চিত্রগ্রীব গল্পের বিষয়বস্তু।চিত্রগ্রীব প্রশ্ন উত্তর।


চিত্রগ্রীব গল্পের বিষয়বস্তু।চিত্রগ্রীব প্রশ্ন উত্তর।



সূচিপত্র:

ক) কবি পরিচিতি 

খ) উৎস

গ) পূর্ব কথা

ঘ) বিষয়সংক্ষেপ 

ঙ) নামকরন

চ) হাতেকলমে সমাধান 

ছ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)

জ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) 



ক) কবি পরিচিতি:


১৮৯০ খ্রিষ্টাব্দের ৬ জুলাই কলকাতার ধনগোপাল মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কিশোরীলাল মুখোপাধ্যায় একজন আইনজীবী ছিলেন। প্রথম জীবনেই তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং গুপ্ত সমিতি গঠনের জন্য জাপান যান। সেখান থেকে চলে যান মার্কিন দেশে।উদ্দেশ্য ছিল যন্ত্রবিদ্যা শিক্ষা করা। তিনি সাহিত্যে বি এ পাস করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এরপরেই তিনি সাহিত্য সৃষ্টিতে মন দেন। ১৯২৭ খ্রিষ্টাব্দে 'Gay Neck' (চিত্রগ্রীব) গ্রন্থটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘জন নিউরোবি' পদক লাভ করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ‘চিত্রগ্রীব, ‘Kari, the Elephant ,Hari ,the Jangle lad ,The Chief of the Head,('যূথপতি'),Hindu Fables for little Children'। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৪ জুলাই মাত্র ৪৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


খ) উৎস:


ধনগোপাল মুখোপাধ্যায়ের প্রখ্যাত শিশু উপন্যাস 'Gay Neck, the story of a pegion' থেকে পাঠ্যাংশের ‘চিত্রগ্রীব’ কাহিনিটি নেওয়া হয়েছে। কাহিনিটির কথা ধনগোপাল মুখোপাধ্যায়ের এবং ছবি এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত।


গ) পূর্ব কথা:

শিশুসাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তখনই তিনি বেশি বই লিখেছিলেন। সেখানে বসেই তিনি ১৯২৭ খ্রিস্টাব্দে ‘Gay Neck, The Story of a Pegion' বইটি লেখেন।বইটিতে তিনি ভারতীয় একটি পায়রার (Gay Neck) জীবন সম্পর্কে আলোচনা করেছেন। মূলত মূল বইটিতে তিনি ৪০টি পায়রা নিয়ে তাঁর যে শৈশব কেটেছিল তার অভিজ্ঞতার কথা বলতে চেয়েছেন। বইটি লিখতে গিয়ে তিনি এবং অন্যান্য যারা পায়রা পুষত, বিশেষ করে সংবাদ আদানপ্রদানকারী পায়রা, বিশেষত যুদ্ধের সময় পুষতেন যারা তাদের অভিজ্ঞতাও নিয়েছেন লেখক।

বইটিতে ধনগোপাল মুখোপাধ্যায় মহাশয় যে সংবাদ  দিতে চেয়েছেন, তা হল মানুষ এবং ডানাওয়ালা প্রাণী- অর্থাৎ মানুষ ও পায়রা হল ভাই ভাই।


ঘ) বিষয়সংক্ষেপ 

এক গেরোবাজ পায়রা বিয়ে করেছিল তখনকার পুরোনো বনেদি হরকরা বংশের এক সুন্দরী পায়রাকে।

বিয়ের পর তাদের সন্তানকে পৃথিবীতে আনার জন্য ছেলে-পাখি ডিমে তা দিলেও মেয়ে-পাখির মতো তার জানা ছিল না যে, কখন সেই ডিম পরিণত হয় কিংবা কোথায় ঠোকরালে বাচ্চাটির কোনো ক্ষতি হবে না, অথচ সে ফুটে বেরোবে।

বাপ-মা দুজনে মিলে তাদের সন্তান চিত্রগ্রীবকে নিয়ে মহাখুশি ৷ ডানা দিয়ে আদর করে; ঠোঁটে ঠোঁট দিয়ে দিয়ে খাওয়ায়। ঠিক একেবারে মানুষের মতোই ভালোবাসা।

চিত্রগ্রীবের এক মাস বয়স পর্যন্ত শক্ত খাবারগুলো মা-পায়রা নিজের মুখে নিয়ে নরম করে, বাচ্চার হজমের উপযোগী করে তারপর ঢেলে দিত সন্তানের মুখে। খুব দুষ্টু হয়েছে চিত্রগ্রীব। হপ্তা তিনেক বয়সে পিঁপড়ে মেরে দু-টুকরো করে মজা পায়। পাঁচ মাস বয়সে জলের মালসা থেকে একা একা জল খায়।


*লেখক লক্ষ করেছেন ওদের চোখের উপর ঘুড়ির কাগজের মতো ফিনফিনে একটা পাতলা পর্দা থাকে। যার ফলে তারা আঁধির মধ্যেও সোজা সূর্যের পানে উড়তে পারে।


চিত্রগ্রীব তখনও উড়তে শেখেনি। ওর বাবা একদিন ছেলের কুঁড়েমি দেখে ওকে ওড়ানোর চেষ্টা করতে লাগল। শেষপর্যন্ত রাগে গরগর করতে করতে, ছাদ থেকে এক-পা এক-পা করে ওকে ঠেলতে ঠেলতে একেবারে ছাদের কিনারায় নিয়ে গেল। একটাই উদ্দেশ্য সন্তানকে উড়তে শেখানো। চিত্রগ্রীবের দাঁড়ানোর মতো যখন একটুও জায়গা রইল না তখন সে পা ফসকে নীচে পড়তে পড়তে হঠাৎই তার ডানা ঝাপটাতে লাগল, সঙ্গে সঙ্গেই উড়তে শিখে গেল। ছেলে উড়ছে দেখে বাপ-মা দুজনেই খুশিতে অধীর হল।


ঙ) নামকরন:

চিত্রগ্রীব প্রকৃতপক্ষে একটি পায়রা,তার গ্রীবা রঙিন বলেই তার এমন নাম রাখা হয়েছে। প্রথমেই লেখক চিত্রগ্রীবের পিতা-মাতার পরিচয় দিয়েছেন। তারপর ধীরে ধীরে মাতা-পিতার স্নেহ-আদরে, পরম যত্নে চিত্রগ্রীবের বেড়ে ওঠার কাহিনি বর্ণনা করেছেন লেখক। চিত্রগ্রীবের খাদ্যগ্রহণ,তার পিঁপড়েকে বিনাশ করার মাধ্যমে আত্মরক্ষার কৌশল। 


* তারপর আলোচিত হয়েছে পায়রাটির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা-তার উড়তে শেখা। প্রথমে লেখক এবং পরে চিত্রগ্রীবের বাবা অপূর্ব কৌশলে চিত্রগ্রীবের মনের ভয়কে দূর করে,তাকে উড়তে শিখিয়েছে এবং সবশেষে ভীত ও অস্থির চিত্রগ্রীবকে সাহস দেওয়ার জন্য তার মা তার সঙ্গে উড়েছে, তার পাশে গিয়ে বসেছে। এইভাবে ধীরে ধীরে চিত্রগ্রীব  আলোচ্য কাহিনিটি সুখপাঠ্য হয়ে উঠেছে। প্রথম থেকে শেষপর্যন্ত কাহিনিটি চিত্রগ্রীবের জীবনচর্যা হয়ে উঠেছে।তাই আলোচ্য চরিত্রপ্রধান নামকরণ সার্থক ও যথার্থ হয়েছে।


চ) হাতেকলমে সমাধান:

১) নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১)ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে?


উত্তর:ধনগোপাল মুখোপাধ্যায়ের 'Gay Neck, The Story of a Pegion' -এর অন্তর্গত ‘Gay Neck'  বইটির চিত্ররূপ আমরা পড়লাম।


১.২)তাঁর লেখা অ ন্য আর-একটি বইয়ের নাম লেখো।


উত্তর:তাঁর লেখা অন্য আর-একটি বইয়ের নাম হল- 'The Chief of the Herd'।


২)‘চিত্রগ্রীব' নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো। বাবা-মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, ঠিক তেমন কোন্ শিক্ষা তুমি প্রথম বাবা-মায়ের সাহচর্যে শিখেছ- মনে করে লেখো।


উত্তর; শিশুসাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায়ের বিশ্বখ্যাত শিশুগ্রন্থ ‘Gay Neck' (চিত্রগ্রীব) থেকে নেওয়া কথা এবং সেই কথার উপর আঁকা ‘চিত্রগ্রীব' ছবিতে গল্পটি। পাখিদের জগতেও তাদের বাবা-মা সন্তানের প্রতি যত্নআত্তি, শিক্ষাদীক্ষায় কতটা নিখুঁত এবং আন্তরিক তা বুঝতে পারা যায় চিত্রগ্রীবের বাবা-মার আচরণ থেকে। ডিম দেওয়া থেকে ডিম ফুটে বাচ্চা বের হওয়া, বাচ্চা জন্মের পর থেকে তাকে পালন করার মধ্যে যেন দাবিই ফুটে উঠতে দেখা যায় এখানে। ছোটো চিত্রগ্রীবকে বাবা-মা ডানা দিয়ে সবসময় জড়িয়ে রাখে। তার মা শক্ত খাবার মুখে রেখে নরম করে মুখে তুলে দেয়। ঠোঁটে ঠোঁট দিয়ে খাবার খাওয়ানো বা আদর করায় এক অপূর্ব স্নেহের দৃশ্য ফুটে উঠতে দেখা যায়। কুঁড়ে ছেলেকে প্রয়োজনে ধমক দিতে এতটুকু কসুর করে না চিত্রগ্রীবের বাবা——বলি কুঁড়ের সর্দার, বয়স তো প্রায় তিনমাস হল, এখনো ওড়বার সাহস হয় না! তুই কী বল দেখি-পায়রা না কেঁচো ?’


* চিত্রগ্রীব একটি অল্পবয়স্ক পায়রা, আমিও অল্পবয়স্ক।‘চিত্রগ্রীব' ছবিতে গল্পটি পড়ে আমার মনে হয়েছে চিত্রগ্রীব ও আমার মধ্যে বিশেষ কোনো তফাত নেই। কারণ তার বাবা-মার সঙ্গে আমি আমার বাবা-মার আচরণের অনেক মিল খুঁজে পাই। প্রথমেই বলতে হয় দুই তরফের বাবা-মার ভালোবাসার মধ্যে কী মিল। খুব ছোটোবেলায় চিত্রগ্রীবের বাবা-মার মতো আমার বাবা-মাও আমাকে অনেক আদর দিয়ে, সমস্ত ঝড়ঝাপটা থেকে রক্ষা করে আমায় বড়ো করেছে। চিত্রগ্রীবের মা যেমন ছোটো চিত্রগ্রীবকে খাবার নরম করে খাওয়াত, আমার মাও তেমনি ছোটোবেলায় খাবার সেদ্ধ করে নরম করে মেখে খাইয়ে দিতেন। আমি ছোটোবেলায় যখন কেবলই তাদের কোলে চাপতে চাইতাম, তারা রাস্তায় আমার হাত ছেড়ে দিয়ে একা হাঁটতে শেখাতেন। সে আমার ভালোর জন্যই। চিত্রগ্রীবের বাবাও তার কুঁড়েমিকে প্রশ্রয় না দিয়ে তাকে ঠেলে দিয়ে উড়তে শিখিয়েছে।


* চিত্রগ্রীবের বাবার মতো আমার বাবাও শাসন করতেন শিক্ষার সময়। একদিন কী হয়েছে, আমায় বাবা সাঁতার শেখাতে একটা পুকুরে নিয়ে গেছে। আমি কিছুতেই বেশি জলে নামতে চাইছি না দেখে আমার বাবাও চিত্রগ্রীবের বাবার মতোই আমায় প্রায় ঠেলে, ইচ্ছা করেই জলের মধ্যে ফেলে দিল, ব্যাস কিছুক্ষণ জল খেলাম ঠিকই, কিন্তু হঠাৎ করেই আমি সাঁতরাতে লাগলাম। যেমন চিত্রগ্রীব পড়ে যেতে যেতেই হঠাৎ করে উড়তে লাগল, ঠিক তেমনই।


৩)তোমরা 'চিত্রগ্রীব' নামের পায়রাটির উড়তে শেখার কথা জানলে। তুমি কখনও টিয়া বা চন্দনার মতো কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে ? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমাৰ বন্ধুত্ব হয়, তাহলে তুমি তার সঙ্গে কী কথা বলবে? তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো।


উত্তর:চন্দনা না দেখলেও আমি টিয়াপাখির অনর্গল কথা বলা শুনেছি। টিয়ার সঙ্গে আমার একটি কাল্পনিক সংলাপ নীচে দেওয়া হল-

আমি:বাঃ। কী সুন্দর টুকটুকে লাল ঠোঁট টিয়া; 

তোমার নাম কী?

টিয়া : আমার নাম টুকটুকি।

আমি:আচ্ছা,টুকটুকি, তোমার বাবা-মা কোথায়?

টিয়া: (দীর্ঘশ্বাস ফেলে) জানি না, হারিয়ে গেছে।

আমি:তোমার মনে পড়ে না?

টিয়া:খুব পড়ে। কত আদর করে খাওয়াত, কত সুন্দরভাবে আকাশে উড়তে শেখাল।

আমি : হারিয়ে গেল কী করে?

টিয়া : আরে, ভালো উড়তে শেখাই আমার কাল হল। উড়তে এত ভালোবাসতাম যে, একদিন উড়তে উড়তে এক অচিন গাঁয়ে চলে গেলাম।

আমি : তারপর?

টিয়া : তারপর আর কী? হারিয়ে গেলাম। (কিছুক্ষণ সকলে নীরব রইল)।

আমি : মন খারাপ কোরো না। আমি তো আছি, আমি তোমায় কথা শেখাব।

টিয়া : মায়ের মতো পারবে না।

আমি : হয়তো তাই। তবে আমি তোমায় লাল লঙ্কা আর ভেজানো ছোলা খাওয়াতে পারব।

টিয়া : আমার সঙ্গে খেলা করবে?

আমি : খেলা তো করবই, লেখাপড়াও শেখাব।

টিয়া : যাই করো বাবা, একটু আকাশে উড়তে দিও। খাঁচায় বন্দি কোরো না।

আমি : যদি হারিয়ে যাও?

টিয়া : না, না। আর হারাব না। এখন তো আমি বড়ো হয়ে গেছি।

আমি : তবে যাও টুকটুকি, খানিক উড়ে নাও।

টুকটুকি ওড়ে আর খোঁজে। আহা রে! সবার বাবা-মা আছে শুধু আমার..ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে জানে না।এদিকে, দুহিতা (আমি) টুকটুকির চিন্তায় খাওয়া বন্ধ করে দিয়েছে। তবে কি হারিয়ে গেল আবার!গভীর বনে দুটি পাখি উড়ে চলেছে।

১ম পাখি : চলো এবার বাড়ি যাই, সন্ধে তো প্রায় হয়ে এল। আজকের মতো খোঁজা শেষ করো।

২য় পাখি : ভুলতে পারছি না গো, কিছুতেই না।

১ম পাখি : (হঠাৎ) আরে! ওই গাছের কোটরে কে যেন শুয়ে রয়েছে না?

২য় পাখি : হ্যাঁ, তাই তো! আহা রে কার বাচ্চা কে জানে! ১ম পাখি : চলো তো দেখি ৷

২য় পাখি : ইস্‌, বড্ড মায়া লাগছে। কিন্তু যদি পড়ে যায়? না, না ওকে তুলে দিই।

১ম পাখি:(ধীরে ধীরে ডানা দিয়ে আদর করতেই টুকটুকি ধড়ফড় করে উঠে বসল!) তোমরা কারা? আমি কোথায় ?

২য় পাখি;দেখো,অনেকটা আমাদের টুকটুকির মতো না? 

 টিয়া; (ধড়ফড়িয়ে উঠে) কী বললে? টুকটুকিকে তোমরা চেন?

দুজন:হ্যাঁ,ও যে আমাদের একমাত্র সন্তান ।

বটিয়া: (চিৎকার করে) অ্যা? তোমরাই আমার বাবা-মা? (আনন্দে ঝাঁপিয়ে পড়ে টুকটুকি বাবা-মায়ের কোলে)।

দুজন: এতদিন কোথায় ছিলি মা?

টিয়া:(হঠাৎ উঠে) বাবা: মা-আমি এতদিন যার কাছে ছিলাম,সেই মানুষ বন্ধুটা যে আমার জন্য কাঁদবে?

দুজন : ঠিক আছে মা; চলো আমরা তিনজনে মিলে সেখানে যাই।(তিনজনে উড়তে শুরু করল)

আমি: এ কী! টুকটুকি, (মুখে হাসি) ওরা কারা? টিয়া : এতদিনে আমার বাবা-মাকে খুঁজে পেয়েছি। আমি : (আমতা আমতা করে) তুমি কী তবে চলে যাবে?

 দুজনে : না গিয়ে উপায় কী ?

টিয়া : আমি মাঝে মাঝে তোমার কাছে এসে ছোলা খেয়ে যাব। কেমন?

দুহিতাকে বিদায় জানিয়ে তিনজন উড়তে শুরু করল। দুহিতার চোখে জল।


ছ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)


১)পালক ও পাখাবিশিষ্ট দ্বিপদী প্রাণী হল-

ক)বাদুড়

খ)মৌমাছি 

গ)পায়রা

ঘ) ময়ূর 

উত্তর:(গ)পায়রা


২)পায়রাকে বলা হয়-

ক)উড়ন্ত পাখি

খ)গৃহপালিত পাখি

গ)বন্য পাখি

ঘ) শিকারি পাখি 

উত্তর:(খ)গৃহপালিত পাখি


৩)গৃহপালিত পায়রার জীবৎকাল-

ক)১-৫ বছর

খ)৬-১০ বছর

গ)১০-১৫ বছর

ঘ) ৪-১০ বছর 

উত্তর:(গ)১০-১৫ বছর


৫)'করী' শব্দের অর্থ হল-

ক)ঘোড়া

খ)হাতি

গ)সিংহ

ঘ) হরিণ 

উত্তর:(খ)হাতি


৬)চিত্রিত গ্রীবা যার তাকে বলে-

ক)ময়ূর

খ)পরিযায়ী পাখি

গ) চিত্রগ্রীব

ঘ) শালিক পাখি 

উত্তর:(গ) চিত্রগ্রীব


৬)পাখির ডিমে বসে তা দেয়-

ক)মা-পাখি

খ)বাবা-পাখি

গ) মা-বাবা দুই পাখি

ঘ) দুই পাখি 

উত্তর:(গ) মা-বাবা দুই পাখি


৭)দুজনে ডিমে তা দিলেও,কখন তাদের বাচ্চাটি জন্মাবে ডিম ফুটে, সেটা বোঝে একমাত্র-

ক)মা-পাখি

খ)বাবা-পাখি

গ) দুজনেই

ঘ) মা- বাবা পাখি 

উত্তর:(ক)মা-পাখি


৮)হপ্তা তিনেক বয়সে চিত্রগ্রীব মেরেছিল একটি- ক)ফড়িংকে

খ) পিঁপড়েকে

গ)মাছিকে

ঘ) মশাকে 

উত্তর:(খ) পিঁপড়েকে


৯)জলের মালসা থেকে চিত্রগ্রীব জল খেতে শুরু করে-

ক)মাস তিনেক বয়সে

খ)মাস চারেক বয়সে

গ)হপ্তা পাঁচেক বয়সে

ঘ) মাস ছয় বয়সে 

উত্তর:(গ)হপ্তা পাঁচেক বয়সে


১০)দু-হপ্তা বাদে চিত্রগ্রীব-

ক)বসার শিক্ষা পেল

খ) শিকারের শিক্ষা পেল

গ)ওড়ার শিক্ষা পেল

ঘ) বসা এবং শিকারের শিক্ষা পেল 

উত্তর:(


১১)ছেলের আকাশে ওড়ার শিক্ষার ভার নিয়েছিল- ক)চিত্রগ্রীবের মা

খ)চিত্রগ্রীবের বাবা

গ)চিত্রগ্রীবের বন্ধু

ঘ) চিত্রগ্রীবের মামা 

উত্তর:(খ)চিত্রগ্রীবের বাবা


জ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) 

১) চিত্রগ্রীব কাকে বলে?

উত্তর:চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার তাকেই বলে চিত্রগ্রীব।


২)চিত্রগ্রীবের বাবা কে ছিলেন?

উত্তর: চিত্রগ্রীবের বাবা ছিলেন একজন গেরোবাজ।


৩)গেরোবাজ পায়রা কাকে বিয়ে করেছিল?

উত্তর:গেরোবাজ পায়রা পুরোনো বনেদি হরকরা বংশে জন্ম এক সেরা সুন্দরী পায়রাকে বিয়ে করেছিল।


8) ‘চিত্রগ্রীব' নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন?

উত্তর: চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটির ছবিগুলো এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত।


৫)কোন্ কাজের জন্য চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল?

উত্তর:একটি পিঁপড়েকে দু-টুকরো করে মেরে ফেলেছিল বলে চিত্রগ্রীব নিজের এরূপ কাজের জন্য লজ্জিত হয়েছিল।


৬)প্রথম ওড়ার পর চিত্রগ্রীব উত্তেজনায় কী করছিল?

উত্তর প্রথম ওড়ার পর চিত্রগ্রীব উত্তেজনায় হাঁপাচ্ছিল।


৭)চিত্রগ্রীব যখন প্রথম উড়ছিল তখন তার মা কী করছিল?

উত্তর:চিত্রগ্রীব যখন প্রথম উড়ছিল তখন তার মা বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল জলে ডুব দিয়ে।


৮)জ্যৈষ্ঠ মাসের স্বচ্ছ নির্মল আকাশ কীসের মতো ছিল?


উত্তর:জ্যৈষ্ঠ মাসের স্বচ্ছ নির্মল আকাশ উজ্জ্বল নীলকান্ত মণির মতো ছিল।


৯)বেলা প্রায় তিনটের সময় চিত্রগ্রীব কী করছিল?

উত্তর:বেলা প্রায় তিনটের সময় চিত্রগ্রীব ছাদের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল।


১০)ছাদ থেকে আধ ফুট পড়তে না পড়তেই চিত্রগ্রীব কী করল?


উত্তর: ছাদ থেকে আধ ফুট পড়তে না পড়তেই চিত্রগ্রীব তার ডানা মেলে উড়তে শুরু করল।


১১)এই রচনায় বক্তার দুজন বন্ধুর নাম কী?

উত্তর:বক্তার দু'জন বন্ধুর নাম- করী এবং চিত্রগ্রীব।


১২)ধনগোপাল মুখোপাধ্যায় ছাড়া অন্য একজন শিশু সাহিত্যিকের নাম লেখো।

উত্তর:ধনগোপাল মুখোপাধ্যায় ছাড়া অন্য একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক হলেন সুকুমার রায় ।



আরো পড়ুন:

ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here

মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here

পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here

ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here

কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here

চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here


মরশুমের দিনে গল্পের প্রশ্ন উত্তর Click Here

মাটির ঘরের দেওয়াল চিত্র প্রশ্ন উত্তর click Here 

পিঁপড়ে কবিতার প্রশ্ন উত্তর click Here 

ফাঁকি গল্পের প্রশ্ন উত্তর click Here 

চিত্রগ্রীব গল্পের প্রশ্ন উত্তর Click Here 

আশীর্বাদ গল্পের প্রশ্ন উত্তর click Here 

এক ভুতুড়ে কান্ড গল্পের প্রশ্ন উত্তর click Here 

বাঘ কবিতার প্রশ্ন উত্তর  click Here 

বঙ্গ আমার জননী আমার কবিতার প্রশ্ন উত্তর click Here 

শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পের প্রশ্ন উত্তর click Here 

হাবুর বিপদ গল্পের প্রশ্ন উত্তর click Here 

কিশোর বিজ্ঞানী কবিতার প্রশ্ন উত্তর click Here 

পটলবাবু ফিল্মস্টার গল্পের প্রশ্ন উত্তর Click Here 




It all began with drip drip part 1 Click Here

It all began with drip drip part 2 Click Here

It all began with drip drip part3 Click Here

 

the adventurous clown part 1 Click Here

the adventurous clown Part 2 Click Here

the adventurous clown part 3 Click Here


The rainbow poem Lesson 3 part 1 Click Here


The Shop That Never Was Lesson 4 Part-1 Click Here

The Shop That Never Was Lesson-4 part-2

Click Here 

The Shop That Never Was Lesson -4 part-3Click Here 


Land of the pharaohs part 1 click Here 

Land of the pharaohs part 2 click Here 


ডাবের জলে উপকারিতা click Here 

দুধের উপকারিতা click here


অস্থি বা হাড়ের কার্যাবলী Click here 

থাইরয়েড গ্রন্থির প্রশ্ন উত্তর Click here 


মশা কয় প্রকার ও কী কী Click here 

Eye বা চোখের প্রশ্ন উত্তর  Click here 


ধ্বনি ও স্বরধ্বনির প্রশ্ন উত্তর Click here 

ব্যঞ্জনধ্বনি প্রশ্ন উত্তর Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর part-1 Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর Part-2 Click here 

সন্ধির প্রশ্ন উত্তর Click here 

মেলা প্রবন্ধ রচনা Click here 

শব্দ গঠনের প্রথম পর্যায় উপসর্গ ও অনুসর্গ প্রশ্ন উত্তর Click here 

শব্দ গঠনের দ্বিতীয় পর্যায় ধাতু ও প্রত্যয় প্রশ্ন উত্তর Click here 
বাংলা শব্দভাণ্ডারের প্রশ্ন উত্তর Click here 


বাংলা শব্দ কয় প্রকার ও কি কি Click here 

পদ কয় প্রকার ও কি কি Click here 
পদের দ্বিতীয় ভাগ- বিশেষণপদ Click here 





































Post a Comment

0 Comments