


১৫)'কর্ভাস' কীসের নাম ?

উত্তর:‘কর্ভাস' হল কাক-জাতীয় পাখির লাতিন নাম। এর থেকে শঙ্কু তাঁর ছাত্র কাকটির ‘কর্ভাস' নামকরণ করেন।


ঘ) কম-বেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান-৩


১)শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম কী ও তার গঠন কেমন ?


উত্তর:সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম হল ‘অরনিথন’যন্ত্র।সহজ পথে বিশ্বাসী মানুষ শঙ্কু।তাই তাঁর যন্ত্রটিও ছিল সহজ। যন্ত্রটির দুটি অংশ।একটি অংশ খাঁচার অরনিথন যন্ত্রের গঠন মতো,পাখি থাকবে সেই খাঁচার মধ্যে।খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের এবং এই অংশটি থেকেই জ্ঞান,বুদ্ধি ইত্যাদি চালিত হবে পাখির মস্তিষ্কে।


২)আমি বিশ্বের সেরা জাদুকর'-আমি কে?তার চেহারার বর্ণনা দাও।


উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'কর্ভাস' গল্পে, 'আমি' হলেন- জাদুকর আর্গাস।তিনি লম্বায় সাড়ে ছয় ফুটেরও বেশি।তাঁর টিয়া পাখির মতো নাক। মাঝখানে সিঁথি করা চুল টান করে পিছনে আঁচড়ানো।এই চুল নতুন গ্রামাফোন রেকর্ডের মতো আর্গাসের চেহারার বর্ণনা কালো আর চকচকে।চোখে মাইনাস পাওয়ারের পুরু কাচের চশমা থাকায় মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। আর তাঁর কোটের আস্তিন থেকে বেরিয়ে আসা ফ্যাকাসে হাত দুটোর বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে।


৩)কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে

আলাদা রাখতে চায়,তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তা কে?প্রসঙ্গ উল্লেখ করো।


উত্তর: সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে, বক্তা হলেন প্রোফেসর শঙ্কু।তিনি তাঁর নিজের গবেষণার সঙ্গী ও ছাত্র কাকটি সম্পর্কে এ কথা বলেছেন।


*একদিন ভীষণ বজ্রপাতে বাগানের শিমূল গাছে বাজ পড়ে একটি কাক মারা যাওয়ায় অন্য সব কাক এসে জড়ো হয়ে চিৎকার করছিল। কিন্তু কর্ভাস সেখানে যাওয়ার কোনো প্রসঙ্গ আগ্রহ দেখাল না। বরং সে পেনসিল মুখে প্রাইম নাম্বারস লিখে চলল। এর থেকেই শঙ্কু টের পান কর্ভাস সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়।


৪)'এ থেকে একটা অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল'-কোন প্রসঙ্গে এমন উক্তি?


উত্তর:সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস'গল্পে,শঙ্কু তাঁর ল্যাবরেটরিতে অরনিথন যন্ত্রের কাজ শেষ উদ্ধৃতাংশের প্রসঙ্গকরেছেন। কর্ভাস সকালেই তাঁর ঘরে প্রবেশ করে পাউরুটি খেয়ে লাফিয়ে বেড়াচ্ছে।এমন সময় শঙ্কু খাঁচার দরজাটা খুলে দিলেন,পাখিটা লাফাতে লাফাতে এসে তার মধ্যে প্রবেশ করল।এ থেকে প্রোফেসর অনুমান করলেন যে,কাকটির শেখার আগ্রহ প্রবল।



৫)“তার সঙ্গে বেরিয়েছে পেনসিল মুখে কর্তাসেরএকটা ছবি-কোথায় কর্ভাসের ছবি বেরিয়েছিল?এর কারণ কী ছিল?


উত্তর:সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,চিলির খবরের কাগজ'কোরিয়েরে দেল সানতিয়াগো'র সান্ধ্য সংস্করণে কর্ভাসের ছবি বেরিয়েছিল।সানতিয়াগোর পক্ষিবিজ্ঞানী সম্মেলনে, দু-মাস ধরে শঙ্কুর কর্ভাসের ছবি বেরোনোর কারণ

কাছে কর্ভাস যা শিখেছিল সেই সবই উপস্থিত অভ্যাগতদের কাছে ডিমনস্ট্রেট করে।একটা পাখির মগজে যে মানুষের জ্ঞান বুদ্ধি এভাবে প্রবেশ করতে পারে,এই দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যায়। তাই কাগজে কর্ভাসের ছবিসহ খবর বেরোয়।


ঙ) কমবেশি ১৫০ টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান-৫


১)‘অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও আরও বিস্ময়কর’-'কর্ভাস' গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।


উত্তর: সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস গল্পে,প্রোফেসর শঙ্কু প্রথমেই বাবুইয়ের দৃষ্টান্ত দেন। সামান্য খড়কুটোর সাহায্যে তারা যে বাসা বানায় তা আমাদের বিস্মিত করে।একজন মানুষের পক্ষে এমন বাসা বানানো প্রায় অসম্ভব, আর যদি-বা সম্ভব হয় তাহলে মাসখানেকের অক্লান্ত গল্পাংশে বর্ণিত নানান পরিশ্রমের প্রয়োজন হবে। এরপর তিনি পাখির ক্ষমতা অস্ট্রেলিয়ান ম্যালি-ফাউলের প্রসঙ্গে আসেন। তারা ডিমে তা দেয় না। তার বদলে বালি, মাটি ও উদ্ভিদ দিয়ে ঢিপির মতো বাসা বানায়। বাইরের আবহাওয়ার তারতম্য সত্ত্বেও এই বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইটের এদিক-ওদিক হয় না।আর ডিম ফুটে ছানা বেরোনোর জন্য এই উত্তাপেরই প্রয়োজন হয়। পাখিদের আশ্চর্য রহস্যময় ক্ষমতা আরও আছে, যেমন গ্রিব। তারা যে কেন নিজেদের পালক ছিঁড়ে খায় এবং ছানাদের খাওয়ায় তা কেউ জানে না। আবার এরাই শত্রুদের হাত থেকে বাঁচতে দেহ ও পালক থেকে বাতাস বের করে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবেও ভেসে থাকে। এ ছাড়াও যাযাবর পাখির দিকনির্ণয় ক্ষমতা, বাজপাখির শিকারের দক্ষতা, শকুনের ঘ্রাণশক্তি এবং বিভিন্ন পাখির সংগীতপ্রতিভা প্রভৃতির কথা বিবেচনা করেই শঙ্কু অন্য প্রাণীদের তুলনায় পাখিদের বিস্ময়কর ক্ষমতার প্রশংসা করেছেন।


২)'খাঁচাসমেত কর্ভাস উধাও।'-কর্ভাস কীভাবে উধাও হয়ে গিয়েছিল?


উত্তর:সত্যজিৎ রায়ের রচিত কর্ভাস' গল্পে পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের দিন রাত্রিবেলায় চিলিয়ান জাদুকর আর্গাস প্রোফেসর শঙ্কুর কাছে এসে দশ হাজার একুডো অর্থাৎ পনেরো হাজার টাকার বদলে কর্ভাসকে চান। কিন্তু প্রোফেসর রাজি না হওয়ায় তাঁকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। পরদিন সম্মেলনে জাপানি বিজ্ঞানীর ভাষণ-সহ অন্যান্য বক্তৃতা শোনার পর প্রোফেসর শঙ্কু কর্ভাসকে হোটেলের ঘরে রেখে অভ্যাগতদের সঙ্গে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষ করে প্রায় আড়াইটে নাগাদ তিনি হোটেলে ফিরে চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা তাঁকে শঙ্কিত করে তোলে। তিনি ঘরে ঢুকে দেখেন খাঁচাসমেত কর্ভাস উধাও। পরে তিনি হোটেলের দারোয়ানের কাছে জানতে পারেন যে প্রায় আধ ঘণ্টা আগে আর্গাস তাঁর রুপোলি ক্যাডিলাক গাড়ি নিয়ে হোটেলে এসেছিলেন। তার ঠিক দশ মিনিট পরে হাতে একটা সেলোফেনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে যান। বোঝা যায়, আর্গাস তাঁর জাদুবলে হোটেলের রুমবয়দের সম্মোহিত করে তাদের থেকে চাবি নিয়ে নিজের কাজ হাসিল করেছেন। এরপর কর্ভাসকে নিয়ে আর্গাস তাঁর গাড়িতে করে ভালপারাইজোের রাস্তা ধরে হাইওয়ের দিকে পালাতে চেষ্টা করেন।


৩)‘তার সঙ্গে বেরিয়েছে পেনসিল মুখে কর্তাসের কটা ছবি-কোথায় কর্ভাসের ছবি বেরিয়েছিল?এর কারণ কী ছিল ?


উত্তর:সত্যজিৎ রায়ের রচিত 'কর্ভাস' গল্পে,চিলির সানতিয়াগো শহরের 'কোরিয়েরে দেল সানতিয়াগো' নামক কাগজের সান্ধ্য সংস্করণে কর্ভাসের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল।


* কর্ভাসের শিক্ষা শেষ হওয়ার পর শঙ্কু তাকে নিয়ে চিলির সানতিয়াগো শহরে বিশ্ব পক্ষিবিজ্ঞানী সম্মেলনে যোগ দেন।সেখানে প্রথমে পাখির মস্তিষ্ক বিষয়ে শঙ্কু একটি পেপার পড়েন।তারপর কর্ভাসকে নিয়ে লাইভ ডিমন্‌সট্রেশন চলে এক ঘণ্টার ওপর।

শঙ্কুর বক্তব্য,কর্ভাস উপস্থিত সকলের সঙ্গে বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর হাততালির সঙ্গে তাল মিলিয়ে ঠোঁট দিয়ে টেবিল ঠুকে করধ্বনির আওয়াজ করে। এরপর গত দু-মাসে সে যা যা শিখেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থিত করে দর্শকদের অবাক করে দেয়।


* কর্ভাসের ছবি খবরের কাগজে বেরোনোর কারণ সভাশেষে অভ্যাগতরা সকলেই মানতে বাধ্য

হয়,মানুষের জ্ঞান বুদ্ধিও যে এভাবে পাখির মধ্যে সঞ্চারিত করা যায়,তা কেউ কল্পনা করতেও পারেননি।এই অত্যাশ্চর্য ঘটনার স্বীকৃতি হিসেবে কর্ভাসের ছবিসহ খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল।


আরো পড়ুন:

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here

ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্নউত্তর Click Here 

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here

 দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here

 নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here

 হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here 

ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর click Here

  আবহমান কবিতার প্রশ্ন উত্তর Click Here

 আমরা কবিতা প্রশ্ন উত্তর click Here 

খেয়া কবিতার প্রশ্ন উত্তর click Here

আকাশের সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর Click Here 

নিরুদ্দেশ গল্পের প্রশ্ন উত্তর click here

রাধারানী গল্পে প্রশ্ন উত্তর Click Here 

চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-1 click Here  

চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-2 click 


ব্যোমযাত্রীর ডায়েরির প্রশ্ন উত্তর Click Here 

কর্ভাস গল্পের প্রশ্ন উত্তর Click Here 


Teles of Bhola grandpa Lesson1 Unit 1 Click Here

Teles of Bhola grandpa Unit 2 Click Here


All about a Dog Lesson 2-Unit -1 -Click Here

All about a Dog Lesson 2 Unit 2 Click Here


Autumn poem Lesson 3 Part 1 Click Here


A Day in the zoo Lesson 4 Part 1 Click Here

A Day in the zoo Lesson 4 part 2 Click Here


All Summer in a Day Lesson 5 part 1 Click Here

The price of bananas part 1 click Here 

The price of bananas part 2 click Here 

Hunting snake poem question answer click Here 

Cucumber is beneficial for the body click Here



ডাবের জলে উপকারিতা click Here 

দুধের উপকারিতা click here

ওজোন গ্যাস click here 

রক্ত সম্পর্কে আলোচনা click here 


অস্থি বা হাড়ের কার্যাবলী Click here 

থাইরয়েড গ্রন্থির প্রশ্ন উত্তর Click here 



প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞান Click here 

একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা click here 

বাংলার উৎসব প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here 

গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Click here 

মেলা প্রবন্ধ রচনা Click here 

মোবাইল ফোনের ভালো মন্দ প্রবন্ধ রচনা Click here 

বইমেলা প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা Click here 

তোমার প্রিয় কবি- কাজী নজরুল ইসলাম প্রবন্ধ রচনা 

মাতৃভাষায় বিজ্ঞানচর্চা প্রবন্ধ রচনা Click here 
ডেঙ্গু- একটি ভয়াবহ রোগ প্রবন্ধ রচনা Click here 


ধ্বনি ও স্বরধ্বনির প্রশ্ন উত্তর Click here 

ব্যঞ্জনধ্বনি প্রশ্ন উত্তর Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর part-1 Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর Part-2 Click here 

সন্ধির প্রশ্ন উত্তর Click here 

শব্দ গঠনের প্রথম পর্যায় উপসর্গ ও অনুসর্গ প্রশ্ন উত্তর

শব্দ গঠনের দ্বিতীয় পর্যায় ধাতু ও প্রত্যয় প্রশ্ন উত্তর Click here 

বাংলা শব্দভাণ্ডারের প্রশ্ন উত্তর Click here 

বাংলা শব্দ কয় প্রকার ও কি কি Click here 

পদ কয় প্রকার ও কি কি Click here 
পদের দ্বিতীয় ভাগ- বিশেষণপদ Click here 


পদের চতুর্থ ভাগ অব্যয় পদ Click here 
পদের পঞ্চম ভাগ ক্রিয়াপদ Click here 


















Post a Comment

0 Comments