গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কী কী।অনুষঙ্গনিষ্পন্ন শব্দ।

 

গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কী কী।অনুষঙ্গনিষ্পন্ন শব্দ।


শব্দ:

সূচিপত্র: 

১) বাংলা শব্দ সম্পর্কে প্রশ্নোত্তর এবং আলোচনা।

২) সঠিক উত্তরটি নির্বাচন করো।(MCQ)

৩) অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)


শব্দ:

'শব্দ' কতকগুলি বর্ণের সমাহার। প্রতিনিয়ত আমাদের বাহ্য ধ্বনি সৃষ্টি করে। যেমন—বাড়ি, ঘর, ইত্যাদি।শব্দের সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করা হয়। শব্দের সঙ্গে এক বা একাধিক প্রতায় যোগ করে নতুন নতন অর্থেরও বিস্তার ঘটে।


১)শব্দ কাকে বলে?

উত্তর:অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলা হয় শব্দ।

যেমন- মা, বাবা,বই,খাতা ইত্যাদি।

মনের ভাব প্রকাশ করার মাধ্যম এই শব্দকেই বাক্যে ব্যবহার করা হয়। তবে শব্দকে বাক্যে ব্যবহার করার জন্য প্রয়োজন অনুসারে সামান্য তৈরি করে নিতে হয়, অর্থাৎ বিভক্তি যুক্ত করতে হয়। তখন বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় পদ। এখন এই পর্বে আমরা প্রথমে শব্দ সম্পর্কে নীচে আলোচনা করা হলো। 


২)শব্দের বৈশিষ্ট্যগুলি কী কী?

ক) শব্দ হল ভাষা সৃষ্টির মূলকথা।

খ) অর্থ ছাড়া শব্দ সম্ভব নয়।

গ) একাধিক ধ্বনির মিলিত রূপ গঠন করে।

ঘ) একটিমাত্র ধ্বনিই শব্দ নয়।

ঙ) যে-কোনো ধ্বনিই শব্দ নয়।

চ) ধ্বনির লিখিত রূপ বর্ণ,বর্ণ দিয়ে শব্দ লেখা হয়।


৩)শব্দের শ্রেণিবিভাগ

 গঠনগতভাবে শব্দ দু-প্রকার-

ক) মৌলিক শব্দ

খ) সাধিত শব্দ।


 ক)মৌলিক শব্দ:

যে-সমস্ত শব্দকে বিশ্লেষণ করা যায় না তাদেরকেই মৌলিক শব্দ বলে।

যেমন: মা, হাত, নাম, পা, ভাই, ঘোড়া, এক, দুই, না প্রভৃতি।


খ) সাধিত শব্দ:

যে-সমস্ত শব্দকে বিশ্লেষণ করলে প্রকৃতি এবং সেইসঙ্গে যুক্ত প্রত্যয়, উপসর্গ প্রভৃতি পাওয়া যায়, তাদের সাধিত শব্দ বলে।

যেমন: যা (ধাতু) + আ (প্রত্যয়) = যাওয়া, মিতা (শব্দ) + আলি (প্রত্যয়) = মিতালি।


* এ ছাড়া অর্থগতভাবে শব্দ তিনপ্রকার-

i)যৌগিক শব্দ

ii) রুঢ় শব্দ

iii) যোগরুঢ় শব্দ


i) যৌগিক শব্দ:

যে-সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো তফাত নেই, তাদেরকে বলে যৌগিক শব্দ।যেমন:জলজ-ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ একই অর্থাৎ যা জলে জন্মায়। 

 

২) রুঢ় শব্দ:

যে-সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের তফাত থাকে, তাদেরকে বলে রুঢ় বা রুঢ়ি শব্দ।যেমন:কুশল- যে যজ্ঞের জন্য কুশ আনে(ব্যুৎপত্তিগত অর্থ), প্রচলিত অর্থ—মঙ্গল।

 হরিণ-যে হরণ করে (ব্যুৎপত্তিগত অর্থ), প্রচলিত অর্থ-একটি নির্দিষ্ট পশু।


৩) যোগরুঢ় শব্দ:

 যে-সমস্ত সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকলেও প্রচলিত অর্থে তার মধ্যে কেবল একটিকেই বোঝায়, তাদের যোগরুঢ় শব্দ বলে। যেমন:পঙ্কজ - পাঁকে জন্মায় যা (ব্যুৎপত্তিগত অর্থ), প্রচলিত অর্থ—পদ্ম। জলদ—জল দেয় যা (ব্যুৎপত্তিগত অর্থ), যোগরূঢ় অর্থ বা প্রচলিত অর্থ—মেঘ।


৩)অনুষঙ্গনিষ্পন্ন শব্দ ও তার শ্রেণীবিভাগ:

অণুষঙ্গনিষ্পন শব্দের দুটি ভাগ-


১) শব্দদ্বৈত:

ভাবের বৈচিত্র প্রকাশের জন্য যখন একই শব্দ পরপর দু-বার কিংবা খানিক পরিবর্তিত রূপে প্রয়োগ করা হয়,তখন তাকে শব্দদৈত্য শব্দ বলে।এই শব্দদ্বৈতকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়-

ক) দ্বিরুক্তি শব্দ

খ) যুগ্ম শব্দ 

গ) বিকার জাতীয় শব্দ 


ক) দ্বিরুক্তি শব্দ:

বারবার বলে-সংকোচন,উৎকণ্ঠা, আশঙ্কা,ঘৃণা প্রভৃতি বিভিন্ন অর্থের প্রকাশ করা হয়।যেমন- ছি ছি, হায় হায়, চল চল, লাখ লাখ প্রভৃতি।


খ) যুগ্ম শব্দ: 

সমর্থক বা প্রায় সমর্থক কিংবা বিপীতার্থক শব্দ ব্যবহার করে।যেমন-কাজকর্ম, চিঠিপত্র, দিনরাত, ভালো-মন্দ প্রভৃতি।


গ) বিকারজাত শব্দ:

টুপটাপ,নিশপিশ, শুনশান, চা-টা, কাপড়চোপড়, বাসনকোসন প্রভৃতি।

 

২) ধ্বন্যাত্মক শব্দ:

বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দকে ধনাত্মক বা অনুকরণ শব্দ বলে।

ধ্বন্যাত্মক শব্দকে দুই ভাগে ভাগ করা যায়-


ক) বাস্তব শ্রুতিগ্রাহ্য:

বাস্তবে শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে প্রকাশ করে যেসব ধ্বন্যাত্মক শব্দ। যেমন-সোঁ-সোঁ, হা হা, মচ মচ, ঝিরঝির প্রভৃতি।


খ) ভাব প্রকাশক শব্দ: 

বাস্তব ধ্বনির বদলে মনের ভাবের ব্যঞ্জনাকে বহন করে যেসব ধ্বন্যাত্মক শব্দ।যেমন- ছমছম, ধড়াস প্রভৃতি।


২) সঠিক উত্তরটি নির্বাচন করো।(MCQ)


১)অর্থপ্রকাশক সুসজ্জিত কোনো একটি ধ্বনি বা ধ্বনি সমষ্টি হল-

ক) অর্থ

খ) শব্দ 

গ)বাক্য

ঘ) ধ্বনি 

উত্তর:(খ) শব্দ


২)অর্থ থাকলে,একাধিক মিলিত রূপে শব্দ হয়- 

ক) শব্দতত্ত্ব 

খ) ধ্বনির

গ) অর্থের

ঘ)বাক্যের

উত্তর:(খ) ধ্বনির 


৩) তৎসম' কথাটির অর্থ হল-

ক) বাংলার সমান

খ) প্রাকৃতের সমান

গ) ইংরেজির সমান

(ঘ) সংস্কৃতের সমান

উত্তর:(ঘ) সংস্কৃতের সমান


৪)'অর্ধতৎসম'-এর প্রতিশব্দ হল-

ক) ভগ্ন 

খ) তৎসম

গ) উদ্ভূত 

ঘ) ভগ্ন তৎসম

উত্তর:(ঘ) ভগ্ন তৎসম


৫)শব্দের গঠনমূলক বিভাগ হল-

ক) দুটি

খ) চারটি

গ) তিনটি

ঘ) পাঁচটি

উত্তর:(ক) দুটি


৬)যে শব্দগুলিকে ভাঙা যায় না,সেগুলি হল-

ক) যৌগিক শব্দ

খ) মৌলিক শব্দ

গ) রুঢ় শব্দ 

ঘ) কোনোটিই নয়

উত্তর:(খ) মৌলিক শব্দ


৭)এ'পাগলামি' শব্দটি হল-

ক) সাধিত শব্দ

খ) যৌগিক শব্দ

গ) ধ্বন্যাত্মক শব্দ

ঘ)অনুকার শব্দ

উত্তর:(খ) যৌগিক শব্দ


 ৮)শব্দের অর্থ প্রকাশ ক্ষমতাকে ধরে শব্দকে ভাগ করা হয়-

ক)দু-ভাগে 

খ)চার-ভাগে

গ)পাঁচ-ভাগে 

ঘ)তিন-ভাগে

উত্তর:(ঘ) তিন ভাগে


৯) ধ্বন্যাত্মক শব্দকে ভাগ করা হয়-

ক) দুটি ভাগে

খ) পাঁচটি ভাগে

গ) তিনটি ভাগে

ঘ) চারটি ভাগে

উত্তর:(ক) দুটি ভাগে


১০)টকটকে লাল-এই বাক্যে 'টকটকে' শব্দটি হল–

ক) রুঢ় শব্দ

খ) ধ্বন্যাত্মক শব্দ

গ) মৌলিক

ঘ) কোনোটিই নয়

উত্তর:(খ) ধন্যাত্মক শব্দ


১১) ধ্বনির লিখিত রূপ-

ক)অর্থ

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) বাক্য

উত্তর:(খ) বর্ণ


১২)যেসব ধ্বন্যাত্মক শব্দ কেবল বাস্তব শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক ধ্বনিকে প্রকাশ করে তাকে বলে-

ক) শ্রুতিগ্রাহ্য

খ) ধ্বন্যাত্মক

গ) শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক

ঘ) কোনোটিই নয়

উত্তর:(গ) শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক


১৩) একটি শব্দ বা পদের পর পর দুবার ব্যবহারকে বলে-

ক)ধ্বন্যাত্মক

খ)মৌলিক

গ) অনুকার

ঘ) কোনোটিই নয়

উত্তর:(ঘ) কোনোটিই নয়


১৪)'বরফ + ত্ব = বরফত্ব' উদাহরণটি হল-

ক) বিদেশাগত শব্দের 

খ)যৌগিক শব্দের

গ) মিশ্র শব্দের 

ঘ)কোনোটিই নয

উত্তর:(গ) মিশ্র শব্দের


১৫) 'যোগরুঢ়' শব্দটি কোন শ্রেণিবিভাগে ফেলা হয়েছে-

ক)শব্দের গঠনমূলক বিভাগে

খ) সংখ্যামূলক বিভাগে

গ) ধ্বন্যাত্মক বিভাগে 

ঘ) শব্দের অর্থমূলক বিভাগে

উত্তর:(ঘ) শব্দের অর্থমূলক বিভাগে


১৬) শৃঙ্খলে বারবার ঝনঝন ঝংকার’-ঝনঝন' শব্দটি কোন্ শব্দের অন্তর্ভুক্ত-

ক)শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক

খ) ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দ

গ অনুকার শব্দ 

ঘ)কোনোটিই নয়

উত্তর:(ক) শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক

১৭) প্রত্যয়ান্ত ছাড়া আর যে ধরনের সাধিত শব্দ আছে, তা হল-

ক) উপসর্গজাত

খ) সমাসান্ত

গ) মৌলিক 

ঘ) ধ্বন্যাত্মক

উত্তর:(খ) সমাসান্ত


১৮)পয়লা বৈশাখ বাংলায় নববর্ষ।'—এখানে 'পয়লা বৈশাখ' হল-

ক) শব্দদ্বৈতের উদাহরণ

খ)ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ 

গ) পূরণবাচক শব্দের উদাহরণ

ঘ)মৌলিক শব্দের উদাহরণ 

উত্তর:(গ) পূরণবাচক শব্দের উদাহরণ


১৯)বাঁদরামি' শব্দটি যে শব্দের দৃষ্টান্ত-

ক)রুঢ় 

খ) যোগরুঢ় 

গ)যৌগিক

ঘ) মৌলিক

উত্তর:(গ) যৌগিক


৩) অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

১)শব্দ কী?

উত্তর:কণ্ঠনিঃসৃত অর্থপূর্ণ এবং সুসজ্জিত ধ্বনিসমষ্টিকে শব্দ বলে।


২)যৌগিক শব্দ কী?

উত্তর:যে-সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ এক ও অভিন্ন তাকে বলে যৌগিক শব্দ। যেমন-দক্ষতা।


৩)সাধিত শব্দ বলতে কী বোঝ?

উত্তর:যে শব্দের শেষে কোনো প্রত্যয়,সমাস স্বরান্তর ঘটিয়ে নতুন শব্দ তৈরি করা হয় তাদের সাধিত শব্দ বলে।


৩)শব্দের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: ১) অর্থবহ না-হলে একটি ধ্বনি বা ধ্বনিসমষ্টি শব্দ হবে না। ২) ধ্বনির লিখিত রূপ বর্ণ। বর্ণ দিয়ে শব্দ লেখা হয়।


৪)ধ্বন্যাত্মক শব্দ কত প্রকার ও কী কী?

উত্তর: ধ্বন্যাত্মক শব্দ দু-প্রকার-ক) বাস্তব শ্রুতিগ্রাহ্য বাধ্বনিবাচক খ) ভাবপ্রকাশক।


৫)শব্দদ্বৈতর দুটি উদাহরণ দাও।

উত্তর:ক) ফাঁকা ফাঁকা রাস্তা।খ) হাসি হাসি মুখ-একই শব্দ প্রথমটিতে 'ফাঁকা ফাঁকা' ও দ্বিতীয়টিতে ‘হাসি হাসি' হল-‘শব্দদ্বৈত'-এর উদাহরণ।


৬)Portmanteau word' কথাটির আভিধানিক অর্থ কী?

উত্তর:জোড়কলম শব্দ'যেমন-ধোঁয়াশা,ধোঁয়া ও কুয়াশা-এই দুটি শব্দের যোগ।


৭)তদ্ভব' শব্দের অর্থ কী?

'তদ্ভব'-এর প্রতিশব্দ রূপে আর কী ব্যবহার করা হয়?

উত্তর:তৎ' অর্থে সেই অর্থাৎ সংস্কৃত। 'ভব' অর্থে 'উদ্ভূত'। সুতরাং ‘তদ্ভব' হল সংস্কৃত থেকে উদ্ভূত বা জাত।


৮) মৌলিক শব্দ কাকে বলে?

উত্তর:যে-শব্দকে কোনোক্রমেই ভাঙা যায় না বা ভাঙলে কোনো অর্থ প্রকাশ করে না তাদের মৌলিক শব্দ বলে।যেমন-নাক,ঘর,মা ইত্যাদি।


৯)শব্দের গঠনগত শ্রেণিবিভাগ কী কী?

উত্তর:শব্দের গঠনগত শ্রেণিবিভাগ দুটি-মৌলিক ও সাধিত। 


১০)রুঢ় শব্দ কাকে বলে?

উত্তর:যে-সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের সম্পর্ক অস্পষ্ট বা প্রায় নেই বললেই চলে তাদের ব রুঢ় বা রুঢ়ি শব্দ বলে।

যেমন-হরিণ-হরণকারী (ব্যুৎপত্তিগত অর্থ), মৃগ বা পশুবিশেষ (প্রচলিত অর্থ)। 


১১)যোগরুঢ় শব্দ বলতে কী বোঝ?

উত্তর:যে-সমস্ত সাধিত শব্দের ক্ষেত্রে একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকলেও,প্রচলিত অর্থে কেবল তার একটিকেই বোঝায়,তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন-পঙ্কজ - পাঁক বা পাঁকে যা জন্মায় (ব্যুৎপত্তিগত অর্থ), কিন্তু প্রচলিত অর্থে কেবল পদ্মকেই বোঝায়। জলদ-জল প্রদানকারী (ব্যুৎপত্তিগত অর্থ), কিন্তু প্রচলিত অর্থ মেঘ।


১২)শব্দদ্বৈত কাকে বলে?

উত্তর:ভাবের বিবিধ বৈচিত্র্য সম্পাদনের জন্য একই শব্দ পর পর দু-বার পূর্ণরূপে বা ঈষৎ পরিবর্তিত রূপে প্রয়োগ করলে তাকে শব্দদ্বৈত বলে। যেমন- ঘুরে ঘুরে ক্লান্ত।


১৩)শব্দদ্বৈত কয় প্রকার?

উত্তর:শব্দদ্বৈত তিনপ্রকার-

ক) দ্বিরুক্তি

খ)শব্দদ্বৈত

গ) বিকারজাত


১৪)ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে?

উত্তর:বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দকে ধ্বন্যাত্মক বা অনুকার শব্দ বলে।যেমন-হু হু, খিল খিল।


১৫)ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে ?

উত্তর:যে-শব্দ বাস্তব ধ্বনিকে অনুকরণ করে, সেই শব্দকে ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ বলে।যথা-কড় কড় করে বাজ পড়ল। কড় কড় শব্দটি বাজ পড়ার শব্দকে অনুকরণ করল।


১৬)ভাবপ্রকাশক বা ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে?

উত্তর:যে শব্দ অনুভূতিগ্রাহ্য ভাবকে প্রকাশ করে তাকে ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ বলে। যথা-আমার মনটা হু হু করছে। এখানে হু হু শব্দটি মনের শূন্যতাকে প্রকাশ করল।


১৭)অনুকার শব্দ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:যে-সমস্ত জোড় শব্দের প্রথম অংশ সার্থক, পরের অংশ নিরর্থক,অথবা প্রথম অংশ নিরর্থক পরের অংশ সার্থক,কিংবা দুটি অংশই নিরর্থক হয়, সেই যুগ্ম শব্দকে অনুকার শব্দ বলে।যেমন- চাল টাল ধুয়ে তাড়াতাড়ি ভাত বসাও।


CONTENTS:

আরো পড়ুন:

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন

উত্তর Click Here ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here দাম গল্পের প্রশ্ন উত্তর Click

 Here নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here  হিমালয় দর্শন গল্পের প্রশ্ন

উত্তর Click Here ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর click Here  আবহমান কবিতার প্রশ্ন

উত্তর Click Here আমরা কবিতা প্রশ্ন উত্তর click Here  খেয়া কবিতার প্রশ্ন উত্তর click। Here  

আকাশের সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর Click Here 


নিরুদ্দেশ গল্পের প্রশ্ন উত্তর click Here  চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-1 click

Here  চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-2 click Here 


ব্যোমযাত্রীর ডায়েরির প্রশ্ন উত্তর Click Here 

কর্ভাস গল্পের প্রশ্ন উত্তর Click Here 




Teles of Bhola grandpa Lesson1 Unit 1 Click Here

Teles of Bhola grandpa Unit 2 Click Here


All about a Dog Lesson 2-Unit -1 -Click Here

All about a Dog Lesson 2 Unit 2 Click Here


Autumn poem Lesson 3 Part 1 Click Here


A Day in the zoo Lesson 4 Part 1 Click Here

A Day in the zoo Lesson 4 part 2 Click Here


All Summer in a Day Lesson 5 part 1 Click Here

The price of bananas part 1 click Here 

The price of bananas part 2 click Here 

Hunting snake poem question answer click Here 

Cucumber is beneficial for the body click Here



ডাবের জলে উপকারিতা click Here 

দুধের উপকারিতা click here

ওজোন গ্যাস click here 

রক্ত সম্পর্কে আলোচনা click here 


অস্থি বা হাড়ের কার্যাবলী Click here 

থাইরয়েড গ্রন্থির প্রশ্ন উত্তর Click here 



প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞান Click here 

একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা click here 

বাংলার উৎসব প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here 

গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Click here 

মেলা প্রবন্ধ রচনা Click here 

মোবাইল ফোনের ভালো মন্দ প্রবন্ধ রচনা Click here 

বইমেলা প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here 

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রবন্ধ রচনা Click here 


ধ্বনি ও স্বরধ্বনির প্রশ্ন উত্তর Click here 

ব্যঞ্জনধ্বনি প্রশ্ন উত্তর Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর part-1 Click here 

ধ্বনি পরিবর্তনের প্রশ্ন উত্তর Part-2 Click here 

সন্ধির প্রশ্ন উত্তর Click here 

শব্দ গঠনের প্রথম পর্যায় উপসর্গ ও অনুসর্গ প্রশ্ন উত্তর

শব্দ গঠনের দ্বিতীয় পর্যায় ধাতু ও প্রত্যয় প্রশ্ন উত্তর Click here 

বাংলা শব্দভাণ্ডারের প্রশ্ন উত্তর Click here 

বাংলা শব্দ কয় প্রকার ও কি কি Click here 



















Post a Comment

0 Comments