প্রাণী হরমোনের বৈশিষ্ট্য।অ্যাড্রিনাল গ্রন্থি কাকে বলে।


প্রাণী হরমোনের বৈশিষ্ট্য।অ্যাড্রিনাল গ্রন্থি কাকে বলে।


1)পরিবেশ ও বিজ্ঞানের- ভৌত পরিবেশ: 

1.C.প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমম্বয়:

 প্রাণী হরমোন।


সূচিপত্র: 

1) প্রাণীদের হরমোন সম্পর্কে আলোচনা

2) সঠিক উত্তরটি নির্বাচন করো(MCQ) প্রশ্নের মান-1

3) অতিসংক্ষিপ্ত উত্তর দাও।(SAQ)প্রশ্নের মান-1

4) সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান-2

5) রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান-5



1.C. প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমম্বয়:

 প্রাণী হরমোন।


* প্রাণীদেহে নানা কাজের সমন্বয় ঘটায় প্রাণী হরমোন। কোনো হরমোনের ক্ষরণমাত্রা অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। হরমোনের মাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটলে নিয়ন্ত্রক হরমোনের মাত্রারও যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি হয়।


* মানবদেহে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থির অংশগুলি হল- হাইপোথ্যালামাস,পিটুইটারি,থাইরয়েড,অগ্ন্যাশয়, অ্যাড্রেনাল, শুক্রাশয় ও ডিম্বাশয়।


*পিটুইটারি গ্রন্থিকে বলে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এই গ্রন্থির ক্ষরণ অন্য গ্রন্থি তথা দেহের সব কাজ নিয়ন্ত্রণ করে বলে এর এইরকম নাম। পিটুইটারি গ্রন্থির দুটি খণ্ডক। অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসৃত ACTH হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ,TSH হরমোন থাইরয়েডে ক্ষরণ,GH হরমোন দেহের বৃদ্ধি ও GTH হরমোন জননগ্রন্থির ক্ষরণ ও দেহের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। পশ্চাৎ পিটুইটারি থেকে ADH বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয় যা দেহে জলের ভারসাম্য রক্ষা করে।


* হাইপোথ্যালামাস থেকে নির্গত CRH, ACTH এর ক্ষরণ, GHRH হরমোনটি GH-এর ক্ষরণ, TRH হরমোনটি TSH-এর ক্ষরণ ও GnRH হরমোন GTH এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।এটি প্রভুগ্রন্থি বা পিটুইটারির কাজ নিয়ন্ত্রণ করে। তাই এর অপর নাম 'প্রভুগ্রন্থির প্রভু।


* থাইরয়েড গ্রন্থির থেকে ক্ষরিত T3 ও T4 বা থাইরক্সিন হরমোন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোনের অপর নাম ক্যালোরিজেনিক হরমোন।


*অগ্ন্যাশয় হল একটি মিশ্রগ্রন্থি। এর থেকে অগ্ন্যাশয় রস নামক পাকরস ছাড়াও ক্ষরিত হয়।এর আইলেট্স অফ ল্যাঙ্গারহ্যান্‌স নামক কোশগুচ্ছ থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে ও গ্লুকাগন রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করে।


*অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপরে অবস্থিত,তাই এর অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থির মেডালা থেকে নির্গত অ্যাড্রেনালিন হরমোনকে ‘আপদকালীন হরমোন' বলে।


* জননগ্রন্থি হল পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় ও মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়—উভয়েই মিশ্রগ্রন্থি। শুক্রাশয় থেকে পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন হরমোন এবং ডিম্বাশয় স্ত্রী যৌন হরমোন থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়।


* হরমোনের কম ক্ষরণে নানা রোগ হয়।যেমন- GH/STH -এর অভাবে বামনত্ব, ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, ADH-এর অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস এবং থাইরক্সিনের অভাবে সাধারণ গলগণ্ড রোগ হয়।



2) সঠিক উত্তরটি নির্বাচন করো(MCQ) প্রশ্নের মান-1


1)প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় এবং সাড়া প্রদানের  মাধ্যমটি হল-

a)উৎসেচক

b)লসিকা

c)রক্ত

d) হরমোন


উত্তর:(d) হরমোন



2)জীবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠে-

a)সংবহনতন্ত্র

b) সনালতন্ত্র 

c)বহিঃক্ষরা তন্ত্র

d) অন্তঃক্ষরা তন্ত্র


উত্তর:(d) অন্তঃক্ষরা তন্ত্র


 3)নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি?

a)লালাগ্রন্থি

b)যকৃৎ

c)অশ্রুগ্রন্থি

d)থাইরয়েড


উত্তর:(d)থাইরয়েড


4)দেহে অনেক গ্রন্থি থাকে যেগুলিতে নালীপথ থাকে। অর্থাৎ,যারা অনাল গ্রন্থি নয়।এইরকম একটি গ্রন্থি হল-

a)লালাগ্রন্থি

b)পিটুইটারি গ্রন্থি

c)থাইরয়েড গ্রন্থি

d)অ্যাড্রেনাল গ্রন্থি


উত্তর:(a)লালাগ্রন্থি


5)যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে, তাকে বলে-

a) অন্তঃক্ষরা গ্রন্থি

b)বহিঃক্ষরাগ্রন্থি

c)মিশ্রগ্রন্থি

d)কোনোটিই নয়


উত্তর:(a) অন্তঃক্ষরা গ্রন্থি


6)সনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়-

a)ভিটামিন

b)ফেরোমোন

c)হরমোন

d)উৎসেচক


উত্তর:(d)উৎসেচক


7)নীচের কোন্ গ্রন্থিটি একটি মিশ্রগ্রন্থি?

a) লালাগ্রন্থি 

b) যকৃৎ

c) অগ্ন্যাশয়

d)থাইরয়েড


উত্তর:(c) অগ্ন্যাশয়


৪)অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না-

a) ইনসুলিন

b)থাইরক্সিন

c)পেপসিন

d)অ্যাড্রেনালিন


উত্তর:(c)পেপসিন


9)যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য কোশের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে-

a)আদর্শ হরমোন

b)প্যারাক্রিন হরমোন

c)ট্রপিক হরমোন

d)লোকাল হরমোন


উত্তর:(c)ট্রপিক হরমোন


10) নীচের যে হরমোনটি লোকাল হরমোন নয়,সেটি হল-

a)গ্যাস্ট্রিন

b) হিস্টামিন

c) ব্র্যাডিকাইনিন

d)TSH


উত্তর:(d) TSH


11)একটি লোকাল হরমোন হল-

a)থাইরক্সিন

b)অ্যাড্রেনালিন

c)টেস্টোস্টেরন

d)ইনসুলিন 


উত্তর:(c)টেস্টোস্টেরন


12)'প্রভুগ্রন্থির প্রভু' বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল- a)থাইরয়েড

b)পিটুইটারি

c)হাইপোথ্যালামাস

d)লঘুমস্তিষ্ক


উত্তর:(c)হাইপোথ্যালামাস


13)হাইপোথ্যালামাস কোন্ পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?

a)TSH

b)STH

c)ADH

d) থাইরক্সিন


উত্তর:(c)ADH


14)হাইপোথ্যালামাসে সংশ্লেষিত একটি হরমোন হল-

a) ADH

b)TSH

c)ACTH

d)OFSH


উত্তর:(a) ADH


15)তোমার মতে নীচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি আকারে ছোটো অন্তঃক্ষরা গ্রন্থি? 

a)থাইমাস

b)পিটুইটারি

c)থাইরয়েড

d)প্যারাথাইরয়েড


উত্তর:(b)পিটুইটারি


16)মাস্টার গ্ল্যান্ড’বা ‘প্রভুগ্রন্থি' বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল-

a)মস্তিষ্ক

b)পিটুইটারি

c)অগ্ন্যাশয়

d) থাইরয়েড


উত্তর:(b)পিটুইটারি


17)GH-এর সম্পূর্ণ নাম কী?

উত্তর:গ্রোথ হরমোন।


18)LTH-এর পুরো নাম কী?

উত্তর:লিউটিওট্রপিক হরমোন।


19)একটি হরমোনের নাম লেখো যা অ্যাড্রেনাল গ্রন্থিকে উত্তেজিত করে।

উত্তর:অ্যাড্রেনোকটিকোট্রপিক হরমোন (ACTH)।


20)গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর:পিটুইটারি গ্রন্থি।


গ) সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান-2


1)হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলে কেন?

উত্তর:i)হরমোন রক্ত বা লসিকা দ্বারা উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে পৌঁছোয় ও কাজ করে থাকে। অনেকসময় একই কাজের বিপরীত দিক দুটি হরমোন নিয়ন্ত্রণ করে (যেমন—ইনসুলিন ও গ্লুকাগন যথাক্রমে রক্তে শর্করা হ্রাস করে ও বৃদ্ধি করে)। এইভাবে দেহের নানা কাজ করা ও তাদের সমন্বয় করার কারণে হরমোনকে সমন্বায়ক বলে।


ii)হরমোন মূলত প্রোটিন,স্টেরয়েড, গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ জৈব রাসায়নিক প্রকৃতির। এই কারণে সামগ্রিকভাবে হরমোনকে রাসায়নিক সমন্বায়ক বা সমন্বয়সাধক বলা হয়।


2)প্রাণী হরমোনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। উত্তর:প্রাণী হরমোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল-

i)এগুলি অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা কোশসমষ্টি থেকে ক্ষরিত হয়।

ii) এগুলি সাধারণত প্রোটিন,পেপটাইড,গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েডধর্মী।


iii)এই হরমোন উৎপত্তিস্থল থেকে রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয় ও লক্ষ্য অঙ্গ বা কার্যকরী অঙ্গে পৌঁছোয়।

iv)প্রাণীদেহে হরমোন উৎপত্তিস্থল থেকে রাসায়নিক বার্তা লক্ষ্য অঙ্গে নিয়ে যায়, তাই একে রাসায়নিক বার্তাবাহক বলে।


3)ট্রপিক হরমোন কাকে বলে?

উত্তর:যেসব হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর অন্তঃক্ষরা গ্রন্থি বা দেহের অপর কোনো কোশের ক্রিয়া নিয়ন্ত্রণ করে,তাদের ট্রপিক হরমোন বলে।যেমন-ACTH হরমোন অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অংশকে উদ্দীপিত করে অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।


4)স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কাকে বলে?

উত্তর:যেসব হরমোন কেবল উৎপত্তিস্থল বা তার কাছাকাছি অঞ্চলের কোশ বা কলাগুচ্ছের ওপর কাজ করে তাদের স্থানীয় হরমোন বলে যেমন-সিক্রেটিন,গ্যাস্ট্রিন হরমোনগুলি পাকস্থলীতে উৎপন্ন হয়ে সেখানেই কাজ করে।


5)হাইপোথ্যালামাস গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু' বা 'সুপ্রিম কমান্ডার' বলা হয় কেন?

উত্তর:হাইপোথ্যালামাসে উৎপন্ন নিউরোহরমোনগুলি অগ্র পিটুইটারিতে এসে তার অন্তঃক্ষরা কোশের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য যে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। প্রভুগ্রন্থির ওপরে হাইপোথ্যালামাস ক্রিয়াশীল হয় বলে একে ‘প্রভুগ্রন্থির প্রভু' বলা হয়ে থাকে।


6)ডিম্বাশয় বা ওভারিকে মিশ্র গ্রন্থি বলে কেন?

উত্তর:ডিম্বাশয় বা ওভারিকে মিশ্রগ্রন্থি বলে কারণ এই গ্রন্থি থেকে অ্যাসিড ফসফাটেজ নামক উৎসেচক (বহিঃক্ষরা ক্রিয়া) এবং ইস্ট্রোজেন নামক হরমোন (অন্তঃক্ষরা ক্রিয়া) নিঃসৃত হয়। তাই একে মিশ্র গ্রন্থি বলে।


7) ইস্ট্রোজেন কোন কোন স্থান থেকে নিঃসৃত হয়?

উত্তর:ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল ও অমরা (placenta) থেকে ইস্ট্রোজেন নামক স্ত্রী-হরমোনটি নিঃসৃত হয়।


8)অ্যান্ড্রোজেন কী?

উত্তর:স্টেরয়েড জাতীয় যে হরমোন পুরুষ দেহে বৃদ্ধি ও জননগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের

অ্যান্ড্রোজেন বলে। যেমন-শুক্রাশয় নিৰ্গত টেস্টোস্টেরন,অ্যাড্রেনাল কর্টেক্স ক্ষরিত অ্যান্ড্রোজেন।


9)টেস্টোস্টেরনকে অ্যান্ড্রোজেন বলা হয় কেন?

উত্তর:টেস্টোস্টেরন নামক যৌন স্টেরয়েড হরমোন পুরুষদেহে বিশেষত বয়ঃসন্ধিকালে বিভিন্ন গৌণ যৌন লক্ষণের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে,শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া (স্পার্মাটোজেনেসিস) ত্বরান্বিত করে ও পুরুষদের স্বাভাবিক যৌন আচরণ নিয়ন্ত্রণ করে,তাই একে অ্যান্ড্রোজেন (গ্রিক শব্দ andro যার অর্থ masculine অর্থাৎ পুরুষোচিত) হিসেবে গণ্য করা হয়।


ঘ) রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নের মান-5


1)জরুরিকালীন অবস্থায় অ্যাড্রেনালিন দেহের বিভিন্ন অঙ্গকে কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো।


উত্তর:জরুরিকালীন পরিস্থিতিতে দেহের বিভিন্ন অঙ্গের ওপর অ্যাড্রেনালিন হরমোনের প্রভাব নীচে আলোচনা করা হল।

i)অ্যাড্রেনালিন হরমোন হৃৎপিণ্ডের ওপর ক্রিয়া করে, ফলে হৃৎস্পন্দন ও হার্দ-উৎপাদ বৃদ্ধি পায়। ফলে পেশিকোশে গ্লুকোজ ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়। এই কারণে হৃৎপিণ্ডে জোরে শব্দ (thumping heart) পাওয়া যায়।


ii)মস্তিষ্কের শ্বাসকেন্দ্র অ্যাড্রিনালিনের প্রভাবে উত্তেজিত হয়, ফলে দ্রুত ও গভীর শ্বাসক্রিয়া ঘটে। এর মাধ্যমে ফুসফুসে দ্রুত O2 প্রেরণ এবং কলাকোশ থেকে দ্রুত CO2 অপসারিত হয়। এই কারণে জোরে জোরে শ্বাসগ্রহণ বা হাঁপানি দেখা যায় ।

iii)অ্যাড্রেনালিন ত্বক ও পৌষ্টিকনালী সংলগ্ন রক্তবাহের সংকোচন ঘটায়।ফলে এই দুটি অংশে রক্ত সরবরাহের পরিমাণ কমে ও পেশিতে রক্ত সরবরাহের পরিমাণ বৃদ্ধি পায়।যেমন-ব্যক্তি বিবর্ণ হয় ও গলা শুকিয়ে যায়।


iv)অ্যাড্রেনালিনের প্রভাবে পেশি উত্তেজিত ও দ্রুত ক্রিয়াশীল হয়।ফলে পেশি দৃঢ় হয় ও কাঁপুনি (shivering) দেখা যায়।


2)ইনসুলিন-এর কাজ উল্লেখ করো।

উত্তর: ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলি হল-

i)ইনসুলিনা রাক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে রক্ত থেকে গ্লুকোজের পারিমাণ কমিয়ে রাক্তে গ্লুকোজের পারিমাণ নিয়ন্ত্রণ করে।


ii)ইনসুলিন কলাকোশের,ভেদ্যতা বাড়িয়ে কোশাকে গ্লুকোজ গ্রাহণে সহায়তা করে।


iii)গ্লাইকোজেনেসিসের মাধ্যমে যাকৃৎ ও পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেনারূপে সঞ্চয় করা এবং প্রায়োজন অনুসারে, গ্লুকোজের জারণ, প্রাভাবিত করা ইনসুলিনের অন্যতম কাজ।


iv)গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদনে (গ্লাইকোজেনোলাইসিস) ইনসুলিন বাধা দেয়।


v)প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন (গ্লুকোনিওজেনেসিস),ব্যাহত করে।


vi)কোশে গ্লুকোজকে জারিত করে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে।


3)থাইরক্সিনের উৎস কী?থাইরক্সিন হরমোনের কাজ গুলি লেখো।


উত্তর:থাইরয়েড গ্রন্থির ফলিকল কোশে থাইরক্সিন হরমোন সংশ্লেষিত হয়।


* থাইরক্সিন হরমোনের কাজ:থাইরক্সিন হরমোনের কাজগুলি হল-

i)দেহের বৃদ্ধি,মানসিক পরিপূর্ণতা,যৌবনের লক্ষণসমূহের বহিঃপ্রকাশ,বিপাক নিয়ন্ত্রণ ইত্যাদি হল থাইরক্সিনের প্রধান কাজ।


ii)এই হরমোন দেহের কলাকোশে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে তাপ উৎপাদনে সাহায্য করে।এই কারণে থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়।


iii)থাইরক্সিন মৌল বিপাক হার (BMK) বৃদ্ধি করে।


iv)এই হরমোন অস্ত্র থেকে গ্লুকোজ শোষ গ্লুকোজের পরিমাণ বাড়ায়।


v) লোহিতকণিকার পূর্ণতাপ্রাপ্তিতে থাইরক্সিনের বিশেষ ভূমিকা আছে।


 vi)হৃৎস্পন্দনের হার,রক্তচাপ প্রভৃতি নিয়ন্ত্রণের ওপর থাইরক্সিনের প্রভাব আছে।


vii)ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাং-এ রূপান্তরে থাইরক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


viii)স্তনগ্রন্থির দুগ্ধক্ষরণে এই হরমোন সাহায্য করে।


আরো পড়ুন:


জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর Click Here

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here

আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর Click Here

আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর Click Here


হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here

অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Click Here

পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর Click Here


প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর Click Here

সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর Click Here

সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর Click here 

বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here

বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর Click here 


কোনি গল্পের প্রশ্ন উত্তর Click Here 

 

the passing away of bapu question answerUnit 1 Click Here

The passing away of bapu question answer unit 2 Click Here

The passing away of bapu question answer unit 3 Click Here


My Own True family poem Lesson 4 Click Here


শসার স্বাস্থ্য উপকারিতা click Here 

efits for health click hair

চোখ click here

মধুর উপকারিতা click here

শব্দ দূষণ click here 

স্নায়ুর প্রশ্ন উত্তর Click here 


অগ্ন্যাশয় এর প্রশ্ন উত্তর Click here 


একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার

নুন কবিতা প্রশ্ন উত্তর click here 

প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞান Click here 

একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা click here 

বাংলার উৎসব প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here 


গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Click here 

মোবাইল ফোনের ভালো মন্দ প্রবন্ধ রচনা Click here 

বইমেলা প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা Click here 


একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনা Click here 


তোমার প্রিয় কবি- কাজী নজরুল ইসলাম প্রবন্ধ রচনা 

মাতৃভাষায় বিজ্ঞানচর্চা প্রবন্ধ রচনা Click here 

ডেঙ্গু- একটি ভয়াবহ রোগ প্রবন্ধ রচনা Click here 



বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক Click here 


সমাসের প্রশ্ন উত্তর Click here 

বাক্যের প্রশ্ন উত্তর Click here 


উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান Click here 

উদ্ভিদের চলন Click here 

ন্যাস্টিক চলনের প্রশ্ন উত্তর Click here 

উদ্ভিদ হরমোনের প্রশ্ন উত্তর Click Here 


প্রাণী হরমোনের প্রশ্ন উত্তর Click Here 






Post a Comment

0 Comments