It All Began with Drip- Drip
Alka Shankar and Mukundan
Lesson 1 Class 6 Part 1
It All Began With Drip-Drip
-Alka Shankar and Sharleen Mukundan
Let's start:
Alka Shankar is an author of repute .Her well-known book is The Mighty and
Mystical Rivers of India. She is famous for her contribution to juvenile literature.Sharleen
Mukundan is a renowned children's author. She has written The Story Book incollaboration
with Alka Shankar.
অলকা শঙ্কর ইজ অ্যান অথর অব রেপিউট। হার ওয়েল-নোন্ বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য
মিস্টিক্যাল রিভারস্ অব্ ইন্ডিয়া-এক্সোটিক ইন্ডিয়া'। শি ইজ ফেমাস্ ফর হার চিলড্রেন্স
বুক্স্।শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর্ । শি হ্যাজ রিটেন মুর্খি:দ্য স্টোরি
বুক ইন কোলাবোরেশন উইথ অকাশঙ্কর ।
অলকা শঙ্কর হলেন একজন খ্যাতনামা লেখিকা। তাঁর বহুল পরিচিত বইটি হল 'দ্য মাইটি
অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভারস্ অব্ ইন্ডিয়া-এক্সটিক ইন্ডিয়া' (‘ভারতের শক্তিশালী এবং
রহস্যময় নদনদী—বিচিত্রসুন্দর ভারত')শিশুদের জন্য লেখা বইগুলির জন্য তিনি বিখ্যাত।
শার্লিন মুকুন্দন শিশুসাহিত্যিক হিসেবে খ্যাতনামা। তিনি অলকা শঙ্করের সঙ্গে যৌথভাবে
‘মুথি: গল্পের বইটি’ লিখেছেন।
Let's share:
Which of the following actions would you consider to be true acts of bravery? Why do you
think so? Discuss in groups.
1) rolling down a hill
2) swimming against the tide
3) rescuing people from a house on fire
4) saving a person who is drowning
(এই কাজগুলির মধ্যে কোনটিকে তুমি প্রকৃতই সাহসিকতার মনে করো ?কেন তুমি এমনটি
মনে করো? দলগতভাবে আলোচনা করো।)
১) পাহাড় বেয়ে গড়িয়ে নামা
২) স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা
৩) আগুন-লাগা বাড়ি থেকে লোকেদের উদ্ধার করা
৪) ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার বা রক্ষা করা
Answer:
I think all the above mentioned actions are acts of bravery no doubt. Still to me rescuing
people from a house on fire is an act of true bravery.It is an act of bravery because there is a
life risk.When a house is on fire, there is the chance of loss of property and loss of life. If I
can save another life at risk to my own life, I shall consider myself a successful boy on this
earth.
বঙ্গানুবাদ:
আমি মনে করি উপরে উল্লিখিত কাজগুলির সবকটিই নিঃসন্দেহে সাহসিকতার কাজ। তবু
আমার মতে, আগুন-লাগা বাড়ি থেকে লোকেদের উদ্ধার করা প্রকৃতই এক সাহসিকতার
কাজ। একে সাহসিকতাপূর্ণ কাজ বলার কারণ এক্ষেত্রে জীবনের ঝুঁকি আছে। যখন কোনো
বাড়িতে আগুন লাগে তখন সম্পত্তির ক্ষতি এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। জীবনের ঝুঁকি
নিয়ে যদি আমি আর-একটি জীবন বাঁচাতে পারি, পৃথিবীর বুকে আমি নিজেকে এক সফল
বালক হিসেবেই ভাবব।
Let's read: (Text) Part 1
1.A tiger was caught in a storm.
(আ টাইগার ওয়াজকট ইন্ আ স্টর্ম।)
ঝড়বৃষ্টির মধ্যে একটি বাঘ আটকে পড়েছিল।
2. He had wandered near the village, looking for something to eat.
(হি হ্যাড ওয়ানডার্ড নিয়্যার দ্য ভিলেজ, লুকিং ফর সামথিং টু ইট।)
সে গ্রামের কাছে ঘুরে বেড়াচ্ছিল, কিছু খাবারের খোঁজে।
3. On the outskirts of that village lived an ill- tempered old woman.
(অন দ্য আউটস্কার্টস অব দ্যাট ভিলেজ লিভড্ অ্যান ই-টেম্পার্ড ওল্ড ওম্যান।)
সেই গ্রামেরই বাইরের দিকের অংশে বাস করত একজন বদরাগি বৃদ্ধা ।
4 .The tiger huddled in shelter close to the wall of the woman's hut.
(দ্য টাইগার হাডলড্ ইন শেলটার ক্লোজ টু দ্য ওয়াল অব দ্য ওম্যানস্ হাট ।)
বাঘটি ওই মহিলার দেয়াল ঘেঁষে আশ্রয় নিয়ে গুটিশুটি মেরে বসেছিল।
5 .The old woman was feeling very ill-tempered that night.
(দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল- টেম্পার্ড দ্যাট নাইট।)
বৃদ্ধা মহিলা ওই রাত্রে প্রচণ্ড বদরাগি হয়ে উঠেছিল।
6 .The rainwater was leaking through the roof.
(দ্য রেইনওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ।)
তার কুটিরের চাল ফুটে বৃষ্টির জল পড়ছিল।
7.'There is no escape from this drip-drip", she muttered angrily, pushing her bed around the
room to keep it dry.
('দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিজ ড্রিপ-ড্রিপ”, শি মাটার্ড অ্যাংগ্রিলি, পুশিং হার বেড
অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই ।)
“এই টিপটিপের হাত থেকে কোনো মুক্তি নেই”, বৃদ্ধা ক্রুদ্ধস্বরে বিড়বিড় করে বলল, এবং
তার বিছানাটি শুকনো রাখার জন্য সেটিকে ঠেলে ঠেলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে লাগল।
8. She shoved the bed and a tin trunk against a wall.
(শি শোভড্ দ্য বেড্ অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেইনস্ট আ ওয়াল।)
সে তার বিছানাটিকে এবং একটি টিনের বাক্সকে দেয়ালের দিকে জোরে ধাক্কা দিল।
9. The wall shook.
(দ্য ওয়াল শুক।)
দেয়ালটা কেঁপে উঠল।
10.'This drip-drip will be the death of me!" she shouted.
(দিজ্ ড্রিপ-ড্রিপ উইল বি দ্য ডেথ অফ্ মি!' শি শাউটেড।)
“এই টিপটিপ আমাকে মেরে ফেলবে!'সে চিৎকার করে বলল।
11. The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened.
(দ্য টাইগার অন দ্য অপোসিট সাইড অফ্ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক্ অ্যান্ড ওয়াজ
ফ্রাইটেন্ড।)
দেয়ালের উল্টো দিকে থাকা বাঘটি দেয়াল নড়া অনুভব করতে পারল এবং ভয় পেয়ে গেল।
12 'The drip-drip must be a very dreadful creature,' he thought.
(দ্য ড্রিপ-ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার” হি থট্।)
'এই টিপটিপ নিশ্চয় কোনো ভীষণ মারাত্মক জীব,' সে ভাবল ।
13. Meanwhile, Bholenath, the potter, was out in the night, looking for his donkey in the
storm.
(মিনহোয়াইল্,ভোলেনাথ,দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট, লুকিং ফর হিজ ডনকি ইন দ্য
স্টর্ম।)
ইতিমধ্যে, কুমোর ভোলেনাথ, রাত্রিতেই বাইরে বের হয়েছিল, ঝড়ের মধ্যে তার গাধাটির
খোঁজে।
14. Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut.
(সাডেনলি হি সা অ্যান অ্যানিম্যাল হাডল্ড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অব দ্য
ওম্যানস্ হাট ।)
হঠাৎ করে সে দেখল, বৃদ্ধার কুটিরের দেয়াল ঘেঁষে অন্ধকারে গুটিশুটি মেরে বসে আছে
একটি জন্তু।
Let's Do
Activity 1
Tick the correct alternative:
a) The tiger took shelter near the house of
i) an old woman
ii) an old man
iii) a neighbour
Answer :(i) an old woman
b) The old woman was
i) soft spoken
ii) ill- tempered
iii) shy
Answer: (ii) ill-tempered
C) The tiger thought drip-drip was
i) the constant falling of rain
ii) the name of a man
iii) a creature
Answer: (iii) a creature
d) Bholenath was a
i) farmer
ii) weaver
ii) potter
Answer: (iii) potter
Activity 2
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given
boxes. One is done for you:
(নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং পাশে দেওয়া বাক্সে সঠিক নম্বরটি
লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে:)
1) She pushed her bed around the room to keep it dry.
(সে ঘরের চারদিকে খাটটি ঠেলতে লাগল শুকনো রাখার জন্য।)
2)The tiger took shelter outside an old woman's hut.
(বাঘটি এক বৃদ্ধ মহিলার কুটিরের বাইরে আশ্রয়। নিয়েছিল।)
3) Bholenath was looking for his donkey.
(ভোলেনাথ তার গাধাটির খোঁজ করছিল।)
4) A tiger was caught in a storm.
(একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে গিয়েছিল।)
5) Bholenath saw an animal huddled against the wall of the woman's hut.
(ভোলেনাথ একটি জন্তুকে মহিলার কুঁড়েঘরের দেয়ালের পাশে গুটিশুটি মেরে বসে থাকতে
দেখল।)
6) The old woman was ill-tempered that night.
(ওই রাত্রে বৃদ্ধ মহিলা বদরাগি ছিলেন।)
Answer: 1)-iv, 2)-ii, 3)-v, 4)-i, 5)-vi, 6)-iii
ACTIVITY 3
Answer the following question:
(নীচের প্রশ্নটির উত্তর দাও:)
What do you think would Bholenath's reaction be if he knew that the animal 'huddled in the
dark' was actually a tiger?
(ভোলেনাথ যদি জানত যে 'অন্ধকারে গুটিশুটি মেরে বসে থাকা' জন্তুটি আসলে একটি বাঘ
তাহলে তার প্রতিক্রিয়া কী হত বলে তুমি মনে কর ?)
Answer:
If Bholanath had known that the animal 'huddled in the dark' was actually a tiger, he would
not have come close to the tiger in fear and would have run away.
(যদি ভোলেনাথ জানত যে ‘অন্ধকারে গুটিশুটি মেরে বসে থাকা’ জন্তুটি আসলে একটি বাঘ,
সে ভয়ে বাঘের কাছে আসতই না এবং দৌড়ে পালাত।)
Contents:
আরো পড়ুন:
ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here
মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here
পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here
ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here
কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here
চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here
It all began with drip drip part 1 Click Here
It all began with drip drip part 2 Click Here
It all began with drip drip part 3 Click Here
the adventurous clown Part 2 Click Here
The rainbow poem Lesson 3
part-1 Click Here
The Shop That Never Was Lesson 4 Part-1 Click Here
মরশুমের দিনে গল্পের প্রশ্ন উত্তর Click Here
0 Comments