ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২
খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩
গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫
বাংলা সাহিত্যের উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান নিয়ে নিম্নে আলোচনা করা হলো।:একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার।
ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২
১) বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী? কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়?
উত্তর:বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হল-'দুর্গেশনন্দিনী'।এটি রচিত হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে।
২) বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাসের নাম কী? কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়?
উত্তর:বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাসের নাম হল- সিতারাম। এটি রচিত হয় ১৮৮৭ খ্রিস্টাব্দে।
৩)'বন্দেমাতরম' সংগীতটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:বঙ্কিমচন্দ্র'আনন্দমঠ' উপন্যাসের জন্য 'বন্দেমাতারাম'- সংগীতটি রচনা করেন। এটি ১৮ ৮৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৪) বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হলো কৃষ্ণকান্তের উইল। এটি ১৮৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৫) সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসের নাম লেখো। এটির প্রকাশকাল উল্লেখ করো।
উত্তর: সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস হল- আনন্দমঠ। উপন্যাসটির প্রকাশকাল ১৮৮২ খ্রিস্টাব্দে।
৬) মানব জীবন এবং মানব প্রকৃতির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসের নাম লেখো। এই উপন্যাসের দুটি কেন্দ্রীয় চরিত্রের নাম কী?
উত্তর: মানব জীবন এবং মানব প্রকৃতির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস হল-'কপালকুণ্ডলা'। এই উপন্যাসের দুটি কেন্দ্রীয় চরিত্রের নাম হল- 'কপালকুণ্ডলা' এবং 'নবকুমার'।
৭) বঙ্কিমচন্দ্রের তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস কোনগুলি?
উত্তর: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দেশাত্মবোধক উপন্যাস ও দেবী চৌধুরানী তত্ত্বপ্রধান উপন্যাস
৮)বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের পটভূমিকা বর্ণনা করো?
উঃত্রয়োদশ শতাব্দীর সূচনালগ্নে বক্তিয়ার খলজির বঙ্গবিজয়ের ঘটনার প্রেক্ষিতে আলোচা উপন্যাসটি রচিত হলেও উপন্যাসটি আদৌ ঐতিহাসিক উপন্যাস নয়। অর্থাৎ উপন্যাসের ঐতিহাসিকতার ব্যাখ্যা সুস্পষ্টভাবে রচিত হয়নি।
৯) বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা কোন শ্রেণির রচনা?
উঃ কপালকুন্ডলা মূলত রোমান্স। উপন্যাসে বাস্তবতার অভাববোধ হলেও রোমান্টিক উপন্যাস হিসেবে কপালকুন্ডলার শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য।
১০) বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাস কোনটি? উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। উপন্যাসটি ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১১) বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাসের নাম কী?এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাসের নাম হল- 'Rajmohan's Wife'। উপন্যাসটি ১৮৬৪ খ্রিস্টাব্দে Indian Field নামে একখানি সাপ্তাহিক পত্রে প্রকাশিত হয়েছিল।
১২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কয়টি? উপন্যাস গুলিকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা ১৪ টি। উপন্যাস গুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন-ক) ইতিহাসশ্রিত রোমান্স উপন্যাস।খ) সামাজিক ও পারিবারিক উপন্যাস। গ) দেশাত্মবোধক উপন্যাস।
১৩) বঙ্গদর্শন পত্রিকা কার সম্পাদনা প্রকাশিত হয়? এই পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি ১৮৭২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩
১)বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও রোমান্স-আশ্রয়ী উপন্যাস সম্পর্কে আলোচনা করো।
উত্তর: বাংলা কথাসাহিত্যকে বঙ্কিমচন্দ্রই প্রথম সৌন্দর্য ও শিল্প-সার্থকতা দান করেছিলেন। দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর ও রাজসিংহ তাঁর ইতিহাস ও রোমান্স- আশ্রয়ী উপন্যাসের পর্যায়ে পড়ে। মোগল ও পাঠানের দ্বন্দ্বের প্রেক্ষাপটে রচিত দুর্গেশনন্দিনী একটি রোমান্স-জাতীয় রচনা।
নবকুমার-মতিবিবি-কপালকুণ্ডলার ত্রিকোণ প্রেমকাহিনিকে কেন্দ্র করে রচিত কপালকুণ্ডলা একটি বিশুদ্ধ রোমান্স। শৈবলিনীর অতৃপ্ত কামনার বিশ্বঘাতী, বিধ্বংসী রূপ লক্ষ করা যায় চন্দ্রশেখর উপন্যাসে। এর সঙ্গে উপন্যাসটিতে যুক্ত হয়েছে মীরকাশিম ও দশনী বেগমের ঐতিহাসিক প্রসঙ্গ। রাজসিংহ হল বঙ্কিমচন্দ্রের একমাত্র বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস; যা তিনি নিজেও স্বীকার করেছেন।
৩)বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি আলোচনা করো।
উত্তর: সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাস: বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাসগুলি হল বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, রজনী এবং রাধারাণী। সমাজ ও পরিবারের নানান সমস্যা, সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, নরনারীর সম্পর্কের জটিলতা এইসব উপন্যাসে চমৎকারভাবে ধরা পড়েছে।
৪) বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস গুলি আলোচনা করো।
উত্তর:তত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস: বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসগুলি হল আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম। আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত 'বন্দেমাতরম্' সংগীতটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রেরণা হয়ে উঠেছিল। দেবী চৌধুরাণী-তে গীতার নিষ্কাম কর্ম ও অনুশীলন তত্ত্বের আদর্শ অনুসৃত হয়েছে।
৫) বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস ঐতিহাসিক উপন্যাস রূপে চিহ্নিত হয়ে আছে?
উত্তর:বিশুদ্ধ ইতিহাস, ঐতিহাসিক ঘটনা ও চরিত্র নিয়ে লেখা রাজসিংই (১৮৮২) একমাত্র ঐতিহাসিক উপন্যাস।বঙ্কিমচন্দ্রও নিজে তাই বলেছেন এবং সাহিত্য বিচারের মাপকাঠিতে তাই নির্ধারিত হবে।
গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫
১)বাংলা কথাসাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর:বাংলা কথাসাহিত্যকে বঙ্কিমচন্দ্রই প্রথম সৌন্দর্য ও শিল্প-সার্থকতা দান করেছিলেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে-
ক) ইতিহাস ও রোমান্স-আশ্রয়ী উপন্যাস: দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর ও রাজসিংহ তাঁর ইতিহাস ও রোমান্স-আশ্রয়ী উপন্যাসের পর্যায়ে পড়ে। মোগল ও পাঠানের দ্বন্দ্বের প্রেক্ষাপটে রচিত দুর্গেশনন্দিনী একটি রোমান্স-জাতীয় রচনা। নবকুমার- মতিবিবি-কপালকুণ্ডলার ত্রিকোণ প্রেমকাহিনিকে কেন্দ্র করে রচিত কপালকুণ্ডলা একটি বিশুদ্ধ রোমান্স। শৈবলিনীর অতৃপ্ত কামনার বিশ্বঘাতী, বিধ্বংসী রূপ লক্ষ করা যায় চন্দ্রশেখর উপন্যাসে। রাজসিংহ হল বঙ্কিমচন্দ্রের একমাত্র বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস-যা তিনি নিজেও স্বীকার করেছেন।
খ) সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাস : বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাসগুলি হল- বিষবৃক্ষ,কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা,রজনী এবং রাধারাণী। সমাজ ও পরিবারের নানান সমস্যা,সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, নরনারীর সম্পর্কের জটিলতা এইসব উপন্যাসে চমৎকারভাবে ফুটে উঠেছে।
গ) তত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস: বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসগুলি হল আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম । আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত 'বন্দেমাতরম্' সংগীতটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রেরণা হয়ে উঠেছিল। দেবী চৌধুরাণী- তে গীতার নিষ্কাম কর্ম ও অনুশীলন তত্ত্বের আদর্শ অনুসৃত হয়েছে।
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন উত্তর Click here
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
আগুন নাটকের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
0 Comments