The Price of Bananas
Mulk Raj Anand
Lesson-10 The Price of Bananas by Mulk Raj Anand CLASS- 9
Part-2 বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-
The author and the text:
5)'Ao, ao, come down,' the vendor coaxed the monkey. He lifted the bananas higher up. The
monkey responded by climbing down cautiously to a branch near the vendor. The whole
platform became silent and waited, with bated breath, for the impossible to happen. The
vendor cooed in a soft voice, Ao, ao, to the monkey .The monkey, looking this side and
that, accepted the bargain. It took over the bananas with his right hand and released the
embroidered cap, slightly crumpled, with its left hand.
উচ্চারণ:
'আও, আও, কাম ডাউন,'দ্য ভেল্ড(র) কৌড্ দ্য মাংকি। হি লিফ্টিড্ দ্য ব্যানানাস্ হায়া(র)
আপ। দ্য মাংকি রিপন্ডিড্ বাই ক্লাইম্বিং ডাউন ক্যশলি টু অ্যা ব্রানশ্ নিয়্যার দ্য ভেনড(র)।
দ্য হৌল্ প্ল্যাটফ্য(র)ম্ বিকেইম্ সাইল্যান্ট অ্যান্ড্ ও্য এইটিড্, উইদ ব্যাটিঙ্ ব্রেখ্, ফ্য(র) দ্য
ইম্পস্যাব্ টু হ্যাপ। দ্য ভেল্ড(র) কুড্ ইন্ অ্যা সফ্ট্ ভয়স্, ‘আও, আও’, টু দ্য মাংকি। দ্য
মাংকি, লুকিং দিস সাইড অ্যান্ড্ দ্যাট্, অ্যাকসেপটিভ্ দ্য বা(র)গিন্। ইট্ টুক ওভ্যা(র) দ্য
ব্যানানাজ্ উইদ হিজ্ রাইট্ হ্যান্ড অ্যান্ড্ রিলিজড্ দ্য ইম্ব্রয়ডা(র)ভ্ ক্যাপ, স্লাইলি
ক্রাম্পল্ড্, উইদ্ ইস্ লেফ্ট্ হ্যান্ড।
বঙ্গানুবাদ:
বিক্রেতা বাঁদরটিকে মিষ্টি কথায় ভুলিয়ে ডাকল, 'এসো, এসো, নেমে এসো।' সে কলাগুলিকে
অনেকটা উঁচুতে | তুলে ধরল। বাঁদরটি বিক্রেতার ডাকে সাড়া দিয়ে গাছের একটি ডালে
সাবধানতার সঙ্গে বিক্রেতার কাছে নেমে এল। পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গেছিল এবং
অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। বিক্রেতাটি কোমল স্বরে কোকিলের মতো সুরেলা স্বরে
বাঁদরটিকে এসো, এসো, বলে ডাকছিল। এদিক-ওদিক তাকিয়ে বাঁদরটি প্রস্তাব গ্রহণ করতে
আগ্রহী হল। সে তার ডান হাত দিয়ে কলাগুলি নিয়েছিল এবং বাম হাত দিয়ে চিকনের কাজ
করা, সামান্য কুঞ্চিত টুপিটি ফিরিয়ে দিল।
6)The spectators shouted in praise .The fruit vendor came and humbly offered the Sethji his
cap. 'They are hungry,' he said, 'so they disturb the passengers .' 'Acha,' said the Sethji, and
turned to go into the compartment .The vendor said, 'Sethji, please give me two annas for
the bananas which I had to offer to the monkey.'
উচ্চারণ:
দ্য স্পেটেইট্যা(র)স্ শাউটিড্ ইন্ প্রেইজ্। দ্য ফ্রুট ভেল্ড(র) কেইম্ অ্যান্ড্ হাম্বলি
অফ্যা(র)ড্ দ্য শেঠজি হিজ ক্যাপ্। 'দেই আ(র) হাংরি,' হি সেইড়, 'সৌ দেই ডিস্ট্যা(র)ব্ দ্য
প্যসজ্যা(র)স্।' 'আচ্ছা', সেইড দ্য শেঠজি, অ্যান্ড্ ট্যা(র)ন্ড্ টু গৌ ইনটু দ্য
ক্যাম্পা(র)টম্যান্ট্। দ্য ভেল্ড(র) সেইড়, 'শেঠজি, প্লিজ গিভ মি টু আনাস্ ফ্য(র) দ্য
ব্যানানাস্ উইচ্ আই হ্যাড় টু অফ্যা(র) টু দ্য মাংকি।'
বঙ্গানুবাদ:
দর্শকবৃন্দ প্রশংসায় চিৎকার করে উঠল। ফলবিক্রেতা এল এবং নম্রভাবে শেঠজিকে তাঁর
টুপিটি দিল। 'ওরা ক্ষুধার্ত,'সে বলল, 'সেই কারণে ওরা যাত্রীদের বিরক্ত করে।”
“আচ্ছা,'শেঠজি বললেন এবং কামরার মধ্যে যাওয়ার জন্য ঘুরলেন। বিক্রেতাটি বলল
'শেঠজি, দয়া করে আমাকে দু-আনা দিন কলাগুলির জন্য যেগুলি আমাকে বাঁদরকে দিতে
হয়েছিল।”
7) 'Two annas! What impudence!' Sethji shouted each word in disgust at the grimy fruit
vendor. 'Please give him the money, Sethji,' the rest of the compartmentsaid. "Acha, here
are four annas for you, porter, and an anna for you, fruit vendor!" Sethji said.'But I carried
two big pieces of luggage,' the porter wailed.'Go! Go! Crook!'Sethji thundered at the
protesting porter. The porter left. The fruit vendor persisted, 'Sethji, be just, I saved your
honourable cap..'The businessman threw an anna towards him on the platform.The guard's
whistle blew. The train was about to depart. The vendor looked in through the compartment
window.'Sethji, do not rob the poor!''Ja, ja! Take rest,' the Sethji scowled at him.
উচ্চারণ:
'টু আনাস্ ! ও্য্যঅট্ ইম্ম্পিউডস্!'শেঠজি শাউটিড্ ইচ্ ও্যঅ্যা(র)ড্ ইন্ ডিগাস্ট অ্যাট দ্য
গ্রিমি ফ্রুট্ ভেল্ড(র)। 'প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি,' দ্য রেস্ট অভ্ দ্য ক্যাম্পা(র)ট্ম্যান্ট্
সেইড়। “আচ্ছা, হিয়্যা(র) আ(র) ফ্য(র) আনাস্ ফ্য(র) ইউ, প্য(র)ট্যা(র) অ্যান্ড্ অ্যান্ আনা
ফ্য(র) ইউ, ফ্রুট্ ভেল্ড(র)!” শেঠজি, সেইড়। 'বাট্ আই ক্যারিড টু বিগ্ পিসেস্ অভ্
লাগিজ,'দ্য প্য(র)ট্যা(র) ও্য এইড্ ।
'গৌ! গৌ! ক্রুক্!' শেঠজি থ্যান্ডা(র)ড অ্যাট্ দ্য প্র্যাটেটিং প্য(র)ট্যা(র)। দ্য প্য(র)ট্যা(র) লেট্।
দ্য ফ্রুট্ ভেনড(র) প্যা(র)সিটিড্, “শেজি, বি জাস্ট, আই সেইভড্ ইঅ্য(র) অ্যাল্ ক্যাপ..।'
দ্য বিজনেসম্যান্ থ্রিউ অ্যান্ আনা ট্যাঅ্যা(র)ড্ড্স হিম্ অন্ দ্য প্ল্যাটফ্য(র)ম্।থ্রু দ্য দ্য
গা(র)`স্ উইল্ ব্লিউ। দ্য ট্রেন্ ও্য অজ অ্যাবাউট্ টু ডিপা(র)। দ্য ভেল্ড(র) লুক্ড্ ইন্
ক্যাপ্যারটম্যান্ট্ উইনডৌ। “শেঠজি ডোন পুয়ার!'রব্ দ্য“জ্যা, জ্যা! টেইক্ রেস্ট।' দ্য
শেঠজি স্কাউড্ অ্যাট্ হিম্।
বঙ্গানুবাদ:
নোংরা পোশাক পরিহিত ফল বিক্রেতার উদ্দেশ্যে | প্রত্যেকটি শব্দ বিরক্তির সঙ্গে শেঠজি
কর্কশভাবে চেঁচিয়ে বললেন, 'দু আনা! কি ঔদ্ধত্য!” কামরার অবশিষ্ট যাত্রীরা বললেন,
'শেঠজি অনুগ্রহ করে ওকে টাকাটা দিয়ে দিন।” শেঠজি বললেন, 'বেশ, এই চার আনা তোর
জন্য কুলি, এবং ফলবিক্রেতা তোর এক-আনা।' 'কিন্তু আমি দুটো বড়ো বড়ো মালপত্রের
বোঁচকা বয়ে বয়ে আনলাম,'কুলিটি চিৎকার করে বলল। শেঠজি প্রতিবাদমুখর কুলিটিকে
সশব্দে বললেন “যা! যা! অসৎ ব্যক্তি।' কুলিটি চলে গেল। ফল বিক্রেতাটি নাছোড়বান্দাভাবে
বলতে লাগল, 'শেঠজি, ন্যায়বিচার করুন, আমি আপনার সম্মানীয় টুপিটিকে রক্ষা
করেছি..।' ব্যবসায়ীটি প্ল্যাটফর্মের ওপর তার দিকে এক আনা ছুড়ে দিলেন। রেলগাড়ির
গার্ডের বাঁশি বেজে উঠল। ট্রেনটি প্রায় চলার উপক্রম করল। বিক্রেতাটি ট্রেনের কামরার
জানলা দিয়ে ভিতরে দেখতে লাগল।'শেঠজি”, গরিবকে অন্যায়ভাবে বঞ্চিত করবেন না!
শেঠজি বিদ্বেষপূর্ণভাবে বললেন,'যা যা! বিশ্রাম নে।'
8) The train had begun to move .The fruit vendor first ran along with it, then got on to the
footstep and clung to the window, pleading. But Sethji had turned his head away. He was
looking out of the window at the goods train on the other side. The train had passed the
whole length of the platform and the frustrated vendor finally dropped off.
উচ্চারণ:
দ্য ট্রেন হ্যাড্ বিগান্ টু মুভ। দ্য ফ্রুট ভেন্ড(র) ফ্যা(র)স্ট্ র্যান্ অ্যালং উইদ্ ইট্, দেইন্ গট্
অন্ টু দ্য ফুটস্টেপ্ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডৌ, প্লিডিং। বাট্ শেঠজি হ্যাড্ ট্যা(র)ন্ড্ হিজ
হেড্ অ্যাও্য্যএই। হি ও্য্যঅজ্ লুকিং আউট্ অভ্ দ্য উইনডৌ অ্যাট্ দ্য গুড্স্ ট্রেন্ অন্ দ্য
আদ্যা(র) সাইড়। দ্য ট্রেন হ্যাড্ পাড্ দ্য হৌল্ লেনথ্ অভ্ দ্য প্ল্যাটফ্য(র)ম্ অ্যান্ড দ্য
ফ্রাস্ট্রেইটিড্ ভেড্(র) ফাইন্যালি ড্রপড্ অভ্।
বঙ্গানুবাদ:
ট্রেনটি এগোতে শুরু করল। ফলবিক্রেতাটি সেটির সঙ্গে সঙ্গে ছুটতে লাগল, তারপর
পাদানিতে এসে দাঁড়াল এবং জানালাটি ধরে করুণ আবেদন করতে থাকল। । কিন্তু শেঠজি
তাঁর মাথা ঘুরিয়ে রাখলেন। তিনি জানলার বাইরে অন্যদিকে থাকা মালগাড়িটিকে
অবলোকন করছিলেন। ট্রেনটি পুরো প্ল্যাটফ(র)মের সমস্ত দৈর্ঘ্যটাই অতিক্রম করে চলে
গেল এবং হতাশ ফলবিক্রেতা শেষপর্যন্ত নেমে গেল।
9) Sethji turned round to all of us and began to justify himself,'If he did not want to help me
to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him
to help.'
উচ্চারণ:
শেঠজি ট্যা(র)ড্ রাউন্ড্ টু অ্যল্ অভ্ আস্ অ্যান্ড্ বিগ্যান্ টু জাস্টিফাই হিম্সেল্ফ্,'ইফ্ হি
ডিড্ নট্ ও্যআন্ট্ টু হেল্প মি টু গেট্ মাই ক্যাপ্ ব্যাক্, হি শুভ্ নট্ হ্যাভ অফ্যা(র)ড্ দ্য
মাংকি দ্য ব্যানানাস্। আই ডিড্ নট্ আস্ক হিম্ টু হেল্প.'
বঙ্গানুবাদ:
শেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করলেন,
“যদি সে আমাকে আমার টুপিটি ফেরত পেতে সাহায্য করতে না-চাইত, সে বাঁদরটিকে
কলাগুলি দিত না। আমি তাকে সাহায্য করতে বলিনি।'
10) I felt that all the other passengers had sympathy for the poor vendor .The whole
amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who
had been so hard to the generous-hearted fruit vendor.
উচ্চারণ:
আই ফেল্ট দ্যাট্ অ্যল্ দ্য আদ্যা(র) প্যাসজ্যা(র)স্ হ্যাড় সিম্প্যাথি ফ্য(র) দ্য পুয়্যা(র)
ভেল্ড(র)। দ্য হৌল অ্যামিউজিং এপিসৌড় হ্যাড় এন্ডড্ ইন অ্যা বিট্যা(র) সেন্স্ অভ্
গ্রিভ্যান্স অ্যাগেইন্সট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড্ বিন্ সৌ হা(র)ড় টু দ্য জ্যোস্-হার্টিড্
ফুট্ ভেল্ড(র)।
বঙ্গানুবাদ:
আমি অনুভব করলাম অন্য সব যাত্রীবৃন্দ গরিব বিক্রেতাটির জন্য করুণা প্রদর্শন করছিল।
পুরো মজার ঘটনাটির পরিসমাপ্তি ঘটল ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে তিক্ত ক্ষোভের মাধ্যমে,
যিনি উদার মনের ফলবিক্রেতার প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন।
11) I drew a cartoon of Sethji and showed my drawing to all the other passengers except
him. Everyone laughed. The more we laughed, Sethji became the more uncomfortable.
উচ্চারণ:
আই ড্রিউ আ কা(র)টুন্ অভ্ শেঠজি অ্যান্ড্ শৌড় মাই ড্রয়িং টু অ্যল্ দ্য আদ্যা(র)
প্যাসজ্যা(র)স্ ইএ হিম্। এভৃও্য্যিআন্ লাড়। দ্য মা(র) টাই লাড়, শেঠজি বিকেইম্ দ্য ম্য(র)
আকাম্ফ্যা(র)টেব্ল্।
বঙ্গানুবাদ:
আমি শেঠজির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম এবং তাঁকে ছাড়া অন্য সকল যাত্রীদের সেটি
দেখালাম। প্রত্যেকেই হাসল। আমরা যতবেশি হাসলাম, শেঠজি ঠিক ততটাই অস্বস্তি বোধ
করলেন।
Exercise 1
Tick the correct answer from the given alternatives:
1) The author was on his way from Faizabad railway station to
a) Delhi
b) Kolkata
c) Lucknow
d) Ahmedabad
Answer:(c) Lucknow
2) From the water pump the passengers were filling up their
a) water bottles
b) earthen pitchers
c) brass jugs
d) steel buckets
Answer:(b)earthen pitchers
3) The gentleman who came up to the author's compartment looked like a
a) businessman
b) doctor
c) teacher
d) postman
Answer:(a) businessman
4) The price the vendor asked for the bananas was
a) two annas
b) four annas
c) six annas
d) eight annas
Answer :(a) two annas
5) The author drew the cartoon of
a) fruit vendor
b) monkey
c) porter
d) Sethji
Answer:(d) sethji
Exercise 2
Answer the following questions within fifteen words:
নীচে দেওয়া প্রশ্নগুলির পনেরোটি শব্দের মধ্যে উত্তর দাও:
1)Where did the young monkeys sit?
(কমবয়সি বাঁদরগুলি কোথায় বসেছিল?)
Answer:
The young monkeys sat on the boughs of neemand tamarind trees.
(কমবয়সি বাঁদরগুলি নিম এবং তেঁতুল গাছের ডালে বসেছিল।)
2)What did the monkey do to the loin cloth of the pious person?
(সাধু লোকটির কটিবস্ত্র নিয়ে বাঁদরটি কী করছিল?)
Answer :
The young monkey took away the loin cloth ofthe holyman and climbed into the neem tree.
(কমবয়সি বাঁদরটি সাধুটির কটিবস্ত্র নিয়ে নিম গাছে উঠে গিয়েছিল।)
3)What did the Sethji's luggage include?
(শেঠজির মালপত্রের মধ্যে কী কী জিনিস ছিল?)
Answer:
The Sethji's luggage included a big steel trunk, several small baskets and a brass jug.
(শেঠজির মালপত্রের মধ্যে ছিল স্টিলের ট্রাংক, কয়েকটি ছোটো ঝুড়ি আর একটি পিতলের মগ।)
4)Why, according to the fruit vendor, were the monkeys disturbing the passengers?
(কেন বাঁদরেরা, ফলবিক্রেতার মতে যাত্রীদের বিরক্ত করে?)
Answer:
According to the fruit vendor, the monkeys were hungry so they were disturbing the passengers.
(ফলবিক্রেতার মতে বাঁদরগুলি ক্ষুধার্ত ছিল তাই তারা যাত্রীদের বিরক্ত করছিল।)
Exercise:
Answer the following questions within twenty-five words :
নীচে দেওয়া প্রশ্নগুলির পঁচিশটি শব্দের মধ্যে উত্তর দাও:
1)What was the businessman wearing?
(ব্যবসায়ীটি কী পরেছিল?)
Answer:
The businessman put on a white muslin dhoti and a delicate tunic and an embroidered cap on his head.
(ব্যবসায়ীটি একটি সাদা মসলিনের ধুতি এবং সুন্দর ফতুয়া আর মাথায় চিকনের কাজ করা
টুপি পরেছিল।)
2) What did the monkey do after accepting the vendor's bargain?
(ফলবিক্রেতার সঙ্গে দর কষাকষির পরে বাঁদরটি।
করল ? )
Answer:
After accepting the vendor's bargain the monkey took over the bananas with his right hand
and released the embroidered cap, slightly crushed with his left hand.
(ফেরিওয়ালার দর কষাকষি মেনে নিয়ে বাঁদরটি ডান হাতে কলাগুলি নিয়েছিল আর বাঁ হাতে
সামান্য কুঁচকে যাওয়া টুপিটি ফেলে দিয়েছিল।)
3 How did the whole amusing episode end?
(সমগ্র মজার বিষয়টি কেমনভাবে শেষ হয়েছিল?)
Answer:
The whole amusing episode ended in a bitter sense of grievence against the inhuman, unjust
and cruel businessman.
(সমস্ত মজার ঘটনাটি অমানবিক, অন্যায়কারী এবং নিষ্ঠুর ব্যবসায়ীটির বিরুদ্ধে তিক্ত
ক্ষোভের অনুভূতিতে শেষ হয়েছিল।)
CONTENTS:
আরো পড়ুন:
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here
ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here
দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here
নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here
Teles of Bhola grandpa Lesson1 Unit 1 Click Here
Teles of Bhola grandpa Unit 2 Click Here
All about a Dog Lesson 2-Unit -1 -Click Here
All about a Dog Lesson 2 Unit 2 Click Here
Autumn poem Lesson 3 Part 1 Click Here
A Day in the zoo Lesson 4 Part 1 Click Here
A Day in the zoo Lesson 4 part 2 Click Here
All Summer in a Day Lesson 5 part 1 Click Here
The price of bananas part 1 click Here
The price of bananas part 2 click Here
আবহমান কবিতার প্রশ্ন উত্তর Click Here
আমরা কবিতা প্রশ্ন উত্তর click Here
খেয়া কবিতার প্রশ্ন উত্তর click Here
0 Comments