শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ উপন্যাসের নাম।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাসের নাম।


শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ উপন্যাসের নাম।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাসের নাম।



বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।


সূচিপত্র:

ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২

খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান সম্পর্কে  নিম্নে আলোচনা করা হলো:একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার।


ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২


১)শরৎচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কী? শরৎচন্দ্রের সৃষ্ট নারী চরিত্র গুলির বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:শরৎচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম হল বড়দিদি।

* সমাজে সমস্ত লাঞ্ছনা এবং অসাম্যের পরেও নারীর সর্বংসহা রূপকে শরৎচন্দ্র তাঁর উপন্যাসে তুলে ধরেছেন।


২) শরৎচন্দ্রের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কী? উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো।

উত্তর: শরৎচন্দ্রের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস হলো-চরিত্রহীন। এই উপন্যাসটি ১৯১৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


৩) শরৎচন্দ্রের অন্যতম সামাজিক উপন্যাসের নাম কী? উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো।


উত্তর:শরৎচন্দ্রের অন্যতম সামাজিক উপন্যাসের নাম হলো-পল্লীসমাজ। এই উপন্যাসটি ১৯১৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


৪) শরৎচন্দ্রের রচিত একটি রাজনৈতিক উপন্যাসের নাম কী? উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো।


উত্তর:শরৎচন্দ্রের রচিত একটি রাজনৈতিক উপন্যাসের নাম হলো-পথের দাবী।এই উপন্যাসটি ১৯২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


৫) শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কী? উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো।

উত্তর: শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হলো-শ্রীকান্ত। এই উপন্যাসটির ১৯১৭-১৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


৬) শরৎচন্দ্রের জীবিত কালে প্রকাশিত শেষ উপন্যাসের নাম কী? উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো।


উত্তর: শরৎচন্দ্রের জীবিত পালে প্রকাশিত শেষ উপন্যাসের নাম হলো-বিপ্রদাস। এই উপন্যাসটি ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩


১)শরৎচন্দ্রের উপন্যাসগুলির শ্রেণিবিভাগ করো।


উত্তর:বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়-


ক)পারিবারিক উপন্যাস:শরৎচন্দ্রের এই পর্যায়ের

উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-বিন্দুর ছেলে- মেজদিদি-নিষ্কৃতি-বৈকুণ্ঠের উইল প্রভৃতি।


খ)প্রেমমূলক উপন্যাস: বড়দিদি,দেবদাস,পরিণীতা, দত্তা,দেনাপাওনা প্রভৃতি উপন্যাস হল শরৎচন্দ্রের বিখ্যাত প্রেমমূলক উপন্যাস।


গ)আত্মজীবনীমূলক উপন্যাস শরৎচন্দ্রের আত্মজীবনী- মূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হল শ্রীকান্ত।


 ঘ) রাজনৈতিক উপন্যাস। পথের দাবী হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস।


ঙ)মনস্তাত্ত্বিক উপন্যাস:শরৎচন্দ্রের তিনটি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হল গৃহদাহ,চরিত্রহীন ও শেষ প্রশ্ন।

চ)সামাজিক উপন্যাস: পল্লীসমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস।


২)শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।


উত্তর:বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৭৬-১৯৩৮ খ্রি.) অবদান অনস্বীকার্য।তাঁর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-


ক)দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম অনুরাগ।


খ)বাঙালির দুঃখ-দারিদ্র্য ও মর্মবেদনাকে চোখের জলে, প্রেমের মাধুর্যে এবং জীবনদর্শনের গভীরতায় রূপায়ণ।


গ)নিষ্ঠুর হৃদয়হীনতাকে অভিযুক্ত করার পাশাপাশি সামাজিক মূঢ়তা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং দেশপ্রেমের নামে ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার।


ঘ)নারীমনের জটিলতা, তাদের সংস্কার ও প্রেমের দ্বন্দ্ব, যৌথ পরিবারের দৈনন্দিন জীবনচিত্র এবং সেখানে নারীদের স্থানকে তুলে ধরা।

ঙ)গল্প বলার সহজসরল অথচ চিত্তাকর্ষক রীতি।


গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


১)বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর:সমস্যাজীর্ণ গ্রামীণ সমাজ এবং সাধারণ মধ্যবিত্ত ও বিত্তহীন মানুষের স্নেহ,প্রেম, সুখ-দুঃখ, আশা-নিরাশার কথা তাঁর উপন্যাসে প্রকাশ করেছেন দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়-


ক)পারিবারিক উপন্যাস:শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিন্দুর ছেলে, মেজদিদি, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। পারিবারিক দ্বন্দ্ব-জটিলতা, নারী মনস্তত্ত্ব, বিবিধ বৈষম্য এই উপন্যাসগুলিতে স্থান পেয়েছে।


খ)প্রেমমূলক উপন্যাস: বড়দিদি, দেবদাস, পরিণীতা, দত্তা, দেনাপাওনা প্রভৃতি উপন্যাস হল শরৎচন্দ্রের বিখ্যাত প্রেমমূলক উপন্যাস।


গ)আত্মজীবনীমূলক উপন্যাস:শরৎচন্দ্রের

উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হল শ্রীকান্ত।

আত্মজীবনীমূলক।


ঘ)রাজনৈতিক উপন্যাস:পথের দাবী হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। একসময় নিষিদ্ধ বলে ঘোষিত হওয়া এই উপন্যাসটিতে সহিংস বিপ্লব শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হয়েছে।


ঙ)মনস্তাত্ত্বিক উপন্যাস:শরৎচন্দ্রের তিনটি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হল গৃহদাহ, চরিত্রহীন ও শেষ প্রশ্ন।


চ)সামাজিক উপন্যাস:পল্লীসমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এই উপন্যাসে কথাশিল্পী গ্রাম্য সমাজপতিদের দলাদলি, হিংসা, স্বার্থপরতা, সম্পত্তির জন্য লোলুপতা ইত্যাদি তুলে ধরেছেন।

শরৎচন্দ্রের উপন্যাস শুধু বাঙালি পাঠক-সমাজে নয়, অনুবাদের মাধ্যমে তা সমগ্র ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও পরিচিতি পেয়েছে।


২)শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

উত্তর:বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৭৬-১৯৩৮ খ্রি.) অবদান অনস্বীকার্য। তাঁর উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-

ক)দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম অনুরাগই তাঁকে সাহিত্যসাধনায় অনুপ্রাণিত করেছিল।


খ)বাঙালির দুঃখ-দারিদ্র্য ও মর্মবেদনাকে তিনি মূর্ত করে তুলেছেন চোখের জলে,প্রেমের মাধুর্যে এবং জীবনদর্শনের গভীরতায়।

গ)তাঁর উপন্যাসে একদিকে যেমন নিষ্ঠুর

হৃদয়হীনতাকে অভিযুক্ত করা হয়েছে, ঠিক তেমনই কখনো কখনো তিনি সামাজিক মূঢ়তা ও কুসংস্কারের বিরুদ্ধে, দেশপ্রেমের নামে ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন।


ঘ)পল্লিবাংলায় দারিদ্র্য ও কুসংস্কারের ফাঁসিকাঠে বলিপ্রদত্ত বাঙালি জীবনের ছবি আঁকাই শরৎ-উপন্যাসের সবথেকে বড়ো বৈশিষ্ট্য।


ঙ)নারীমনের জটিলতা,তাদের সংস্কার ও প্রেমের দ্বন্দ্ব, যৌথ পরিবারের দৈনন্দিন জীবনচিত্র এবং সেখানে নারীদের স্থান-ইত্যাদি নানা চোখের জলে ভেজা বাস্তবসম্মত কাহিনি রূপায়ণে বাংলা সাহিত্যে শরৎচন্দ্র নিঃসন্দেহে এক অদ্বিতীয় কথাশিল্পী।


চ)গল্প বলার সহজসরল অথচ চিত্তাকর্ষক রীতির জন্য তিনি প্রথম থেকেই অভিজাত পরিবার থেকে শুরু করে গড়পড়তা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত

বাঙালি পরিবারে সমাদর লাভ করেছেন।


পরিশেষে বলা যায়-ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জগতের অমর হয়ে আছেন।



আরো পড়ুন:

একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন উত্তর Click here 


ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


আগুন নাটকের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 

বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 

বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান 

Click here 

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 

বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 

বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 

বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 

বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 

বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 

বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 


আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


মানস- মানচিত্র অবলম্বনে ইন্টারনেট ও আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 

বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 

শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 

রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 

পরিবেশ বিপর্যয় প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে- লোককথা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ধাঁধা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ছড়া Click here







Post a Comment

0 Comments