বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো।ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য।


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো।ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য।



বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।


সূচিপত্র:

ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২

খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে  নিম্নে আলোচনা করা হলো:একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার।


ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২


১) রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটোগল্প কোটি? এটি কোথায় প্রকাশিত হয়েছিল?


উত্তর:রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটোগল্প হল ‘ভিখারিণী’।

*এটি প্রকাশিত হয়েছিল ১৮৭৪ খ্রিস্টাব্দে ‘হিতবাদী' পত্রিকায়।


২) রবীন্দ্রনাথের শেষ গল্পসংকলনের নাম কী?এর অন্তর্গত গল্পগুলোর নাম উল্লেখ করো।


উত্তর:রবীন্দ্রনাথের শেষ গল্পসংকলনের নাম হল- ‘তিনসঙ্গী'-১৯৪০ খ্রিস্টাব্দে রচিত।

* এই গল্প সংকলনের অন্তর্গত গল্পগুলির নাম হল- রবিবার, শেষকথা এবং ল্যাবরেটরি।


৩) রবীন্দ্রনাথের কয়েকটি ছোটোগল্পের নাম করো। উত্তর: রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম হলো-ঘাটের কথা,শাস্তি,ব্যবধান,কাবুলিওয়ালা,ছুটি, পোস্টমাস্টার।


 ৪) ছোটোগল্পের রূপ বৈচিত্র্য কীরূপ?

উত্তর:যা ছোটো এবং যথার্থ গল্প-তাই ছোটো গল্প। এক বৈঠকে যে গল্প পড়ে শেষ করা যায়—আয়তনের দিক থেকে তাই ছোটোগল্প । আয়তনের দিক থেকে ছোটোগল্পে মাত্র দুটি শব্দেও লিখিত হয়েছে—আবার কোনোটি শতাধিক পৃষ্ঠায় রচিত হয়েছে।


খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩


১)সংক্ষেপে ছোটোগল্পকার রবীন্দ্রনাথের পরিচয় দাও।

উত্তর:রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোটোগল্পের প্রকৃত শিল্পরূপটি গড়ে ওঠে। কোন বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথের ছোটোগল্পগুলিকে পাঁচ ভাগে

ভাগ করা যায়-

ক)প্রেমমূলকগল্প:একরাত্রি,মাল্যদান,দৃষ্টিদান,সমাপ্তি,নষ্টনীড়'

খ)সমাজ-সমস্যামূলক গল্প-সমাজ-সমস্যামূলক গল্পের মধ্যে-কাবুলিওয়ালা,মাস্টারমশাই, ‘দান-প্রতিদান'প্রভৃতি।এ ছাড়া,হৈমন্তী,স্ত্রীর পত্র, পয়লা নম্বর,নামঞ্জুর গল্প,বিচারক,যজ্ঞেশ্বরের যজ্ঞ, দেনাপাওনা' প্রভৃতি গল্পে পণপ্রথা,নারীর প্রতি অবহেলা প্রভৃতি নানান সামাজিক ব্যাধি ও কুসংস্কার সমালোচিত হয়েছে।


গ)নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প: অতিথি,বলাই, মেঘ ও রৌদ্র।


ঘ) অতিপ্রাকৃত গল্প: রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য অতিপ্রাকৃত গল্পগুলি হল-ক্ষুধিত পাষাণ,নিশীথে’, ‘মণিহারা’, ‘গুপ্তধন’, ‘জীবিত ও মৃত,কঙ্কাল প্রভৃতি।


২) রবীন্দ্রনাথের ছোটোগল্পের শ্রেণিবিভাগ করো।


উত্তর: বাংলা ছোটোগল্পের জনক হলেন রবীন্দ্রনাথ।তিনি সারাজীবন ধরে ১৬৪টি ছোটোগল্প লিখেছেন, রচনার ক্রম অনুযায়ী সেগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়-


ক) হিতবাদী এবং সাধনা পর্ব- এই পর্বের গল্পগুলি হল-দেনাপাওনা,পোস্টমাস্টার,অতিথি,

ছুটি,কাবুলিওয়ালা,মেঘ ও রৌদ্র,নষ্টনীড়,একরাত্রি ইত্যাদি। এই পর্বের গল্পগুলিতে বাংলা দেশের প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের পরিচয় ও সামাজিক ও ব্যক্তিগত নানা সমস্যা ফুটে উঠেছে।


গ)ভারতী এবং সবুজপত্র পর্ব-এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল- দুরাশা,বলাই ,শেষের রাত্রি , হালদার গোষ্ঠী,হৈমন্তী,।


গ)অন্তিম পর্ব-‘লিপিকা,সে,গল্পসল্প এবং তিনসঙ্গী-এই চারটি বিচিত্র গল্পগ্রন্থের বৈচিত্র্যময় গল্পগুলি এই পর্বের অন্তর্গত।


৩) ছোটোগল্পের বিষয়বৈচিত্র্য কীরূপ?

উত্তর:ছোটোগল্পের চরিত্র অত্যন্ত জটিল ও বিচিত্র। 

সামান্য কোনো ঘটনার ব্যঞ্জনা,ক্ষণিকের এক মনস্তাত্ত্বিক মুহূর্ত, বিশেষ ভাবাবেগের বিস্তৃতি, সম্পূর্ণ চরিত্রের পরিবর্তে একটি গুণ বা অনুভবের উপর দৃষ্টিপাত ইত্যাদি ছোটোগল্পের বিষয় হতে পারে চমকপ্রদ ঘটনা থেকে শুরু করে ভাবাবেগপূর্ণ গীতিকবিতাধর্মী উচ্ছ্বাস সবই ছোটোগল্পের সীমার মধ্যে পড়ে।


৪) ছোটোগল্পের লক্ষণীয় বৈশিষ্ট্য কী?

উত্তর:ছোটগল্পের লক্ষণীয় বৈশিষ্ট্য গুলি হল-

ক)ছোটোগল্পের মূলে থাকে একটি প্লট কিম্বা ভাব

খ)প্রথম থেকে শেষপর্যন্ত এক নিবিড় ভাব থাকে।

গ) কাহিনি গতিময়

ঘ) ব্যঞ্জনাধর্মিতা

ঙ) চরিত্রকেন্দ্রিক

চ) রচনাশৈলী 

ছ) ছোটোগল্প পাঠে পাঠকচিত্তে থাকে অতৃপ্তি।


গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর-প্রশ্নমান-৫ 


১)বাংলা ছোটোগল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


উত্তর:রবীন্দ্রনাথ বাংলা ছোটোগল্পের প্রকৃত শিল্পরূপটি গড়ে তুলেছেন।রচনার ক্রম অনুযায়ী রবীন্দ্রনাথের গল্পগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম পর্বটি- 'হিতবাদী এবং সাধনা' পত্রিকার যুগ। দ্বিতীয় পর্বটি হল- ভারতী-সবুজপত্র' পত্রিকার যুগ এবং তৃতীয় পর্বটি হল ‘তিনসঙ্গী'-র যুগ। কিন্তু বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথের ছোটোগল্পগুলিকে পাঁচ ভাগে ভাগ করা যায়-


ক)প্রেমমূলকগল্প:একরাত্রি,মাল্যদান,দৃষ্টিদান,মহাময়াসমাপ্তি,মধ্যবর্তিনী,নষ্টনীড়' প্রভৃতি হল রবীন্দ্রনাথের কয়েকটি উল্লেখযোগ্য প্রেমমূলক গল্প।এই ধরনের গল্পের ভাষা বেশিরভাগ ক্ষেত্রেই লিরিকধর্মী।


খ)সমাজ-সমস্যামূলক গল্প:তাঁর সমাজ-সমস্যামূলক গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘পোস্টমাস্টার, কাবুলিওয়ালা,মাস্টারমশাই,দান-প্রতিদান' প্রভৃতি। এ ছাড়া,হৈমন্তী, স্ত্রীর পত্র,পয়লা নম্বর,নামঞ্জুর গল্প, বিচারক,যজ্ঞেশ্বরের যজ্ঞ,দেনাপাওনা' প্রভৃতি গল্পে পণপ্রথা, নারীর প্রতি অবহেলা প্রভৃতি নানান সামাজিক ব্যাধি ও কুসংস্কার সমালোচিত হয়েছে।


গ)নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প- অতিথি, বলাই, মেঘ ও রৌদ্র, আপদ প্রভৃতি গল্পে তিনি দেখিয়েছেন মানবমনের ওপরে প্রকৃতির গভীর প্রভাব।


ঘ) অতিপ্রাকৃত গল্প-রবীন্দ্রনাথের বিভিন্ন অতিপ্রাকৃত গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ক্ষুধিত পাষাণ, নিশীথে ,মণিহারা ,গুপ্তধন ,জীবিত ও মৃত ,কঙ্কাল প্রভৃতি।


২)ছোটোগল্পের সংজ্ঞা দাও। বাংলা ছোটোগল্পের ধারায় রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য নিরূপণ করো।


উত্তর:আয়তনের সংক্ষিপ্ততা ছোটোগল্পের প্রাথমিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হলেও তার প্রধান বৈশিষ্ট্য হল জীবনের খন্ডাংশ তুলে ধরে তার মাধ্যমে সমগ্র জীবনের পরিচয় দান করা। অতিকথন,বহু চরিত্রের সমাবেশ ছোটোগল্পে বর্জনীয় এবং এর ভাষা ও পরিসমাপ্তি হয় ব্যঞ্জনাময়।ক্ষুদ্রের মধ্যে বৃহতের, খণ্ডের মধ্যে সমগ্রের ইঙ্গিত থাকে ছোটোগল্পে।


** রবীন্দ্রনাথের ছোটোগল্পের বৈশিষ্ট্য: যথার্থ অর্থে বাংলা ছোটোগল্পের জনক হলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে ১৬৪টি ছোটোগল্প লিখেছেন (গল্পগুচ্ছ-এর ৯০), রচনার ক্রম অনুযায়ী সেগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়-


ক)হিতবাদী-সাধনা পর্ব:এই পর্বের গল্পগুলি হল- দেনাপাওনা,পোস্টমাস্টার,অতিথি,ছুটি,কাবুলিওলা,একরাত্রি, ইত্যাদি।এই পর্বের গল্পগুলিতে সাধারণ মানুষের জীবন পরিচয়,সামাজিক ও ব্যক্তিগত নানা সমস্যা ফুটে উঠেছে।


খ)ভারতী এবং সবুজপত্র পর্ব: এই পর্বে উল্লেখযোগ্য গল্পগুলি হল-দুরাশা, বলাই,শেষের রাত্রি, হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীর পত্র,এবংপয়লা নম্বর।


গ) শেষপর্ব:লিপিকা,সে,গল্পসল্প এবং তিনসঙ্গী-এই চারটি বিচিত্র গল্পগুলি এই পর্বের অন্তর্গত। শুধু সংখ্যাতত্ত্বের দিক দিয়েই নয়,বিষয় বৈচিত্র্য এবং রচনারীতির দিক থেকেও রবীন্দ্রনাথ বাংলা ছোটোগল্প সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।


আরো পড়ুন:

একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন উত্তর Click here 


ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


আগুন নাটকের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 

বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 

বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান 

Click here 

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 

বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 

বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 

বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 

বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 

বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 

বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


মানস- মানচিত্র অবলম্বনে ইন্টারনেট ও আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 

বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 

শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 

রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে- লোককথা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ধাঁধা Click here 

লৌকিক সাহিত্যের বিভিন্ন দিক- ছড়া Click here










Post a Comment

0 Comments