Fathers help class 10 unit 3। father's help class 10 Bengali meaning। Class 10 English father's help। Father's help question answer।

 


Fathers help class 10 unit 3। father's help class 10 Bengali meaning। Class 10 English father's help। Father's help question answer।



                                                      Father's Help

                                                                                 R.K.Narayan






Father,s Help by R.K. Narayan Unit-3

ইংরেজি উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-

Read the following Class-10 Unit-3

unit-3


Let's Start:

As he entered the school gate,an idea occurred to him. He would deliver the letter to the

headmaster at the end of the day.There was a chance Samuel might do something during

the course of the day to justify the letter.


উচ্চারণ:

অ্যাজ হি এন্টারড দ্য স্কুল গেট, অ্যান আইডিয়া অকারড্ টু হিম। হি উড্ ডেলিভার দ্য

লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অভ্ দ্য ডে। দেয়্যার ওয়াজ আ চাস্ স্যামুয়েল মাইট

ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অভ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার।


বঙ্গানুবাদ:

যখন সে স্কুলের গেটে ঢুকল, তার মাথায় একটি ভাবনা এল। সে হেডমাস্টারমশাইকে চিঠিটা

দেবে দিনের শেষে। স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা

প্রমাণ হয় ।


Swami stood at the entrance to his class.Samuel was teaching arithmetic.He lookedatSwami.

Swami hooked Samuel would scold him severely.


উচ্চারণ:

স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্যামুয়েল ওয়্যাজ টিচিং অ্যারিথমেটিক। হি লুক

অ্যাট স্বামী। স্বামী হোপড় স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি ।


বঙ্গানুবাদ:

স্বামী ক্লাসের ঢোকার দরজায় দাঁড়াল। স্যামুয়েল অঙ্ক করাচ্ছিলেন। তিনি স্বামীর দিকে

তাকালেন। স্বামী ভাবল এবার স্যামুয়েল তাকে দারুণ বকাবকি করবেন।


'You are half an hour late,'Samuel said.'I have a headache, 'Sir Swami said.'Then white did

you come at all ?'This was an unexpected question from Samuel.Swami said

,My fathetsaid I shouldn't miss school sir'.


উচ্চারণ:

'ইউ আর হাফ্ অ্যান আওয়ার লেট,' স্যামুয়েল সেড।'আই হ্যাভ আ হেডএক্, স্যার।' স্বামী

সেড়।'দেন হোয়াই ডিড ইউ কাম্ অ্যাট অল ?'দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড্

কোয়েশ্চন ফ্রম স্যামুয়েল।স্বামী সেড়,'মাই ফাদার সেড্ আই শ্যুডন্ট মিস্ স্কুল, স্যার ।' 


বঙ্গানুবাদ:

'তুমি আধঘন্টা দেরি করেছো', স্যামুয়েল বললেন। আমার মাথার যন্ত্রণা হচ্ছে, স্যার,'স্বামী বলল।

তাহলে তুমি এলে কেন?'এটি শ্যামুয়েলের কাছ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন ছিল।

স্বামী বলল, আমার বাবা বললেন আমার স্কুল কামাই করা উচিত নয়,' স্যার।'



Samuel looked  impressed .Your father is quite right. We want more parents like him.

'Oh, you poor man!' Swami thought, you don't know what my father has done to you.

'All right, go to your seat.'


উচ্চারণ:

স্যামুয়েল লুকট ইমপ্রেসড ।'ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। উঁই ওয়ান্ট মোর পেরেন্টস

লাইক হিম ।'ও,

ইউ পুওর ম্যান!'স্বামী থট। 'ইউ ডোন্ট নো হোয়্যাট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ।''অল রাইট,

গো টু ইয়োর সীট।'


বঙ্গানুবাদ:

স্যামুয়েলকে দেখে মনে হল তিনি বেশ প্রভাবিত হয়েছেন।'তোমার বাবা একদম ঠিক

বলেছেন। এরকম বাবা-মা আমরা আরও বেশি করে চাই।''হায় রে হতভাগ্য !'স্বামী

ভাবল,'আপনি জানেনই না আমার বাবা আপনার কী করেছেন।''ঠিক আছে, জায়গায় গিয়ে

বোসো।'


Swami sat down, feeling sad .He had you never met anyone as good as Samuel.

The teacher was inspecting home lessons.To Swami's tinking, this was the time

whenSamuel got most Today Samuel appeared very gentle.


উচ্চারণ:

স্বামী স্যাট ডাউন, ফিলিং স্যাড়। হি হ্যাড নেভার মেট্ এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ

স্যামুয়েল দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস্। টু স্বামীজ থিংকিং, দিস ওয়াজ দ্য

টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল।


বঙ্গানুবাদ:

স্বামী বসল, তার দুঃখ হচ্ছিল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনও দেখেনি।

শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। স্বামীর ভাবনা-চিন্তা অনুসারে, এই সময়েই স্যামুয়েল

সবচেয়ে বেশি রেগে যান। কিন্তু আজকে স্যামুয়েলকে বড়ো নম্র মনে হচ্ছিল।



'Swaminathan, where is your homework ?'I have not done my homework, sir ,Swami said.

'Why-headache?'asked Samuel.'Yes, sir.''All right, sit down, Samuel said.


উচ্চারণ:

'স্বামীনাথন হোয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক ?'আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার,' স্বামী

সেভ ।'হোয়াই—হেডএক ? 'আস্কট্ স্যামুয়েল ।'ইয়েস স্যার।''অল রাইট, সিডাউন,'স্যামুয়েল

সেড।


বঙ্গানুবাদ:

'স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায় ?'জান'আমি আমার বাড়ির কাজ করিনি,

স্যার,'স্বামী বলল ।'কেন-মাথার যন্ত্রণা?” স্যামুয়েল জিজ্ঞেস করলেন।'হ্যাঁ স্যার''ঠিকআছে,

বোসো,'স্যামুয়েল বললেন ।



When the bell rang Florida last period at 4.30, Swami picked up his books and ran to the he 

headmaster's room. He pound that room locked. The peon told him the headmaster head

gone on a weeks leave. Swaminathan ran away from the place.



উচ্চারণ:

হোয়েন দ্য বেল র‍্যাং ফর দ্য লাস্ট পিরিওড অ্যাট 4.30,স্বামী পিকট্ আপ হিজ বুকস্ অ্যান্ড

র‍্যান টু দ্য হেডমাস্টার্স রুম। হি ফাউন্ড দ্য রুম লকট্। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার

হ্যাড গন অন আ উইকস্ লীভ।স্বামীনাথন র‍্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস্ ।


বঙ্গানুবাদ:

যখন ৪টে ৩০ মিনিটে শেষ পিরিওডের ঘণ্টা বাজল, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল এবং

দৌড়ে হেডমাস্টারের ঘরে গেল। সে দেখল দরজা বন্ধ। পিওন তাকে বলল যে হেডমাস্টার

এক সপ্তাহের ছুটিতে গেছেন । স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল।


As soon as he entered home with the letter father said I know you wouldn't deliver it.'


উচ্চারণ:

অ্যাজ স্যুন অ্যাজ হি এন্টারড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড,'আই নিউ ইউ উডন্ট

ডেলিভার ইট।'


বঙ্গানুবাদ:

যেই মাত্র চিঠিটি নিয়ে সে বাড়িতে ঢুকল, বাবা বললেন 'আমি জানতাম, তুই চিঠিটা দিবি না।'


But the headmaster is on leave, Swami said.Father snatched the letter away from Swami and

tore it up.'Don't ever come to me for help if Samuel scolds you again .You deserve your

Samuel, 'he said.


উচ্চারণ:

'বাট দ্য হেডমাস্টার ইজ অন লীভ,'স্বামী সেড।ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী

অ্যান্ড টোর ইট আপ।'ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেইন।

ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল,'হি সেড।


বঙ্গানুবাদ:

'কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন,'স্বামী বলল।বাবা স্বামীর হাত থেকে চিঠিটি ছিনিয়ে

নিলেন এবং সেটিকে ছিঁড়েফেললেন।'যদি স্যামুয়েল আর কখনও তোকে বকাবকি করেন,

আমার কাছে আর সাহায্যের জন্য আশিস না। স্যামুয়েলই তোর যোগ্য পাওয়া।' তিনি

বললেন ।


CONTENTS

আরো দেখুন

Father help - Unit-1 -Click Here

Father's help - Unit 2 Click Here


Father help unit 3 Click Here

Fable pome question answer Click Here


My Own True family poem Lesson 4 Click Here









Post a Comment

0 Comments