আত্মকথা প্রশ্ন উত্তর class7। সপ্তম শ্রেণির বাংলা আত্মকথা। আত্মকথা class 7। আত্মকথা রচনা। আত্মকথা সারাংশ।

 


                 আত্মকথা প্রশ্ন উত্তর class7। সপ্তম শ্রেণির বাংলা আত্মকথা। আত্মকথা class 7। আত্মকথা রচনা। আত্মকথা সারাংশ।



                                             আত্মকথা

                                                                           রামকিঙ্কর বেইজ


১। সূচিপত্র:

ক। কবি পরিচিতি

খ। কবিতার উৎস

ঘ। কবিতার পূর্ব কথা

ঙ।  সারসংক্ষেপ

চ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১

ছ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)


e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য

আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।



ক। কবি পরিচিতি:

প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ ১৯০৬ খ্রিস্টাব্দে বাঁকুড়ার জুগিপাড়ায় জন্মগ্রহণ

করেন। তাঁর পিতার নাম চণ্ডীচরণ বেইজ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ছবি আঁকায়

পারদর্শী। প্রথমে তিনি দেবদেবীর ছবি আঁকতেন। ১৯২৫ খ্রিস্টাব্দে বিখ্যাত শিল্পী রামানন্দ

চট্টোপাধ্যায় তাঁকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। তিনি সারা জীবন অজস্র ছবি

এঁকেছেন,মূর্তি তৈরি করেছেন।শান্তিনিকেতনে তাঁর গড়া বিখ্যাত মূর্তি গুলোর মধ্যেরয়েছে-

সুজাতা,হাটের সাঁওতাল পরিবার ,গান্ধীজি, বুদ্ধদেব ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে ভারত সরকার

'পদ্মভূষণ,সম্মানে ভূষিত করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাঁকে'দেশিকোত্তম,উপাধিতে

ভূষিত করেন। ১৯৮০ খ্রিস্টাব্দে তিনি মারা যান।


খ। পূর্বকথা:

কোন সাহিত্যিক যখন তাঁর নিজের জীবনের কথা সাহিত্যে তুলে ধরেন,তখন তা আত্মজীবনী

বা আত্মচরিতমূলক রচনা হিসেবে স্বীকৃতি লাভ করে। 'আত্মকথা,গদ্যাংশে লেখক রামকিঙ্কর

বেইজ তাঁর শৈশব কাল থেকে বড়ো হয়ে ওঠা পর্যন্ত নিখুঁত বর্ণনা দিয়ে রচনাটিকে আরো

আকর্ষণ করে তুলেছে। তার গ্রাম্য জীবন শান্তিনিকেতনের জীবন শিল্পী হিসাবে বড় হয়ে

উঠার বিভিন্ন অনুপ্রেরণনায় আমরাও সমৃদ্ধ হয়ে উঠেছি।


গ) বিষয় সংক্ষেপ:

লেখক গ্রামের ছেলে। শৈশব থেকে তাঁর ছবি আঁকার প্রতি তীব্র আকর্ষণ ছিল। বাড়ির

দেওয়ালের টাঙানো দেব-দেবীর ছবি দেখে তিনি তা আকাঁর চেষ্টা করতেন। তাঁর মূর্তি

তৈরিতেও অভিজ্ঞতা ছিল। লেখকের বাড়ির পাশে কুমোরপাড়া ছিল। সেখান থেকে তাঁর

মাটির নানা কাজ দেখার অভ্যাস তৈরি হয়। আঁকার জন্য যে রং তুলির প্রয়োজন হতো তা

বিভিন্ন জায়গা থেকে তিনি যোগাড় করতেন। পারিবারিক আর্থিক অবস্থা ভালো না থাকায়

তাঁর অংকনবিদ্যায় পারদর্শিতার জন্য বিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনার সুযোগ

পেয়েছিলেন। বাঁকুড়াতে তার ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া চলেছিল। কিন্তু লেখাপড়ার থেকে

ছবি আঁকায় ছিল তাঁর বেশি পছন্দের।অসহযোগ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তিনি

কংগ্রেসের যোগদান করেন। নন্দলাল বসু ছিলেন ওরিয়েন্টাল আর্ট এর প্রবর্তক। নন্দলাল

বসুর কাছে তিনি যেমন শিক্ষা লাভ করেন,তেমনি পান শিল্পীর স্বাধীনতা।শান্তিনিকেতনে

তিনি প্রথম'ওয়েল পেন্টিং,শুরু করেন। ওয়েল পেইন্টিং এর আঁকা সুন্দর ছবিটি হল-গার্ল

আ্যন্ড দ্য ডগ। আচার্য নন্দলালের শিক্ষা ও সান্নিধ্যে শান্তিনিকেতনে রামকিঙ্করের চিত্রকর

এবং ভাস্কর সত্তার পরিপূর্ণ বিকাশ হয়। তাই আত্মকথা তে রামকিঙ্কর বেইজ সেই কথায়

গভীর শ্রদ্ধার সঙ্গে বলেছেন।


ঘ। নামকরণ:

মানব জীবনে বা মানব সমাজে বসবাস করতে গেলে যেমন মানুষের একটা নামের প্রয়োজন

হয় ঠিক তেমনি সাহিত্য রচনা ও নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।আত্মকথা গদ্যাংশে

রামকিঙ্কর বেইজের শৈশব জীবনের কথা রয়েছে। শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়

শিল্পচর্চা শুরুর দিনগুলির কথা রয়েছে। তারপর তাঁর ঘরবাড়ির দেওয়ালে থাকা নানা

দেবদেবীর ছবি,বাড়ির সামনের রাস্তাঘাট, পাশের কুমোর পাড়া,নিজের স্কুলে অসহযোগ

আন্দোলনে অংশগ্রহণ। রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় এর কথা স্মরণ

করেছেন। এই রচনায় ফুটে উঠেছে শান্তিনিকেতনের কাজের ধরন এবং সুন্দর পরিবেশের

কথাও। রামকিঙ্কর এই রচনায় লিখেছেন শান্তিনিকেতনে তাঁর অয়েল পেইন্টিং শুরু করার

ইতিহাস। নন্দলাল বসু সম্পর্কে তার গভীর শ্রদ্ধাবোধ। এইভাবে আলোচ্য রচনা অংশে

রামকিঙ্কর তার নিজের জীবনের কথা শুনিয়েছেন সুতরাং'আত্মকথা,নামকরণটি যে যথাযথ

এবং সার্থক হয়েছে।


চ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১। রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের-

খ) কামারপাড়া

খ) কুমোর পাড়া

গ) পটুয়া পাড়া

উত্তর:(খ)রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া।


১.২।'আত্মকথা রচনাটি কার জীবনকথা?

ক) প্রতিকৃতি

খ)আত্ম প্রতিকৃতি

গ) প্রকৃতির ছবি

উত্তর:(ক) পোট্রেট শব্দটির অর্থ হল-প্রতিকৃতি।


১.৩। অয়েল পেইন্টিং বলতে বোঝায়--

ক) জলরঙে আঁকা ছবি

খ) মোম রঙে আঁকা ছবি

গ) তেল রঙে আঁকা ছবি

উত্তর:(গ) ওয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি।


১.৪। রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেকটারই যে খুব-

ক) সাধারণ

খ) অসাধারণ

গ) নগণ্য

উত্তর:(ক) রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেকটারই যে খুব সাধারন।


১.৫। দেখে দেখে আঁকা ছবি হল-

ক) ফাইন আর্ট

খ) ল্যান্ডস্কেপ

গ) ওয়েস্টার্ন আর্ট

ঘ) ভিসুয়াল আর্ট

উত্তর:(ঘ) দেখে দেখে আঁকা ছবি হলো ভিসুয়াল আর্ট।


১.৬। ছোটবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন-

ক) পাখির লোম

খ) ছাগলের ঘাড়ের লোম

গ) তুলো

ঘ) পাটের তন্তু

উত্তর:(খ) ছোটবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন ছাগলের ঘাড়ের লোম।


১.৭।ছোটবেলায় লেখক অনেকক্ষণ ধরে কী দেখতেন?-

ক) কুমোরদের মূর্তি গড়া

খ) মাটির পাত্র তৈরি করা

গ) সূর্য উঠার দৃশ্য

ঘ) ক্রিকেট খেলা

উত্তর:(ক) ছোটবেলায় লেখক অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া দেখতেন।


ছ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ

১। আত্মকথা রচনাটি কার জীবনকথা?

উত্তর:'আত্মকথা,রচনাটি শিল্পী রামকিঙ্কর বেইজের জীবন কথা।


২ রামকিঙ্কর বেইজের বাড়ির সামনের রাস্তাটা কীসে ঢাকা ছিল?

উত্তর: রামকিঙ্কর বেইজের বাড়ির সামনের রাস্তাটা লালমোড়ামে ঢাকা ছিল।


৩। আমার প্রথম শিল্পিরই স্কুল-রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি?

উত্তর: রামকিঙ্কর বেইজের প্রথম শিল্পের স্কুল ছিল তাদের বাড়ির পাশের কুমোরপাড়া।


৪। কোন আর্টে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়?

উত্তর: ভিসুয়াল আর্টৈ শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়।


৫। রামকিঙ্কর বেইজের বাড়ি কোন জেলায়?

উত্তর:রামকিঙ্কর বেইজের বাড়ি ছিল বাঁকুড়া জেলায়।


৬। কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?

উত্তর: গাছের পাতার রস,বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা,মুড়ি ভাজা

খোলার ভূসোকালি--এইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।


৭। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?

উত্তর: রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্য ১৯২৫ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে

যোগাযোগ হয়।


৮। শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন?

উত্তর:শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দিতে

সব সময় আগ্রহী ছিলেন।


৯। নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল?

উত্তর: নন্দলাল বসুর কাজের সাধারণ ধারনা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।


১।নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্যে লেখো।


ক) নন-কোঅপারেশন মুভমেন্ট:

উত্তর: ব্রিটিশদের বিরুদ্ধে নন-অপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন সংঘটিত

হয়েছিল। মহাত্মা গান্ধী জাতির জনক ১৯২০ খ্রিস্টাব্দে এই আন্দোলনের ডাক দেন।


খ) ওয়েল পেন্টিং:

উত্তর: অয়েল পেইন্টিং এর বাংলা প্রতিশব্দ হলো- তৈলচিত্র। রং এবং তেল ব্যবহার করে এই

ছবি আঁকা হয়।


গ) আচার্য নন্দলাল বসু:

উত্তর:আচার্য নন্দলাল বসু হলেন ভারতবর্ষের বিখ্যাতএকভাস্করওশিল্পীতিনিশান্তিনিকেতনের

কলাভবনের অধ্যক্ষ ছিলেন। তাঁকে ওরিয়েন্টাল আর্টের পথপ্রদর্শক বলা

হয়।


ঘ) ল্যান্ডস্কেপ:

উত্তর: ল্যান্ডস্কেপ কথাটির অর্থ প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক বিচিত্র রূপ শিল্পীর কল্পনায় ও

নিপুন তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্যপট তৈরি করে, তাকে সাধারণভাবে ল্যান্ডস্কেপ

বলা হয়।


নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:


১।'ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়,-শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে?

উত্তর: নিজের আত্মকথায় শিল্পী রামকিঙ্কর জানান, শিশুকাল থেকেই তাঁর চোখে পড়ত

তাঁদের বাড়ি ঘরের চারিদিকে দেয়ালে টাঙানো নানান দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির

প্রতি তার আকর্ষণ। ছেলেবেলায় দেখা সেইসব ছবি তিনি অত্যন্ত ভালোবেসে সেই

ছবিগুলিকে কপি করতেন।এইভাবেই ভিসুয়াল আর্ট বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম

বর্ণপরিচয়।


২।'জেনারেল লাইব্রেরী উপর তলায় কলা ভবনে নিয়ে গেলেন,-কে,কাকে নিয়ে গিয়েছিলেন?

তারপর কী ঘটেছিল?

উত্তর: প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল

লাইব্রেরীর উপর তলায় কলাভবনে রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন।তারপররামানন্দ

চট্টোপাধ্যায় কলাভবনের আচার্য নন্দলাল বসুর সঙ্গে রামকিঙ্করের পরিচয় করিয়ে দেন।


CONTENTS:

আরো পড়ুন:

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here

একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here

আত্মকথার প্রশ্ন উত্তর Click Here

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here















Post a Comment

0 Comments