the adventurous Clown bengali meaning।the adventurous clown text summary। Class 6 english the adventurous clown।

 


the adventurous Clown bengali meaning।the adventurous clown text summary। Class 6 english the adventurous clown।



                                  The Adventurous Clown

                                                             Enid Blyton


Lesson 2

The Adventurous Clown by Enid Blyton Class 6 Part 2

বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-


Let's Continue :


1)' What do you mean by spoiling my race like that ?' he shouted .


 ('হোয়াট ডু ইউ মিন্ বাই স্পয়লিং মাই রেস্ লাইক দ্যাট?” হি শাউটেড্।')


'ওই ভাবে আমার দৌড় প্রতিযোগিতা পণ্ড করে দিয়ে তুমি কী করতে চাইলে?'সে চিৎকার

করে বলল।


2)' Now the other horse and cart will win! You silly, little clown!'


('নাউ দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন! ইউ সিলি, লিটল্‌ ক্লাউন!')


'এবার তো অন্য ঘোড়া ও গাড়িটি জিতে যাবে। তুমি বোকা পুঁচকে বিদূষক !'


3) Tuffy was upset .


(টাফি ওয়াজ আপসেট।)


টাফি মনমরা হয়ে পড়ল।




4)'You don't understand I'm a hero!" He ran out and sat down in a toy farm wiping his tears .


 ('ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আম আ হিরো!” হি র‍্যান্ আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয়

ফার্ম ওয়াইপিং হিজ টিয়্যারস্।')


'তুমি বুঝছ না যে আমি একজন নায়ক !' সে দৌড়ে চলে গেল এবং এক খেলনা খামার

বাড়িতে গিয়ে বসল চোখের জল মুছতে মুছতে।


5) Suddenly Tuffy noticed a doll's house in a corner of the shop .


(সাডেনলি টাফি নোটিড আ ডল্‌স হাউজ ইন আ কর্নার অব দ্য শপ।)


হঠাৎ টাফি দেখতে পেল দোকানের এককোণে এক পুতুলের বাড়ি।


6) He saw smoke coming out of one of the windows .


 (হি স্য স্মোক কামিং আউট অব ওয়ান অব দ্য উইনডোজ।)


একটি জানালা দিয়ে সে ধোঁয়া বের হতে দেখল।


7)'Fire! Fire! 'shouted Tuffy .


('ফায়ার! ফায়ার!'শাউটেড় টাফি।)


আগুন! আগুন!'বলে টাফি চিৎকার করতে লাগল।


8)'Another adventure! I'll put it out at once.' 


('অ্যানাদার অ্যাডভেঞ্চার্! আল্ পুট ইট আউট অ্যাট ওয়ানস্।')


'আরও একটি রোমাঞ! আমি এই মুহূর্তে আগুন নিভিয়েফেলব।'


9) He found a ladder and put it up against the wall of the doll's house .


(হি ফাউন্ড আ ল্যাডার অ্যান্ড পুট্ ইট আপ এগেইন্‌স্ট দ্য ওয়াল অব দ্য ডলস হাউস।)


সে একটি মই দেখতে পেল এবং সেটিকে পুতুলের বাড়ির দেয়ালে লাগাল।


10) Then he took a big bucket, filled it with water from the farm pond .


(দেন হি টুক্ আ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম্ দ্য ফার্ম পন্ড।)


তারপরে সে একটি বড়ো বালতি নিল, সেটিকে গোলাবাড়ির পুকুর থেকে জল নিয়ে ভরতি

করল।


11) He climbed the ladder and threw all the water in at the window .


 (হি ক্লাইম্বড্ দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইনডো।)


সে মই বেয়ে উঠল এবং জানালার মধ্যে দিয়ে সমস্ত জল ছুঁড়ে দিল।


12)Just then, someone caught him by the collar and roared, "And what do you think you're

doing playing a silly trick like that?'


(জাস্ট দেন, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোরড, “অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক

ইউ'র ড্রয়িং প্লেয়িং আ সিলি ট্রিক্ লাইক দ্যাট?'


ঠিক সেই সময়ে কোনো একজন তার কলার চেপে ধরল এবং গর্জন করে উঠল,'এই ধরনের

এক জঘন্য চালাকি করে তুমি কী করছ বলে ভাবছ?'


13) Poor Tuffy was shaken like a rat.


 (পুওর টাফি ওয়াজ শেকেন লাইক আ র‍্যাট।)


বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে গেল।


14)'Don't do that!" he shouted.


 ('ডোন্ট ডু দ্যাট ' হি শাউটেড।')


'ওরকম করবে না।' সে চিৎকার করে বলল।


15)'I am a hero! I was putting out the fire.,


 ('আই অ্যাম আ হিরো! আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার।')


'আমি একজন নায়ক ! আমি আগুন নেভাচ্ছিলাম।'


16)Tuffy saw that he was speaking to a sailor doll who was making porridge .


 (টাফি স্য দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেইলর ডল হু ওয়াজ মেকিং পরিজ।)


টাফি বুঝল যে সে এক নাবিক পুতুলের সাথে কথা বলছে যে পায়েস জাতীয় খাবারবানাচ্ছিল।


17)'Can't I cook in peace without you coming and throwing water at me ?'


 ('কান্ট আই কুক্‌ ইন পিস্ উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি ?')


'তুমি এলে এবং আমার দিকে জল ছুঁড়ে দিলে , এগুলো না হলে আমি কি শান্তিতে রাঁধতে

পারতাম না?'


18)' They won't let me be a hero," he sobbed.


 ('দে ওন্ট লেট্‌ মি বি আ হিরো,” হি সর্ড্।)'


('ওরা আমাকে কিছুতেই নায়ক হতে দেবে না,” সে ফুঁপিয়ে কেঁদে বলল')


19) Soon after, he heard a cry and looked around. 


(সুন আফটার, হি হার্ড আ ক্লাই অ্যান্ড লুক্‌ড্ অ্যারাউন্ড।] সামান্য পরেই, সে এক চিৎকারের

আওয়াজ শুনল এবং ফিরে তাকাল।)


20)There was a big bowl of water nearby . 


(দেয়্যার ওয়াজ আ বিগ বউল্ অব ওয়াটার নিয়্যারবাই।)


কাছেই এক বড়ো পাত্রভরতি জল ছিল।


21) In it were swimming two fine goldfish.

 

(ইন্‌ ইট ওয়্যার স্যুইমিং ট্যু ফাইন গোল্ডফিশ।)


এর মধ্যে সাঁতার কাটছিল দুটি সুন্দর সোনালি মাছ।



22) And there was a small doll too!


 (অ্যান্ড দেয়্যার ওয়াজ আ স্মল ডল্ টু!)


ওর মধ্যে একটি ছোট্ট পুতুলও ছিল!


23) She's fallen in! I'll rescue her! This is a real adventure at last!'


 ('শি’স্ ফলেন্ ইন! আ'ল রেস্কিউ হার! দিজ্ ইজ্ আ রিয়েল্ অ্যাডভেঞার্ অ্যাট্ লাস্ট!')


'এইরে, ও জলে পড়ে গেছে! আমি ওকে উদ্ধার করে বাঁচাব! অবশেষে সত্যিই এক

 রোমাঞ্চকর ঘটনা!'




Let's Do

ACTIVITY 4


Write T for true and  F for false statements in the given boxes. Give supporting statements

for each of your answers :


 (পাশে দেওয়া বাক্সে সঠিক বক্তব্য হলে  T ́ এবং ভুল হলে  F লেখো।তোমার প্রত্যেক উত্তরের

সপক্ষে সমর্থক বাক্য দাও :)


a) The farmer called the toy clown silly . 


(কৃষক খেলনা বিদূষককে বোকা-হাঁদা বলেছিল।)


Answer: T


Supporting statement:'You silly, little clown!”


b) Tuffy threw all the water at the farmer .


( টাফি সমস্ত জলটি চাষির দিকে ছুঁড়ে দিল।)


Ans. F


Supporting statement : He climbed the ladder and threw all the water in at the window.


C) The sailor doll could not cook in peace . 


(নাবিক পুতুলটি শান্তিতে রান্না করতে পারল না।)


Answer: T


Supporting statement :'Can't I cook in peace without you coming and throwing water at me?'


d)Three goldfish were swimming in a big bowl of water .


 (একটি বড়ো পাত্রের জলে তিনটি সোনালি মাছ সাঁতার কাটছিল।)


Answer:  F


Supporting statement: In it  were swimming two fine goldfish .


ACTIVITY 5


Answer the following questions:


 নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


a) What did Tuffy do when he got upset ?


(যখন টাফি বিচলিত হয়ে পড়ল তখন সে কী করল?)


Answer:

 When Tuffy got upset, he ran out and satdown in a toy farm wiping his tears .


(যখন টাফি বিচলিত হয়ে পড়ল, সে দৌড়ে বেরিয়ে গেল এবং চোখের জল মুছতে মুছতে

এক খেলনা গোলাবাড়িতে বসে পড়ল।)


b) How did the toy clown put out the fire ? 


(খেলনা বিদূষক কীভাবে আগুন নিভিয়েছিল?)


Answer:

To put out the fire, he put a ladder against the wall of the doll's house. Then climbing the

ladder, he threw a bucket full of water in at the window .


(আগুন নেভানোর জন্য, সে পুতুলেরঘরের দেয়ালে একটি মই লাগাল। তারপরে মই-এ

চড়ে, সে বালতি-ভরতি জল জানালা দিয়ে ছুড়ে দিল।)


c) Why was the sailor doll angry ?

(নাবিক পুতুলটি কেন রেগে গিয়েছিল?)


Answer:

The sailor doll was angry because Tuffy spoiled his cooking when he threw in water

through the window . 


[নাবিক পুতুলটি রেগে গিয়েছিল কারণ টাফি তার রান্না পণ্ড করে দিয়েছিল, জানালা দিয়ে

জল ছুড়ে দিয়ে।]



d) What real adventure did Tuffy find at last ?

(অবশেষে টাফি কোন্ প্রকৃত ঝুঁকিপূর্ণ কাজের রোমাঞ পেয়েছিল ?)


Answer:

Tuffy found a big bowl of water. Two goldfishwere swimming in it. There was also a doll in

the water. He thought that the doll was drowning. Tuffy felt that saving the doll was a real

adventure.


(টাফি একটি বড়ো জলের পাত্র দেখল। দুটি সোনালি মাছ জলে সাঁতার কাটছিল। সেই জলে

একটি পুতুলও ছিল। সে ভাবল যে পুতুলটি ডুবে যাচ্ছে। তখন তার মনে হল যে পুতুলটিকে

বাঁচানো হল প্রকৃত ঝুঁকিপূর্ণ কাজ।)



Contents:

আরো পড়ুন:

ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here

মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here

পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here

ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here

কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here

চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here


It all began with drip drip part 1 Click Here

It all began with drip drip part 2 Click Here

It all began with drip drip part3 Click Here

 

the adventurous clown part 1 Click Here

the adventurous clown Part 2 Click Here

the adventurous clown part 3 Click Here



The rainbow poem Lesson 3 part 1 Click Here


The Shop That Never Was Lesson 4 Part-1 Click Here








Post a Comment

0 Comments