রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান।রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি।


রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান।রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি।



বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।


সূচিপত্র:

ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২

খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


* বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে  নিম্নে আলোচনা করা হলো:একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার।


ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২


১) রবীন্দ্রনাথের উপন্যাস গুলির শ্রেণীবিভাগ করো।

উত্তর: রবীন্দ্রনাথের উপন্যাস গুলির শ্রেণীবিভাগ হল-

ক) ঐতিহাসিক উপন্যাস 

খ) দ্বন্দ্বমূলক উপন্যাস 

গ) বৃহত্তর সমস্যামূলক উপন্যাস 

ঘ) মিস্টিক ও রোমান্টিক উপন্যাস 


২)রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম? উপন্যাসটির প্রকাশকাল কত?

উত্তর:রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসে নাম হল-'বউঠাকুরাণীর হাট'।উপন্যাসটির প্রকাশকাল হল-১৮৮৩ খ্রিস্টাব্দে।


৩) গোরা কোন জাতীয় উপন্যাস?

উত্তর:১৯১০ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের রচিত 'গোরা' হল-একটি মহাকাব্যিক উপন্যাস।


৪) রবীন্দ্রনাথের এমন একখানি উপন্যাসের নাম বলো যা ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রচিত?

উত্তর:রবীন্দ্রনাথ রচিত 'রাজর্ষি' ১৮৮৭ খ্রিস্টাব্দে উপন্যাসটি ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রচিত।


৫)রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাসগুলির নাম করো।

উত্তর:রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাস গুলি হল- বউঠাকুরাণীর হাট-১৮৮৩ খ্রিঃ,রাজর্ষি ১৮৮৭ খ্রিঃ,।

৬)রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাসগুলির নাম করো।

উত্তর: চোখের বালি ১৯০৩ খ্রিঃ, নৌকাডুবি-১৯০৬ খ্রিঃ,যোগাযোগ ১৯২৯ খ্রিঃ।

৭)রবীন্দ্রনাথের সমস্যামূলক উপন্যাসগুলির নাম করো।

উত্তর:ক) গোরা-১৯১০ খ্রিঃ,

 খ) ঘরে বাইরে-১৯১৬ খ্রিঃ,

 গ) চার অধ্যায়-১৯৩৪ খ্রিঃ 

৮)রবীন্দ্রনাথের কয়েকটি মিস্টিক ও রোমান্টিক উপন্যাসের নাম করো।

উত্তর:চতুরঙ্গ-১৯১৫ খ্রিঃ,শেষের কবিতা-১৯২৯।


৯)রবীন্দ্রনাথের মনস্তত্ত্বমূলক উপন্যাস কোনটি? এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কী?

উত্তর:রবীন্দ্রনাথের মনস্তত্ত্বমূলক উপন্যাস হল- 'চোখের বালি' ১৯০৩ খ্রিস্টাব্দে এটি রচিত হয়।

১০) রবীন্দ্রনাথের শেষের কবিতা কেন উল্লেখযোগ্য? এই উপন্যাসের প্রধান চরিত্র গুলির নাম উল্লেখ করো।


উত্তর:রবীন্দ্রনাথের রচিত'শেষের কবিতা' উপন্যাসটি গদ্য এবং কবিতাকে মিলিয়ে দিয়ে এমন এক মানবিক প্রেম সম্পর্ককে বর্ণনা করেছেন।

*এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল- অমিত ও লাবণ্য


১০) সন্ত্রাসবাদের পটভূমিকায় রচিত রবীন্দ্রনাথের উপন্যাসটির নাম কী? উপন্যাসটির প্রকাশকাল কত? 

উত্তর: সন্ত্রাসবাদের পটভূমিকায় রচিত রবীন্দ্রনাথের উপন্যাসটির নাম হল- 'চার অধ্যায়'। উপন্যাসটি ১৯৪৩ খ্রিস্টাব্দে রচিত হয়।

খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

১)রবীন্দ্রনাথের ইতিহাসনির্ভর এবং সামাজিক

উপন্যাসগুলির পরিচয় দাও।


উত্তর:ইতিহাসনির্ভর উপন্যাস:

রবীন্দ্রনাথের এই পর্যায়ের দুটি উপন্যাস হল- বৌঠাকুরাণীর হাট-১৮৮৩ খ্রি.,রাজর্ষি ১৮৮৭ খ্রি.। ত্রিপুরা রাজবংশের এক বিশেষ সমস্যা নিয়ে রচিত হয়েছে 'রাজর্ষি' আর বাংলাদেশের ধূপঘাটের রাজা প্রতাপাদিত্যের কাহিনি নিয়ে রচিত হয়েছে 'বৌঠাকুরাণীর হাট' উপন্যাসটি।


*সামাজিক উপন্যাস:

চোখের বালি-১৯০৩ খ্রি., নৌকাডুবি-১৯০৬ খ্রি., যোগাযোগ-১৯২৯ খ্রি. হল রবীন্দ্রনাথের তিনটি সামাজিক উপন্যাস। চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথ মানুষের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ উপন্যাসে দুটি মানুষ তথা পরিবারের বিপরীত রুচি, শিক্ষা-দীক্ষা, ক্ষমতা ও অহংকারের স্বরূপ প্রকাশিত হয়েছে।


২) রবীন্দ্রনাথের স্বদেশচেতনামূলক এবং রোমান্টিকউ

পন্যাসগুলি নিয়ে আলোচনা করো।


উত্তর:স্বদেশচেতনামূলক উপন্যাস:

রবীন্দ্রনাথের স্বদেশচেতনামূলক উপন্যাসগুলি হল- গোরা-৮১৯১০ খ্রি. ঘরে বাইরে-১৯১৬ খ্রি.চার অধ্যায় -১৯৩৪ খ্রি.।মহাকাব্যধর্মী উপন্যাস গোরায় আসলে রবীন্দ্রনাথের স্বদেশের সন্ধান দিয়েছেন। ঘরে বাইরে উপন্যাসটি রচিত হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। চার অধ্যায় উপন্যাসে সন্ত্রাসবাদী আন্দোলন প্রসঙ্গে রবীন্দ্রনাথের মতাদর্শ খুঁজে পাওয়া যায়।


*রোমান্টিক উপন্যাস: 

চতুরঙ্গ-১৯১৬ খ্রি. শেষের কবিতা-১৯২৯ খ্রি. দুই বোন ১৯৩৩ খ্রি. মালঞ্চ-১৯৩৪ খ্রি.হল রবীন্দ্রনাথের রচিত কয়েকটি রোমান্টিক উপন্যাস। চতুরঙ্গ উপন্যাসে রবীন্দ্রনাথ অনেক রূপক বা সংকেতের ব্যবহার করেছেন।


৩) ‘ঘরে বাইরে' উপন্যাসের পটভূমিকা বিবৃত করো।


উত্তর:স্বদেশি আন্দোলনের পটভূমিকায় বিমলা, তাঁর স্বামী নিখিলেশ এবং নিখিলেশের বন্ধু সন্দীপ এই ত্রিভুজের কাহিনি । মনস্তাত্বিক আকর্ষণ নিখিলেশের সাহায্যে অতি দ্রুত অগ্রসর হয়েছে।


৪) রবীন্দ্রনাথের শেষজীবনে রচিত উপন্যাস কী?


উত্তর:রবীন্দ্রনাথের শেষজীবনে রচিত কাব্যধর্মী ও রোমান্স আশ্রিত উপন্যাস 'শেষের কবিতা'-১৯২৯ খ্রিঃ একটি বিচিত্র বিস্ময়। রবীন্দ্রনাথ শেষের কবিতায় যেন রামগিরি, নতুন অলকাপুরীর অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করলেন।


গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


১)বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে  আলোচনা করো।

উত্তর:রবীন্দ্রনাথ বাংলা উপন্যাস রচনায় একটা নতুন প্রবাহ এনেছিলেন। বিষয়বস্তুর ওপর নির্ভর করে রবীন্দ্রনাথের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়।


ক)ইতিহাসনির্ভর উপন্যাস:

রবীন্দ্রনাথের এই পর্যায়ের দৃষ্টি উপন্যাস হল বউঠাকুরাণীর হাট-১৮৮৩ খ্রি.ও রাজর্ষি-১৮৮৭ খ্রি.। ত্রিপুরা রাজবংশের এক বিশেষ সমস্যা নিয়ে রাজর্ষি আর বাংলা দেশের ধূপঘাটের রাজা প্রতাপাদিত্যের কাহিনি নিয়ে রচিত হয়েছে বউঠাকুরানীর হাট উপন্যাসটি।


খ) সামাজিক উপন্যাস:

চোখের বালি-১৯০৩ খ্রি. নৌকাডুবি-১৯০৬ খ্রি. যোগাযোগ-১৯২৯ খ্রি. রবীন্দ্রনাথের তিনটি সামাজিক উপন্যাস। চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথ মানুষের মনস্তত্ব নিয়ে আলোচনা করেছেন। যোগাযোগ উপন্যাসে দুটি মানুষ তথা পরিবারের বিপরীত রুচি, শিক্ষা-দীক্ষা, ক্ষমতা ও অহংকারের স্বরূপ প্রকাশিত

হয়েছে।


গ) স্বদেশচেতনামূলক উপন্যাস:

রবীন্দ্রনাথের স্বদেশচেতনা মূলক উপন্যাসগুলি হল গোরা-১৯১০ খ্রি. ঘরে বাইরে-১৯১৬ খ্রি. চার অধ্যায় ১৯৩৪ খ্রি.। মহাকাব্যধর্মী উপন্যাস গোরায় গোরার ভারতজিজ্ঞাসা আসলে রবীন্দ্রনাথের স্বদেশসন্ধান। ঘরে বাইরে উপন্যাসটি রচিত হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। চার অধ্যায় উপন্যাসে সন্ত্রাসবাদী আন্দোলন প্রসঙ্গে রবীন্দ্রনাথের মতাদর্শ খুঁজে পাওয়া যায়।


ঘ) রোমান্টিক উপন্যাস:

চতুরঙ্গ-১৯১৬ খ্রি. শেষের কবিতা-১৯২৯ খ্রি.দুই বোন ১৯৩৩ খ্রি.  মালঞ্চ-১৯৩৪ খ্রি.- রবীন্দ্রনাথের লেখা কয়েকটি রোমান্টিক উপন্যাস। চতুরঙ্গ উপন্যাসে রবীন্দ্রনাথ অনেক ৰূপক বা সংকেতের ব্যবহার করেছেন।


২) রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাস সম্পর্কে লেখো।

উত্তর:রাজর্ষি' রচনার দীর্ঘ ষোলো বছর পরে প্রকাশিত হয় 'চোখের বালি'।রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। বঙ্কিমচন্দ্র পারিবারিক উপন্যাস 'বিষবৃক্ষ,কৃষ্ণকান্তের উইল,ও রজনী,-তে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের যে সূচনা করেন,চোখের বালি,-তে রবীন্দ্রনাথ তাকে আরও বাস্তবসম্মত,আরও গভীর ও ব্যাপকভাবে বিশ্লেষণ করে বাংলা সাহিত্যে যুগান্তকারী উপন্যাস সৃষ্টির মাধ্যমে পরবর্তী উপন্যাস রচয়িতাদের কাছে দ্বন্দ্বমূলক উপন্যাসের বৃহত্তর পথ দেন খুলে। মহেন্দ্ৰ, আশা,বিহারী ও বালবিধবা বিনোদিনীর প্রেমকেন্দ্রিক মানসিক দ্বন্দ্ব উপন্যাসের পটভূমি। 'চোখের বালির তিন বছর পরে প্রকাশিত হয় নৌকাডুবি,দ্বন্দ্বমূলক উপন্যাস উপন্যাস।চোখের বালির তুলনায় নৌকাডুবি নিম্নমানের উপন্যাস। কী কাহিনি রচনায়,কী চরিত্র-চিত্রণে নতুনত্বের ছাপ নেই। সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সুযোগ থাকলেও তা যথাযথ রূপায়িত হয়নি। ‘যোগাযোগ' রবীন্দ্রনাথের আটষট্টি বছর বয়সের রচনা। তিনি তখন পরিণত,কিন্তু উপন্যাসখানিতে পরিপক্বতার ছাপ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিংবা চরিত্র-চিত্রণের ক্ষেত্রে দক্ষতা সর্বত্র লক্ষিত হয় না। মধুসূদন ও কুমুদিনীর দাম্পত্য জীবনকে ঘিরে দ্বন্দ্বের পটভূমি রচিত হলেও প্রকৃতপক্ষে কুমুদিনীকেন্দ্রিক একতরফা দ্বন্দ্ব শেষ অব্দি অনবদ্য হয়ে উঠতে পারেনি।


৩)রবীন্দ্রনাথের সমস্যামূলক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো।


উত্তর:এই বিভাগের প্রথম উপন্যাস 'গোরা'। চেহারায়, কাহিনির বিশালতায়,ভাবে,আদর্শে সমগ্র ভারতীয় জাতির মানসিক সংকটের বিশ্লেষণে 'গোরা' পাশ্চাত্যধর্মী মহাকাব্যিক উপন্যাস-এর সঙ্গে তুলনীয়।বাংলা সাহিত্যে কেন সমগ্র ভারতীয় সাহিত্যে 'গোরা' একটি যুগান্তকারী উপন্যাস। গোরা জন্মসূত্রে অভারতীয় ও অহিন্দু, অথচ ভারতের প্রতি অখণ্ড শ্রদ্ধায় সে যেন ভারতের প্রতিভূ। হিন্দুর আচার- আচরণ সে গভীর নিষ্ঠাভরে পালন করে। নাটকীয় মুহূর্তে তার প্রকৃত পরিচয় যখন উদ্ঘাটিত হয়, সে তখন মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে শান্ত সংযতভাবে মানবিক ভাব-চেতনায় হয় উদ্বুদ্ধ। এই বিভাগের দ্বিতীয় উপন্যাস ‘ঘরে বাইরে’। স্বদেশি আন্দোলনের পটভূমিতে ‘ঘরে বাইরে' উপন্যাস রচিত। উগ্র জাতীয়তাবাদের পরিণাম কী হতে পারে লেখক তা দেখিয়েছেন। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার সপক্ষে রবীন্দ্রনাথ প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন। নরনারীর নিজস্ব অস্তিত্ব ও স্বরূপ, উগ্র জাতীয়তাবাদ ও সন্ত্রাসবাদের শিকার হয়ে কী শোকাবহ পরিণামে পর্যবসিত হতে পারে, তারই লেখচিত্র হল 'চার অধ্যায়’।


আরো পড়ুন:

একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন উত্তর Click here 


ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


আগুন নাটকের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 

বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 

বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান 

Click here 

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 

বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 

বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 

বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 

বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 

বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


মানস- মানচিত্র অবলম্বনে ইন্টারনেট ও আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 

বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 

শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 

রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে- লোককথা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ধাঁধা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ছড়া Click here







Post a Comment

0 Comments