Fable
Ralph Waldo Emerson
Lesson 2
Fable
Ralph Waldo Emerson
About the Poet:
American poet, essayist, and philosoph Ralph Waldo Emerson was born on May 25, 1803,
in Boston, Massachusetts. He studied at Harvard and taught for a brief time.Emerson wrote
a poetic prose, ordering his essays by recurring themes and images. His poetry, on the other
hand, is often calledharsh and didactic. Among Emerson's mostwell knownworksare'Essays:
First Series' (1841) and 'Essays: Second Series' (1844). The 'First Series'includes Emerson's
famous essay, 'Self-Reliance.'Emerson's other volumes include 'Poems' 'Representative
Men' "The Conduct of Life' and 'English Traits'(1865). He died of pneumonia on April27,
1882.
Fable by Ralph Waldo Emerson (Text)
কবিতার উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-
Read the following poem:
1)The mountain and the squirrel
Had a quarrel:
উচ্চারণ:
দ্য মাউন টেইন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড় আ কোয়ারল:
বঙ্গানুবাদ:
পর্বত ও কাঠবিড়ালীর ঝগড়া বেধে ছিল;
2)And the former called the latter 'Little Prig.' Bun replied,'You are doubtless very big;
উচ্চারণ:
অ্যান্ড দ্য ফরমার কলড্ দ্য ল্যাটার 'লিট্ল প্রিগ্’।বান্ রিপ্লায়েড,“ইউ আর ডাউলেস্ ভেরি বিগ্;
বঙ্গানুবাদ:
এবং প্রথম জন দ্বিতীয় জনকে বলল ‘খুদে নীতিবাগীশ'' কাঠবিড়ালী উত্তর দিল,“নিঃসন্দেহে
তুমি অনেক বড়ো;
3) But all sorts of things and weather Must be taken in together,To make up a year And a
sphere.
উচ্চারণ:
বাট্ অল সস্ অভ্ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন্ ইন টুগেদার,টু মেক্ আপ আ ইয়ার
অ্যান্ড আ স্ফিয়ার।
বঙ্গানুবাদ:
কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়াঅবশ্যই একসাথে জড়ো করতে হবে,যাতে তৈরি
হয় একটা বছরএবং একটা পৃথিবী।
4) And I think it no disgraceTo occupy my place.
উচ্চারণ:
অ্যান্ড আই থিংক্ ইট্ নো ডিগ্রেস্ টু অকিউপাই মাই প্লেস।
বঙ্গানুবাদ:
আর আমি মনে করি এটা লজ্জার বিষয় নয়, আমার জায়গাটুকু নিয়ে থাকাটা।
5) If I'm not so large as you, You are not so small as I, And not half so spry.
উচ্চারণ:
ইফ্ আয়াম্ নট্ সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট্ সো স্মল অ্যাজ্ আই, অ্যান্ড নট্ হাফ্ সো
স্প্রাই
বঙ্গানুবাদ:
আমি যদি তোমার মতো বড়ো না হই,তুমিও আমার মতো ছোটো নও,আর আমি যত চটপটে
তার অর্ধেকও তুমি নও ।
6) I'll not deny you makeA very pretty squirrel track;Talents differ; all is well and wisely
put; If I cannot carry forests on my back,Neither can you crack a nut.
উচ্চারণ:
আউইল নট্ ডিনাই ইউ মেকআ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক; ট্যালেন্টস্ ডিফার; অল ইজ্
ওয়েল্ অ্যান্ড ওয়াইজলি পুট্; ইফ্ আই ক্যানট্ ক্যারি ফরেস্টস্ অন্ মাই ব্যাক,নাহিদার
ক্যান ইউ ক্র্যাক অ নাট।'
বঙ্গানুবাদ:
আমি অস্বীকার করব না তুমি বানাও কাঠবিড়ালীর যাওয়ার জন্য সুন্দর একটা পথ; গুণের
তফাত থাকে; সবই ভালো আর বুদ্ধিমত্তার সাথে রাখা; আমি যদি পিঠে জঙ্গল ধরে রাখতে না
পারি,তুমিও একটা বাদাম ভাঙতে পার না।”
Substance of the Poem:
A fable is a short story or poem that teachesa lesson. In the poem 'Fable, the mountain
calls the squirrel a 'Little Prig'. The mountain perhaps feels that the squirrel is inferior
because it is small in size. But the poem tells us that everyone has his/her own rightful
place in the world. Thus Emerson tells thereaders not to judge others and try to
understand that others too have qualities that we lack. For instance, the mountain can
carry a forest on its back, but it cannot breaka nut that the squirrel can easily do.
Everyone has his or her own individualtalents, and everything has its purpose in
this world. No one is greater or lesser than another
.
কবিতাটির সারাংশ:
নীতিগল্প হল একটা ছোটো গল্প বা কবিতা যা কোনোশিক্ষা দেয়। ‘ফেবল' কবিতাটিতে পর্বত
কাঠবিড়ালীকে ‘খুদে নীতিবাগীশ' বলে সম্বোধন করে। পর্বত হয়তো মনে করে কাঠবিড়ালী
নিকৃষ্টকারণ সে আকারে ছোটো। কিন্তু কবিতাটিআমাদের বলে যে এই পৃথিবীতে প্রত্যেকের
নিজ নিজ সঠিক স্থান আছে। এইভাবে এমারসন পাঠকদের বলছেন অন্যদের বিচার না
করতে এবংএটা বুঝতে বলেছেন যে অন্যদেরও এমন অনেক গুণ আছে যা আমাদের নেই।
যেমন, পর্বত একটিবিশাল জঙ্গলকে পিঠে বইতে পারে, কিন্তু একটাছোট্ট বাদাম ভাঙতে
পারে না, যেটা একটি কাঠবিড়ালী সহজেই করতে পারে। প্রত্যেকের নিজস্বকিছু গুণ আছে,
এবং প্রতিটি জিনিসেরই এইজগতে দরকার আছে। কেউ কারও থেকে বড়ো বাছোটো নয়।
Significance of the Title:
The poem is titled 'Fable'. A fable is a shortstory or poem that teaches a lesson. In a
fable, living creatures or non- living thingsare given human attributes or qualities. In
this poem, both the mountain and the squirrel can speak and use reasoning like
human beings. The poem teaches us that size does not matter. Everyone has a
particular purpose and place in the world.
নামকরণের তাৎপর্য:
কবিতাটির নামকরণ করা হয়েছে ‘নীতিগল্প' | নীতিগল্প হল একটা ছোটো গল্প বা কবিতা যা
কোনোশিক্ষা দেয়। নীতিগল্পে কোনো প্রাণী বা নিষ্প্রাণ বস্তুকে মানুষের বৈশিষ্ট্য বা গুণাবলি
আরোপ করাহয়। এই কবিতাটিতে, পর্বত ও কাঠবিড়ালী দুজনেই কথা বলতে পারে এবং
মানুষের মতো যুক্তি প্রয়োগ করে। কবিতাটি শেখায় যে আয়তন কোনো ব্যাপার নয়। এই
পৃথিবীতে সবার একটা নির্দিষ্ট প্রয়োজনীয়তা ও জায়গা আছে ।
Comprehension exercises
1.Choose the correct alternative to complete the following sentences:
a) The quarrel was between the mountain and the-
(ঝগড়াটি হয়েছিল পর্বত এবং-)
(i) rabbit
(ii) rat
(iii) cat
(iv) squirrel
Answer:(iv) squirrel
(b) Bun has no doubt that the mountain is-
(কাঠবিড়ালির কোন সন্দেহ নেই যে পর্বত হল-)
(i) small
(ii) big
(iii) noble
(iv) kind
Answer:(ii) big
(c) Unlike a mountain, a squirrel can crack a
(পর্বত না পারলেও একটি কাঠবিড়ালি ভাঙতে পারে-)
(i) nut
(ii) joke
(iii) stone
(iv) lock
Answer:(i) nut
2) State whether the following statements are True or False. Provide sentences/
phrases/words in support of your answer:
(a) The mountain called the squirrel "Little
Bun".
(পর্বত কাঠবিড়ালি কে বলেছিল খুদে কাঠবিড়ালি।)
Supporting statement:----------------------------------
Answer:False; supporting statement: and the farmer called the letter'Little prig,.
(b) The squirrel is sprier than the mountain.
(কাঠবিড়ালি পর্বতের চেয়ে অনেক বেশি চটপটে।)
Supporting statement:----------------------------------
Answer: true; supporting statement; you are not so small as I, and not half so spry.
(c) The mountain can carry forests on its back.
(পর্বত পিঠের ওপর জঙ্গল ধরে রাখতে পারে।)
Supporting statement:--------------------------------
Answer: true; supporting statement: if l cannot carry forests on my back, nither can you crack a nut.
3. Answer the following questions:
a) Who had a quarrel with the squirrel?
(কার ঝগড়া হয়েছিল কাঠবিড়ালির সাথে?)
Answer: the mountain had a quarrel with the squirrel.
(কাঠবিড়ালির সাথে পর্বতের ঝগড়া হয়েছিল।)
b) What is not a disgrace to the squirrel?
(কাঠবিড়ালির কাছে কোনটির লজ্জার বিষয় নয়?)
Answer: occupying his place is not a disgrace to the squirrel.
নিজের জায়গা দখল করা কাঠবিড়ালির কাছে লজ্জার বিষয় নয়।
c) What is it that the squirrel doesn't deny?
(কোন জিনিসটি কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না?)
Answer:The squirrel does not deny that the mountain makes a pretty ty squirrel tracks.
কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না যে পর্বত কাঠবিড়ালির জন্য সুন্দর পথ তৈরি করে।
CONTENTS
আরো দেখুন
Father help - Unit-1 -Click Here
Father's help - Unit 2 Click Here
Father help unit 3 Click Here
Fable pome question answer Click Here
My Own True family poem Lesson 4 Click Here
0 Comments