The passing Away of Bapu
Nayantara Sehgal
Lesson 3
The passing Away of Bapu by
Nayantara sehgal CLASS 10 Unit 1 (Text)
About the Author
Nayantara Sehgal was born on May 10, 1927 into one of India's most prominent political
families. Her mother Vijayalakshmi Pandit was India's first ambassador to the USSR . Later
she became the first woman President of the United Nations General Assembly. Her uncle
Jawaharlal Nehru was India's first Prime Minister and her first cousin, Indira Gandhi, was
India's third Prime Minister. So it is not surprising that politics and history inspire and
underlie much of her writing. Beginning with her memoir Prison and Chocolate Cake'
which was published in 1954, Sehgal has authored many political writings like The Story of
India's Freedom Movement' and 'Indira Gandhi, Her Road to Power,' along with a number
of collection of essays, 'Point of View, A Personal Response to Life, Literature and Politics'
etc. Novels bring out Nayantara Sehgal as a writer with feminist concerns seeking
independent existence of women. She sees women as victims of traditional Indian society
engaged in their quest for identity. Award She received the Sinclair Prize (Britain) for
fictionin 1985, Sahitya Akademi in 1986, and Commonwealth Writers' Award (Eurasia) in
1987She was also a Fellow of the Woodrow Wilson International Centre for
Scholars Washington from 1981 to 1982.As 'the child of Gandhi's India', her own life,
literary and personal, presents her as a great champion for the cause of Gandhian approach
andideology in life. Her novels including her autobiographies clearly bring forth the
influence of the Gandhian principles and thoughts on her.
লেখক পরিচিতি:
(ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল রাজনৈতিক পরিবারগুলির মধ্যে একটিতে ১৯২৭ সালের ১০
মে নয়নতারা সায়গল জন্মগ্রহণ করেন। তাঁর মা বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন সোভিয়েত
রাশিয়ায় নিযুক্ত ভারতবর্ষের প্রথম রাষ্ট্রদূত। পরবর্তীকালে তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়
প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। তাঁর কাকা জওহরলাল নেহরু ছিলেন ভারতবর্ষেরপ্রথম
প্রধানমন্ত্রী এবং তাঁর খুড়তুতো দিদি ইন্দিরা গান্ধি ছিলেন ভারতবর্ষের তৃতীয় প্রধানমন্ত্রী। তাই
এটি মোটেই আশ্চর্যের বিষয় নয় যে তাঁরবেশিরভাগ লেখার অনুপ্রেরণা ও ভিত্তিস্বরূপ হবে
রাজনীতি ও ইতিহাস। e ১৯৫৪ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘প্রিজন্ অ্যান্ড্রু চকোলেট কেক'
দিয়ে শুরু করে সায়গল বহু রাজনৈতিক লেখা লিখেছেন,যেমন—'দ্য স্টোরি অভ্।ইন্ডিয়াজ
ফ্রিডম মুভমেন্ট' আর ‘ইন্দিরা গান্ধি: হার রোড টু পাওয়ার,সেইসঙ্গে একাধিক প্রবন্ধ
সংকলন, ‘পয়েন্ট অভ্ ভিউ আ পার্সোন্যাল রেসপন্স টু লাইফ, লিটারেচার অ্যান্ড পলিটিক্স'
ইত্যাদি।উপন্যাসগুলি লেখিকা নয়নতারা সায়গলের নারীবাদী সত্তার রূপ তুলে ধরে যা
মেয়েদের স্বতন্ত্র অস্তিত্বের পক্ষে| তিনি মেয়েদের দেখেন চিরাচরিত ভারতীয় সভ্যতার বলি
হিসেবে, যারা নিজেদের অস্তিত্বের খোঁজ করে চলেছে।তিনি ১৯৮৫ সালে উপন্যাসের জন্য
সিনক্লেয়ার পুরস্কার পান, ১৯৮৬ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং ১৯৮৭ সালে
কমনওয়েলথ্ রাইটার্স অ্যাওয়ার্ড পান। উড্রো উইলসন্ ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস্
যেটি ওয়াশিংটনে অবস্থিত, সেখানে ১৯৮১ থেকে ১৯৮২ পর্যন্ত তিনি ফেলোও ছিলেন।
গান্ধির ভারতের সন্তান' হিসেবে তাঁর ব্যক্তিজীবন ও সাহিত্যজীবন তাঁকে গান্ধিবাদী দৃষ্টিভঙ্গি
ও মতাদর্শের এক মহান প্রবক্তারূপে উপস্থাপিত করে। তাঁর আত্মজীবনী-সহ উপন্যাসগুলি
তাঁর ওপর গান্ধিবাদী নীতি ও চিন্তাভাবনার প্রভাবের সুস্পষ্ট প্রকাশ।)
Read the following:
Unit 1
1) I was having tea at home on the evening of 30th January,1948, when I was called to Birla
house by an urgent telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. I was
numb with shock as I got into the car.
উচ্চারণ:
আই ওয়াজ হ্যাভিং টি অ্যাই হোম্ অন দি ইভিনিং অত্ব পাঠিয়ে জানুয়ারি,1948, হোয়োন্ আই
ওয়াজ কলছ টু বিড়লা হাউজ বাই অ্যান আরজেন্ট টেলিফোন। গান্ধিজি হ্যাড বিন্ শই অনু
হিজ ওয়ে টু আ প্রেয়ার নিচ্ছি। আই ওয়াজ নাম্ উইথ গৰু অ্যাজ আই পাই ইনটু দ্য কার।
বঙ্গানুবাদ:
১৯৪৮ সালে ৩০শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, একটি জরুরি ফোনের
মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়।একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধিজি
গুলিবিদ্ধ হয়েছেন।এই আকস্মিক আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম।
2) At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body .There
was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread
through Delhi like a flame fanned by wind. Sad groups of men and women had collected
around Birla House. Out of every window one could see a brown blur of faces. They did
not make a sound .There was an unnatural silence. It was as if time stood still for those few
minutes.
উচ্চারণ:
অ্যাট দ্য বিড়লা হাউজ, গান্ধিজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ারস হ্যাভ গ্যাদারড রাউন্ড হিজ
বডি। দেয়্যার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধিজি ব্রিদড় হিজ লাস্ট । ওয়ার্ডস্ অভ্
বাপুজীস ডে হ্যান্ড স্পেড খু দেহি লাইক আ ফ্রেম ফ্যানড বাই উইন্ড। স্যাড গ্রুপস অভ
যেন অ্যান্ড উইমেন হ্যাড কালেকটেড অ্যারাউন্ড বিড়লা হাউজ। আউট অত্ত্ব এভরি উইন্ডো
ওয়ান ক্যুড সী আ ব্রাউন ব্লার অভু ফেসেস। দে ডিড নট মেক আ সাউন্ড। দেয়্যার ওয়াজ
অ্যান আনন্যাচারাল সাইলেন্স। ইট্ ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজু ফিউ
মিনিটস।
বঙ্গানুবাদ:
বিড়লা হাউসে গান্ধিজির আত্মীয় ও অনুগামীরা তাঁর মৃতদেহের চারপাশে ভিড় করে
দাঁড়িয়েছিল। গান্ধিজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন- এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে।
হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে
পড়েছিল।বিষণ্ণ পুরুষ ও মহিলার দল বিড়লা হাউসে ভিড় জমাচ্ছিল। প্রতিটি জানালা দিয়েই
দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। তারা কোনো শব্দ করছিল না। এক
অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থমকে
গেছে ।
3) The people were too stunned to speak in the beginning .Later they clamoured wildly,
shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They
calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before
the funeral.
উচ্চারণ:
দ্য পিপল অয়্যার টু স্টানড টু স্পিক ইন দ্য বিগিনিং। লেটার সে ক্ল্যাসারড় ওয়াইলডলি
শাউটিং অ্যান্ড ক্রাইং। সে জগড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পীড টু ব্রেক ইন্ট দ্য
হাউজ।দে কাড আ লিটল হোয়োন ইট্ ওয়াজ অ্যানাউন্সই দ্যাট দে উড় বি এল টু সী গান্ধিজি
বিফোর দ্য ফিউনারেল।
বঙ্গানুবাদ:
শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না। তারপর তারা
তুমুল চিৎকার করতে শুরু করল আর কাঁদতে লাগল। তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি
করে একে অপরকে ঠেলাঠেলি করছিল। যখন এটা ঘোষণা হল যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে
গান্ধিজিকে দেখতে দেওয়া হবে তারা একটু শান্ত হল।
4) When one is faced with the shock of a loved one's death, one whimpers,'What will
become of me now that he has left me ?' This was surely the question uppermost in the
mind of the mourning people. They looked like lost children. It was the question in many of
our hearts as we sat, still shocked and unbelieving .We listened to the broadcast telling the
people of India that their Bapu was no more .
উচ্চারণ:
ওয়ানস ডেঘ,হোয়োন ওয়ান ইজ্ ফেসড উইথ দা শক্ অভ্ আ লা ওয়ান টাইগারস 'হোয়্যার্ট
উইল বিকাম্ অভ্ যি নাউ প্যাট হি হ্যাজ লেফট্ মি ?'দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চন
আপারমোস্ট ইন দ্য মাইনড় অভ্ দ্য মোরনিং পিপল।সে লুক লাইক লস্ট চিলড্রেন। ইট
ওয়াজ প্য কোয়েস্টন ইন মেনি অভ্ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট্, স্টিল শক্ট্ অ্যান্ড
আন্বিলিডিং। উই লিন্ড্ টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অ ইন্ডিয়া প্যাই দেইয়্যার বাপু
ওয়াজ নো মোর।
বঙ্গানুবাদ:
মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙিয়ে
ওঠে,'তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, আমার কী হবে?' শোকার্ত মানুষগুলোর মাথায়
নিশ্চিতভাবে এই প্রশ্নটিই ঘুরছিল।তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল।এই
একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়েও ছিল, যারা তখনও মর্মাহত অবস্থায় বসেছিলাম আর
বিশ্বাস করে উঠতে পারছিলাম না। আমরা রেডিওয় ঘোষণা শুনলাম ভারতবাসীকে বলা
হচ্ছে যে তাদের বাপু আর নেই।
Comprehension exercises:
1.Choose the correct alternative to complete the following sentences:
a) Gandhiji had been shot on his way to
i) the Birla House
ii) the author's house
iii) a prayer meeting
iv) a family gathering
Answer:(iii) a prayer meeting
(b) The author came to know of Gandhiji's death by
i) a letter
ii) a telephone call
iii) a telegram
iv) a public broadcast
Answer:(ii) a telephone
(c) When one is faced with the shock of a loved one's death, one
i) whimpers
ii) laughs
iii) claps
iv) shouts
Answer:(I) whimpers
2. Fill in the chart with information from the text:
a) date on which Gandhiji was shot dead
Answer: 30th January 1948
b) place where Gandhiji breathed his last
Answer: Birla House
c) information given by the broadcast
Answer: Bapu was on more.
3. State whether the following statements are True or False .Provide sentences/
phrases/words in support of your answer:
(a) The author received an urgent telephone call in the morning.
Supporting statement:----------------------------------
Answer: False: supporting statement: I was having tea at home on the evening of 30th
January 1948, when I was called to Birla house by an urgent telephone.
(b) People attempted to break into the Birla House.
Supporting statement:-----------------------------------
Answer: supporting statement: True; supporting statement: They jostled one another in a
stampede to break into the house.
(c) The news of Gandhiji's death did not shock the people.
Supporting statemen:----------------------------------
Answer: False; supporting statement: the people wear too stunned to speak.
Contents:
আরো পড়ুন:
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর Click Here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর Click Here
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর Click Here
হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Click Here
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর Click Here
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর Click Here
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর Click Here
The passing away of bapu question answerUnit 1 Click Here
The passing away of bapu question answerunit 2 Click Here
My Own True family poem Lesson 4 Click Here
0 Comments