1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়-এর প্রথম ভাগ-
1.C.ন্যাস্টিক চলন
সূচিপত্র:
ক) সঠিক উত্তরটি নির্বাচন করো(MCQ) প্রশ্নের মান-1
খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাও।(SAQ)প্রশ্নের মান-1
গ) সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান-2
ঘ) রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নের মান-5
*ন্যাস্টিক চলন (Nastic Movement):বাহ্যিক উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে ন্যাস্টিক চলন বলে।
*বাহ্যিক উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যাস্টিক চলন আবার বিভিন্ন প্রকারের হয়। যেমন-
1)ফটোন্যাস্টিক চলন:আলোক উদ্দীপকের তীব্রতার হ্রাস-বৃদ্ধির ফলে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্র চলনকে ফটোন্যাস্টিক চলন বলে। যেমন-পদ্মফুল, সূর্যমুখী দিনের বেলা ফোটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুজে যায়।
2) থার্মোন্যাস্টিক চলন:উয়তার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে থার্মোন্যাস্টিক চলন বলে। যেমন- টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উয়তায় বুজে যায়।
3)কেমোন্যাস্টিক চলন:রাসায়নিক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন— সূর্যশিশির, ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদের পাতার রোম পতঙ্গের (দেহস্থ প্রোটিনের) সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় ও পতঙ্গকে আবদ্ধ করে।
4) সিসমোন্যাস্টিক চলন:স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনার (যথা-কম্পন, বৃষ্টির সময় জলবিন্দুর পতন,বায়ুপ্রবাহ ইত্যাদি) তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন- লজ্জাবতী পাতার কোনো একটি পিনার অগ্রভাগের পত্রকগুলিকে আলতোভাবে স্পর্শ করলে পিনার পত্রকগুলি অগ্রভাগ থেকে মূলের দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় বন্ধ হয়ে যায়। কিন্তু পত্রক গুলিকে জোরালোভাবে স্পর্শ করলে,স্পর্শ উদ্দীপনা পার্শ্ববর্তী পিনাগুলিতে পরিবাহিত হয় ও তাদের পত্রকগুলি মূলের দিক থেকে অগ্রভাগের দিকে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যায় এবং একসময় সমগ্র পাতাটি ঝুলে পড়ে।
ক) সঠিক উত্তরটি নির্বাচন করো(MCQ) প্রশ্নের মান-1
1)পতঙ্গভুক উদ্ভিদের চলন হল-
a) কেমোন্যাস্টিক চলন
b) কেমোট্রপিক চলন
c)ফোটোন্যাস্টিক চলন
d) কোমোট্যাকটিক চলন
উত্তর:(d)কোমোট্যাকটিক চলন
2)সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের খাদ্যরূপে গ্রহণ হল-
a)সিমোন্যাস্টিক চলন
b)থামোন্যাস্টিক চলন
c)কেমোট্যাকটিক চলন
d) কোমোন্যাস্টিক চলন
উত্তর:(d) কোমোন্যাস্টিক চলন
3)লজ্জাবতী লতা-কে স্পর্শ করলে পাতার পত্রকগুলি তৎক্ষণাৎ মুড়ে যায়,একে বলে-
a) নিক্টিন্যাস্টিক চলন
b)হাইপোন্যাস্টিক চলন
c) সিমোন্যাস্টিক চলন
d)কেমোন্যাস্টিক চলন
উত্তর:(d) সিমোন্যাস্টিক চলন
5)জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়—এটি কোন প্রকার চলন?
a) ফোটোন্যাস্টিক চলন
b)থার্মোন্যাস্টিক চলন
c)কেমোন্যাস্টিক চলন
d) সিমোন্যাস্টিক চলন
উত্তর:(a)ফোটোন্যাস্টিক চলন
6)টিউলিপ ফুলের উন্মোচন হল একপ্রকার-
a)ফোটোন্যাস্টিক চলন
b) থার্মোন্যাস্টিক চলন
c) নিকটিন্যাস্টিক চলন
d) কেমোন্যাস্টিক চলন
উত্তর:(b) থার্মোন্যাস্টিক চলন
7) আমরুলের পাতায় যে চলন দেখা যায়-
a) ফোটোন্যাস্টি
b) নিকটিন্যাস্টি
c) থার্মোন্যাস্টি
d) সিসমোন্যাস্টি
উত্তর:(b)নিকটিন্যাস্টি
8)স্পর্শ,ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হল-
a) থার্মোন্যাস্টি
b) নিক্টিন্যাস্টি
c) কেমোন্যাস্টি
d) সিসমোন্যাস্টি
উত্তর:(d) সিসমোন্যাস্টি
9) নিদ্ৰাচলন (sleeping movement) হল-
a) থার্মোন্যাস্টিক
b)ফোটোন্যাস্টিক চলন
c)নিক্টিন্যাস্টিক চলন
d) সিসমোন্যাস্টিক চলন
উত্তর:(c) নিক্টিন্যাস্টিক চলন
10)কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে। কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজেযায়,এটি হল-
a)ফোটোন্যাস্টি
b)কেমোন্যাস্টি
c) সিসমোন্যাস্টি
d)থার্মোন্যাস্টি
উত্তর:(a)ফোটোন্যাস্টি
খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাও।(SAQ) প্রশ্নের মান-1
1) সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা ও সূর্যাস্তে বন্ধ হওয়া কোন প্রকার চলন?
উত্তর:ফোটোন্যাস্টিক চলন।
2)উয়তা হ্রাস-বৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উম্মোচন কোন্ জাতীয় চলন?
উত্তর:থার্মোন্যাস্টিক চলন।
3) লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে মুদে যায়-এটি কী ধরনের চলন।
উত্তর:সিমোন্যাস্টিক চলন।
4)কোন্ উদ্ভিদে কেমোন্যাস্টিক চলন দেখা যায়?
উত্তর:বিভিন্ন পতঙ্গভুক উদ্ভিদে, যেমন-ভেনাস ফ্লাই ট্র্যাপ এ, কেমোন্যাস্টিক চলন দেখা যায়।
5)কেমোন্যাস্টিক চলনের একটি উদাহরণ দাও।
উত্তর:সূর্যশিশিরের পতঙ্গ সংস্পর্শে কর্ষিকা গুটিয়ে পতঙ্গকে আবদ্ধ করা।
6) মটর প্রভৃতি লেগুমিনাস উদ্ভিদের পাতায় কোন চলন দেখা যায়?
উত্তর:থার্মোন্যাস্টি।
7) আলোর তীব্রতার প্রভাবে যে চলন ঘটে তাকে কি বলে?
উত্তর: ন্যাস্টিক চলন
8)মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে-এটি কি ধরনের চলন?
উত্তর:জল অনুকূলবর্তী চলন
9) বনচাঁড়ালের পার্শীয় উপপত্রকের দ্রুত চলনের কারণ কী?
উত্তর:পতঙ্গের থেকে নিজেকে রক্ষা করার জন্য
10) লজ্জাবতীর পাতা ছুলে পাতাগুলির সঙ্গে সঙ্গে মুড়ে গেল-এটি কি ধরনের চলন?
উত্তর:সিসমোনাষ্টিক চলন।
গ) সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান-2
1) ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন কাকে বলে?
উত্তর:উদ্ভিদ-অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন বলে।যেমন-সূর্যালোকের তীব্রতায় সূর্যমুখী ফুলের প্রস্ফুটন।
2) ফোটোন্যাস্টিক চলন কাকে বলে?
উত্তর:উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোক উদ্দীপকের তীব্রতার হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভর করে হয়, তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। যেমন-দিনের বেলায় তীব্র আলোয় সূর্যমুখী ফুলের প্রস্ফুটন ও সন্ধ্যায় কম আলোয় মুদে যাওয়া।
3)সিসমোন্যাস্টিক চলন কাকে বলে?
উত্তর:উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন স্পর্শ,কম্পন, ঘর্ষণ বা আঘাত প্রভৃতি উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে,তখন তাকে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন বলে। স্পর্শের কারণে লজ্জাবতী লতার পাতার পত্রকগুলি মুদে যাওয়া এই প্রকার চলনের উদাহরণ।
4)কেমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: বাহ্যিক পরিবেশের কোনো রাসায়নিক পদার্থের তীব্রতা বা ঘনত্বের ওপর নির্ভর করে উদ্ভিদ-অঙ্গের যে বক্রচলন হয়,তাকে কেমোন্যাস্টিক চলন বলে। বিভিন্ন পতঙ্গভুক উদ্ভিদের মধ্যে এইধরনের চলন দেখা যায়।
যেমন-ভেনাস ফ্লাই ট্র্যাপ-এর পাতায় পতঙ্গ বসলে পতঙ্গের প্রোটিনের প্রভাবে উদ্ভিদের পাতার পত্রফলক দুটি কন্ধ হয়ে যায়।
5)থার্মোন্যাস্টিক চলন বলতে কী বোঝ?উদাহরণ দাও।
উত্তর:উন্নতা উদ্দীপকের তীব্রতার তারতম্যের প্রভাবে উদ্ভিদ-অঙ্গের যে বক্রচলন হয়, তাকে থার্মোন্যাস্টিক চলন বা তাপ ব্যাপ্তি চলন বলে।
যেমন-স্বাভাবিক উন্নতায় টিউলিপ ফুল ফোটে কিন্তু উয়তা কমে গেলে মুদে যায়।
ঘ) রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নের মান-5
1)উদ্ভিদের বিভিন্নপ্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে বর্ণনা করো।
উত্তর:ন্যাস্টিক চলনের প্রকারভেদ:যেমন-
1)ফোটোন্যাস্টিক
2) থার্মোন্যাস্টিক
3) সিসমোন্যাস্টিক
4)কেমোন্যাস্টিক
5)নিক্টিন্যাস্টিক চলন।
*প্রধান পাঁচপ্রকার ন্যাস্টিক চলন সম্পর্কে নীচে আলোচনা করা হল-
1)ফোটোন্যাস্টিক চলন:আলোকের তীব্রতার হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভর করে উদ্ভিদ-অঙ্গের যে বক্রচলন হয়, তাকে ফোটোন্যাস্টি বা ফোটোন্যাস্টিক চলন বলে।যেমন-সূর্যমুখী ফুল দিনের বেলায় আলোর তীব্রতার পরিপ্রেক্ষিতে দিক পরিবর্তন করে। আবার,বেল ফুল সূর্যালোকে বুজে যায় এবং রাতে ফোটে।
2) থার্মোন্যাস্টিক চলন:তাপমাত্রার তীব্রতার ওপর নির্ভর করে উদ্ভিদ- অঙ্গের যে বক্রচলন হয়,তাকে থার্মোন্যাস্টি বা থার্মোন্যাস্টিক চলন বলে। যেমন-টিউলিপ ফুল স্বাভাবিক উয়তায় ফোটে,কিন্তু উয়তা হ্রাস পেলে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়।
3)সিসমোন্যাস্টিক চলন: স্পর্শ,কম্পন,ঘর্ষণ,আঘাত প্রভৃতির মতো বিভিন্ন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের বক্রচলনকে সিসমোন্যাস্টি বা সিসমোন্যাস্টিক চলনবলে। যেমন-লজ্জাবতীর পাতার পত্রকগুলি আলতোভাবে স্পর্শ করলে তা বন্ধ হয়ে যায় এবং স্পর্শ জোরালো হলে সমগ্র পাতা নুয়ে পড়ে।আবার,স্পর্শ সরিয়ে নিলে লজ্জাবতীর পত্রক খুলে যায়।
4)কেমোন্যাস্টিক চলন:রাসায়নিক পদার্থের তীব্রতার ওপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন সম্পন্ন হয়,তাকে কেমোন্যাস্টি বা কেমোন্যাস্টিক চলন বলে।যেমন-ইথার, ক্লোরোফর্ম প্রভৃতি রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদের কচি আকর্ষ বেঁকে যায়।সূর্যশিশিরের পত্রফলকের ওপর পতঙ্গ বসলে কর্ষিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে।
5)নিক্টিন্যাস্টিক চলন: উদ্ভিদ-অঙ্গের বক্রচলন যখন আলোক ও উয়তা উভয়ের তীব্রতার ওপর নির্ভর করে, তখন তাকে নিক্টিন্যাস্টিক চলন বলে। যেমন-আমরুল,বাবলা,শিরিষ প্রভৃতি গাছের পাতার পত্রকগুলি দিনের বেলা আলো ও তাপের প্রভাবে খুলে যায় ও বিকেল থেকে সন্ধ্যার অন্ধকারে ও নিম্ন তাপমাত্রায় বন্ধ হয়ে যায়।
Contents:
আরো পড়ুন:
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর Click Here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর Click Here
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর Click Here
হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Click Here
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর Click Here
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর Click Here
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর Click Here
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর Click here
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর Click here
the passing away of bapu question answerUnit 1 Click Here
The passing away of bapu question answer unit 2 Click Here
The passing away of bapu question answer unit 3 Click Here
My Own True family poem Lesson 4 Click Here
শসার স্বাস্থ্য উপকারিতা click Here
efits for health click hair
মধুর উপকারিতা click here
শব্দ দূষণ click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
নুন কবিতা প্রশ্ন উত্তর click here
প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞান Click here
একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা click here
বাংলার উৎসব প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here
গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Click here
মোবাইল ফোনের ভালো মন্দ প্রবন্ধ রচনা Click here
বইমেলা প্রবন্ধ রচনা Click here
একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনা Click here
মাতৃভাষায় বিজ্ঞানচর্চা প্রবন্ধ রচনা Click here
বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক Click here
সমাসের প্রশ্ন উত্তর Click here
বাক্যের প্রশ্ন উত্তর Click here
উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান Click here
ন্যাস্টিক চলনের প্রশ্ন উত্তর Click here
চোখ click here
স্নায়ুর প্রশ্ন উত্তর Click here
অগ্ন্যাশয় এর প্রশ্ন উত্তর Click here
0 Comments