রাস্তায় ক্রিকেট খেলা class 7। রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী। রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর। রাস্তায় ক্রিকেট খেলা।

 

রাস্তায় ক্রিকেট খেলা class 7। রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী। রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর। রাস্তায় ক্রিকেট খেলা।


                                                          রাস্তায় ক্রিকেট খেলা 

                                                                          মাইকেল অ্যানটনি


সূচিপত্র:

ক।কবি পরিচিতি

খ) উৎস

গ। বিষয়সংক্ষেপ

ঘ। নামকরণ

ঙ) হাতে-কলমে সমাধান


e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

 ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য

 আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক) লেখক পরিচিতি:

মাইকেল অ্যানটনি একজন ক্যারিবিয়ান লেখক ও ইতিহাসবিদ। ১৯৩২ খ্রিস্টাব্দের ১০

 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে তাঁর জন্ম। তাঁর পিতার নাম নাথানিয়েল অ্যানটনি,

 মা ইভা জোনস ল্যাজারাস। মেয়ারো আর ত্রিনিদাদে পড়াশোনা শেষ করে তিনি একটি

 ইস্পাত কারখানায় কাজ নেন। পরে চাকরিসূত্রে তিনি চলে যান ইংল্যান্ডে। সেখানে

 রয়টারের নিউজ এজেন্সিতে সাব-এডিটর পদে ১৯৬৪ থেকে ১৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি

 কাজ করেন। ত্রিনিদাদ ও টোবাগোর জীবনের বিবরণ তাঁর উপন্যাসে আর গল্পে সজীব হয়ে

 ওঠে। তিনি বর্ণনা করেন ছোটো ছোটো নানা ঘটনা আর তা‍ঁর মানবিক দিকগুলিকে। ১৯৭৯

 খ্রিস্টাব্দে তিনি 'হামিংবার্ড মেডাল' (স্বর্ণপদক) লাভ করেন। এ ছাড়াও ২০০৩ খ্রিস্টাব্দে

 ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে। তাঁর কয়েকটি

 উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থের নাম হল-The Games Were Coming' (১৯৬৩), 'Green

 Days by the River (১৯৬৭), 'Cricket in the Road and Other Stories' (১৯৭৩)


উৎস: 

রাস্তায় ক্রিকেট খেলা' রচনাটি মাইকেল অ্যানটনি রচিত বিখ্যাত গল্পগ্রন্থ 'Cricket in the Road

 and Other Stories থেকে সংকলিত হয়েছে।


বিষয়সংক্ষেপ:

বর্ষাকালে মেয়ারো জায়গাটি ঝড়-বৃষ্টি-মেঘ আর সমুদ্রের গর্জনে উত্তাল হয়ে উঠত। এই

 বর্ষাতে অ্যামি আর ভার্নের আনন্দ হলেও গল্পের কথক সেলোর বিরক্তি লাগত। সে ব্যাট

 করতে গেলেই বৃষ্টি নামত। বৃষ্টির সময় বজ্রবিদ্যুৎ ও সামুদ্রিক ঝড়কে সে প্রচণ্ড ভয় পেত।

 এইরকম বর্ষাকালের একদিন রাস্তায় ক্রিকেট খেলার সময় প্রচণ্ড বৃষ্টি নামে। ফলে সেলোর

 আর ব্যাট করা হয় না। বৃষ্টির তাণ্ডব বন্ধ হলে আবার খেলার আয়োজন হয়। কিন্তু কে আগে

 ব্যাট করবে তা নিয়ে তিনজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। শেষমেষ টসের সিদ্ধান্ত হয় এবং

 টসে সেলো হেরে যাওয়ায় সে না খেলার সিদ্ধান্ত নেয়। ভীষণ রেগে গিয়ে সে ভার্নের ব্যাট

 আর বল বাড়ির পিছনের ঝোপে ছুঁড়ে ফেলে দেয় এবং খেলা ছেড়ে চলে যায় ৷ বাকি বর্ষাকাল

 রাস্তায় আর ক্রিকেট খেলা হয়নি। নতুন বছরের গোড়ার দিকে একদিন সেলো দেখে অ্যামি

 আর ভার্ন আবার রাস্তায় ক্রিকেট খেলার আয়োজন করছে। বাড়ির দিকে যেতে গিয়েও

 সেলো চলে যায় তাদের দিকে। তাকে দেখে বন্ধুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। বন্ধুদের এই 

 আন্তরিক ব্যবহারে সেলোও খুশি হয়। চকচকে নতুন ব্যাটের সেলোফেন কাগজ ছিঁড়ে ভার্ন

 ব্যাটটা এগিয়ে দেয় সেলোর দিকে। আনন্দে সেলো কেঁদে ফেলে। তাদের বন্ধুত্ব যেন আরও

 মজবুত হয়ে ওঠে।


নামকরণ: 

সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নামকরণের একটি বিশেষ ভূমিকা আছে। আলোচ্য ‘রাস্তায় ক্রিকেট

 খেলা' শীর্ষক রচনাটিতে বর্ষাকালে তিন প্রিয় বন্ধুর ক্রিকেট খেলার কাহিনির বিবরণ পাওয়া

 যায়। বৃষ্টিতে সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে যায়, তারপরে বৃষ্টি থামলে আবার খেলার

 আয়োজন হয়। কে আগে ব্যাট করবে সেই নিয়ে ঝগড়া, মান-অভিমান শুরু হয় অ্যামি,

 ভার্ন আর সেলোর মধ্যে। সেলোর ভীষণ রাগের ফলে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে। গল্পের শেষে

 দেখা যায় এক বছর বাদে আবার সব ভুলে সবাই একসঙ্গে খেলতে নেমেছে। সমস্ত কাহিনির

 পটভূমি বৃষ্টিভেজা ওয়েস্ট ইন্ডিজের মেয়ারো দ্বীপ-শহরে। যে ক্রিকেট বন্ধুত্বের বিচ্ছেদ

 ঘটিয়েছিল তার কারণেই বন্ধুরা আবার মিলে যায়। সেই ক্রিকেট খেলার জায়গা হল শহরের

 রাস্তা। কাহিনি এগিয়েছে ক্রিকেটকে কেন্দ্র করেই। তাই এই গল্পের শিরোনাম 'রাস্তায়

 ক্রিকেট খেলা' যথাযথ হয়েছে বলা চলে।



১) বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের

বাক্যগুলি আবারলেখো।

১.১ বর্ষাকালে এমনই ছিল-মেয়ারো/ব্রাজিল/ত্রিনিদাদ।

উত্তর: বর্ষাকালে এমনই ছিল মেয়ারো।


১.২ নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি -ইতালিতে /লন্ডনে/স্পেনে যা।

উত্তর: নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি স্পেনে যা।


১.৩ (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা- মনে মনে বললাম।

উত্তর: নিকুচি মনে মনে বললাম।


১.৪ ভেতরে-ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র- আবহাওয়াকে আমি ভয় পেতাম।


উত্তর: ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম ।


১.৫ অ্যামি ডাকে (হেড/টেল।

উত্তর: অ্যামি ডাকে টেল ৷


৭)নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো।


৭.১ রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।

উত্তর: রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ,আর কীসে তত আনন্দ?


 ৭.২ ডার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।

উত্তর: ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?


৭৩ আবার এক ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।

 উত্তর: আবার কী কারণে আকাশ কেঁপে উঠল?


৭.৪ দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। 

উত্তর: কোথায় দৌড়ে যাই?


৭.৫ আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে

ঢুকতাম খাটের তলায়।

উত্তর: আমি অনেকবার সাহসী হব ঠিক করলেও বাজ পড়ার সময় কী করতাম?


৮) উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো।


৮.১ 'আমি দু-নম্বর ব্যাট”, ভার্ন বলে।

উত্তর: ভার্ন বলে যে, সে দু-নম্বরে ব্যাট করবে।


৮.২ সে বলে, 'সেলো, ব্যাট আর বল কোথায় ?”

উত্তর: সে সেলোর কাছ থেকে জানতে চায় যে ব্যাট আর বল কোথায়। 


৮.৩ 'ভার্ন,' সে চেঁচিয়ে ডাকে, 'এই ভার্ন, দ্যাখ,সেলো!”

উত্তর: সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে।


৯)কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো: 

পেনি, ডলার, পেসো, রুবল, টাকা ।

পেনি—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ওয়েস্ট ইন্ডিজ প্রভৃতি

উত্তর:

ডলার—আমেরিকা।

পেসো–মেক্সিকো

 আর্জেন্টিনা, কিউবা 

 রুবল—রাশিয়া। 

টাকা—বাংলাদেশ


১০) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।

১০.১ তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে?

উত্তর: আমার রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।


১০.২ খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।

উত্তর: খেলাধুলা নিয়ে লেখা একটি গল্প হল-শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘পরাজয়'।


১০.৩ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।

উত্তর: ঘরের ভেতরের খেলা হল দাবা, টেবিল টেনিস এবং ঘরের বাইরের খেলা হল ফুটবল,

 ক্রিকেট।


১০.৪: তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

উত্তর:আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


১০.৫:তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পক্তি লেখা।

উত্তর: 'এসেছে শরৎ হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে' (রবীন্দ্রনাথ ঠাকুর)। এসেছে


১১)নীচের প্রশ্নগুলির দু/একটি বাক্যে উত্তর দাও।


১১.১)মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো।


উত্তর:

মাঠের খেলাধুলা:

১। দুটো দলের মধ্যে খেলা দল গঠনের মতো উপযুক্ত হয়।

২। এখানে মাঠের ক্ষেত্রফলএকটি গুরুত্বপূর্ণ বিষয় ।

৩। খেলায় আম্পায়ার রেফারি থাকেন।

৪। খেলার মূল উপকরণ শুধু মূল উপকরণ থাকলেই(ব্যাট, বল, ফুটবল) ছাড়াও খেলা যায়।

আনুষঙ্গিকউপকরণ(হেলমেট, গ্লাস, জরুরি।


রাস্তায় খেলাধুলা: 

১) দল গঠনের মত উপযুক্ত সংখ্যক খেলোয়াড় না থাকলেও খেলা যেতে পারে। 

২) এখানে রাস্তার ক্ষেত্রফল কেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। 

৩) বিচারকের বাধ্যবাধকতা নেই খেলোয়াড়দের মধ্যে থেকে কেউ এই কাজটি করে থাকে। 

৪) শুধু মূল উপকরণ থাকলে খেলা যায়।


১১.২ সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?

উত্তর:কখনো-কখনো সমুদ্রের উপকূলে আছড়ে পড়ে ভয়ংকর ঝোড়ো বাতাস। উত্তাল হয়ে

 ওঠে সমুদ্র। ঢেউ বিশাল আকার নেয়। লন্ডভন্ড হয়ে যায় সমুদ্রের কাছাকাছি অঞ্চল এবং

 এই ভাবেই সমুদ্রের ধারে ঝড় ভয়ংকর হয়ে ওঠে।


১১.৩ গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একবার বয়স্ক চরিত্রটি কে?

উত্তর:কিশোর চরিত্রের সংখ্যা: আলোচ্য গল্পটিতে মোট তিনটি কিশোর চরিত্র আছে।

 একজন হল গল্পকথক সেলো, বাকি দু-জন তার বন্ধু—অ্যামি ও ভার্ন।বয়স্ক চরিত্র:গল্পটিতে

 একমাত্র বয়স্ক চরিত্রটি হলেন অ্যামি আর ভার্নের মা।


১১.৪ সেলো ভার্নের ব্যাট-বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?

উত্তর: সেলো ব্যাট করার সময়ে বৃষ্টি নামে। অথচ বৃষ্টি থামার পর সেলোকে ব্যাট না দিয়ে টস

 করা হয়। টসে অ্যামির কাছে হেরে যাওয়ায় সেলোকে দু নম্বরে ব্যাট করার কথা বলা হয়। তা

 মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। তাই দুঃখে, রাগে সেলো তার বন্ধু ভার্নের ব্যাট আর

 বল ছুড়ে ফেলে দেয় তাদের বাড়ির পেছনের ঝোপে।


১১.৫ তাদের বিবাদ কীভাবে মিটে গেল?

উত্তর:নতুন বছরের গোড়ার দিকে একদিন বাড়ির দিকে যেতে গিয়ে বন্ধুত্বের টানে সেলো

 চলে যায় ভার্ম আর অ্যামির দিকে। তারা তখন সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করছে।

 সেলোকে দেখে আনন্দিত অ্যামি আর ভান তাকে খেলতে আহবান করে এভাবেই তাদের

 বিবাদ মিটে যায়


CONTENTS:

আরো পড়ুন:

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here

একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here

আত্মকথার প্রশ্ন উত্তর Click Here

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here

মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here

স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্ন উত্তর click Here 

নোট বই কবিতার প্রশ্ন উত্তর click Here 

চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর click Here 

ভানুসিংহের পত্রাবলী প্রশ্ন উত্তর click Here 

রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর click Here 


















Post a Comment

0 Comments