the adventurous clown। Class 6 english lesson 2 question answer। the adventurous clown text। the adventurous Clown class 6।

 


the adventurous clown। Class 6 english lesson 2 question answer। the adventurous clown text। the adventurous Clown class 6।



                                  The Adventurous Clown

                                                                     Enid Blyton



Lesson 2

The Adventurous Clown by Enid Blyton Class 6 Part 1

বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-


Let's start:


Enid Mary Blyton [1897 -1968] is one of the most popular British children's authors of all

times. Her works include series of novels in which children have their own adventures with

minimal adult help .The most popular among these are The Famous Five, based on four

children and their dog, and The Secret Seven, a society of seven children who solve various

mysteries. This text is an edited version of her short story The Adventurous Clown.


 (এনিড মেরি ব্লাইটন [1897- 1968] ইজ ওয়ান অব দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেনস্

অথরস্ অব অল টাইমস্।হার ওয়ার্কস্ ইনক্লুড সিরিজ অব নভেলস্ ইন হুইচ চিলড্রেন

হ্যাভ দেয়্যার ঔন অ্যাডভেনচার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। দ্য মোস্ট পপুলার অ্যামোং

দিজ আর দ্য ফেমাস ফাইভ, বেসড্ অন ফোর চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ, অ্যান্ড দ্য

সিক্রেট সেভেন,আ সোসাইটি অব সেভেন চিলড্রেন হু সল্ভ ভেরিয়াস মিস্ট্রিস্। দিস টেক্সট্

ইজ্ অ্যান্ এডিটেড ভার্সন অব হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস্ ক্লাউন্।)


(এনিড মেরি ব্লাইটন (১৮৯৭-১৯৬৮) হলেন ইংল্যান্ডের সর্বকালের, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়

শিশুসাহিত্যিকদের মধ্যে অন্যতম সেরা একজন। তাঁর লেখাগুলির মধ্যে রয়েছে এমন কিছু

উপন্যাস যেগুলিতে রোমাঞ্চকর অভিযানে বড়োদের প্রায় কোনোরকম সাহায্য ছাড়াই

ছেলেমেয়েরা অংশ নেয়।এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখা হল 'দ্য ফেমাস ফাইভ'

(বিখ্যাত পাঁচজন), যে গল্প লেখা হয়েছিল চারটি ছেলেমেয়ে এবং তাদের কুকুরকে নিয়ে, 'দ্য

 সিক্রেট সেভেন' (গোপন সাতজন) যা লেখা হয়েছিল সাতজন ছেলেমেয়েদের একটি দলকে

 নিয়ে যারা বিভিন্ন রহস্যের সমাধান করত। এই পাঠ্যটি হল তাঁর লেখা ছোটো গল্প 'দ্য

 অ্যাডভেঞ্চারাস্ ক্লাউন' (দুঃসাহসী বিদূষক) এর সম্পাদিত সংস্করণ।)



  Let's share:

Discuss with your partner and tell the class:


1) Do you enjoy playing with toys ?


2) What are the different kinds of toys that

 

3)you would like to have ? Where do you normally see a clown ?


(তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং শ্রেণিতে বলো।)


1) তুমি কি খেলনা নিয়ে খেলতে পছন্দ কর?


2) কী কী বিভিন্ন ধরনের খেলনা তুমি পেতে চাও?


3)সাধারণত তোমরা কোথায় ভাঁড় বা বিদূষক দেখতে পাও?


Answer: 

Though I am a girl reading in class VI, yet I love to play with toys in my leisure time.I have

a large collection of different kinds of toys. Toys made of plastic, clay, rubber etc. are in my

collection, but I have no toy made of wood. My maternal uncle is going to Puri. I have

asked him to bring me some toys made of wood from Puri.lwould also love to have toy

clowns. I have seen human clowns in the circus.



(যদিও আমি ক্লাস 6 এ পড়া একটি মেয়ে,তবু আমার অবসর সময়ে আমি খেলনা নিয়ে

খেলতে ভালোবাসি। আমার বিভিন্ন ধরনের খেলনার এক বিপুল সম্ভার আছে। আমার

সংগ্রহে আছে প্লাস্টিক, মাটি,রাবার,প্রভৃতির দ্বারা তৈরি খেলনা। কিন্তু আমার কাঠের তৈরি

কোনো খেলনা নেই। আমার মামা পুরী যাচ্ছেন। আমি মামাকে বলেছি পুরী থেকে আমাকে

কিছু কাঠের খেলনা এনে দিতে। আমি একটা খেলনা বিদূষক পেতে চাই। আমি মানুষ

বিদূষক দেখেছি সার্কাসে।)



Let's Read


1) There was once a toy clown called Tuffy.


দেয়্যার ওয়াজ্ ওয়ান্‌স আ টয় ক্লাউন কলড্ টাফি।


টাফি নামে একদা এক খেলনা বিদূষক ছিল।


2) He lived in a toy shop with many other toys. 


হি লিড ইন আ টয় শপ্ উইথ মেনি আদার টয়েজ্।


অন্যান্য অনেক খেলনার সাথে সে একটি খেলনার দোকানে থাকত।


3.)Tuffy longed to be a hero.


 টাফি লংগড় টু বি আ হিরো।


টাফি নায়ক হতে চাইত।


4) He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero.


 হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবল্ সো দ্যাট অল দ্য টয়জ্ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ

আ হিরো।

সে মহান কিছু কাজ করতে চাইত যাতে অন্যান্য সব পুতুল চিৎকার করে বলে ওঠে যে সে

 একজন নায়ক।


5) He thought his little corner on the toy shelf was dull .


 হি থট্‌ হিজ লিট্ল কর্নার অন দ্য টয় শেল্ফ ওয়াজ ডাল।


সে তার ওই পুতুলের তাকের ছোট্টো কোটিকে নীরস মনেকরত।


6)'Why do you grumble so much?'asked Timothy, the puppy dog. 


হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ্ ?” আসক্ড টিমোথি, দ্য পাপ্পি ডগ।


'তুমি এত অসন্তুষ্ট কেন?' কুকুরছানা টিমোথি জিজ্ঞেস করল।


7)'Be happy with us, Tuffy.


'বি হ্যাপি উইথ আস্, টাফি।


'আমাদের সাথে খুশি থাকো টাফি।


8) Why do you want to go off and have adventures?'


(হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ্ অ্যাডভেঞ্চার্স্ ?)


কেন তুমি এখান থেকে ছেড়ে চলে গিয়ে রোমাঞ চাইছ ?'


9) 'Adventuresare always exciting.


'অ্যাডভেঞ্চার্স্ আর অলওয়েজ এক্সাইটিং।)'


রোমা সবসময়েই আনন্দের।


10) I want to do something that would make all the toys take notice of me .


আই ওয়ান্ট টু ডু সাথিং দ্যাট উড্ মেক অল দ্য টয়েজ টেক নোটিস্ অব মি।


আমি এমন কিছু করতে চাই যাতে অন্য সমস্ত পুতুলেরা আমার প্রতি মনোযোগী হয়।


11) It's so dull up here on our shelf," replied Tuffy.


 ইট'স সো ডাল আপ হেয়ার অন আওয়ার শেফ,' রিপ্লাইড় টাফি।


এই তাকের ওপর বসে থাকা কী নীরস,'টাফি উত্তরে বলে ।


12)At night, the clown climbed down from hisshelf to look for adventures . 


অ্যাট নাইট, দ্য ক্লাউন্‌ ক্লাইম্বড ডাউন ফ্রম হিজ শেল্ফ টু লুক ফর অ্যাডভোর্স্।


রাত্রিতে রোমাঞ্চের খোঁজে, বিদূষক তাক থেকে নামে।


13)  Now that night there was to be a grand race between two wooden horses and carts

drivenby wooden farmers .


নাউ দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস্ বিট্যুইন ট্যু উডেন হর্সেস্ অ্যান্ড কার্টস্

ড্রিভেন বাই উডেন ফার্মারস্।


এখন ওই রাত্রিতে এক জাঁকজমকপূর্ণ দৌড় প্রতিযোগিতার কথা ছিল কাঠের কৃষক চালিত

দুটি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে।


14) The race was just starting as Tuffy climbed down.


 দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ড ডাউন।


যখন টাফি নামল তখনই সেই দৌড়টি শুরু হচ্ছিল।


15) One cart came racing by.


ওয়ান কার্ট কেম রেসিং বাই।


একটি গাড়ি দৌড়ে এল।


16)The farmer riding it stood up and shouted!


দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড্!


সেই গাড়িতে সওয়ার ছিল যে চাষি সে দাঁড়িয়ে ছিল এবং চিৎকার করছিল।




17)'Goodness! An adventure already! A runaway horse!' thought Tuffy.


('গুডনেস্! অ্যান অ্যাডভেঞ্চার্ অলরেডি ! আ রানঅ্যাওয়ে হর্স!' থট্ টাফি।


'দারুণ ব্যাপার। এইতো রোমাঞ। একটি পলাতক ঘোড়া!' টাফি ভাবল।


18)'Now is my chance to be a hero.'


'নাউ ইজ্ মাই চান্স টু বি আ হিরো।'


'এইতো আমার নায়ক হওয়ার সুযোগ।'


19) The horse and the cart came round again and Tuffy jumped at the reins.


দ্য হর্স অ্যান্ড দ্যা কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড্ অ্যাট দ্য রেইনস্।


ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরে এল এবং টাফি লাফিয়ে লাগামটি ধরল।


20) He held on to them and dragged the horse to one side.


হি হেল্ড অন টু দেম্ অ্যান্ড ড্রাড্ দ্য হর্স টু ওয়ান্ সাইড়।


সে লাগামটি ধরে রইল এবং ঘোড়াটিকে একদিকে টানতে লাগল।


21) The cart turned over and the farmer fell down. 


দ্য কার্ট টার্নড্ ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন্।


গাড়িটি উলটে গেল এবং কৃষক নীচে পড়ে গেল।


22)Tuffy stood by, helping him up, feeling very proud that he had stopped the horse.


টাফি স্টুড বাই, হেল্পিং হিম্ আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড্ স্টপড্ দ্য হর্স।


টাফি তার পাশে দাঁড়াল, তাকে উঠতে সাহায্য করল, এবং দারুণ গর্ব অনুভব করল যে সেই

ঘোড়াটিকে থামিয়েছে।


23) But the farmer was terribly angry. 


বাট্ দ্য ফার্মার ওয়াজ টেরিলি অ্যাংগ্রি।


কিন্তু কৃষক মারাত্মক রেগে গিয়েছিল।


Let's Do


ACTIVITY 1


Rearrange the following sentences in the correct order and put the numbers in the given

boxes .One is done for you:

(নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং পাশে দেওয়া বাক্সে সংখ্যাগুলি

লেখো।একটি তোমার জন্য করা আছে।)


1)Tuffy jumped at the reins.---(iv)


টাফি লাফিয়ে লাগাম ধরল।


2) The toy clown wanted to be a hero.--(i)


খেলনা ভাঁড় একজন নায়ক হতে চেয়েছিল।


3)The farmer was terribly angry.--(vi)

 

কৃষক প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল।


4) There was a grand race between two wooden horses and carts driven by wooden

farmers.--(iii)


কাঠের চাষি চালিত দুটি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে এক জাঁকজমকপূর্ণ দৌড় 

প্রতিযোগিতা হয়েছিল।


5) He found the little corner of the toy shelf to be dull.--(ii) 


খেলনা তাকের ওই ছোট্ট কোণটি তার কাছে একঘেঁয়ে মনে হয়েছিল।


6)The cart turned over.---(v)

 

গাড়িটি উলটে গিয়েছিল।


ACTIVITY 2


Fill in the blanks with words given in the Help Box .

There is one extra word:


সাহায্যকারী বাক্সে দেওয়া শব্দগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করো। একটি অতিরিক্ত শব্দ 

দেওয়া আছে।


Help Box: exciting, grumbled, noble, toyshop, dull


Answer: 

Tuffy the toy clown lived in a toyshop He wished to do something noble. His friend,

Timothy, felt that the clown always grumbled. But Tuffy thought that the adventures were

always exciting.

 

(ভাঁড়- বিদূষক টাফি বাস করত এক খেলনা দোকানে। সে মহৎ কিছু করতে চেয়েছিল। তাঁর

বন্ধু, টিমোথি ভাবছিল যে বিদূষক সবসময় অসন্তোষ প্রকাশ করত। কিন্তু টাফি ভাবত যে

ঝুঁকিপূর্ণ কাজ সবসময়েই রোমাঞ্চকর।)



ACTIVITY 3 

Answer the following question:

 নীচের প্রশ্নের উত্তর দাও:


1)' Adventures are always exciting'- Why do you think Tuffy said so? 

('ঝুঁকিপূর্ণ কাজ সবসময়েই রোমাঞ্চকর'—টাফি কেন একথা বলেছিল বলে তোমার মনে

হয়?)

Answer:

Sitting in a corner of the shelf of the toyshop, Tuffy got bored. Adventures involve events

that are not ordinary .So he thought adventure to be very exciting.


(খেলনা দোকানের তাকের এককোণে বসে, টাফি বিরক্ত হয়ে গিয়েছিল। যা কিছু সাধারণ

নয়, তাই অ্যাডভেঞ্চারের অংশ। তাই সে ভেবেছিল যে ঝুঁকিপূর্ণ কাজ সবসময়েই

রোমাঞ্চকর।)


Contents:

আরো পড়ুন:

ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here

মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here

পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here

ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here

কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here

চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here


It all began with drip drip part 1 Click Here

It all began with drip drip part 2 Click Here

It all began with drip drip part3 Click Here


the adventurous clown part 1 Click Here

the adventurous clown Part 2 Click Here

the adventurous clown part 3 Click Here



The rainbow poem Lesson 3 

part-1 Click Here






Post a Comment

0 Comments