Part- 1
সূচিপত্র:
ক।কবি পরিচিতি
খ) উৎস
গ। বিষয় সংক্ষেপ
ঘ। নামকরণ
ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) -১
ক) কবি পরিচিতি:
ভূমিকা:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও
গল্পলেখক।
জন্ম ও শৈশব:
বীরভূম জেলার লাভপুর গ্রামের জমিদার বংশে ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৪ জুলাই তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর বাবার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম প্রভাবতী
দেবী। তারা মায়ের কৃপায় সন্তান লাভ করেন বলে বাবা-মা পুত্রের নাম রাখেন তারাশঙ্কর।
ছাত্রজীবন:
লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে তিনি ১৯১৫ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে
উত্তীর্ণ হন। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আই.এ-তে ভরতি হন। এইসময়
ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় তিনি গ্রামে ফিরে যান। পরে ১৯১৮ খ্রিস্টাব্দে সাউথ সুবার্বন
কলেজে ভরতি হন তিনি। কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে সেখানেও তিনি পড়াশোনা শেষ
করতে পারেননি।
ব্যক্তিজীবন:
তারাশঙ্করের বিবাহ হয় লাভপুরের ধনী জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের নাতনি
উমাশশীর সঙ্গে। সমকালীন রাজনীতি ও বিপ্লবী দলের সঙ্গে তারাশঙ্করের যোগাযোগ থাকায়
তাঁর ওপর পুলিশের নজরও ছিল। ১৯৩২ খ্রিস্টাব্দে তিনি স্ত্রী ও পুত্রকন্যা- সহ কলকাতায়
চলে আসেন এবং সাহিত্যকেই জীবিকা হিসেবে বেছে নেন।
সাহিত্যজীবন:
তারাশঙ্করের গল্প-উপন্যাসের মূল উপজীব্য হল বীরভূমের মাটি ও মানুষ। সেখানকার
আঞ্চলিক বৈশিষ্ট্য, গ্রামজীবনের ভাঙনের পাশাপাশি নাগরিক জীবনের বিকাশের কথাও
ফুটে উঠেছে তাঁর লেখাগুলিতে।তারাশঙ্করের প্রথম গল্প 'রসকলি' কল্লোল পত্রিকার
প্রকাশিত হয়।কল্লোল, কালিকলম, উত্তরা, উপাসনা, বঙ্গশ্রী, প্রবাসী প্রভৃতি পত্রিকায় তাঁর
ছোটোগল্প প্রকাশিত হত। বেশ কিছু কালজয়ী উপন্যাস ও অসংখ্য ছোটোগল্প তিনি
আমাদের উপহার দিয়ে গেছেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য ছোটোগল্প হল-
রসকলি,ডাইনি,তারিণী মাঝি,জলসাঘর,অগ্রদানী,ডাকহরকরা,বেদেনী প্রভৃতি এবং কয়েকটি
উল্লেখযোগ্য উপন্যাস হল- চৈতালী ঘূর্ণি, রাইকমল, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, গণদেবতা,
পঞ্চগ্রাম, মন্বন্তর, হাঁসুলী বাঁকের উপকথা, সন্দীপন পাঠশালা, সপ্তপদী, নাগিণী কন্যার
কাহিনী, আরোগ্য নিকেতন, নিশিপদ্ম, কীর্তিহাটের কড়চা, গন্না বেগম প্রভৃতি।
সম্মান ও স্বীকৃতি:
হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎ স্মৃতি পুরস্কার' লাভ
করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য 'রবীন্দ্র পুরস্কার' এবং সাহিত্য অকাদেমি
পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়াও তিনি 'গণদেবতা' উপন্যাসের জন্য 'জ্ঞানপীঠ' পুরস্কার
লাভ করেন। ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি 'পদ্মশ্রী' এবং ১৯৬৯ খ্রিস্টাব্দে 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত
হন।
জীবনাবসান:
১৯৭১ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর এই মহান সাহিত্যিকের জীবনাবসান হয়।
খ) উৎস:
কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত 'চন্দ্রনাথ, গল্পটি 'আগুন' উপন্যাস থেকে
নেওয়া হয়েছে।
গ) বিষয় সংক্ষেপ:
গল্পকথক নরেশ ওরফে নরু।গল্পে কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথের স্কুলের সহপাঠী। স্কুলজীবন শেষ
হওয়ার বহু বছর পরে একদিন সারকুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথকের মনে
ভেসে ওঠে চন্দ্রনাথের কথা। কালপুরুষ নক্ষত্রের মতো বিশাল আকৃতি নিয়ে দৃপ্তভঙ্গিতে সে
যেন জীবনের পথে হেঁটে চলেছে। কথকের স্মৃতির আয়নায় ভেসে ওঠে ছোট্ট একটি গ্রামে
কাটানো তাঁদের জীবনের পুরোনো অধ্যায়ের কথা। সুস্থদেহ নির্ভীক কিশোর চন্দ্রনাথের ছবি
ফুটে ওঠে তাঁর মনে। উত্তেজনায় তার মধ্য-কপালের শিরা ফুলে ত্রিশূল চিহ্নের আকার ধারণ
করত। এই চন্দ্রনাথ তার স্কুলকে এক প্রচণ্ড আঘাত দিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করার চিঠি দিয়ে। কোনোদিনও সেকেন্ড না হওয়া চন্দ্রনাথ তার
দ্বিতীয় হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মনে ধারণা হয় প্রথম স্থানাধিকারী
হীরুর কাকা স্কুলের সেক্রেটারি বলেই সে প্রথম হয়েছে। তাই সে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষায় স্কুলের ফল নিজে তৈরি করে এবং তার স্কুলের ফলাফলও তৈরি করে। চন্দ্রনাথের
দাদা পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি প্রত্যাহারের জন্য এবং প্রধান শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা
করার জন্য তাকে নির্দেশ দেয়। কিন্তু চন্দ্রনাথ তাতে রাজি না হওয়ায় তাদের সম্পর্কের
বিচ্ছেদ ঘটে। কিন্তু তাতেও চন্দ্রনাথের কোনো পরিবর্তন ঘটে না। সে হীরুর কাকার স্পেশাল
প্রাইজের প্রস্তাবও ফিরিয়ে দেয় বিষয়টা তার পক্ষে অপমানজনক বলে। এমনকি স্কুলের
সঙ্গে সম্পর্কও সে ঘুচিয়ে দেয়। হেডমাস্টারমশাইকেও সে উত্তর করে আসে যে,
গুরুদক্ষিণার যুগ আর নেই। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল বেরোলে দেখা যায় চন্দ্রনাথ
পাঁচশো পঁচিশের কম পেয়েছে এবং তার হিসাবমতোই দশটি ছেলে ফেল করেছে আর
কথকও তৃতীয় বিভাগে পাস করেছেন। শুধু হীরু অপ্রত্যাশিতভাবে চন্দ্রনাথকে পিছনে
ফেলে স্কলারশিপ পেয়েছে। হীরুর বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান হয়। এই উপলক্ষ্যে চিনা
লণ্ঠন ও রঙিন কাগজের মালায় তাদের আমের বাগান সাজানো হয়। বহু বিশিষ্ট ব্যক্তিও
সেখানে নিমন্ত্রিত হন। কিন্তু নিমন্ত্রণ পেলেও চন্দ্রনাথ সেখানে যায় না। বরং চিঠি লিখে বলে
দেয় যে, স্কলারশিপ পাওয়ার জন্য এমন উৎসব হীরু না করলেই পারত, কারণ স্কলারশিপ
পাওয়া এত বড়ো কিছুও নয়। চিঠিটি হীরু স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয়।
নিরুদ্দেশে চলে যায় চন্দ্রনাথ। কথক কল্পনা করেন পথ-প্রান্তরকে পিছনে ফেলে লাঠির
প্রান্তে পোঁটলা বেঁধে জনহীন পথে একলা চলেছে চন্দ্রনাথ। তার মাথার ওপরে নীল আকাশে
ছায়াপথ এবং পাশে কালপুরুষ নক্ষত্র চলেছে।
ঘ) নামকরণ:
চন্দ্রনাথ গল্পটির চরিত্রপ্রধান নামকরণের উদাহরণ। প্রায় সমবয়সি তিনটি চরিত্রের যে
কাহিনি এখানে বর্ণনা করা হয়েছে সেখানে চন্দ্রনাথকেই পাওয়া যায় মুখ্য ভূমিকায়। তার
শ্রেষ্ঠত্বের অহংকার, যশ-আকাঙ্ক্ষা ইত্যাদিই কাহিনিকে নিয়ন্ত্রণ করেছে। স্কুলের পরীক্ষায়
জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়ার কারণে সেই পুরস্কার প্রত্যাখ্যান করে স্কুলে চিঠি দেওয়া,
প্রত্যাখ্যানের চিঠি ফিরিয়ে নেওয়া ও ক্ষমা চাওয়ার বিষয়ে দাদার নির্দেশকেও অমান্য করা,
এমনকি এর জন্য দাদার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়া- কাহিনির উল্লেখযোগ্য প্রতিটি ঘটনার
কেন্দ্রেই চন্দ্রনাথ রয়েছে। এমনকি হীরুর স্কলারশিপ পাওয়া বা তার জন্য উৎসবের যে প্রসঙ্গ
গল্পে এসেছে তারও প্রেক্ষাপটে থেকেছে হীরুর কাছে আরও একবার চন্দ্রনাথের পরাজয়।
আর এর প্রতিক্রিয়াতেই নিমন্ত্রণ সত্ত্বেও চন্দ্রনাথ হীরুর বাড়িতে যায়নি বরং তার মতে,
স্কলারশিপের জন্য উৎসব যে বেমানান তা সে চিঠি লিখে হীরুকে জানিয়েও গিয়েছে।
নিজের অহংকার, মর্যাদাবোধ আর প্রতিভা নিয়ে চন্দ্রনাথ যেভাবে কাহিনির কেন্দ্রে নিজেকে
স্থাপন করেছে তা বিচার করলে গল্পের নামকরণ ‘চন্দ্রনাথ’ যথাযথ ও সার্থক হয়েছে।
ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) -১
১) চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে গল্পকথন যেখান থেকে বাড়ি ফিরেছিলেন-
ক) সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে
খ) চক্রতীর্থ রোড থেকে
গ) পি.এন বসুর রোড থেকে
ঘ) কোবরা কবরস্থান থেকে
উত্তর:(ক) সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে
২) চন্দ্রনাথের দাদার নাম ছিল-
ক) কাশীনাথ বাবু
খ) শম্ভুনাথ বাবু
গ) নিশিনাথ বাবু
ঘ) আমিয় নাথ বাবু
উত্তর:(ক) কাশীনাথ বাবু
৩) চন্দ্রনাথ, হিরু এবং গল্পকথক ছিলেন-
ক) সহ-খেলোয়াড়
খ) সহপাঠী
গ) প্রতিবেশী
ঘ) সহযাত্রী
উত্তর:(খ) সহপাঠী
৪) চন্দ্রনাথের দীর্ঘ চেহারায় কথকের অসাধারণ লেগেছিল-
ক)তার গায়ের রং
খ) তার বলিষ্ঠতা
গ) তার সাহস
ঘ) তার মুখের আকৃতি
উত্তর:(ঘ) তার মুখের আকৃতি
৫) চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল-
হেডমাস্টার মহাশয় ছিলেন-
ক) চন্দনের টিপ
খ) শিরায় রচিত ত্রিশূল-চিহ্ন
গ) কাঁটা দাগ
ঘ) কোনোটিই
উত্তর:(খ) শিরায় রচিত ত্রিশূল- চিহ্ন
৬) হেডমাস্টার মশাই ছিলেন-
ক) শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির
খ) দীর্ঘকায় শীর্ণ শান্ত প্রকৃতির
গ)শান্ত দীর্ঘকায় শীর্ণ প্রকৃতির
ঘ)শীর্ণ দীর্ঘকায় কড়া প্রকৃতির
উত্তর:(ক) শীর্ণ দীর্ঘতায় শান্ত প্রকৃতি
৭)হেডমাস্টার মহাশয়ের হাতে থাকত-
ক ডাস্টার
খ) হুঁকা
গ) বই
ঘ) ছড়ি
উত্তর:(খ) হুঁকা
৮) গল্পকথকের ডাক নাম ছিল-
ক) হাঁরু
খ) চন্দ
গ)নরু
ঘ) নিশু
উত্তর:(গ) নরু
৯)প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ-
ক) পরীক্ষার অনিয়মের কথা সকলকে জানিয়ে দিয়েছে
খ) প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছে
গ) বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গেছে
ঘ) দ্বিতীয় পুরস্কারকেই হাসিমুখে গ্রহণ করেছে
উত্তর:(খ) প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছে
১০) চন্দ্রনাথের হিসাবমতো, কথক থার্ড ডিভিশনে পাস করবেন, যদি চন্দ্রনাথের নম্বর হয়-
ক) পাঁচশো পাশের কম
খ) পাঁচশো পঁচিশের বেশি
গ) পাঁচশো পঁচিশের কম
ঘ) পাঁচশো পঞ্চাশের বেশি
উত্তর:(গ) পাঁচশো পঁচিশের কম
১১) চন্দ্রনাথ পাঁচশো পঁচিশের নীচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে-
ক) পনেরো
খ) দশ
গ) কুড়ি
ঘ) পঁচিশ
উত্তর:(খ) দশ
১২)“এই দাম্ভিকটা যেন ফেল হয়”-দাম্ভিকটা কে?
খ) হীরু
গ) অবিনাশ
ঘ) চন্দ্রনাথ
উত্তর:(ঘ) চন্দ্রনাথ
১৩)চিনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে সেজে উঠেছে-
ক) স্কুল
খ )হীরুর বাড়ি
গ) চন্দ্রনাথের বাড়ি
ঘ) জমিদারবাড়ি
উত্তর:(খ) হীবুর বাড়ি
১৪) হীরুর আয়ত কোমল চোখে ছিল-
ক) ভীরু দৃষ্টি
খ) রাগত দৃষ্টি
গ) মোহময় দৃষ্টি
ঘ) তীক্ষ্ণ
উত্তর:(গ) মোহময় দৃষ্টি
১৫) হীরুকে কোন্ নক্ষত্রের সঙ্গে তুলনা করেছে নরেশ-
ক) সেন্ট বাই
খ)শুকতারা
গ) ধ্রুবতারা
ঘ) কালপুরুষ
উত্তর:(খ) শুকতারা
১৬)হীরুর কাকা চেয়েছিলেন, হীরু ভবিষ্যতে হবে-
ক)এম. বি.বি. এস
খ) ডি.এস.পি
গ) আই.সি.এস
ঘ)এফ.আর.সি. এস
উত্তর:(গ) আই. সি .এস
১৭) 'বিলেতে যেতে হবে আমাকে। বিলেতে যেতে হবে-
ক) চন্দ্রনাথকে
খ )নরেশকে
গ)হীরুকে
ঘ) নিশানাথবাবুকে
উত্তর:(গ)হীরুকে
১৮) কথক যা চর্চা করতে ভালোবাসত-
ক) গণিত
খ) সাহিত্য
গ) রসায়ন
ঘ) দর্শন
উত্তর:(খ) সাহিত্য
১৯) আইসিএস-এর পুরো অর্থ-
ক)ইন্ডিয়ান সিভিল সার্ভিস
খ) ইন্ডিয়ান সিটিজেনস সোসাইটি
গ) ইন্ডিয়ান ক্যাটারিং সিভিল
ঘ) ইন্ডিয়ান সিভিল সোসাইটি
উত্তর:(ক) ইন্ডিয়ান সিভিল সার্ভিস
২০)মাস্টারমহাশয় কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন- কারণ-
ক) তিনি অনেক কথা ভাবছিলেন
খ) তিনি চন্দ্রনাথের কথা ভাবছিলেন
গ) তিনি কী যেন চিন্তা করছিলেন
ঘ)কথকরাও নীরব ছিলেন
উত্তর:(গ) তিনি কি যেন চিন্তা করছিলেন
CONTENTS:
আরো পড়ুন:
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here
ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here
দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here
নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here
Teles of Bhola grandpa Lesson1 Unit 1 Click Here
Teles of Bhola grandpa Unit 2 Click Here
All about a Dog Lesson 2-Unit -1 -Click Here
All about a Dog Lesson 2 Unit 2 Click Here
Autumn poem Lesson 3 Part 1 Click Here
A Day in the zoo Lesson 4 Part 1 Click Here
A Day in the zoo Lesson 4 part 2 Click Here
All Summer in a Day Lesson 5 part 1 Click Here
The price of bananas part 1 click Here
The price of bananas part 2 click Here
Hunting snake poem question answer
আবহমান কবিতার প্রশ্ন উত্তর Click Here
আমরা কবিতা প্রশ্ন উত্তর click Here
খেয়া কবিতার প্রশ্ন উত্তর click Here
নিরুদ্দেশ গল্পের প্রশ্ন উত্তর click Here
চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-1 click Here
0 Comments