ক। কবি পরিচিতি
খ। সারসংক্ষেপ
গ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ (MCQ)
ঘ) হাতে কলমে সমাধান
e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট
ফাইনালপরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য
আমাদের কাছেবিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
কবি পরিচিতি:
১৯৩৪ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। মাত্র
চার বছরবয়সে তিনি কলকাতায় চলে আসেন। ছাত্রজীবনে তিনি কেবল কবি বা ঔপন্যাসিক
ছিলেন না,একইসাথে তিনি ছিলেন সম্পাদক, সাংবাদিক, কলামনিস্ট এবং ছোটোগল্পকার।
তাঁর লেখা প্রথমউপন্যাস হল ‘আত্মপ্রকাশ' এবং প্রথম কাব্যগ্রন্থ হল একা এবং কয়েকজন'।
বড়োদের পাশাপাশিছোটোদের মহলেও তিনি সমান জনপ্রিয়। ‘কাকাবাবু-সন্তু' নামে জনপ্রিয়
গোয়েন্দা সিরিজ তাঁরই রচনা।নীললোহিত’ ছাড়াও ‘সনাতন পাঠক' এবং ‘নীল উপাধ্যায়'
ছদ্মনামেও তিনি অনেক সাহিত্য রচনাকরেছেন। ১৯৫৩ খ্রিস্টাব্দ থেকেই তিনি ছিলেন
“কৃত্তিবাস' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। সুনীলগঙ্গোপাধ্যায় ‘আনন্দ পুরস্কার'বঙ্কিম
পুরস্কার’সাহিত্য অকাদেমি’ ইত্যাদি নানা পুরস্কারে সম্মানিতহয়েছেন। তাঁর বিখ্যাত কয়েকটি
উপন্যাস হল-প্রথম আলো ’সেই সময় ’পূর্বপশ্চিম 'মনের মানুষ,অরণ্যের দিনরাত্রি' প্রভৃতি।
তাঁর উল্লেখযোগ্য দুটি কবিতার বইয়ের নাম হল-সেই মুহূর্তে নীরা' ও একাএবং কয়েকজন'।
তিনি দুশোর বেশি গ্রন্থ রচনা করেছেন। তাঁর বহু সৃষ্টি চলচ্চিত্রে, বেতারে ওটিভির পর্দায়
রূপায়িত ও পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। ২০১২ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর এইমহান
সাহিত্যিকের মৃত্যু হয়।
বিষয়সংক্ষেপ:
আবহাওয়া বিজ্ঞানী পুরন্দর চৌধুরি অন্ধকার আকাশে কম্পিউটার-চালিত ছোটো একটি
রকেটে করেপাক খাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন অসীমা। পুরন্দর চৌধুরি বৃষ্টিবিদ্যায়
বিশ্বখ্যাত। তিনি ইচ্ছেমতো মেঘতৈরি করে যে-কোনো জায়গায় কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাতে
সক্ষম ৷ কারপভের মতো বিজ্ঞানীরা তাইতাঁকে ‘মেঘ-চোর' বলে গালিগালাজ করে থাকেন।
এই ‘মেঘ-চোর' বিজ্ঞানী বর্তমানে আলাস্কার আকাশেতাঁর রকেটে অবস্থান করছেন, সঙ্গে
রয়েছে তাঁর ভাইঝি অসীমা। রকেটে তাঁদের সঙ্গে রয়েছে ফাইবারগ্লাসের বাক্সে ভরা
ফুটবলের আকারের একটি ধাতব বল। পারদের সঙ্গে এগারোটি ধাতু মিশিয়ে তৈরিহয়েছে
এই অ্যালয় বলটি। এটিকে বায়ু নিরোধক অবস্থায় রাখতে হয় কারণ জলের ছোঁয়া লাগলেই
এটিগরম হতে শুরু করে। রকেটে করে উড়তে উড়তে তাঁরা এখন মাউন্ট চেম্বারলিন
পাহাড়ের ওপরেপৌঁছেছে। তার ঠিক পাশেই লেক শ্রেভার। পুরন্দরের ইচ্ছা এই হ্রদটিকে
পুরোপুরি শুকিয়ে ফেলেহারিয়ে যাওয়া সভ্যতা আটলান্টিসের সন্ধান করা। এই কাজে তাঁর
হাতিয়ার সেই ধাতব বল। বলটি লেকশ্রেভার-এর বরফে ঢাকা জলের সংস্পর্শে এলেই গরম
হতে শুরু করবে। ফলে পাঁচ মিনিটের মধ্যেইসমগ্র লেকটিকে শুকিয়ে ফেলতে তিনি সমর্থ
হবেন। পুরন্দর চৌধুরির এই ধরনের কাজকর্মেপৃথিবীবাসীরা আতঙ্কিত। পৃথিবীর
আবহাওয়ামণ্ডলের ভারসাম্য এতে সাংঘাতিকভাবে বিঘ্নিত হবে বলেতাদের ধারণা। তাই
অসীমা প্রথমে যুক্তির দ্বারা পুরন্দর চৌধুরিকে বোঝানোর চেষ্টা করেন। সেই প্রচেষ্টাসম্পূর্ণ
ব্যর্থ হলে অসীমা তাঁর কোটের পকেট থেকে একটি ছোটো রিভলভার বের করে পুরন্দরকে
ভয়দেখান। তখনই পুরন্দর চৌধুরি জানতে পারেন, অসীমা মোটেও তাঁর ভাইঝি নন। তিনি
আসলে বিজ্ঞানীকারপভের মেয়ে এবং কম্পিউটারে বিশেষ পারদর্শী। কম্পিউটারে বিশেষ
দক্ষ অসীমা তখনরকেটটিকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে যান। তাঁর
উদ্দেশ্য ছিল ওই ধাতব বলটিযেন আর কখনোই জলের ছোঁয়া পেয়ে গরম হতে না পারে।
এরপর অসীমা বলটি মহাশূন্যে ভাসিয়েদেন। ফলে পৃথিবী অনিবার্য ধ্বংসের হাত থেকে
বেঁচে যায়। ‘মেঘ-চোর' বিজ্ঞানী পুরন্দরের সমস্তউদ্যোগ ব্যর্থ হয়ে যায়। অসীমারই বুদ্ধি ও
কৌশলে পৃথিবীর জলরাশি এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত ওবিপর্যস্ত হওয়ার হাত থেকে
রক্ষা পায়।
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ) (MCQ)
১) পুরন্দরের বয়স -
ক) পঞ্চাশের কাছাকাছি
খ) পঞ্চাশ
গ) ষাট
ঘ) ষাটের কাছাকাছি
উত্তর:(ক) পঞ্চাশের কাছাকাছি
২) অসীমার বয়স-
ক) ছাব্বিশ
খ) সাতাশ
গ) আঠাশ
ঘ) ঊনত্রিশ
উত্তর:(খ)সাতাশ
৩) পুরন্দর চৌধুরির ভাই নিরুদ্দেশ হয়ে গেছে যত বছর আগে-
ক) ১৫
খ) ২৫
গ) ৩৫
ঘ) 80
উত্তর:(খ) ২৫
৪) বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে আলোচনাসভায় কে পুরন্দরকে'মেঘ-চোর'বলেছিল-
ক)অসীমা
খ) দিক্বিজয়
গ) এঁদের কেউই নয়
ঘ) বিজ্ঞানী কারপভ
উত্তর:(ঘ) বিজ্ঞানী কারপভ
৫)পুরন্দর চৌধুরি ছিলেন-
ক) রসায়নবিজ্ঞানী
খ) পদার্থবিজ্ঞানী
গ) বৃষ্টিবিজ্ঞানী
ঘ) জীববিজ্ঞানী
উত্তর:(গ) বৃষ্টি বিজ্ঞানী
৬)'মেঘ-চোর' গল্পে মেঘ-চোর হলেন-
ক) কারপভ
খ) অসীমা
গ) পুরন্দর
উত্তর:(গ) পুরন্দর
৭)পুরন্দর চৌধুরি কোথায় মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন?
ক) আলাস্কায়
খ) সাহারা মরুভূমিতে
গ) লেক শ্রেভারে
ঘ) সাইবেরিয়ায়
উত্তর:(খ) সাহারা মরুভূমিতে
৮)পুরন্দর চৌধুরি সাহারা মরুভূমিতে একমাসে কতটা বৃষ্টিপাত ঘটিয়েছিলেন?
ক) একশো ইঞ্চি
খ) দেড়শো ইঞ্চি
গ) দুশো ইঞি
ঘ) তিনশো ইঞ্চি
উত্তর:(ক) একশো ইঞ্চি
৯) মেঘ-চোর' গল্পে পুরন্দর চৌধুরির ভাইয়ের নাম ছিল-
ক) সুজয়
খ) বিজয়
গ)দিক্বিজয়
ঘ) গিদ্রাগজ
উত্তর:(গ) দিক বিজয়
হাতে-কলমের সমাধান:
একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
১)‘মেঘ-চোর'-এর মতো তোমার পড়া দু-একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো।
উত্তর: আমার পড়া কল্পবিজ্ঞানমূলক গল্পগুলির মধ্যে দুটি উল্লেখযোগ্য গল্প হল সত্যজিৎ
রায়ের‘বঙ্কুবাবুর বন্ধু' ও ‘একশৃঙ্গ অভিযান'।
২) এই গল্পে কজন চরিত্র ? তাদের নাম কী?
উত্তর: চরিত্রের সংখ্যা: ‘মেঘ-চোর' গল্পে মোট চারটি চরিত্রের উল্লেখ আছে, তাদের
নাম-‘মেঘ-চোর'গল্পের সক্রিয় চরিত্রগুলি হলেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরি এবং অসীমা
আর প্রসঙ্গত এসেছেদিক্বিজয় ও বিজ্ঞানী কারপভের নাম।
৩) মেঘ-চোর' কাকে বলা হয়েছে?
উত্তর: ‘মেঘ-চোর’ গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরিকে ‘মেঘ-চোর' বলা হয়েছে।
৪) পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: পুরন্দরের পরিচয়: পুরন্দর চৌধুরি হলেন একজন নামজাদা বৃষ্টিবিজ্ঞানী। পঞ্চাশের
কাছাকাছিবয়সের এই বিজ্ঞানী সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে
সমগ্র বিশ্বজুড়েআলোড়ন সৃষ্টি করেছেন।
৫) অসীমা সম্বন্ধে দু-একটি বাক্য লেখো।
উত্তর: অসীমা বিজ্ঞানী কারপভের মেয়ে।পুরন্দরকে তার ভয়ংকর পরীক্ষা
থেকবিরত করতেই সে নিজেকে পুরন্দরের ভাইঝি হিসেবে নিজের মিথ্যা পরিচয়
দিয়েছিলেন। সাতাশ বছরবয়সি অসীমা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে
গবেষণা করে, তবে ভূগোল ওকম্পিউটারে রয়েছে তাঁর বিশেষ আগ্রহ এবং দক্ষতা।
৬) পুরন্দর কী সাংঘাতিক কাণ্ড করেছেন?
উত্তর: সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর
একটিসাংঘাতিক কাণ্ড করেছেন। এই বৃষ্টিপাতের জন্য তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি
করে সাহারায় নিয়েএসেছিলেন।
৭) রাষ্ট্রসঙ্ঘে বিভিন্ন দেশ কী দাবি তুলেছে?
উত্তর: পুরন্দর চৌধুরি সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে গিয়ে
সাহারামরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। এইজন্য রাষ্ট্রসংঘের
বিভিন্ন দেশ দাবিতুলেছে যে, মেঘ চুরি আইন করে পরিবর্তন করা দরকার।
৮) হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় ?
উত্তর: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
৯) পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন?
উত্তর: পুরন্দর চৌধুরি যখন ধাতব বলটি হ্রদে ফেলার উদ্যোগ
নিচ্ছিলেনতখন তিনি জানতে পারেন, অসীমা আগে থেকেই কম্পিউটার প্রোগ্রামিং-এর
কৌশলে কৌশলে তাঁদেররকেটটিকে বায়ুমণ্ডলের অনেক ওপরে নিয়ে গেছেন। পারদের
সঙ্গে এগারোটি ধাতু মিশিয়ে তৈরি তাঁরধাতব বলটি সেখানে ক্রমে ঠান্ডা হয়ে আসছে। তখন
পুরন্দর বুঝতে পারেন, সুন্দরী মেয়েটি ভাইঝিপরিচয়ে তাঁকে সম্পূর্ণ ঠকিয়েছে। সে-কথা
বুঝতে পেরে বিস্ময়ে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গিয়েছিল।
১০) জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কেন?
উত্তর: আমেরিকার বোস্টন শহরে একটি আবহাওয়াসংক্রান্তআলোচনাসভায় বিখ্যাত
বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরিকে বিজ্ঞানী কারপভ ‘মেঘ-চোর' বলে অপবাদদেন। তিনি এই
কথার প্রতিবাদ করতে গিয়ে উত্তেজনায় অজ্ঞান হয়েযান। জ্ঞান ফিরলে তিনি দেখেন,একটি
সুন্দরী বাঙালি মেয়ে তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।বিদেশবিভূঁইতে আত্মীয়স্বজনহীন
পুরন্দরঅপ্রত্যাশিতভাবে একটি বাঙালি মেয়ের সেবাপেয়ে আনন্দে অবাক হয়ে যান।
১১) দিক্বিজয় কে ছিলেন?
উত্তর: দিক্বিজয় ছিলেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দরের ভাই। তিনি পঁচিশ
বছর আগেনিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন।
১২)গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি কোথায় ছিল?
উত্তর: গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি ছিল আলাস্কার আকাশে একটি রকেটে।
১৩) ইগলু-র পরিবর্তে সেখানে তখন কী দেখা যাচ্ছিল ?
উত্তর: আলাস্কা অঞ্চলে এস্কিমোদের বাসস্থান ইগলুর পরিবর্তে তখন বড়ো বড়ো বা শীতাতপ
নিয়ন্ত্রিতবাড়ি দেখা যাচ্ছিল।
১৪) কেন বলা হয়েছে অসীমা ‘ভূগোলও বেশ ভালো জানে'?
উত্তর: রকেট থেকে নীচের তুষারাবৃত একটিপাহাড়ের দিকেতাকিয়েই অসীমা বলে
দিয়েছিলেন যে, পাহাড়টি হল মাউন্ট চেম্বারলিন।তিনি আরও জানিয়েছিলেন,মাউন্ট
চেম্বারলিন আলাস্কায় অবস্থিত এবং ওই পাহাড়ের পাশেরযে হ্রদটি কুয়াশা দিয়ে ঘেরা, তার
নামলেক শ্রেভার। এসব থেকেই বোঝা যায় ইতিহাস নিয়েগবেষণা করলেও ভূগোলেও
অসীমার দক্ষতাআছে।
১৫) কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল?
উত্তর: পুরন্দর চৌধুরি সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং
সেখানে একমাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন।
১৬) তুষার যুগ কাকে বলে?
উত্তর: তুষার যুগ-যে যুগে পৃথিবীপৃষ্ঠ তুষারে অর্থাৎ বরফে ঢেকে গিয়েছিল, সেই যুগকেই
তুষার যুগ বলেঅভিহিত করা হয়। পৃথিবীতে এই রকম তুষার যুগ বেশ কয়েকবার এসেছে,
তবে আনুমানিক তেরোহাজার বছর আগে পৃথিবীতে শেষ তুষার যুগ এসেছিল।
১৭) পৃথিবী থেকে কত জল সারাবছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়?
উত্তর: পৃথিবী থেকে পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল সারা বছর বাষ্প হয়ে মেঘে
পরিণত হয়।
১৮) মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন ?
উত্তর:ব মানুষ, গাছপালা ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রতিবছরপনেরো হাজার কিউবিক
মাইল বৃষ্টি প্রয়োজন। কিন্তু বর্তমানে জনসংখ্যা অত্যন্ত দ্রুতহারে বেড়েযাওয়ায় জলের
চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার।
১৯) আটলান্টিস কী?
উত্তর: আটলান্টিস হল একটি লুপ্ত সভ্যতার নাম। যেহেতু এইসভ্যতার তেমনকোনো প্রমাণ
পাওয়া যায়নি, তাই অনেকের মতে এটি নিছকই প্রাচীন গ্রিকলেখকদের কল্পনা।
২০)পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায় ?
উত্তর: আটলান্টিসের অবস্থান: পুরন্দরের মতে, আটলান্টিসের অবস্থান আলাস্কার লেক
শ্রেভারের নীচে।তাই তিনি লেক শ্রেভারের জল শুকিয়ে ফেলে সেই সভ্যতার অনুসন্ধান
করতে চেয়েছিলেন।
CONTENTS:
আরো পড়ুন:
ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here
পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here
বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here
একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here
আত্মকথার প্রশ্ন উত্তর Click Here
খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here
কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here
0 Comments