a day in the zoo text। a day in the zoo class 9 bengali meaning। a day in the zoo story। a day in the zoo class 9।

 


a day in the zoo text। a day in the zoo class 9 bengali meaning। a day in the zoo story। a day in the zoo class 9।



                                        A Day in the Zoo

                                                                          Gerald Durrell



Lesson 4

A Day in the Zoo by Gerald Durrell CLASS 9 Part 1

 বাংলায় উচ্চারণ এবং বঙ্গানুবাদ নিম্নে দেওয়া হল-


The author and the text:

Gerald Malcolm Durrell [1925 -1995] was an English zookeeper, conservationist and author

He founded what is now called the Durrell Wildlife Conservation Trust' and the Jersey.

Zoo' [now 'Durrell Wildlife Park'] on the Channel Island of Jersey in 1958 . He is perhaps

best remembered for writing a number of books based on his life as an animal enthusiast.

The following passage is an extract from Menagerie Manor by Gerald Durrell, where the

author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the

cause of the animals. The extract describes a typical day in the zoo and the experience of

the zoo-workers, and offers us an interesting insider's view of the zoo.


Text Book:


1) It is one thing to visit a zoo as an ordinary member of the public .It is quite another thing

to own a zoo and live in it .It certainly enables you to rush out at any hour of the day or

night to observe the animals .It also means you are on duty twenty- four hours a day .


উচ্চারণ:

ইট্ ইজ্ ও্য্যআন্ থিং টু ভিজি অ্যা জু অ্যাজ্ অ্যান্ অ্য(র)ড্ররি মেম্বার অভ্ দ্য পাবলিক্। ইট্‌

ইজ্ ক্যোআইট্ অ্যানাদ্যার থিং টু ওউন অ্যা জু অ্যান্‌ড্ লিভ্ ইন্ ইট্। ইট্‌ স্যা(র)লি ইনেইট্স

ইউ টু রাশ্ আউট অ্যাট এনি আউয়্যা(র) অভ দ্য ডেই অ্য(র) নাইট টু অ্যাবজ্যা(র)ভ্ দ্য

অ্যানিম্যাল্স্।ইট্‌ অ্যসৌ মিন্‌স ইউ আ(র) অন্ ডিউটি টোয়েন্টি ফ্য(র) আউয়্যা(র)স্ অ্যা

ডেই ।


বঙ্গানুবাদ:

জনসাধারণের একজন হয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া এক ব্যাপার। আর চিড়িয়াখানার

মালিক হয়ে তাতে বাস করা অনেকটা আলাদা ব্যাপার। এতে তুমি দিন বা রাতের যে-কোনো

সময় পশুদের দেখতে যাওয়ার ক্ষমতা পাও। তবে এর মানে এটাও যে, তুমি চব্বিশ ঘণ্টাই

কাজের দায়িত্বে রয়েছ।



2) The average zoo day begins just before dawn .The sky will be slightly tinged with yellow

when you are awakened by the birdsong .You can hear a robin singing .You hear the rich,

fruity, slightly hoarse cries of the touracos, and a joyful blackbird.


উচ্চারণ:

দ্য অ্যাভ্যারিজ জু ডেই বিগিন্‌স্‌ জাস্ট বিফ্য(র) ড্যন্। দ্য স্কাই উইল বি স্লাইট্‌লি টিন্‌ড্ উইদ

ইএলৌ ও্য্যএন্ ইউ আর অ্যাও্যএইড্ বাই দ্য বার্ডসং।ইউ ক্যান্ হিয়্যা(র) অ্যা রবিন সিংগিং।

ইউ হিয়্যা(র) দ্য রিচ্, ফ্রুটি, স্লাইলি হ্য(র)স্ ক্রাইজ অভ্ দ্য ট্যুরাকোজ, অ্যান্ড্ অ্যা

জয়ফুল্ ব্ল্যাকবার্ড।


বঙ্গানুবাদ:

চিড়িয়াখানার গড়পড়তা একটি দিন শুরু হয় ভোরের ঠিক আগে। পাখিদের গান শুনে যখন

তুমি জেগে উঠবে, আকাশ তখন হালকা হলুদ আভায় রঙিন হয়ে থাকবে। তুমি শুনতে

পাবে রবিন পাখি গান গাইছে। তুমি শুনবে মধুর অথচ ঈষৎ কর্কশ ট্যুরাকোজের ডাক, আর

শুনবে আনন্দে আপ্লুত ব্ল্যাকবার্ডের গান।



3)As the last of his song dies,the white-headed thrush bursts into an excited cry. Looking

out into the courtyard, on the velvet green lawns you can see an earnest group of peahens

searching the dewy grass. A male peahen is dancing, his burnished tail raised like a fountain

in the sunlight.


উচ্চারণ:

অ্যাজ দ্য লাস্ট অভ্ হিজ্ সং ডাইজ, দ্য ও্যআইট্-হেডিড্‌ থ্রাশ্ ব্যা(র) ইনটু অ্যান্

ইস্আইটিড্ ক্রাই। লুকিং আউট্ ইনটু দ্য ক্যা(র)আ(র)ড্, অন্ দ্য ভেলভেট্ গ্রিন্ ল্যন্‌স্‌ ইউ

ক্যান্ সি অ্যান্ অ্যা(র)নিস্ট্ গ্রুপ অভ্পিহেন্স্ স্যা(র)চিং দ্য ডিউয়ি গ্রাস্। অ্যা মেল্ পিহেন্‌

ইজ্ ডান্সিং, হিজ্ ব্যা(র)নিড্ টেইল্ রেইজড্ লাইক্ অ্যা ফাউন্‌টিন্‌ ইন্‌ দ্য সান্‌লাইট্।


বঙ্গানুবাদ:

তার গান শেষ হতে-না-হতেই, সাদা মাথাওয়ালা থ্রাশপাখি উত্তেজিত উৎফুল্ল স্বরে ডেকে

ওঠে। উঠোনের দিকে তাকালেই তোমার চোখে পড়বে একদল উৎসুক ময়ুরী শিশিরভেজা

ঘাস খুঁজছে। একটা ময়ূর নাচছে, তার চকচকেপেখম সূর্যের আলোয় ঠিক ফোয়ারার মতো

দেখাচ্ছে।



4) At eight o'clock the zoo staff arrives .You can hear them shout greetings to each other.

Sounds made by their buckets and brushes are heard. You go out into the cool fresh

morning to see if all is right with the zoo.


উচ্চারণ:

অ্যাট্ এইট্-ও-ক্লক্ দ্য জু স্টাফ্ অ্যারাইভ্স্। ইউ ক্যান্ হিয়্যা(র) দেম্ শাউট্ গ্রিটিংস্ টু ইচ্

আদ্যা(র)। সাউন্ডস্ মেইড্ বাই দেয়্যা(র) বাকিট্স্ অ্যান্‌ড্ ব্রাশেস্ আ(র) হা(র)ড়। ইউ গৌ

আউট্ ইনটু দ্য কুল্ ফ্রেশ ম্য(র)নিং টু সী ইফ্ আল্ ইজ্ রাইট্ উইদ দ্য জু।


বঙ্গানুবাদ:

সকাল আটটায় চিড়িয়াখানার কর্মচারীরা হাজির হন। তুমি এই সময় তাঁদের উচ্চৈস্বরে একে

অপরকে অভিবাদন জানাতে শুনতে পাবে। তাঁদের বালতি নাড়ার ও ঝাড়ু দেওয়ার আওয়াজ

তোমার কানে এসে পৌঁছোবে। তরতাজা ঠান্ডা এরকম সকালে তুমি বেরিয়ে পড়বে

চিড়িয়াখানার সব কিছু ঠিক আছে কিনা দেখতে।




5) The monkeys and other mammals live in the long, two-storied granite house .Here you

find a lot of activity .The gorillas have been let out of their cages while the cages are

cleaned .They gallop about on the floor with the high spirits of children just out of school.

They try to wrench the electric heaters from their sockets, or break the fluorescent lights.

Stephen, broom in hand, stands guard over the apes. Inside the gorilla's cages Mike, plump

and ever-smiling, is busy along with Jeremy .They sweep up the mess on the floor and

scatter fresh white sawdust. Everything, they assure you, is all right .All the animals,

excited and eager at the start of a new day, bustle about the cages. Etam, the black Celebes

ape, clings to the wire, baring his teeth at you in greeting .with a cacophony of



উচ্চারণ:

দ্য মাংকিজ অ্যান্‌ড্ আদ্যা(র) ম্যামস্ লিভ্ ইন্‌ দ্য লং, টু-স্টোরিড গ্রানাইট হাউস্। হিয়্যা(র)

ইউ ফাইন্ড অ্যা লট্ অভ্ অ্যাক্‌টিভিটি।দ্য গেরিলাস্ হ্যাভ্ বিন্ লেট্‌ আউট্ অভ্ দেয়্যা(র)

কেইজ্‌স্ ও্য আইল্ দ্য কেইজস্ আ(র) ক্লিড্। দেই গ্যাল্যাপ্ অ্যাবাউট্ অন্ দ্য ফ্ল্য(র) উইদ

দ্য হাই স্পিরিট্স্ অ্য(র্) চিলড্রেন্ জাস্ট আডট্ অভ্ স্কুল্। দেই ট্রাই টু রেন্‌চ্ দ্য ইলেক্‌ট্রক্

হিটারস্ ফ্রম্ দেয়্যার সকি, অভ্ ব্রেক্ দ্য ফ্লুঅ্যারেস্ট্ লাইস্। স্টিফেন্, ব্রুম্ ইন্‌ হ্যান্ড,

স্ট্যান্ডস্ গার্ড ওভ্যার দ্য এপ্‌স্‌। ইন্‌সাইড্ দ্য গোরিলাস্ কেইজ্‌স্‌ মাইক্, প্লাম্প অ্যান্ড্

এভ্যা(র)-স্মাইলিং, ইজ্ বিজি অ্যালং উইদ জেরেমি। দেই স্যুঈপ্ আপ্ দ্য মেস্ অন্ দ্য

ফ্ল্য(র) অ্যান্‌ড্ স্ক্যাটার ফ্রেশ্ ও্য আইট্ স-ডাস্ট। এভরিথিং, দেই অ্যাশয়্যা(র) ইউ, ইজ্ অ্যল

রাইট্। অ্যল্ দ্য অ্যানিম্যাস্, ইক্সাইটিড্ অ্যান্‌ড্ ঈগ্যার অ্যাট্ দ্য স্টার্ট অভ্ অ্যা নিউ ডেই, বা

অ্যাবাউট্ দ্য কেইজিস্। ইটাম্, দ্য ব্ল্যাক্‌ সেলেবিজ এপ, ক্লিংস টু দ্য ও্যআইঅ্যা(র),

বেয়্যারিং হিজ্ টিথ্ অ্যাট ইউ ইন্‌ গ্রিটিং।


বঙ্গানুবাদ:

বাঁদর এবং অন্য স্তন্যপায়ীরা থাকে গ্রানাইট পাথরের তৈরি লম্বা দোতলা বাড়িটিতে। এইখানে

তুমি অনেক হইচই দেখতে পাবে। বনমানুষদের খাঁচা পরিষ্কার করার জন্য তাদের খাঁচার

বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুল থেকে সদ্য ছুটি পাওয়া শিশুদের মতো তারা মেঝেতে

দৌড়ঝাপ করছে। তখন তারা বৈদ্যুতিক হিটারগুলিকে সকেট থেকে জোরে টান মেরে

উপড়ে ফেলার চেষ্টা করে কিংবা সাদা লাইটগুলিকে ভাঙচুর করে। হাতে ঝাঁটা নিয়ে

স্টিফেন বাঁদরগুলিকে পাহারা দেয়। বনমানুষদের খাঁচার ভিতরে সদাহাস্যময় মোটাসোটা

জেরেমি কাজে ব্যস্ত। তারা মেঝের সমস্ত নোংরা-আবর্জনা পরিষ্কার করে সাদা রঙের তাজা

কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। তারা একদম নিশ্চিত করে যে সব কিছু ঠিক আছে। নতুন

দিনের শুরুতে সমস্ত পশুরা তাদের খাঁচাগুলিকে ঘিরে উৎসাহে এবং উত্তেজনায় হইচই

করতে থাকে। কালো সেলেবিজ বনের ইটাম, খাঁচার তার আঁকড়ে ধরে দাঁত বের করে

আপনাকে অভ্যর্থনা জানায়।


CONTENTS:

আরো পড়ুন:

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here

ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here


দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here

নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here

হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here


Teles of Bhola grandpa Lesson1 Unit 1 Click Here

Teles of Bhola grandpa Unit 2 Click Here


All about a Dog Lesson 2-Unit -1 -Click Here

All about a Dog Lesson 2 Unit 2 Click Here

Autumn poem Lesson 3 Part 1 Click Here


A Day in the zoo Lesson 4 Part 1 Click Here

A Day in the zoo Lesson 4 part 2 Click Here

All Summer in a Day Lesson 5 part 1 Click Here
























Post a Comment

0 Comments