Midnight Express
Alfred Noyes
Midnight express by Alfred Noyes Class -8 Lesson-11 part-2
বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-
Let's continue:
1)There was a single dull lamp glowing. Mortimer, in the lamp light, suddenly noticed a
dark and solitary figure he knew. It was seen on page fifty of his book in his childhood. The
figure faced the black mouth of a tunnel.
উচ্চারণ:
দেয়া(র) ওয়জ আ সিশাল ডাল ল্যাম্প গ্লোয়িং। মরে)টিমা(র), ইন দ্য ল্যাম্প লাইট, সাডনলি
নোটিস্ড্ আ ভারে)ক অ্যাজ মলিটারি ফিগারে) হি নিউ। ইট ওয়জ সীন অন পেজ ফিফটি
অভ্ হিজ্ বুক্ ইন হিজ চাইহুড। দ্য ফিগারে) ফেড্ দ্য ব্ল্যাক মাউথ অভ্ আ টানেল।
বঙ্গানুবাদ:
একটিমাত্র ক্ষীণ বাতি সেখানে জ্বলছিল। সেই বাতির আলোয় হঠাৎ মর্টিমার লক্ষ করল তার
খুবই পরিচিত এক অন্ধকারাচ্ছন্ন ও একলা মূর্তি। তার ছোটোবেলার সেই বইটির পঞ্চাশতম
পৃষ্ঠায় এটিকে দেখা যেত। মূর্তিটি একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ ফিরিয়ে রেখেছিল।
2)Mortimer's instincts were aroused. He walked quickly towards the figure and looked into
its face. Mortimer was shocked. He was staring into his own face.
উচ্চারণ:
ম(র)টিমা(র)স্, ইনস্টিট্স ওয়্যা(র) অ্যারাউজ্ড্। হি ওয়ট কুইকলি টুওয়া(র)ডস্ দ্য ফিগা(র)
অ্যান্ড্রু লুজ ইনটু ইস্ ফেস্। ম(র)টিমা(র) ওয়াজ শড়। হি ওয়াজ স্টেয়ারিং ইন্টু হিজ ওন
ফেস্।
বঙ্গানুবাদ:
মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলি জেগে উঠল। সে দ্রুত হেঁটে মূর্তিটির দিকে গেল এবং তার
মুখের দিকে তাকাল। মর্টিমার প্রচণ্ড চমকে গেল। সে তার নিজের মুখের দিকেই চেয়ে
রয়েছে।
3)A wave of panic surged through Mortimer. He turned, gasped and broke into a wild run.
He stumbled out of the platform and rushed down a moonlit road. He could hear the echo
of his own footsteps behind him. The footsteps were steadily gaining on him. Mortimer
paused for a moment. He was completely shaken with fear. He began to run again.
উচ্চারণ:
আ ওয়েভ্ অভ্ প্যানিক স্যা(র)জড় ধূ মার)টিমা(র)। হিটারে)নড, গাম্প অ্যান্ড ব্লোক ইন্টু
আ ওয়াইল্ড রান। হি স্টান্ড্ আউট অভ দ্য প্ল্যাটফরে)ম অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট
রোজ। হি কুড় হিয়া(র) না ইকো অভ্ হিজ্ গুন ফুটস্টেপস্ বিহাইজ্ হিম। না ফুটস্টেপ্স্
ওয়্যা(র) স্টেডিলি গেইনিং অন হিম্। ম(র)টিমা(র) পঙ্গুড় ফরে) আ মোমেন্ট। হি ওয়াজ
কমচিলি শেকন্ উইথ ফিয়ার। হি বিগ্যান টু রান এগেন।
বঙ্গানুবাদ:
মর্টিমারের সারা শরীরে আতঙ্কের এক উত্তাল তরঙ্গ বয়ে গেল। সে ঘুরে দাঁড়াল, প্রচণ্ড জোরে
জোরে দম নিল এবং বিশাল জোরে দৌড়োতে লাগল। প্রায় হোঁচট খেয়ে সে প্ল্যাটফর্মের
বাইরে এল এবং চন্দ্রালোকিত রাস্তা দিয়ে ছুটতে লাগল। সে যেন পিছনে নিজের পায়ের
শব্দেরই প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। পদক্ষেপের শব্দগুলি যেন ক্রমশ তার কাছে এগিয়ে
আসছিল। এক মুহূর্তের জন্য মর্টিমার থামল। প্রচণ্ড ভয়ে সে সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে
পড়েছিল ও কাঁপছিল। আবার সে দৌড় শুরু করল।
4)Quarter of a mile down, Mortimer saw a small white cottage. Seeking desperate shelter,
Mortimer pounded on the wooden door. He heard heavy footsteps coming down creaking
stairs. The door opened and a shadowy figure stood with a candle. They exchanged no
words. The shadowy figure beckoned him inside. They went up the creaking stairs.
উচ্চারণ:
কোয়া(র)টা(র) অভ্ আ মাইল ডাউন, ম(র)টিমা(র) স আ স্মল হোয়াইট কটেজ। সিকিং
ডেস্পারেট শেলটা(র), মর)টিমা(র) পাউন্ডেড্ অন দ্য উড় ডো(র)। হি হা(র)ড হেভি
ফুটস্টেপ্স্ কামিং ডাউন ক্লীকিং স্টেয়া(র)স। দা ডো(র) ওজ অ্যান্ড আ শ্যাডোয়ি ফিগা(র)
স্টুড উইথ আ ক্যানল। সে এক্সচেঞ্জড্ নো ওয়ার)ডস্। দ্য শ্যাডোয়ি ফিগা(র) বেকন্ড্ হিম
ইন্সাইড। দে ওয়েল্ট আপ্ দ্য ক্লীকিং স্টেয়ারে)স।
বঙ্গানুবাদ:
সিকি মাইল ছোটার পর মর্টিমার এক ছোটো সাদা কুটির দেখতে পেল। আশ্রয়ের খোঁজে
মরিয়া হয়ে মর্টিমার কাঠের দরজাটির ওপর প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে লাগল। সে
ভারী পদধ্বনি শুনতে পেল যেটি সিঁড়ি দিয়ে ক্যাঁচ-ক্যাঁচ শব্দ তুলে নেমে আসছিল। দরজাটি
খুলে গেল এবং একটি ছায়ামূর্তি এক মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। তারা একটি শব্দও
বিনিময় করল না। ছায়ামূর্তিটি ইশারায় তাকে ভিতরে ডাকল। তারা ক্যাঁচ-ক্যাঁচ শব্দবিশিষ্ট
সিঁড়ি বেয়ে উঠতে লাগল।
Let's Do
Activity-4
Complete the following sentences with information from the text
1)Mortimer noticed in the lamp light--------
Ans.a dark solitary figure he knew.
2) The solitary figure faced----------
Ans .the black mouth of a tunnel.
3)Walking towards the figure Mortimer-------
Ans looked into its face and became
shocked to see that it was his own face.
4)The shadowy figure stood looked into-----------------------------
Ans.with acandle inside the cottage.
Activity-5
Answer the following questions:
a) When had Mortimer seen the 'dark and solitary figure in his childhood)
খেয়ে হাজ টারি দিয়ে ইনসেই অন্যকারাজের একলা মুর্তিটিকে মর্টিমার ছোটোবেলায় কখন
দেখেছিল।
Answer:
In his childhood Mortimer had seen the dark and solitary figure in the illustration on page
fifty of the old, battened book which he got from his father's library.
(ইন হিজ চাইল্ড অ্যান্ড সলিটারি কিনারে), ইন ব ইলাসট্রেশন অন পেজ ফিফটি অভ দ্য হি
এটি রুম হিজ সাদা রস লাইব্রেরি।)
ছোটোবেলায় বাবার গ্রন্থাগার থেকে নিয়ে আসা জীর্ণ, পুরোনো বইটির পঞ্চাশতম পৃষ্ঠায় সেই
ছবিটির মধ্যে মর্টিমার এই অন্ধকারাচ্ছন্ন একলা মুর্তিটিকে দেখেছিল।
b) Mortimer was shocked - When was Mortimer shocked and why?
(ম(র)টিমা(র) গুরজ শম্ভু-হোয়েন ওয়জ মরে)টিমা(র) শকড্ অ্যান্ড হোয়াই?)
“মর্টিমার চমকে উঠেছিল "কখন মর্টিমার চমকে উঠেছিল এবং কেন?
Answer:
Mortimer was shocked when he looked into the face of that 'dark and solitary figure' at the
platform.Mortimer was shocked because it was his own face into which he was staring.
(মরে)টিমারে) ওয়াজ শকড হোয়েন হি লুট ইনটু দ্য ফেস অভ্ ন্যাট 'ডা(র)ক অ্যান্ড সলিটারি
ফিগা(র)' অ্যাট দ্য প্ল্যাটফরম।মার)টিমা(র) ওয়াজ শকড় বিকজ ইট ওয়জ হিজ ওন ফেস
ইনটু হুইচ হি ওয়জ স্টেয়ারিং।)
মর্টিমার সেই অন্ধকারাচ্ছন্ন একলা মূর্তিটার মুখের দিকে তাকাতেই চমকে উঠেছিল।
মর্টিমার চমকে উঠেছিল কারণ সে যে মুখের দিকে তাকিয়েছিল সেটাও ছিল তার নিজের
মুখ।
C)What was 'steadily gaining on Mortimer as he stumbled out of the platform?
(হোয়াট ওয়জ 'স্টেডিলি গেইনিং' অন ম(র)টিমা(র) অ্যাজ হি স্টাম্বলড্ আউট অভ্ দ্য
প্লাটিফ(র)ম।
মর্টিমার যখন হোঁচট খেতে খেতে প্লাটফর্ম থেকে বেরোল তখন মর্টিমারের নিকটে ক্রমশ কী
এগিয়ে আসছিল?
Answer:
As Mortimer stumbled out of the platform, he could hear the sound of his own footsteps
which were 'steadily gaining on him.
অ্যাজ ম(র)টিমা(র) স্টামব্লড আউট অভ্ দ্য প্লাটিফ(র)ম, হি কুড হিয়া(র) দ্য সাউণ্ড অভ্
হিজ ওন ফুটস্টেপস হুইড ওয়্যা(র) 'স্টেডিলি গেইনিং অন হিম।
মর্টিমার যখন হোঁচট খেয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল তখন সে যেন পিছনে তার নিজের
পদধ্বনি শুনতে পাচ্ছিল যেটা ক্রমশ যেন তার নিকটে এগিয়ে আসছিল।
CONTENTS:
আরো পড়ুন:
বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here
অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here
সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here
the wind cap lesson 1 part 1 Click Here
the wind cap lesson 1 part 2 Click Here
the wind cap lesson 1 part 3 Click Here
Clouds Lesson 2 part 1 Click Here
Clouds Lesson 2 part 2 click Here
একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
কার দৌড় কতদূর গল্পের প্রশ্ন উত্তর click Here
গাছের কথা প্রশ্ন উত্তর click Here
Midnight Express Lesson-11 part-1 question answer Click Here
Midnight Express lesson-11 part-2 question answer click Here
0 Comments