all about a dog class 9 bengali meaning।question and answer। Class 9 english all about dog। All about a dog l






 


All about a Dog

                  A.G.Gardiner



All about a Dog by A.G.Gardiner Class-9  Unit 2 (Text)

বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-


Let's start:

1)The conductor came to the door. Some passengers demanded, 'Give us our fares back-

you've engaged to carry us- you can't leave us here all night!' 'No fares back,' said the

conductor.

উচ্চারণ:

দ্য ক্যানডাক্টর্ কেইম্ টু দ্য ড্য(র)। সাম্ প্যাসেঞ্জা(র)স্ ডিমান্‌ডিড্, 'গিভ্ আস্ আউয়্যা(র)

ফেয়া(র)স ব্যাক্—য়্যু হ্যাভ্ ইনগেইজ্‌ড্ টু ক্যারি আস্ –য়্যু ক্যাট্ লিভ্ আস্ হিয়া(র) অ্যল্

নাইট্!' 'নৌ ফেয়া(র)স্ ব্যাক্', সেইড্ দ্য ক্যানডাক্টর।


বঙ্গানুবাদ:

কনডাক্টর দরজার কাছে এল। কিছু যাত্রী দাবি জানালেন 'আমাদের ভাড়াগুলো ফেরত দাও'।

তুমি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য নিযুক্ত আছ। এভাবে সারারাত তুমি

আমাদের এখানে ফেলে রাখতে পারো না।'কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না',কনডাক্টর

বলল।



2)Two or three passengers got out and disappeared into the night. The conductor turned on

the pavement, went to the driver to have a talk with him. Another bus, the last on the road,

went by. It seemed indifferent to the shouts of the passengers to stop.


উচ্চারণ:

টু অ্য(র) থ্রী প্যানেজা(র)স্ গট্ আউট্ অ্যান্‌ড্ ডিঅ্যাপিয়া(র)ড্ ইনটু দ্য নাইট। দ্য

ক্যানডাক্টর্ টার্নড অন্ দ্য পেইভূমেন্ট, ও এন্‌ট্‌ টু দ্য ড্রাইভা(র) টু হ্যাভ্ অ্যা টক্ উইদ্

হিম্। অ্যানাদ্যার বাস্, দ্য লাস্ট অন্ দ্য রোড্‌, ওএ বাই। ইট্ সিড্ ইন্‌ডিফারেন্ট টু দ্য

শাউট্স্ অভ্ দ্য প্যাজ্যোরস টু স্টপ্। 


বঙ্গানুবাদ:

দু-তিন জন যাত্রী বাস থেকে নামলেন এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। কনডাক্টর

ফুটপাথের দিকে ঘুরল, ড্রাইভারের সঙ্গে কিছু কথা বলতে তার কাছে গেল। অন্য আর

একটি বাস যেটি ওই রাস্তায় শেষ বাস, পাশ দিয়ে চলে গেল। যাত্রীরা বাসটিকে থামানোর

জন্য চিৎকার করলেও সেটি কোনো আগ্রহই দেখাল না। 


3) A policeman strolled up and looked in at the door.The passengers burst out with

indignant protests and appeals.'Well, he's got his rules,you know,' he said genially. Then

he went away to stand a few yards down the street. There he was joined by two more

constables.


উচ্চারণ:

অ্যা পোলিস্ম্যান্ স্ট্রৌড্ আপ্ অ্যানড্ লুক্‌ড্ ইন্‌ অ্যাট দ্য ড্য(র)। দ্য প্যাসেঞ্জা(র)স্ ব্যা(র)

আউট্ অ্যান্‌ড্ অ্যাপিস্।'ও্য্যএল্ হি হ্যাজ গট্ হিজ রুস্‌, ইউ নৌ,' হি সেইড্ জীনিয়্যালী।

দেন্ হি ওএন্‌ট অ্যাওএই টু স্ট্যানড্ অ্যা ফিউ ইয়া(র)ডস্ ডাউন দ্য স্ট্রীট ।দেয়্যা(র) হি ও

অজ্ জয়িন্‌ড্ বাই টু ম্য(র) কনস্টেস্।


বঙ্গানুবাদ:

একজন পুলিশ দুলকি চালে হেঁটে এলেন এবং দরজা দিয়ে ভিতরের দিকে তাকালেন। যাত্রীরা

ক্ষোভে ফেটে পড়লেন এবং আবেদন করলেন। পুলিশটি খুব শান্তভাবে বললেন, “আচ্ছা

আপনারা জানেন, সে আইন মেনেই কাজ করছে।' তারপর তিনি রাস্তা দিয়ে হেঁটে কয়েক

গজ দূরে গিয়ে দাঁড়ালেন। সেখানে তাঁর সঙ্গে আরও দুজন কনস্টেবল যোগ দিলেন।




4) Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain

in the hour of victory. A woman passenger's voice rose above the gale, threatening the bus

conductor. But he was cold as the night and hard as the pavement.


উচ্চারণ:

স্টিল্ দ্য লিট্ল ডগ্‌ ব্লিংড্ অ্যাট দ্য লাইট্স্ অ্যানড্ দ্য কানডাক্ট(র্) ও্য অড্ টু অ্যানড্ ফ্রৌ

লাইক্ অ্যা ক্যাপটেইন ইন দ্য আউয়্যা(র) অভ্ ভিক্তি। অ্যা উম্যান্ প্যাসেঞ্জারস ভয়স্

রোজ অ্যাবাভ্ দ্য গেইল্, থ্রেটনিং দ্য বাস্ ক্যাডাক্ট(র)। বাট্ হি ও্য অজ্ কৌল্‌ড্ অ্যাজ্ দ্য

নাইট অ্যান্‌ড্ হার্ড অ্যাজ্ দ্য পেইভমেন্ট।


বঙ্গানুবাদ:

তখনও ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল এবং কনডাক্টর

যুদ্ধজয়ী ক্যাপটেনের মতো এদিক-ওদিক ঘুরছিল। এক মহিলা যাত্রীর গলা সব হইচইকে

ছাপিয়ে গেল, সে রীতিমতো কনডাক্টরকে শাসাতে লাগল। কিন্তু সে (কনডাক্টর) রাতের

মতো ঠান্ডা এবং ফুটপাতের মতো শক্ত হয়ে রইল। 



5) She expressed her anger to the three policemen who stood up the street watching the

drama. Then she came back, called her companion, and vanished. The bus was emptying.


উচ্চারণ:

শী ইক্সপ্রেড্ হার অ্যাঙ্গা(র) টু দ্য থ্রী পোলিসমেন্ হু স্টুড্ আপ্ দ্য স্ট্রীট্ ও্য অচিং দ্য ড্রামা।

শী কেইম্‌ ব্যাক্, কড্ হা(র) কম্‌প্যানিয়ন, অ্যানড্ ভ্যানিড। দ্য বাস্ ও্য অজ্ এটায়িং।


বঙ্গানুবাদ:

তিনি (মহিলা যাত্রী) ওই তিন জন পুলিশের প্রতিও তাঁর রাগ প্রকাশ করলেন যাঁরা রাস্তার ওপর

দাঁড়িয়ে নাটক দেখছিলেন। তারপর তিনি ফিরে এলেন, তাঁর সঙ্গীকে ডাকলেন এবং উধাও

হয়ে গেলেন। বাসটি খালি হচ্ছিল।


6)"I'll go to the top,'said the young lady with the dog, at last.'You'll have pneumonia,'

the man said.


উচ্চারণ:

'আই উইল গৌ টু দ্য টপ্', সে(ই)ড্ দ্য ইয়ং লেডি উইদ্ দ্য ডগ্‌, অ্যাট্ লাস্ট।'ইউ উইল্ হ্যাভ

নিউমৌনিঅ্যা '। দ্য ম্যান্ সেইড়।


বঙ্গানুবাদ:

'আমি ওপরে যাব, কুকুর নিয়ে,' ওই অল্পবয়স্ক ভদ্রমহিলা বললেন অবশেষে। 'তোমার তো

নিউমোনিয়া হয়ে যাবে,' ভদ্রলোকটি বললেন।



7) When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. The

bus went on. He stood triumphant, while his conduct was criticized in his face by the

passengers.


উচ্চারণ:

হোয়েন্ শী হ্যাড্ ডিঅ্যাপিয়া(র)ড্ আপ্ দ্য স্টেয়া(র)স্, দ্য ক্যাডাক্ট(র) কেইম্ ব্যাক্ অ্যান্‌ড

পুলড্ দ্য বেল। দ্য বাস্ ওএন্‌ট্ অন্। হি স্টুড্ ট্রায়াম্প্যাট্, ওআইল্ হিজ্ ক্যাডাকট(র) ও

অজ্ ক্রিটিসাইজ্‌ড্ ইন্‌ হিজ্ ফেস্ বাই দ্য প্যাসেঞ্জারস।


বঙ্গানুবাদ:

যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে উপরের দিকে উধাও হলেন, কনডাক্ট(র) ফিরে এল এবং ঘণ্টি

ধরে টান দিল। বাস চলতে লাগল। সে বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকল যখন যাত্রীরা তার মুখের

ওপরে তার আচরণের সমালোচনা করতে লাগলেন।


8) Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. It

was a long job. Mean while, the lady with the dog stole down the stairs and re-entered the

bus. 


উচ্চারণ:

দেইন্ দ্য বাস্ ডেভ্লপড্ এন্‌জিন্‌ ট্রাব্‌ল্‌ অ্যান্‌ড্ দ্য ক্যান্ডাকট(র) ওএট্‌ টু দ্য হেল্প অভ্ দ্য

ড্রাইভা(র)। ইট্‌ ও্য্যঅজ্ অ্যা লং জব্। মিও্য্যআইল্, দ্য লেডি উইদ্ দ্য ডগ্‌ স্টৌল ডাউন দ্য

স্টেয়্যা(র)স্ অ্যান্‌ড্রি-এন্ট্যা(র)ড্ দ্য বাস্।


বঙ্গানুবাদ:

তারপর বাসটির ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং কনডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে গেল।

এটি বেশ দীর্ঘ সময়ের কাজ। ইতিমধ্যে কুকুরটিকে নিয়ে ভদ্রমহিলা চুপিচুপি ছাদ থেকে

নেমে এলেন এবং বাসের মধ্যে আবার ঢুকল



9) When the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eye

fell on the dog, and his hand went to the bell- rope again. The driver looked round, the

conductor pointed to the dog, and the bus stopped.


উচ্চারণ:

হোএন্ দ্য এন্‌জিন্ ও্য্যঅজ পুট্ রাইট্, দ্য কন্ডাক্টর কেইম্ ব্যাক্ অ্যানড্ পুল্‌ড্ দ্য বেল্।

দেইন্ হিজ্ আই ফেল্ অন্ দ্য ডগ্‌, অ্যান্‌ড হিজ হ্যানড্ ও্য্যএন্ট্ টু দ্য বেলরৌপ্ অ্যাগেইন।

দ্য ড্রাইভার লুঙ্ রাউনড্, দ্য কন্ডাক্ট(র) টু পয়িটিড টু দ্য ডগ্‌, অ্যানড্ দ্য বাস্ স্টড্।


বঙ্গানুবাদ:

যখন ইঞ্জিন ঠিক হল কনডাক্টর ফিরে এল এবং ঘণ্টা ধরে টানল। তারপর কুকুরের ওপর তার

চোখ পড়ল এবং ঘণ্টার দড়িতে আবার তার হাত চলে গেল। চালক ফিরে তাকাল, কনডাক্টর

কুকুরটির দিকে ইঙ্গিত করল এবং বাস থেমে গেল। 



10)The whole struggle began all over once again. The conductor walked on the pavement,

the little dog blinked at the lights, the lady again declared that she would not go to the top,

and finally went.


উচ্চারণ:

দ্য হৌল্ স্ট্র্যাপ্স্ বিগ্যান্ অ্যল্ ওভ্যর ও্যঅ্যান্‌স অ্যাগেইন্। দ্য কন্‌ডাক্ট(র) ও অক্‌ড্ অন্ দ্য

পেইমেন্ট, দ্য লিট্ল ডগ ব্লিংকড্ অ্যাট্ দ্য লাইটস্, দ্য লেডি অ্যাগেইন্‌ ডিক্লেয়্যা(র)ড্ দ্যাট্

শী উড্ নট গৌ টু দ্য টপ অ্যান্‌ড্ ফাইন্যালি ওয়েন্ট.


বঙ্গানুবাদ:

পুরো লড়াইটা আবার একবার শুরু হল। কনডাক্টর ফুটপাথে হাঁটতে লাগল, আলো দেখে

ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করতে লাগল, ভদ্রমহিলা ঘোষণা করলেন তিনি ওপরে যাবেন

না এবং অবশেষে গেলেন।


CONTENTS:

আরো পড়ুন:


কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here

ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here

দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here

নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here

হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here


Teles of Bhola grandpa Unit 1 Click Here

Teles of Bhola grandpa Unit 2 Click Here

All about a Dog Lesson 2-Unit -1 -Click Here

All about a Dog Lesson 2 Unit 2 Click Here

All about a Dog Lesson 2 Unit 3 Click

Here


A Day in the zoo Lesson 4 Part 1 Click Here

All Summer in a Day Lesson 5 part 1 Click Here


আবহমান কবিতার প্রশ্ন উত্তর Click Here






















Post a Comment

0 Comments