পরাজয় গল্পের বিষয়বস্তু ও প্রশ্ন উত্তর। class 8 পরাজয় গল্প।

 



                                           পরাজয়

                                                 শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়


Part -1

সূচিপত্র:

ক।কবি পরিচিত 

খ। উৎস

গ। বিষয়সংক্ষেপ

ঘ। নামকরণ

ঙ) হাতে-কলমে সমাধান


e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

 ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য

 আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক) কবি পরিচিতি: 

শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ১৯৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি টাকি সরকারি বিদ্যালয়,

 সরকারি কলেজ ও সিটি কলেজে পড়াশোনা করতেন এবং পাশাপাশি তিনি জীর্ঘদিন

 সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলেছেন। কবি বহুকাল দৈনিক বসুমতী' ও 'যুগান্তর পত্রিকার

 সঙ্গে ক্রীড়াসম্পাদক ও বার্তাসম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। তাঁর রচিত প্রথম উপন্যাস হল

 'ফেরারি'। ছোটোদের পত্রিকা 'শুকতারার সম্পাদনা বিভাগে তিনি কাজ করেছেন। তাঁর

 অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—ক্লাবের নাম মোহনবাগান,ক্লাবের নাম

 ইস্টবেঙ্গল,মারাদোনা মারাদোনা,ফুটবলের পাঁচ নক্ষত্র', 'ক্রিকেট মাঠের বাইরে' ইত্যাদি।

 ২০১৫ খ্রিস্টাব্দে এই বিখ্যাত ক্রীড়াসম্পাদক ক্যানসার রোগে মারা যান।


খ)উৎস:

শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের রচিত‘পরাজয়' গল্পটি সিদ্ধার্থ ঘোষ সম্পাদিত 'খেলা আর খেলা'

 শীর্ষক সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


গ)বিষয়সংক্ষেপ: 

রঞ্জন সরকার একটি বড়ো দলের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। পুরোনো ক্লাবের সঙ্গে

 তার সুদীর্ঘ পনেরো বছরের সুসম্পর্ক। সে এতকাল দর্শক, সহখেলোয়াড় এবং ক্লাবের

 কর্তাদের থেকে যথেষ্ট গুরুত্ব আর সম্মান পেয়েছে। কিন্তু এখন নতুন খেলোয়াড়দের উপর

 বেশি নজর দিতে গিয়ে ক্লাবকর্তারা তাকে ছেঁটে ফেলতে চাইলেন। নববর্ষের দিনে বার

 পুজোয় তাকে আমন্ত্রণ না জানানোর মতো গুরুতর ঘটনা ঘটল, রঞ্জনের মনে এত দুঃখ,

 এত ব্যথা সে কখনও পায়নি। তার মনে একদিকে ছিল পুরোনো ক্লাবের প্রতি গভীর

 ভালোবাসা,অন্যদিকে নিজেকে প্রমাণ করার দুরন্ত তাগিদ। ক্লাব কি তার সঙ্গে আর

 যোগাযোগ করবে? সেই ভাবনায় তিন- তিনটে দিন রঞ্জন অপেক্ষা করে। তারপর এই

 অপমানের প্রতিশোধ নিতেই অন্য বড়ো ক্লাবের সেক্রেটারিকে ফোন করে রঞ্জন নতুন

 ক্লাবে যোগ দেয়। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রঞ্জনের পুরোনো দল ও নতুন দলের

 মধ্যে খেলা হয়। সেখানে এক লক্ষেরও বেশি দর্শকের সামনে পুরোনো ক্লাবকে গোল দিয়ে

 রঞ্জন তার প্রতি  অপমান, অবিচারের প্রতিশোধ নেয়। সংবর্ধনা আর অভিনন্দনের বন্যায়

 ভেসে যেতে যেতেও রঞ্জন তার চোখে জল আটকে রাখতে পারে না। চোখের জল যে এত

 লবণাক্ত, জীবনের পথ যে শুধুই খ্যাতিসম্মানের নয়, সেখানে দুঃখ ও বেদনা থাকতে পারে-

তা  ফুটবলার রঞ্জন সরকার উপলব্ধি করে। তার যাবতীয় কষ্ট-আঘাত, জ্বালা-যন্ত্রণা অশ্রু

 হয়ে ঝরে পড়ে।


ঘ)নামকরণ:

 সাহিত্যের যে-কোনো শাখার ক্ষেত্রেই নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য গল্পে ‘পরাজয়'

 কথার অর্থ হেরে যাওয়া। গল্পে দু-রকম পরাজয়ের কথা আছে। এক, খেলায় পরাজয়। দুই,

 জীবনের পথে পরাজয়।কবির রচিত ‘পরাজয়' নামক ছোটোগল্পে ফুটবলার রঞ্জন সরকারের

 খেলোয়াড় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ের কথা ফুটে উঠেছে। শত প্রলোভনের হাতছানি,

 বিপুল সম্মান ও সুযোগ অগ্রাহ্য করে রঞ্জন সরকার দীর্ঘ পনেরো বছর একই ক্লাবের হয়ে

 ফুটবল খেলেছে। বাংলা ও ভারতীয় দলে অংশগ্রহণ করার পাশাপাশি সে ভারতীয় দলের

 অধিনায়ক করেছে। অর্জুন পুরস্কারও পেয়েছে। কিন্তু খেলোয়াড় জীবনের শেষবেলায় ক্লাব

 তাকে আর সম্মান দেয়নি। ক্লাবের প্রতি ভালোবাসার বিনিময়ে সে পেয়েছিল অপমান আর

 অবহেলা। এটা তার কাছে অবশ্যই ‘পরাজয়'। ক্লাব যে তাকে ধরে রাখতে না পেরে পরাজিত

 হল, তাতে তাদেরও ‘পরাজয়ে’র দিকটি গল্পে ফুটে উঠেছে। গল্পের শেষে দেখা যায়,

 পুরোনো দলকে হারিয়ে দিয়েও রঞ্জনের দু-চোখ জলে ভরে উঠেছে, জয়লাভের আনন্দ তার

 মধ্যে দেখা যায়নি। বরং এই ঘটনার দ্বারা রঞ্জন প্রতিশোধ নিলেও সে প্রকৃতভাবে নিজের

 কাছে হেরে গেছে।তাই নামকরণটি সার্থক ও যথার্থ হয়েছে।


ঙ) হাতে কলমে সমাধান: 

১)নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

১.১) শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম লেখো।

উত্তর: শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম 'ফেরারি'।

১.২)কলকাতার ফুটবল নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।

 উত্তর:শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের রচিত কলকাতার ফুটবল নিয়ে লেখা দুটি বইয়ের নাম হল

 'ক্লাবের নাম মোহনবাগান’ এবং ‘ক্লাবের নাম ইস্টবেঙ্গল'।


২) নীচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো।

২.১) “এত দুঃখ, এত ব্যথা সে কখনও পায়নি।”-এখানে কার দুঃখ-বেদনার কথা বলা

 হয়েছে?

উত্তর: শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘পরাজয়' গল্পের প্রধান চরিত্র ফুটবলার রঞ্জন

 সরকারের দুঃখ-বেদনার কথা বলা হয়েছে।


২.২) “রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি?”-এই প্রশ্নের উত্তরে রঞ্জন কী বলেছিল ?

উত্তর: অফিসের এক সহকর্মীর প্রশ্নের উত্তরে ‘পরাজয়' গল্পের প্রধান চরিত্র রঞ্জন বলেছিল,

 সে ক্লাবের বারপুজোয় যেতে পারেনি, কারণ আগের দিন সকালেই তাকে কলকাতার বাইরে

 যেতে হয়েছিল।


২.৩) গঙ্গার পাড়ে গিয়ে কোন্ দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল?

উত্তর মন খারাপ নিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে রঞ্জন গঙ্গার পাড়ে গিয়ে দেখল

 জলের ছোটো ছোটো ঢেউ, দুরে নোঙর করা কয়েকটা ছোটো-বড়ো জাহাজ, অনেকগুলো

 নৌকো, ফেরি স্টিমার ইত্যাদি।


২.৪)“সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো।”-এখানে রঞ্জনের কোন

 সিদ্ধান্তের কথা বলা হয়েছে?

উত্তর: বারপুজোর দিন ক্লাবে আমন্ত্রিত না হওয়ায় অপমানিত রঞ্জন সিদ্ধান্ত নিয়েছিল

 নিজের ক্লাব থেকে তার ডাক আসে কি না দেখার জন্য দু-দিন সে অপেক্ষা করবে, ডাক না

 এলে ক্লাব ছেড়ে দিয়ে নিজেকে প্রমাণ করার তাগিদে বিপক্ষ বড়ো দলে যোগ দেবে সে। 


২.৫) “ঘোষদা একটা বড়ো খবর আছে।”-কী সেই ‘বড়ো' খবর?

উত্তর: শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত 'পরাজয়' গল্পে একটি বড়ো ফুটবল ক্লাবের সেক্রেটারি

 ‘স্বপনদা’, ঘোষদাকে যে বড়ো খবরটি দিলেন তা হল, তাদের বিপক্ষ ক্লাবের বিখ্যাত

 ফুটবলার রঞ্জন সরকার তাদের ক্লাবে যোগ দিতে চায় ৷


২.৬) “রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল

ক্লাবকর্তাদের।”-কীভাবে ক্লাবকর্তাদের যে টনক নড়েছে, তা বোঝা গেল ?

উত্তর: পুরোনো ক্লাবের কর্তারা শুধু রঞ্জনের বাড়িতে ছোটাছুটিই করলেন না, রঞ্জনকে ফোন

 করে ও কনিষ্ঠ সহ-খেলোয়াড়দের মাধ্যমে তার মত বদল করানোর চেষ্টা করলেন।


২.৭)“ব্যাপারটা কী হলো বুঝতে একটু সময় লাগলসমর্থকদের।”-এখানে কোন্ ব্যাপারটার

 কথা বলা হয়েছে?

উত্তর:শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত ‘পরাজয়' গল্পে  'ব্যাপার' বলতে যুবভারতী ক্রীড়াঙ্গনে

 দুই প্রধান দলের ম্যাচে রঞ্জন সরকারের ব্যাকভলিতে গোলের কথা বোঝানো হয়েছে।


২.৮) “দুহাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে।”-স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে

 শুয়ে পড়ার কারণ কী?

উত্তর:পুরোনো ক্লাবের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ক্লাব ছেড়ে আসার জন্য তার যে কান্না,

 তা রঞ্জন অন্যদের কাছে আড়াল করতে চায় বলেই দু-হাতে মুখ ঢেকে বেশিতে শুয়ে পড়ে।


৩)নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও।

৩.১) “একটু আগে ও সবকটা কাগজে বারপুজোর রিপোর্ট পড়েছে।”-এখানে 'ও' বলতে

 কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে একই বিষয়ের রিপোর্ট পড়ল কেন?

 উত্তর:আলোচ্য অংশটিতে ‘ও' বলতে ফুটবলার রঞ্জন সরকারের কথা বোঝানো হয়েছে।

**  নববর্ষের দিন সকালবেলায় বারপুজো উপলক্ষ্যে তার ক্লাবের অনুষ্ঠানে কারা কারা

 উপস্থিত ছিলেন তা জানার জন্যই রঞ্জন সবকটা কাগজে বারপুজোর রিপোর্ট পড়েছিল।


৩.২) “ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই।”-আগে 'ওকে' নিয়ে কী ধরনের

 মাতামাতি হত ?

উত্তর: শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত ‘পরাজয়’ গল্পের প্রধান চরিত্র রঞ্জন সরকারের কথা

 বলা হয়েছে।

যে ক্লাবের হয়ে রঞ্জন গত পনেরো বছর ধরে খেলেছে, প্রত্যেক বছর নববর্ষের দিন সকালে

 বারপুজোয় মাঠে যাবার জন্য সেখান থেকে তার কাছে একের পর এক ফোন আসত। ফোন

 করতেন ক্লাবের সভাপতি, সম্পাদক, ফুটবল সম্পাদক। ক্লাবের বার পুজোয় উপস্থিত

 থাকার নিমন্ত্রণ জানাতে তার বাড়িতেও যেতেন কেউ কেউ। অনুষ্ঠানের দিন সকালে গাড়ি

 পাঠিয়ে দেওয়া হত তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গেল বছরই রঞ্জনকে সেরকম 

মাতামাতি আর দেখা যায় না।


৩.৩)“ঠিক এক বছর আগের ঘটনা।”-এক বছর আগে কোন্ ঘটনা ঘটেছিল?

উত্তর:শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত ‘পরাজয়’ গল্প থেকে গৃহীত হয়েছে।

ঠিক এক বছর আগের ঘটনা' বলতে এখানে ফুটবলার রঞ্জন সরকারের সঙ্গে তার পুরোনো

 ক্লাবের ফুটবল সেক্রেটারি আর কোচের দল নিয়ে আলোচনার কথা বোঝানো হয়েছে।

 আগের বছর রঞ্জন তার সম্পর্কে ক্লাব-কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ করলেও এই দুজন

 মানুষ, কাকে কাকে দলে নেওয়া যায়, সে বিষয়ে রঞ্জনের পরামর্শ চেয়েছিলেন।


CONTENTS:

আরো পড়ুন:

 বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here

অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here

চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here

বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here

সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here


the wind cap lesson 1 part 1 Click Here 

the wind cap lesson 1 part 2 Click Here

the wind cap lesson 1 part 3 Click Here


Clouds Lesson 2 part 1 Click Here

Clouds Lesson 2 part 2 click Here 


একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here

কার দৌড় কতদূর গল্পের প্রশ্ন উত্তর click Here 

গাছের কথা প্রশ্ন উত্তর click Here 

ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর click Here 

মাসি পিসি কবিতার প্রশ্ন উত্তর click Here 

পরাজয় গল্পের প্রশ্ন উত্তর part-1 click here


Midnight Express Lesson-11 part-1 question answer Click Here 

Midnight Express lesson-11 part-2 question answer click Here 

Midnight Express Lesson-11 part-3 question answer click Here 










Post a Comment

0 Comments