সুন্দর রামস্বামী
Part -1
সূচিপত্র:
ক।কবি পরিচিত
খ। উৎস
গ। বিষয়সংক্ষেপ
ঘ। নামকরণ
ঙ) হাতে-কলমে সমাধান
ক) কবি পরিচিতি:
নাগের কোয়েলের কাছে যাজুভিয়া মহাদেভরকোভিল গ্রামে সুন্দর রামস্বামী ১৯৩১ খ্রিস্টাব্দে
জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে ইনি 'সুরা' নামে পরিচিত। আধুনিক তামিল সাহিত্যের
একটি উল্লেখযোগ্য নাম সুরা। ইনি 'কালাচুবাডু' নামে একটি পত্রিকা সম্পাদনা ও
প্রকাশ করেন। পদুবিয়া ছদ্মনামে তিনি কবিতা লিখেছেন। তাঁর রচিত উপন্যাসের মধ্যে- 'Oru
Puliya Marathin Kathai' (একটি তেঁতুল গাছের গল্প) J. J. Silakuripukal এবং
'Kuzhanthaikal,Penkal, 'Annkal (শিশু, নারী, পুরুষ ) প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 'Oru
Puliya Marathin Kathal উপন্যাসটি বিষয়ের দিক থেকে নতুনত্বের আস্বাদ এনে দিয়েছে।
এই উপন্যাসটি ইংরেজি, হিন্দি, মালয়ালম্ ইত্যাদি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
সাহিত্যজীবনের শুরুতে তিনি 'শান্তি' ও 'সরস্বতী' পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। উপন্যাস,
কবিতা ও অনুবাদের জন্য তিনি "কুমারন আসান স্মৃতি পুরস্কার' পান। ২০০১ খ্রিস্টাব্দে
তামিল সাহিত্যিক সারাজীবনে সাহিত্যকীর্তির জন্য 'আইয়াল পুরস্কার' এবং 'কথা চূড়ামণি
পুরস্কার' দিয়ে তাঁকে সম্মান জানান।
খ)উৎস:
সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম' গল্পটি 'তেরোটি গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
পাঠ্য গল্পটির তরজমা করেছেন শ্রীঅর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।
গ)বিষয়সংক্ষেপ:
ক্লাসের ছেলেমেয়েদের মধ্যে রাজাপ্পার কাছে একটি সুন্দর ডাকটিকিটের অ্যালবাম ছিল।
সেটিকে ঘিরে অন্যদের মধ্যে কৌতূহল, উৎসাহ আর উদ্দীপনাও ছিল যথেষ্ট। কিন্তু গত তিন
দিন ধরে দেখা যাচ্ছে, তাকে ঘিরে ছেলেমেয়েরা ভিড় জমাচ্ছে নাগরাজনের চারপাশে।
নাগরাজনের কাকা তাকে সিঙ্গাপুর থেকে একটি অ্যালবাম পাঠিয়েছেন যা আর কারও নেই।
কোনো স্থানীয় দোকানে এমন অ্যালবাম পাওয়া যায় না। রাজাপ্পা নাগরাজনকে দাম্ভিক বলে
প্রমাণ করতে চাইলেও বিফল হয়। দুপুরে খাবারের ঘণ্টা পড়লে তো বটেই, এমনকি
সন্ধ্যাবেলা নাগরাজনের বাড়িতে গিয়েও ছেলেমেয়েরা তার সেই অ্যালবামটি দেখতে চাইত।
নাগরাজন একটুও অধৈর্য না হয়ে নিজের হাতে রেখেই পাতা উলটে উলটে তার অ্যালবামটি
দেখাত। আর মেয়েদের মধ্যে সবচেয়ে ডানপিটে পার্বতী সকলের পক্ষ থেকে অ্যালবামটি
চেয়ে নিয়ে যেত। দেখা হলে সন্ধ্যাবেলা তাকে ফেরত দিয়ে দিত।
রাজাপ্পা খুব কষ্ট করেই দুর্লভ ডাকটিকিটগুলি সংগ্রহ করত। এ বিষয়ে প্রচুর খোঁজখবর
রাখত, ডাকটিকিটের বিনিময় করত। দূরে দূরে যেত ডাকটিকিটের সন্ধানে। কোনো মূল্যেই
সে তার সবচেয়ে বড়ো অ্যালবামটিকে বিক্রি করতে চাইত না।
কিন্তু নাগরাজনের হঠাৎ জনপ্রিয়তায় অখুশি রাজাপ্পা একদিন সন্ধ্যাবেলা নাগরাজনের
বাড়িতে গেল। নাগরাজন বাড়িতে না-থাকলে সেই সুযোগে, সে লুকিয়ে তার অ্যালবামটি চুরি
করে বাড়ি ফিরে এল। এরপর বইয়ের র্যাকের পিছনে সেই অ্যালবামটি এনে লুকিয়ে রাখল
সে। তবে এতেও ভয় কাটল না তার। প্রতিবেশী বালক আব্বু তাকে সেই রাতেই নাগরাজনের
অ্যালবাম চুরির খবর দিল। রাতে প্রায় খাবার না-খেয়েই শুয়ে পড়ল রাজাপ্পা। অ্যালবামটা
রাখল বালিশের নীচে। সকালে আবার আম্মু এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল। তার প্রশ্নে
ছিল সন্দেহের সুর। সে জানাল নাগরাজনের বাবা পুলিশে খবর দিতে পারেন। এতে রাজাপ্পা
আরও ঘাবড়ে গেল।দরজায় কেউ টোকা দেওয়ায় রাজাপ্পা ভয় পেয়ে ছুটে বাড়ির পিছনে
স্নানের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বড়ো উনুনে ফেলে দিয়ে অ্যালবামটি
পুড়িয়ে দিল সে। ডাকটিকিটের প্রতি রাজাপ্পার ভালোবাসা ছিল সোনার মতো খাঁটি। তাই সেই
দামি ডাকটিকিটগুলো নষ্ট হওয়ার দুঃখে তার চোখ জলে ভরে গেল।
ঘরে ফিরে রাজাপ্পা নাগরাজনকে দেখতে পেল। নাগরাজনকে কাঁদতে দেখে নিজেকে
অত্যন্ত দোষী মনে হল। সে বন্ধুর দিকে তাকাতে পারল না। রাজাপ্পা ছুটে গিয়ে নীচের ঘর
থেকে তার নিজের অ্যালবামটা নিয়ে এল এবং নাগরাজনকে সেটা দিয়ে দিতে চাইল।
ঘটনাটা নাগরাজনের কাছে খুবই অবিশ্বাস্য লাগছিল ।
নাগরাজন ফিরে যাওয়ার সময় রাজাপ্পা শুধু সেই দিনটির জন্যই অ্যালবামটি নিজের কাছে
রাখতে চাইল। বলল, আগামী দিন সকালেই সে সেটি নাগরাজনকে ফিরিয়ে দেবে।
নাগরাজন রাজি হয়ে ফিরে যেতেই রাজাপ্পা ঘরের দরজা বন্ধ করে দিল। তারপর
অ্যালবামটিকে শক্ত করে দু-হাতে জাপটে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল।
ঘ)নামকরণ:
যে-কোনো সাহিত্য রচনায় প্রবেশের চাবিকাঠি হল তার নামকরণ। কারণ নামকরণের
মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে পাঠকরা একটা আগাম ধারণা লাভ করে।
‘টিকিটের অ্যালবাম’ গল্পে দুটি অ্যালবামের কথা আছে। একটি হল রাজাপ্পার, অন্যটি হল
নাগরাজনের। তারা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়ত। ক্লাসের মধ্যে প্রথমে শুধু
রাজাপ্পার কাছেই এমন ডাকটিকিটের অ্যালবাম ছিল। তখন সকলে তার অ্যালবামের
টিকিটগুলো দেখার জন্য উৎসাহ দেখাত। শুধু তারই একটা টিকিটের অ্যালবাম আছে বলে
ক্লাসে রাজাপ্পার জনপ্রিয়তা ছিল। কিন্তু নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে তাকে একটা
অ্যালবাম পাঠান। সেটি ছিল রাজাপ্পার অ্যালবামের থেকেও সুন্দর। ওইরকম অ্যালবাম
তাদের অঞ্চলে কোথাও পাওয়া যায় না। তখন থেকে সবাই নাগরাজনের অ্যালবামটা দেখতে
ঝাঁপিয়ে পড়ত। এই নিয়েই রাজাপ্পার মনে তীব্র হিংসা জন্ম নেয়। সে নাগরাজনের
অ্যালবামটা চুরি করে আগুনে পুড়িয়ে দেয়। গল্পে সমস্ত ঘটনা গড়ে উঠেছে ‘টিকিটের
অ্যালবাম’-কে কেন্দ্ৰ করে। ডাকটিকিটের অ্যালবামকে কেন্দ্র করেই দুজন কিশোরের
চরিত্রের ভালো-মন্দ দিকগুলি প্রকাশিত হয়েছে। রাজাপ্পা কিছুটা অহংকারী, হিংসুটে।
অপরদিকে নাগরাজনের ধৈর্য বেশি। অ্যালবাম হল গল্পের মূলকেন্দ্র, একে ঘিরেই গল্পের
ঘটনাটি আবর্তিত হয়েছে। তাই ‘টিকিটের অ্যালবাম' নামকরণ বিষয়গত দিক থেকে
উপযুক্ত ও সার্থক হয়েছে।
ঙ) হাতে কলমে সমাধান:
১)নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
১.১) সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক?
উত্তর: সুন্দর রামস্বামী তামিল ভাষাসাহিত্যের একজন প্রখ্যাত লেখক ছিলেন।
১.২)তিনি কোন ছদ্মনামে লিখতেন?
উত্তর:লেখক সুন্দর রামস্বামী ‘পদুবিয়া' ছদ্মনামে লিখতেন।
২)নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
২.১) টিকিটের অ্যালবাম গল্পের লেখক কে?
উত্তর:‘টিকিটের অ্যালবাম' গল্পের লেখক সুন্দর রামস্বামী।
২.২)মূল গল্পটি কোন ভাষায় রচিত?
উত্তর:আমাদের পাঠ্য ‘টিকিটের অ্যালবাম’-এর মূল গল্পটি তামিল ভাষায় রচিত, যেটির
বাংলা তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।
২.৩) গল্পটিতে মোট কটি চরিত্রের দেখা পাওয়া যায়?
উত্তর:‘টিকিটের অ্যালবাম' গল্পটিতে রাজাপ্পা, নাগরাজন, কুয়ান, কামাক্ষী, আপ্পু ও
রাজাপ্পার মা, নাগরাজনের বাবা, কাকা এবং পার্বতী নামে রাজাপ্পার এক সহপাঠিনীর উল্লেখ
রয়েছে।
২.৪) মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত?
উত্তর:মেয়েদের পক্ষ থেকে ডানপিটে পার্বতী নাগরাজনের কাছ থেকে অ্যালবামটি চেয়ে
নিয়ে যেত।
২.৫)রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত?
উত্তর:যেভাবে মৌমাছি কষ্ট করে মধু সংগ্রহ করে, সেভাবেই রাজাপ্পা অনেক খোঁজখবর
রেখে অনেক কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাকটিকিটগুলো সংগ্রহ করত।
২.৬)নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন?
উত্তর:নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে অ্যালবামটি তাকে উপহার হিসেবে
পাঠিয়েছিলেন।
২.৭)সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল?
উত্তর:নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় লেখা ছিল তার নাম—‘এস নাগরাজন', আর
তার নীচে লেখা ছিল-“এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছ যে নির্লজ্জ হতভাগা, তাকে
বলছি ,ওপরে আমার নামটা দেখেছ? এটা আমার অ্যালবাম। এটা আমার এবং যতদিন
ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র
আমারই থাকবে।”
৩) নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো।
৩.১) নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?
উত্তর:স্কুলের ছেলেমেয়েরা নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। কারণ
নাগরাজন সেই অ্যালবামটি খুশিমনে সবাইকে দেখতে দিত, একটুও অধৈর্য হত না। এ ছাড়া
সিঙ্গাপুর থেকে আনা অ্যালবামটা ছিল খুব সুন্দর এবং বড়ো, স্থানীয় কোনো দোকানে তা
পাওয়া সম্ভব ছিল না।
৩.২) 'কেটে পড় হিংসুটে পোকা!'-বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই
কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও?
উত্তর: সুন্দর রামস্বামী রচিত ‘টিকিটের অ্যালবাম’ গল্পে আলোচ্য অংশটির বক্তা হল রাজাপ্পা
ও নাগরাজনের এক সহপাঠী কৃয়ান।
** ক্লাসের সবাইকে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হতে দেখে রাজাপ্পা রাগ প্রকাশ
করলে তাকে উদ্দেশ্য করেই কৃয়ান এমন কথা বলেছে।
** সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকার পাঠানো অ্যালবামটি ক্লাসের ছেলেমেয়েদের দৃষ্টি
আকর্ষণ করেছিল। রাজাপ্পার তা সহ্য হয়নি। নাগরাজনের অ্যালবামের প্রথম পাতার লেখাটি
ক্লাসের সবাই নিজেদের বই-খাতা ও অ্যালবামে লিখে নিলে রাজাপ্পা মনে মনে নাগরাজনের
প্রতি হিংসায় জ্বলে ওঠে। রাজাপ্পার এই আচরণের জবাবে কৃয়ান তাকে 'হিংসুটে পোকা' বলা।
CONTENTS:
আরো পড়ুন:
বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here
অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here
সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here
the wind cap lesson 1 part 1 Click Here
the wind cap lesson 1 part 2 Click Here
the wind cap lesson 1 part 3 Click Here
Clouds Lesson 2 part 1 Click Here
Clouds Lesson 2 part 2 click Here
একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
কার দৌড় কতদূর গল্পের প্রশ্ন উত্তর click Here
গাছের কথা প্রশ্ন উত্তর click Here
ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর click Here
মাসি পিসি কবিতার প্রশ্ন উত্তর click Here
পরাজয় গল্পের প্রশ্ন উত্তর part-1 click here
টিকিটের অ্যালবাম গল্পের প্রশ্ন উত্তর part -1 click here
Midnight Express Lesson-11 part-1 question answer Click Here
Midnight Express lesson-11 part-2 question answer click Here
Midnight Express Lesson-11 part-3 question answer click Here
0 Comments