The Adventurous Clown
Enid Blyton
Lesson 2
The Adventurous Clown by Enid Blyton Class 6 Part 3
বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-
Let's Continue :
1) He caught hold of a little net and dipped it into the water .
(হি কট্ হোল্ড অব আ লিট্ল নেট অ্যান্ড ডিপড় ইট ইনটু দ্য ওয়াটার। )
সে একটি ছোট্টো জাল নিল এবং সেটিকে জলের মধ্যেফেলল।
2) He brought the little doll out .
(হি ব্রট দ্য লিটল ডলআউট।)
ছোট্টো পুতুলটিকে সে জল থেকে তুলে আনল।
3) But she slipped out and fell on to the table banging her head .
(বার্ট শি স্লিপড্ আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গগিং হার হেড।)
কিন্তু সে তার হাত ফসকে গলে পড়ে গেল এবং টেবিলের ওপর পড়ে তার মাথা ঠুকে গেল।
4)She began to cry.
(শি বিগ্যান টু কাই।)
সে কাঁদতে লাগল।
5) Up came a policeman doll and said fiercely,'What are you doing, catching the
doll and making her bump her head like that?'
(আপ কেম আ পোলিসম্যান্ ডল অ্যান্ড সেইড ফিয়্যারলি,'হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য
ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট?'
এগিয়ে এল একজন পুলিশ পুতুল এবং ক্রুদ্ধভাবে বলল,'কী করছ তুমি, পুতুলটিকে ধরছ
এবং ওইভাবে ওর মাথা ঠুকে দিচ্ছ ?'
6)'I was saving her from drowning!' said Tuffy.
('আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং।'সেইড টাফি।)
'আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম,' টাফি বলল
7)'I was having such a lovely swim!'sobbed the little doll.
('আই ওয়াজ হ্যাভিং সাচ্ আ লাভলি সুইম্!” সব্ড্ দ্য লিট্ল ডল্।)
'আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম।' ছোট্ট পুতুলটি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল।
8) swim with the goldfish every night.
('আই সুইম ইউথ দ্য গোল্ডফিশ এভরি নাই।)
'রোজ রাতে আমি সোনালি মাছের সাথে সাঁতার কাটি।'
9) But that clown caught me in a nasty net and spoilt my fun .
(বাট্ দ্যাট্ ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েন্ট মাই ফান্।)
কিন্তু ওই বিদুষকটি একটি বিশ্রী জাল দিয়ে আমাকে ধরল এবং আমার আনন্দ নষ্ট করে দিল।
10) He isn't a hero at all!'
(হি ইজনট আ হিরো অ্যাট অল!')
ও একেবারেই নায়ক নয়।'
11) The policeman locked Tuffy in a room in the police station.
(দ্য পোলিসম্যান লক্ড় টাফি ইন আ রুম ইন্ দ্য পোলিস স্টেশন।)
থানার একটি ঘরে পুলিশ টাফিকে তালাবদ্ধ করে রাখল।
12) Suddenly he heard a noise outside the window of the room.
(সাডেন্লি হি হার্ড আ নয়েজ আউসাইড দ্য উইন্ডো অব দ্য রুম।)
হঠাৎ করে সে ঘরের জানালার বাইরে একটি আওয়াজ শুনতে পেল।
13)'Tuffy, Tuffy!" barked a little voice.
('টাফি, টাফি!” বাকড্ আ লিট্ল ভয়েস্।)
'টাফি, টাফি। 'ঘেউ ঘেউ শব্দ করে একটি ছোট্টো গলার আওয়াজ তাকে ডাকল ।
14)'It is I, Timothy.
('ইট ইজ আই, টিমোথি।
'এই যে আমি, টিমোথি।
15) Here is the key to the door.'
(হেয়ার ইজ্ দ্য কি টু দ্য ডোর।')
এই নাও দরজার চাবি।'
16) Tinkle! The key fell to the floor and the clown quickly unlocked the door.
(টিং! দ্য কি ফেল্ টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইক্লি আলড্ দ্য ডোর।)
টুং। চাবিটি মেঝের উপর পড়ল এবং বিদূষক তাড়াতাড়ি দরজা খুলল।
17) Timothy and he ran off together and climbed up to the shelf.
(টিমোথি অ্যান্ড হি র্যান্ অফ টুগেদার অ্যান্ড ক্লাইমড্ আপ্ টু দ্য সেলফ্ ।)
টিমোথি এবং সে দৌড়ে পালাল একসাথে এবং উঠে পড়ল তাকের উপরে।
18)Thank you. You're the hero!" he said .
('থ্যাঙ্ক ইউ। ইউ আর দ্য হিরো!” হি সেইড্।)
'ধন্যবাদ তোমাকে। তুমিই নায়ক!” সে বলল।
19)'I didn't stop to think .
('আই ডিড্ ট স্টপ টু থিঙ্ক ।)
'আমি একবারও চিন্তাভাবনা করিনি।
20) But you saw I was in real trouble and you saved me.'
(বাট্ ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাব্ অ্যান্ড ইউ সেভড় মি।')
কিন্তু তুমি লক্ষ করেছিলে যে আমি প্রকৃতই বিপদগ্রস্ত এবং তুমি আমাকে রক্ষা করেছ।'
21)The toy dog blushed.
(দ্য টয় ডগ ব্লাশড়।)
খেলনা কুকুর লজ্জায় রাঙা হয়ে উঠল।
22)'Oh! How peaceful it is up here.
('ওহ্! হাউ পিসফুল ইট ইজ্ আপ হেয়ার।)
'উঃ! ওপরে কী শান্তি।
23) I'll never want to leave this shelf again.'
(আইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেইন।')
আমি আর কখনও তাক ছেড়ে নামতে চাই না।'
24) And, until he was sold, he never did!
(অ্যান্ড, আনটিল্ হি ওয়াজ্ সোল্ড, হি নেভার ডিড্!)
এবং যতদিন সে বিক্রীত হয়নি, সে কখনোই তাক থেকে নামেনি।
ACTIVITY 7
Answer the following questions in complete sentences.
( সম্পূর্ণ বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও।)
a) Why did Tuffy put the little net in the water?
('টাফি কেন ছোটো জালটি জলে ফেলেছিল?)
Answer:
Tuffy put the little net in the water to save the little doll from drowning.
(টাফি ছোটো জালটি জলে ফেলেছিল ছোটো পুতুলটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে।)
b) What made the little doll think that Tuffy wasnot a hero?
(কেন ছোটো পুতুলটি ভেবেছিল যে টাফি নায়ক ছিল না ?)
Answer:
Tuffy caught the doll in a nasty net and spoilt her fun. So she thought that Tuffy was not a hero.
(টাফি তার জঘন্য জালে পুতুলটিকে ধরেছিল এবং তার মজা নষ্ট করে দিয়েছিল। তাই সে
ভেবেছিল যে টাফি আসলে নায়ক ছিল না।)
c) How was Tuffy released from the police station?
(টাফি কীভাবে থানা থেকে মুক্তিপেয়েছিল ?)
Answer:
Timothy dropped the key of the closed door through the window. Tuffy opened the door
with the key and was released from the police station.
(টিমোথি জানালা দিয়ে বন্ধ দরজার চাবি মেঝের উপরে ফেলে দিয়েছিল। সেই চাবি দিয়ে
টাফি দরজা খুলল এবং থানা থেকে মুক্তি পেল।)
d) Why did Timothy blush ?
(টিমোথি কেন লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল?)
Answer:
Tuffy praised Timothy as the true hero. Timothy blushed with shyness.
(টাফি টিমোথিকে প্রকৃত নায়ক বলে প্রশংসা করেছিল। টিমোথি লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল।)
Let's Work Together
a) Take a pair of old socks.
(একজোড়া পুরোনোমোজা নাও।)
b) Stuff them with cotton wool.
(সেগুলি তুলোভরে ফেলো দিয়ে)
C) Take a sheet of coloured paper. Fold it to
make a clown's cap. Put the cap on one sock. Imagine the puppet to be Tuffy.
(রঙিন কাগজের একটি পাতা নাও। সেটিকে ভাঁজ করে একটি বিদূষকের টুপি তৈরি করো।
একটি মোজার উপর টুপিটি লাগাও। ওই পুতুলটিকে ভাবো টাফি।)
d) Take a long piece of paper to make a tail. Fix it to the other sock. Imagine the other
puppet to be Timothy.
(কাগজের একটি বড়ো টুকরো নাও লেজ তৈরির জন্য। এটিকে অন্য মোজাটির সাথে
লাগাও। এই পুতুলটিকে টিমোথি ভাবো।)
e) Now start an imaginary conversation between Tuffy and Timothy.
(এইবারে টাফি এবং টিমোথির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন শুরু করো।)
f) You may start the conversation in the following manner :
(তুমি এইভাবে কথোপকথনটি শুরু করতে পারো)
Answer:
Tuffy:
I'm bored, Timothy. Let's go on an adventure.
(আমি ক্লান্ত হয়ে পড়েছি টিমোথি। চলো একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ি।)
Timothy:
You're always looking for adventure.
(তুমি সবসময়ই অ্যাডভেঞ্চারের খোঁজ করছ।)
Tuffy:
Oh, here is one now! The farmer can't control the horse. I'll stop it !
(আহা, এইতো একটা পাওয়া গেছে! কৃষকটি ঘোড়াটাকে সামলাতে পারছে না, আমি ওটাকে
থামাব।)
Timothy:
Don't jump down! They're having a race !
(লাফিয়ে পড়ো না! ওরা একটা দৌড় প্রতিযোগিতা
করছে!)
Tuffy:
Is that so?
(তাই কি?)
Timothy:
Yes, please think before you act, Tuffy.
(হ্যাঁ, কিছু করার আগে ভেবে করো, টাফি।)
Tuffy:
You're right. I'm too hasty. Thanks for your advice.
(তুমি ঠিকই বলছ। আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলি। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ।)
Timothy:
You're welcome, my friend.
(স্বাগত, বন্ধু আমার ।)
Contents:
আরো পড়ুন:
ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here
মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here
পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here
ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here
কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here
চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here
It all began with drip drip part 1 Click Here
It all began with drip drip part 2 Click Here
It all began with drip drip part3 Click Here
the adventurous clown part 1 Click Here
the adventurous clown Part 2 Click Here
the adventurous clown part 3 Click Here
The rainbow poem Lesson 3 part 1 Click Here
মরশুমের দিনে গল্পের প্রশ্ন উত্তর Click Here
0 Comments