নবনীতা দেব সেনের বাঘ কবিতা। বাঘ কবিতার সারাংশ।Bagh kabita class 6।বাঘ নবনীতা দেব সেন বিষয়বস্তু। বাঘ কবিতা।

 

নবনীতা দেব সেনের বাঘ কবিতা। বাঘ কবিতার সারাংশ।Bagh kabita class 6।বাঘ নবনীতা দেব সেন বিষয়বস্তু। বাঘ কবিতা।


                                                  বাঘ !

                                                         নবনীতা দেবসেন 


সূচিপত্র:

ক।কবি পরিচিতি

খ)পূর্ব কথা

গ। বিষয়সংক্ষেপ

ঘ। নামকরণ

ঙ) হাতে-কলমে সমাধান

e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

 ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য

 আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক) লেখক পরিচিতি:

লেখিকা নবনীতা দেবসেন ১৯৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পিতা কবি নরেন্দ্র দেব

 এবং মাতা সুলেখিনা শ্রীমতি রাধারানী দেবীর সন্তান ছিলেন।বাংলা সাহিত্যজগতে কবিতা,

 গদ্য, ভ্রমণকাহিনি প্রভৃতি ক্ষেত্রে তিনি সমান দক্ষ ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য

 বিভাগের তিনি অধ্যাপিকা ছিলেন। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হল- ‘প্রথম প্রত্যয়'।এ ছাড়া

 অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-‘আমি অনুপম,নটী নবনীতা,খগেনবাবুর পৃথিবী,

 ‘গল্পগুজব,মঁসিয়ে হুলোর হলিডে,‘সমুদ্রের সন্ন্যাসিনী,ট্রাকবাহনে ম্যাকমোহনে,হে পূর্ণ তব

 চরণের কাছে,নবনীতা' প্রভৃতি বাংলা সাহিত্যে অসামান্য দক্ষতার জন্য তিনি ‘সাহিত্য

 অকাদেমি পুরস্কার' এবং শিশুসাহিত্যে অবদানের জন্য 'বিদ্যাসাগর পুরস্কার’ অর্জন করেন।


খ)পূর্ব কথা: 

একটি বাঘের ছানা, যে শিকার ধরতেও শেখেনি, তাকে মা- বাবা এনে রেখেছে পাখিরালয়ে।

 সেখানে ছানাটির নানা প্রকারের সমস্যা হয়। সবথেকে বড়ো অসুবিধা হল- দারুণ খাদ্য

 সংকটে পড়ল সে। সঠিক  স্থানে বাসস্থান গড়ে তুলতে না পারলে নানা সমস্যায় পড়তে হয়।

 সেই প্রসঙ্গেই আলোচ্য কবিতাটির অবতারণা করা হয়েছে।


গ)বিষয় সংক্ষেপ: 

বনের মধ্যে পাখিরালয়ে একটি ছোট হলুদ বাঘ বাসাবেঁধেদেছিল। কিন্তু তার মনে খুব রাগ

 জমেছে। কারণ বনটা শুধুই পাখিতে পরিপূর্ণ। তার মা-বাবা এমন জায়গায় তাকে বাসা করে

 রেখেছেন যে, সেখানে ছাগল, হরিণ, ভেড়া কিছুই নেই। তাহলে ছোট বাঘ খাবে কী ? তাই সে

 মনে মনে খুব রেগে যায়।কোনো ভদ্র বাঘ কি এমন স্থানে ডেরা তৈরি করে। সে কীভাবে

 পাখি ধরবে। যতই সে সর্বনেশে থাবা বাড়াক-না কেন, পাখি সে কিছুতেই ধরতে পারবে না,

 পাখির সঙ্গে পেরে ওঠা তার কাজ নয়। ছোট্ট শরীরে সে যত লাফিয়ে ওঠে পাখি

 ধরতে,পাখিরা তত কিচিরমিচির করতে করতে ডানা মেলে উড়ে পালায়।ছোট্ট বাঘটির বড়ো

 খিদে। সে নদীর তীরে গিয়ে দেখে লাল লাল কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। তাদের ধরতে সেই ছোট্ট

 বাঘ গর্তে থাবা ঢোকায়। অমনি কাঁকড়া দাঁড়া দিয়ে পায়ে চিমটি কাটে। আর বাঘের ছানাটি

 যন্ত্রণায় কেঁদে ওঠে।ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা-মা ছুটে আসে এবং বড়ো বড়ো নখের

 থাবা দিয়ে কাঁকড়ার দাঁড়া কেটে দেয়। খিদের চোটে বাঘের ছানাটি ছোটো মাছ ধরতে জলে

 নামলে বাঘের মা লজ্জা পায়। মা-বাঘ ছানাকে বলে যে সে তো ভোঁদড় নয় যে এভাবে জলে

 নেমে মাছ ধরে খাবে। মা-বাঘ তার ছানাকে সাহস দিয়ে বলে সে তো বাঘের বাচ্চা। তবে

 ছানার দুঃখে মা-বাঘ বেদনা অনুভব করে এবং বাচ্চাকে নিয়ে সেই পাখিরালয় ছেড়ে চলে

 যায় সজনেখোলাতে। সেই থেকে ছোট্ট বাঘ বাবা-মার সঙ্গে সজনেখোলাতেই বাস করছে।


ঘ)নামকরণ: 

নামকরণ সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে

 আগাম ধারণা করা যায়।একটি বাঘ পাখিরালয়ে বাসা বেঁধেছিল। কিন্তু সেখানে শুধুই পাখিতে

 পরিপূর্ণ। সুতরাং তার শিকার সেখানে মেলে না । সেই বনে ছাগল, ভেড়া, হরিণ কিছুই নেই।

 ছোট্ট বাঘের খুব রাগ হয়। থাবা বাড়িয়ে পাখি ধরতে লাফ দিলেও পাখিরা কিচিরমিচির করতে

 করতে উড়ে পালায়। বাঘের ছানাটি নদীর পাড়ে গেলে লাল ঠ্যাংওয়ালা কাঁকড়াদের দেখে

 ধরতে গর্তে থাবা ঢোকায়, অমনি কাঁকড়া দাঁড়া দিয়ে কামড়ে ধরে সেইথাবা। যন্ত্রণায় চিৎকার

 করে কেঁদে ওঠে ছোট্ট বাঘটি। কান্না শুনে তার বাবা ছুটে আসে এবং নখযুক্ত থাবার আঘাতে

 কাঁকড়ার দাঁড়া ভেঙে দেয়। খিদের জ্বালায় বাঘের ছানা জলে নামে মাছ ধরতে। তা দেখে মা-

বাঘ ছানাকে বলে-সে কি ভোঁদড় নাকি, বাঘ কখনও এমনভাবে মাছ শিকার করে না, তবে

 ছানার দুঃখে মা-বাঘের কষ্ট হয়। সেই থেকে মা-বাবা বাঘ পাখিরালয় ত্যাগ করে ছানাকে

 নিয়েসজনেখোলাতে এসে বসবাস করছে।সমগ্র কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে বাঘেদের

 কার্যাবলিই। তাই কবিতাটির বিষয়মুখী নামকরণ ‘বাঘ’ সার্থক হয়েছে বলে মনে করি।


হাতে কলমে সমাধান:

১) নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১) নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কী?

উত্তর নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘প্রথম প্রত্যয়'।


১.২)তাঁর লেখা একটি ভ্রমণকাহিনির নাম লেখো।

উত্তর: তাঁর লেখা একটি ভ্রমণকাহিনির নাম হল- ট্রাকবাহনে ম্যাকমোহনে।


২) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১)পাখিরালয়ের বাসায় কী পাওয়া যেত না?

উত্তর:লেখিকা নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায়,পাখিরালয়ের বাসায় শিকার বা খাদ্য

 পাওয়া যেত না।

২.২)ছোটো বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল?

উত্তর: লেখিকা নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায়,নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়েছিল।


২.৩)ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে কোথায় গিয়েছিল?

উত্তর:লেখিকা নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে

সজনেখালিতে গিয়েছিল।


 ২.৪ সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত?

উত্তর:সুন্দরবনের বাঘ ‘রয়েল বেঙ্গল টাইগার' নামে পরিচিত।


৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১)'ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা ?'-বাঘছানার এমন মনে হয়েছিল কেন?

উত্তর: লেখিকা নবনীতা দেখছেন রচিত বাঘ কবিতায়,বাবা-মা বাঘ তাদের ছানাকে

 পাখিরালয়ে এনে রেখেছিল। কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি। কোনো

 ছাগল, ভেড়া, হরিণ সেখানে নেই। ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট

 করে। এই কারণেই ছোট্ট বাঘের মনে হয়েছিল যে, কোনো ভদ্র বাঘের সেখানে ডেরা বাঁধা

 ঠিক নয়।


 ৩.২) ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন?

উত্তর: লেখিকা নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায়,ছোট্ট বাঘ শিকার ধরায় দক্ষ হয়ে

 ওঠেনি। পাখির ছানা ধরতে গেলেই তারা উড়ে পালায় তাই সে পাখির ছানা ধরতে পারেনি।


৩.৩)বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন?

উত্তর: লেখিকা নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায়,গর্তে কাঁকড়া ছিল, সেই কাঁকড়া ধরার

 জন্য ছোট্ট বাঘ যেই গর্তের মধ্যে থাবা ঢুকিয়েছে, অমনি কাঁকড়া দাঁড়া দিয়ে কামড়ে ধরেছে

 থাবা। তাই যন্ত্রণায় বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল।


৩.৪) বাঘছানাকে তার বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল?

উত্তর: লেখিকা নবনীতা দেবসেন রচিত কবিতায়,ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা ছুটে যায়

 নদীর পাড়ে।তারপর নখের থাবড়ায় কাঁকড়ার দাঁড়া কেটে ফেলে এবং এভাবেই বাঘছানাকে

 কাঁকড়ার হাত থেকে তার বাবা রক্ষা করেছিল।


৩.৫)বাঘজননী লজ্জা পেয়েছিল কেন?

উত্তর: লেখিকা নবনীতা দেবসেন রচিত 'বাঘ' কবিতায়,খিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে

 মাছ ধরতে গিয়েছিল।এমন কাজ সাধারণত ভোঁদড়রা করে থাকে।বাঘের পক্ষে একাজ

 অপমানজনক। কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে। সন্তানের এরূপ কাজেই বাঘজননী লজ্জা

 পেয়েছিল।


৯)নীচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও:

৯.১)তার মনে মনে জমছে কেবল রাগ।

উত্তর:তার (উদ্দেশ্য) মনে মনে জমছে কেবল রাগ (বিধেয়)।


৯.২) বাঘছানা কি ধরতে পারে পাখি?

উত্তর:বাঘছানা (উদ্দেশ্য) কি ধরতে পারে পাখি? (বিধেয়)।


 ৯.৩) লালঠোে সব কাঁকড়া বেড়ায় হেঁটে।

উত্তর: লালঠেঙো সব কাঁকড়া (উদ্দেশ্য) বেড়ায় হেঁটে (বিধেয়)।


১০)নিজের ভাষায় উত্তর দাও:

১০.১)কবিতাটিতে দেখলাম কাঁকড়ার দাঁড়া থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে

 তারসম্পর্কে দু-একটি বাক্য লেখো।


উত্তর: কাঁকড়ার মতো দাঁড়া আছে, এমন প্রাণী হল-চিংড়ি, কাঁকড়া বিছে ইত্যাদি।

চিংড়ি: এরা জলের প্রাণী। এদের দাঁড়া শিকার ধরতে এবং অন্য প্রাণীর হাত থেকে আত্মরক্ষার

 জন্য ব্যবহৃত হয়।


** কাঁকড়া বিছে: সাধারণভাবে স্যাঁতসেতে, আনাচকানাচে, ঝোপঝাড়ে কাকড়া বিছে থাকে।

 এরা দাঁড়ার সাহায্যে শিকার ধরে। কাঁকড়া বিছের শরীরে বিষাক্ত হুল থাকে।


১০.২) ছোট্ট বাঘ ও তার বাবা-মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে

 গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায়

 শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কীভাবে এগুলো বন্ধ করে সমস্ত

 প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়, এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটিঅনুচ্ছেদ

 লেখো। 

উত্তর: বনের প্রাণীরা যে আলাদা কিছু নয়, এই জীবজগতেরই একটা অংশ, এইটা সকলের

 বোঝার দিন এসে গেছে। সমস্ত পৃথিবী থেকেই বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে ফলে বনের

 প্রাণীদের ঘরছাড়া হতে হচ্ছে। তারা মারাও পড়ছে চোরাশিকারীদের হাতে। থাকবার জায়গা

 আর খাবারের অভাবে অনেক বন্যপশুই হারিয়ে যেতে বসেছে। তাই বনাঞ্চল আর

 বন্যপ্রাণীদের বাঁচানোর জন্য  বিশ্ব জুড়ে প্রচার আর সচেতনতা করা হচ্ছে। সারা পৃথিবী

 জুড়ে বনাঞ্চল আর বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতও

 এই ক্ষেত্রে পিছিয়ে নেই।সারাদেশে আজ ৪০০টির মতো অভয়ারণ্য এবং ৭০টিরও বেশী

 জাতীয় উদ্যান গড়ে উঠেছে। তবে চোরাশিকারকে এখনো ঠেকানো যায়নি। এর জন্য চাই

 কড়া আইন আর সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা।


Contents:

আরো পড়ুন:

ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here

মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here

পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here

ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here

কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here

চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here


It all began with drip drip part 1 Click Here

It all began with drip drip part 2 Click Here

It all began with drip drip part3 Click Here

 

the adventurous clown part 1 Click Here

the adventurous clown Part 2 Click Here

the adventurous clown part 3 Click Here


The rainbow poem Lesson 3 part 1 Click Here


The Shop That Never Was Lesson 4 Part-1 Click Here

The Shop That Never Was Lesson-4 part-2

Click Here 

The Shop That Never Was Lesson -4 part-3

Class Here 



মরশুমের দিনে গল্পের প্রশ্ন উত্তর Click Here

মাটির ঘরের দেওয়াল চিত্র প্রশ্ন উত্তর click Here 

পিঁপড়ে কবিতার প্রশ্ন উত্তর click Here 

ফাঁকি গল্পের প্রশ্ন উত্তর click Here 

আশীর্বাদ গল্পের প্রশ্ন উত্তর click Here 

এক ভুতুড়ে কান্ড গল্পের প্রশ্ন উত্তর click Here 

বাঘ কবিতার প্রশ্ন উত্তর  click Here 


Land of the pharaohs part 1 click Here 

Land of the pharaohs part 2 click






Post a Comment

0 Comments