Midnight Express
Alfred Noyes
Midnight express by Alfred Noyes Class -8 Lesson-11 part-3
বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-
Let's continue:
1)The shadowy figure took him to an upper room where a bright fire was burning. There
was an armchair beside the fire. By the armchair was a small, oak table on which lay a
battered old book bound in red leather. The shadowy figure put the candle on the table and
departed silently.
উচ্চারণ:
দ্য শ্যাডোয়ি ফিগা(র) টুক্ হিম টু অ্যান আপা(র) রুম্ হোয়্যা(র) আ ব্রাইট ফায়া(র) ওয়জ
বা(র)নিং। দেয়া(র) ওয়জ অ্যান আ(র)মচেয়া(র) বিসাইড দ্য ফায়া(র)। বাই দ্য আ(র)মচেয়ার
ওয়জ আ স্মল্, ওক্ টেবল্ অন হুইচ্ লে আ ব্যাটা(র)ড ওল্ড বুক্ বাউড্ ইন রেড লেদা(র)। দ্য
শ্যাডোয়ি ফিগা(র) পুট্ দ্য ক্যান্ডল অন দ্য টেব্ অ্যান্ড ডিপা(র)টেড্ সাইলেন্টলি।
বঙ্গানুবাদ:
ছায়ামূর্তিটি তাকে ওপরের একটি ঘরে নিয়ে গেল। আগুন জ্বলছিল বলে ঘরের ভিতরটি
উজ্জ্বল হয়েছিল। সেখানে আগুনের পাশে একটি আরামকেদারা রাখা ছিল।আরামকেদারার
পাশে একটি ছোটো ওক্ কাঠের টেবিল ছিল যার ওপরে জীর্ণ, পুরোনো,লাল চামড়ায় বাঁধানো
একটি বই রাখা ছিল। ছায়ামূর্তিটি টেবিলের ওপর মোমবাতিটি রেখেনিঃশব্দে প্রস্থান করল।
2)Mortimer collapsed into the armchair and picked up the old book. With a shock he
realized it was the same book from his childhood, the book which contained the story of
Midnight Express'. Mortimer was greatly afraid. He turned the pages with trembling hands.
He began to read. The story was about a man who in his childhood had read a book which
contained a frightening picture.
উচ্চারণ:
ম(র)টিমা(র) কোল্যাড্ ইনটু দি আ(র)মচেয়ার অ্যান্ড পিট আপ্ দ্য ওল্ড বুক্। উইথ আ শক্
হি রিয়ালাইজড্ ইট ওয়জ দ্য সেম্ বুক্ ফ্রম হিজ্ চাইল্ডহুড্, দ্য বুক হুইচ্ কনটেইন্ড দ্য
স্টোরি অভ্ 'মিডনাইট এক্সপ্রেস'। ম(র)টিমা(র) ওয়জ গ্রেটুলি অ্যাফ্রেড্। হি টা(র)নড দ্য
পেজেস্ উইথ ট্রেম্বলিং হ্যান্ডস্। হি বিগ্যান টু রীড়। দ্য স্টোরি ওয়জ অ্যাবাউট আ ম্যান হু
ইন হিজ্ চাইল্ডহুড্ হ্যাড্ রেড আ বুক্ হুইচ্ কন্টেইড্ আ ফ্রাইটনিং পিকচা(র)।
বঙ্গানুবাদ:
মর্টিমার আরামকেদারাটির ওপর এলিয়ে পড়ল এবং পুরোনো বইটি তুলে নিল। প্রচণ্ড
চমকের সঙ্গে সে বুঝতে পারল এটি হল তার ছোটোবেলার সেই বই যাতে মিডনাইট
এক্সপ্রেস' নামক গল্পটি ছিল। মর্টিমার প্রচণ্ড ভয় পেল। কাঁপা-কাঁপা হাতে সে বইয়ের
পৃষ্ঠাগুলি ওলটাতে লাগল। সে পড়তে শুরু করল। গল্পটি ছিল এমন এক লোককে নিয়ে যে
তার ছোটোবেলায় একটি বই পড়েছিল যাতে একটি ভয়ানক ছবি ছিল।
3)Mortimer tried to grasp the strange cycle of events he was going through. He was filled
with acute dread. "Who is the strange man who asked me into this cottage?," Mortimer
asked himself fearfully.
উচ্চারণ:
ম(র)টিমা(র) ট্রায়েড্ টু গ্র্যাম্প দ্য স্ট্রেন্জ সাইকল্ অফ ইভেন্টস্ হি ওয়জ গোয়িং ঘু। হি ওয়জ
ফিল্ড উইথ অ্যাকিউট্ ড্রেঙ্। “হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্ক মি ইন্টু দিস কটেজ ?”
ম(র)টিমা(র) আস্কট হিমসেল্ফ ফিয়া(র)ফুলি।
বঙ্গানুবাদ:
যে বিচিত্র ঘটনাচক্রের মধ্য দিয়ে মর্টিমার যাচ্ছিল সেগুলি সে বোঝার ও মেলানোর চেষ্টা
করতে লাগল। সে ভয়ে কাঁটা হয়ে গেল। “ওই অচেনা মানুষটি কে, যে আমায় এই কুটিরে
ঢোকাল?” মর্টিমার নিজেই নিজেকে সভয়ে জিজ্ঞেস করল।
4) At that very moment the door opened and the strange host came in. His face
was covered in darkness. The candle on the table cast huge shadows on the walls. The
shadowy figure stood before Mortimer. Slowly he edged forward.
উচ্চারণ:
অ্যাট দ্যাট্ ভেরি মোমেন্ট দ্য ডো(র) ওপেন্ড্ অ্যান্ড দ্য স্ট্রেন্জ হোস্ট কেম ইন। হিজ্ ফেস্
ওয়জ কভা(র)ড ইন ডা(র)কনেস্। দ্য ক্যানড্ল অন দ্য টেব্ল্ কাস্ট হিউজ্ শ্যাডোজ
অন দ্য ওয়াস্। দ্য শ্যাডোয়ি ফিগা(র) স্টুড বিফো(র) ম(র)টিমা(র)। স্নোলি হি এজড্
ফরওয়া(র)ড
বঙ্গানুবাদ:
ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে গেল আর সেই অপরিচিত গৃহকর্তা ঘরে এসে ঢুকল। তার মুখ
অন্ধকারে আবৃত ছিল। টেবিলের ওপর রাখা মোমবাতিটি দেয়ালে বিরাট ছায়া তৈরি করল।
ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়াল এবং ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল ।
5) Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. He looked up into the face
of the shadowy figure. Mortimer realized he was looking at himself.
উচ্চারণ:
ম(র)টিমা(র), সিটিং অন দি আ(র)মচেয়া(র), ফেল্ আ চিল্ রান আপ হিজ্ স্পাইন। হি লুক্ট
আপ ইনটু দ্য ফেস্ অভ্ দ্য শ্যাডোয়ি ফিগা(র)। ম(র)টিমা(র) রিয়ালাইজড্ হি ওয়জ লুকিং
অ্যাট হিমসেল্ফ।
বঙ্গানুবাদ:
আরামকেদারায় বসে থাকা মর্টিমারের মনে হল যেন তার শিরদাঁড়া বেয়ে একটি শীতল স্রোত
বয়ে গেল। সে মুখ তুলে ছায়ামূর্তিটির মুখের দিকে তাকাল। মর্টিমার বুঝতে পারল যে সে
তার নিজের দিকেই তাকিয়ে রয়েছে।
6) The clock ticked in the hall below and sea roared outside.The candlelight flickered. The
old, battered book bound in red leather lay open on the table.
উচ্চারণ:
দ্য ক্লক্ টিক্ড্ ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রো(র)ড আউসাইড। দ্য ক্যান্ডললাইট্
ফ্লিকা(র)ড। দ্য ও ব্যাটা(র)ড বুক্ বাউন্ড ইন রেড লেদা(র) লে ওপন অন দ্য টেবল।
বঙ্গানুবাদ:
নীচের হলঘরে ঘড়িটি টিকটিক করছিল আর বাইরে সমুদ্র গর্জন করছিল। মোমবাতির
শিখাটি দপদপ করছিল। লাল চামড়ায় বাঁধানো পুরোনো, জীর্ণ বইটি খোলা অবস্থায় টেবিলের
ওপর পড়েছিল।
Let's do:
Activity - 6
Write 'T' for true and 'F' for false statements in the given boxes. Give supporting statements
for each of your answers
নীচের ঘরগুলিতে সঠিক বাক্যের ক্ষেত্রে 'T' ও ভুল বাক্যের ক্ষেত্রে 'F' লেখো। তোমার
উত্তরের সপক্ষে বাক্য উদ্ধৃত। করো:
1) Mortimer found the old battered book on the armchair.
Answer:
1) F, Statement:By the armchair was a small, oak table on which lay a battered old book
bound in red leather.'
2) Mortimer realised that the book was the same one which he had read in his childhood.
Answer:
2) T, Statement:"With a shock he (Mortimer) realised it was the same book from his
childhood, the book which contained the story of Midnight Express.'
3) Mortimer felt immensely afraid of the things happening around him.
Answer:
3) T, Statement:'Mortimer tried to grasp the strange cycle of events he was going through.
He was filled with acute dread.'
4)In the flickering candlelight, the host was seen standing by the table.
Answer:
4) F, Statement: 'The shadowy figure stood before Mortimer.'
Activity-7
(Answer the following questions
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
a)To where did Mortimer follow the shadowy figure?
(টু হোয়ার ডিড ম(র)টিমা(র) ফলো দি শ্যাডোরি ফিগার?)
ছায়ামূর্তিকে অনুসরণ করে মর্টিমার কোথায় পৌঁছোল?
Answer:
Mortimer followed the shadowy figure to an upper room of the cottage.
(ম(র)টিমা(র) ফলোড মাশ্যাডোয়ি ফিগা(র) টু অ্যান আপারে) রুম অভ্ দ্য কটেজ।)
ছায়ামূর্তিটিকে অনুসরণ করে মর্টিমার কুটিরের ওপরের একটি ঘরে পৌঁছোল।
2)Why do you think Mortimer's hands trembled when he turned the pages of the book?
(হোয়াই ডু ইউ থিংক ম(র)টিমা(র)'স হ্যান্ডস ট্রেড্ হোয়েন হি টা(র)নড দ্য পেজেস অভ্ দ্য বুক?)
তোমার কী মনে হয়, বইয়ের পৃষ্ঠা ওলটানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন?
Answer:
Mortimer shockingly found that the book on the table was the same one which he had read
in his childhood. The book contained the story of 'Midnight Express' and also had a scary
picture. To see the book again Mortimer became frightened. Therefore, his hands trembled
when he turned the pages of that book.
(ম(র)টিমা(র) শকিংলি ফাউন্ড দ্যাট দ্য বুক অন দ্য টেবল ওয়জ দ্য সেম ওয়ান হুইচ হি হ্যাড
রেড ইন হিজ চাইল্ডহুড। দ্য বুক কনটেইনড দ্য স্টোরি অভ্ 'মিডনাইট এক্সপ্রেস' অ্যান্ড
অলসো হ্যাভ আ স্কেয়ারি পিকটা(র)। টু সি দ্য বুক এগেইন ম(র)টিমা(র) বিকেম ফ্রাইন্ড।
দেয়া(র)ফো(র) হিজ হ্যান্ডস্ ট্রেড হোয়েন হি টা(র)নড দ্য পেজেস অভ্ দ্য বুক।)
মর্টিমার অত্যন্ত আশ্চর্যের সঙ্গে আবিষ্কার করল যে টেবিলের উপরে থাকা বইটি সেই একই
বই যেটি সে ছোটোবেলায় পড়েছিল। বইটিতে 'মিডনাইট এক্সপ্রেস' নামক গল্পটি ছিল আর
সেই ভীতিপ্রদ ছবিটি ছিল। সেই বইটিকেই আবার দেখতে পেয়ে মর্টিমার ভয় পেয়ে
গিয়েছিল। সেই কারণেই বইটির পৃষ্ঠা ওল্টানোর সময়ে মর্টিমারের হাত কাঁপছিল।
3) "Mortimer tried to grasp the strange cycle of events he was going through."--What was
the strange cycle of events?
(“ম(র)টিমা(র) ট্রায়েড টু গ্রাপ্ দ্য স্ট্রেঞ্জ সাইকল অভ্ ইভেন্টস হি ওয়জ গোয়িং ধু”-হোয়ট
ওয়জ দ্য স্ট্রেন্জ সাইকল অভ ইভেন্টস ?)
অদ্ভুত ঘটনাপ্রবাহটি কী?
Answer:
Mortimer was going through all such incidents which he had read in the old battered book.
So, here, the strange cycle of events refers to the chain/flow of incidents described in that
old mysterious book. It was called 'strange because the imaginative occurrences were
happening to Mortimer in reality.
(ম(র)টিমা(র) ওয়জ গোয়িং গ্লু অল সাচ ইনসিডেন্টস হুইচ হি হ্যাড রেড ইন দ্য ওল্ড
ব্যাটা(র)ড বুক। সো, হিয়া(র) দ্য স্ট্রেন্জ সাইকল অভ্ ইভেন'স রেফা(র)স টু দ্য চেইন/ফ্লো
অভ্ ইনসিডেন্টস ডেসক্রাইবড ইন দ্যাট ওল্ড মিসটিরিয়াস বুক। ইট ওয়জ কলড্ 'স্ট্রেন্জ'
বিকজ দ্য ইমাজিনেটিভ অকারেনসেস্ ওয়্যা(র) হ্যাপেনিং টু ম(র)টিমা(র) ইন রিয়ালিটি।)
মর্টিমার এমন কিছু ঘটনার মধ্য দিয়ে যাচ্ছিল যেগুলি সে ওই পুরোনো, জীর্ণ বইটিতে
পড়েছিল। তাই এখানে অদ্ভুত ঘটনাচক্র বলতে সেই পুরোনো রহস্যজনক বইয়ে বর্ণিত
ঘটনা সমূহকে বোঝানো হয়েছে। এগুলিকে অদ্ভুত বলা হয়েছে কারণ ওই বইয়ের কল্পিত
ঘটনাগুলি মর্টিমারের বাস্তব জীবনেও ঘটছিল।
4)Do you think the strange incidents that happened to Mortimer would not have occurred if
he had not read the book?
(ডু ইউ থিংক দ্য স্ট্রেন্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপড্ টু ম(র)টিমা(র) উড নট হ্যান্ড অকা(র)ড
ইফ হি হ্যাড নট রেড দ্য বুক?)
তোমার কি মনে হয় যে মর্টিমার ওই বইটি না পড়লে অদ্ভুত ঘটনাগুলি তার জীবনে ঘটত
না?
Answer:
In his childhood Mortimer read a book which had a fearful pitcure. The picture, somehow,
instilled a fear in his immature mind. Later, that latent fear prevailed over him when he
was alone in an empty station. If he had not read the book or seen the picture, the fear would
not have aroused in his mind. Therefore, all those strange incidents would not have
occurred.
(ইন হিজ চাইল্ডহুড ম(র)টিমা(র) রেড আ বুক হুইচ হ্যাড আ ফিয়া(র)ফুল পিকচা(র), দ্য
পিকচা(র), সামহাউ, ইনস্টিল্ড আ ফিয়া(র) ইন হিজ ইমাচিও(র) মাইন্ড। লেটা(র), দ্যাট
লেইটেন্ট, ফিয়া(র) প্রিভেইলড ওভা(র) হিম হোয়েন হি ওয়জ অ্যালোন ইন অ্যান এম্পটি
স্টেশন। ইফ হি হ্যাড নট রেড দ্য বুক অ(র) সীন দ্য পিকচা(র), দ্য ফিয়া(র) উড নট হ্যাভ
অ্যারাউজড্ ইন হিজ মাইন্ড। দেয়া(র)ফো(র), অল দোজ স্ট্রেন্জ ইনসিডেন্টস উড নট হ্যাভ অকা(র)ড।)
ছোটোবেলায় মর্টিমার একটি বই পড়েছিল যাতে একটি ভয়ঙ্কর ছবি ছিল। কোনোভাবে সেই
ছবিটি মর্টিমারের অপরিণত মনে একটি ভীতির সঞ্চার করেছিল। পরবর্তীকালে সে যখন
একা একটি স্টেশনে ছিল তখন তার মনের সুপ্ত সেই ভয় তার মাথায় চেপে বসে। যদি সে
ওই বইটি না পড়ত বা ছবিটি কখনো না দেখত তবে তার মনে ওই ভয় জাগত না। ফলে ওই
সব অদ্ভুত ঘটনাগুলি কখনোই তার জীবনে ঘটত না।
CONTENTS:
আরো পড়ুন:
বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here
অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here
সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here
the wind cap lesson 1 part 1 Click Here
the wind cap lesson 1 part 2 Click Here
the wind cap lesson 1 part 3 Click Here
Clouds Lesson 2 part 1 Click Here
Clouds Lesson 2 part 2 click Here
একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
কার দৌড় কতদূর গল্পের প্রশ্ন উত্তর click Here
গাছের কথা প্রশ্ন উত্তর click Here
Midnight Express Lesson-11 part-1 question answer Click Here
Midnight Express lesson-11 part-2 question answer click Here
Midnight Express Lesson-11 part-3 question answer click Here
0 Comments