It All Began with Drip-Drip
Alka Shankar and sharleen Mukundan
It all begin with drip drip by
Alka Shankar and Sharleen Mukundan
Lesson 1 Class 6 part 2 (Text)
বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হলো-
1) There is my donkey! Bholenath shouted. and running to the tiger, grabbed it.
(দেয়্যার ইজ্ মাই ডাংকি ! ভোলেনাথ শাউটেড, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, গ্র্যাবড় ইট।)
ভোলেনাথ চিৎকার করে বলল, “ওই আমার গাধা!” বাঘটির কাছে দৌঁড়ে এসে তাকে ধরে ফেলল।
2) He pulled the tiger's ears.
(হি পুলড্ দ্য টাইগার'স ইয়ারস।)
সে বাঘটির কান ধরে টানল।
3)"Move, you lazy donkey, or I will give you a hard time!”
('মুভ, ইউ লেজি ডাংকি, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম্ !')
'কুঁড়ে গাধা চল্, তা না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেব।'
4)The tiger was really frightened.
(দ্য টাইগার ওয়াজ রিয়্যালি ফ্রাইটেন্ড।)
বাঘটি প্রকৃতপক্ষেই ভয় পেয়ে গিয়েছিল।
5) 'This must be the terrible drip-drip!' He thought.
('দিস মাস্ট বি দ্য টেরিবল্ ড্রিপ-ড্রিপ !' হিথ।)
সে ভাবল, 'এটাই নিশ্চয় সেই মারাত্মক টিপটিপ!'
6) Bholenath dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his
hut.
(ভোলেনাথ ড্রাগড় দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি
নিয়্যার হিজ্ হাট্।)
ভোলেনাথ টানতে টানতে বাঘটিকে বাড়িতে নিয়ে গেল এবং একটি শক্ত দড়ি দিয়ে তার
কুটিরের কাছে একটা গাছে বাঘটিকে বেঁধে রাখল।
7) In the morning, Bhloenath's wife discovered the tiger tied to the tree and screamed in
fear.
(ইন্ দ্য মর্নিং, ভোলেনাথস্ ওয়াইফ্ ডিসকাভারভ্ দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড
ইন ফিয়্যার।)
সকালবেলায়, ভোলেনাথের স্ত্রী আবিষ্কার করল যে একটি বাঘ গাছের সঙ্গে বাঁধা এবং দেখেই
ভয়ে আর্তচিৎকার করে উঠল
8) Hearing her, the neighbours came running out of their huts.
(হিয়্যারিং হার, দ্য নেইবারস্ কেম রানিং আউট অব দেয়্যার হার্টস্ ।)
তার চিৎকার শুনে, প্রতিবেশীরা দৌড়ে তাদের ঘর থেকে বেরিয়ে এল।
9. Bholenath was sleeping.
(ভোলেনাথ ওয়াজ)
স্লিপিং । ভোলেনাথ ঘুমোচ্ছিল।
10) He came out,too.
(হি কেম আউট টু)
সেও বেরিয়ে এল।
11)The people were all mystified.
(দ্য পিপল ওয়্যার অল মিসটিফাইড।)
সমস্ত লোকজনই হতবুদ্ধি হয়ে পড়ল।
12) "Who tied this tiger to the tree?" They asked.
('হু টাইড দিস টাইগার টু দ্য টি।' দে আসক্ত।)
তারা জিজ্ঞেস করল “কে বাঘটিকে গাছের সঙ্গে বাঁধল।"
13)A neighbour said, "I think Bholenath can tell us.
(আ নেইবার সেইড, “আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস ।)
একজন প্রতিবেশী বলল, "আমার মনে হয় ভোলেনাথ এটা আমাদের বলতে পারবে।
14) I saw him last night dragging an animal through the storm."
(আই স্য হিম্ লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল গ্লু দ্য স্টর্ম।”)
কাল রাতে আমি ওকে ঝড়জলের মধ্যে একটা জন্তুকে টানতে টানতে নিয়ে আসতে দেখেছি।”
15)Bholenath was too frightened to admit his mistake.
(ভোলেনাথ ওয়াজ ট্যু ফ্লাইটেনড টু অ্যাডমিট হিজ মিসটেক।)
ভোলেনাথ এত ভয় পেয়ে গিয়েছিল যে সে তার ভুল স্বীকার করতে পারল না।
16) Everyone looked questioningly at Bholenath.
(এভরিওয়ান লুকড় কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ।)
সবাই জিজ্ঞাসু ভঙ্গিতে ভোলেনাথের দিকে তাকিয়েছিল।
17) In the meantime, the tiger, disturbed and confused by all the people, had chewed
through the rope.
(ইন দ্য মিনটাইম, দা টাইগার, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপ্ল, হ্যাড
চিউড থ্রু দ্য রোপ।)
ইতিমধ্যে, বাঘটি, এত সমস্ত লোকের দ্বারা বিরক্ত হয়ে এবং কী করবে বুঝতে না পেরে,
দড়িটিকে চিবিয়ে কেটে ফেলেছিল।
18)It ran away to the jungle.
(ইট র্যান্ অ্যাওয়ে টু দ্য জাংগল।)
সেটি দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল।
19) The villagers were relieved.
(দ্য ভিলেজার্স ওয়্যাররিলি।)
গ্রামবাসীরাও সকলে স্বস্তি পেল।
20) Bholenath now saw an opportunity to brag.
(ভোলেনাথ নাউ স্য অ্যান্ অপরচুনিটি টু ব্র্যাগ।)
ভোলেনাথ দেখল এই তার সুযোগ বড়াই করার।
21) 'It is I who captured the tiger last night.
('ইট ইজ্ আই হু ক্যাপচারড্ দ্য টাইগার লাস্ট নাইট।)
“আমিই সেই ব্যক্তি যে গতরাত্রে বাঘটিকেধরেছিলাম।
22) I even pulled its ears, 'Bholenath announced proudly.
(আই ইভেন পুলড্ ইটস্ ইয়ারস্,'ভোলেনাথ অ্যানাউনড প্রাউডলি।)
এমনকি আমি ওর কান ধরে টেনেছি,'ভোলেনাথ গর্বভরে ঘোষণা করল ।
23) Everyone marvelled at his bravery.
(এভরিওয়ান মারভেল্ড অ্যাট হিজ্ ব্রেভরি।
সকলেই তার সাহসিকতায় অভিভূত হয়ে গেল।
24) Soon the news of Bholenath's bravery reached the king.
(সুন দ্য নিউজ অব ভোলেনাথ’স ব্রেভরি রিড দ্য কিং।)
শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার খবর রাজার কাছেও পৌঁছে গেল।
25)The king was highly impressed.
দ্য কিং ওয়াজ হাইলি ইম্প্রেসড্।
রাজা প্রচণ্ড প্রভাবিত হলেন।
26)He made Bholenath the Commander-in-chief of the king's army.
হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার- ইন-চিফ্ অব দ্য কিং'স আর্মি।
তিনি ভোলেনাথকে রাজসৈন্যবাহিনীর প্রধান
সেনাপতি ঘোষণা করলেন ।
27) Bholenath and his wife were given a huge house to live in.
ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার গিভেন আ হিউজ হাউস্ টু লিভ ইন ।
ভোলেনাথ এবং তার স্ত্রীকে বাস করার জন্য একটি বিশাল বাড়ি দেওয়া হল।
Let's do
Activity 4
Complete the following sentences with information from the text :
পাঠ্য থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো :
a) The tiger was frightened because--------------------------------------------------
Answer:
The tiger was frightened because thought the man to be the terrible drip-drip.
(বাঘটি ভয় পেয়ে গিয়েছিল কারণ সে লোকটিকে ভয়ংকর টিপটিপ ভেবেছিল।)
b) Bholenath's wife screamed in fear when-----------------------------------------------
Answer:
Bholenath's wife screamed in fear when she discovered the tiger tied to the tree.
(ভোলেনাথের স্ত্রী ভয়ে আর্তচিৎকার করে উঠল যখন সে দেখল যে বাঘটি গাছের সঙ্গে বাঁধা।)
c)Disturbed and confused by the people, the tiger--------------------------------------------
Answer:
Disturbed and confused by the people, thetiger chewed through the rope and ran away to the jungle.
(লোকের দ্বারা বিরক্ত ও হতভম্ব হয়ে গিয়ে, বাঘটি দড়িটি চিবিয়ে কেটে ফেলল এবং জঙ্গলে দৌড়ে পালাল।)
d) Bholenath announced proudly that he----------------------------------------------------
Answer:
Bholenath announced proudly that he hadcaptured the tiger last night.
(ভোলেনাথ গর্বভরে ঘোষণা করল যে গত রাত্রে সে-ই বাঘটিকে ধরেছিল।)
Activity 4
Answer the following questions:
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
a) Why did Bholenath bring the tiger home?
কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি নিয়ে এসেছিল ?
Answer:
Bholenath brought the tiger home because inthe dark he thought the tiger to be his lazy donkey.
(ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল কারণ অন্ধকারে সে বাঘটিকে তার অলস গাধা বলে
ভেবেছিল।)
b) What made the neighbours come running out of their huts?
কেন প্রতিবেশীরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল?
Answer:
As Bholenath's wife screamed in feardiscovering the tiger, the neighbours came running out
of their huts.
বাঘটিকে দেখে যেহেতুভোলেনাথের স্ত্রী ভয়ে আর্তচিৎকার করেছিল, তাই প্রতিবেশীরা
দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল।
c) Why were the villagers relieve?
(গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল?)
Answer:
The villagers were relieved because the tiger ran away to the jungle.
(গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল কারণ বাঘটি দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল।)
d) How did the king reward Bholenath for his bravery ?
কীভাবে রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিলেন ?
Answer:
The king rewarded Bholenath by making him the Commander-in-chief of the king's army.
He was also given a huge house to live in.
রাজা ভোলেনাথকে রাজসৈন্যবাহিনীর প্রধান সেনাপতি করে তাকে পুরস্কৃত করেছিলেন।
বাস করার জন্য তাকে একটি বড়ো বাড়িও দেওয়া হয়েছিল।
Contents:
আরো পড়ুন:
ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here
মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here
পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here
ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here
কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here
চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here
It all began with drip drip part 1 Click Here
It all began with drip drip part 2 Click Here
the adventurous clown Part 2 Click Here
the adventurous clown part 3 Click Here
The rainbow poem Lesson 3 part-1 Click Here
0 Comments