Class-11 leela's friend question answer। Leela's friend text।

 

Class-11 leela's friend question answer। Leela's friend text।

                                                                 

                                            Leela's Frind

                                                                           R.K.Narayan




R. K. Narayan:1906-2001

Rasipuram Krishnaswami lyer Narayanswami is one of the mostwidely read

Indian writers in English .His famous works includeSwami and Friends-1935,The

English Teacher-1945,The Guide-1958 Apart from novels ,Narayan displayed

versatality as an author in his essays, short stories, memoirs and travel books .Leela's

Friend is takenfrom R.K. Narayan's popularshort  storycollection' The

Malgudi Days,. The story explores the issues of the interaction between different  social

classes, friendship and trust ,prejudice and exploitation.



Leela's friend

 by R.K. Narayan-short story-analysis (text) বঙ্গানুবাদ


Let,s Start 


Sidda was hanging about the gate at a moment when Mr Sivasanker wasstanding in

 the front veranda of his house, broodingover the servant problem Sir,doyou want

 a servant ? Sidda asked.


সিদদা ওয়াজ হ্যাংগিং অ্যবাউট দ্য গেট অ্যাট আ মোমেনট হোয়েন মিস্টার শিবশংকর

ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রনট্ ভেরান্দা অফ হিজ হাউজ,ব্রুডিং ওভার দ্য সারভেন্ট প্রবলেম।

স্যর,ডু ইউ ওয়ান্ট আ সারভেন্ট ? সিদ্দা আকসড।


মি.শিবশংকর যখন,চাকরের ঝামেলা নিয়ে ভাবতে ভাবতে তাঁর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে

ছিলেন,সেই মুহূর্তে সিদ্দা দরজার চারদিকে ঘুরঘুর করছিল।মহাশয়, আপনার কি চাকর

চাই? সিদ্দাপ্রশ্ন করল।



 Come in ,said saidha opened the gate and came in Mr Sivasanker subjected him to

 ascrutiny and said to himself ,Doesn't seem to be a badsort ..At any rate ,the fellow

 looks tidy.

কাম ইন,সেইড মিস্টার শিবশংকর। অ্যাজ সিদদা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার

শিবশংকর সাব্‌জেটেড হিম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেইড টু হিমসেল্ফ, ডাজেন্ট সিম টু বি

আ ব্যাড সর... অ্যাট এনি রেট, দ্য ফেলো লুক্‌স্‌ টাইডি ।


ভিতরে এসো, মি. শিবশংকর বললেন সিদদা যেই দরজা খুলে ভেতরে ঢুকল অমনি

মি.শিবশংকর তাকে খুঁটিয়ে দেখার পাত্র করে তুলে,মনে মনে বললেন,খারাপ গোছের

লাগছে না...যাই হোক, ব্যাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে।


 Where were you before ? he asked .Sidda said, In a bungalo wthere, andindicated

 avague some where, 'in the doctor's house.


হোয়্যার ওয়্যার ইউ বিফোর ? হি আকসড।সিদদা সেইড,ইন আ বাংলো দেয়ার,অ্যান্ড

ইনডিকেটেড্ আ ভেগ সামহোয়্যার,ইন দ্য ডকটরস হাউজ ।আগে কোথায় ছিলে? তিনি

জিজ্ঞেস করলেন।সিদদা বলল,ওখানকার এক বাংলোয়,অনির্দিষ্ট কোনো স্থান দেখিয়ে

বলল,ডাক্তারবাবুর বাড়িতে।


What is his name ? don't know master ,Sidda said he lives near themarket, why did

they send you away ?


হোয়াট ইজ হিজ নেম ? আই ডোন্ট নো মাস্টার,সিদ্দা সেইড,হি লিভস।নিয়ার দ্য মার্কেট।

হোয়াই ডিড দে সেন্‌ড ইউ আওয়ে ?


ওনার নাম কী ? জানি না,বাবু-সিদদা বলল। উনি বাজারের কাছে থাকেন,ওনারা তোমাকে

বিদায় করে দিলেন কেন ?



They left the town, master, Sidda said, giving the stock reply.Mr.Sivasankerwas unable

to make up his mind. he called his wife.


দে লেফ্‌ট দ্য টাউন,মাস্টার,সিদদা সেইড,গিভিং দ্য স্টক রিপ্‌লাই।হি ওয়াজ আনেবল টু

মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ্।


ওনারা শহর ছেড়ে চলে গিয়েছিলেন,বাবু,সিদদার গলায় বাঁধাধরা জবাব। মি.শিবশংকর

 মনস্থির করতে পারলেন না।তিনি স্ত্রীকে ডাকলেন।



She looked at Sidda and said, He doesn't seem to me worse than the others we have

had.

শি লুককড অ্যাট সিদ্দা অ্যান্‌ড সেইড,হি ডাজেন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স উই

 হ্যাভ হ্যাড।


তাঁর স্ত্রী  সিদ্দার দিকে তাকিয়ে বললেন,আর যারা আমাদের কাজে লেগেছিল,তাদের চেয়ে

আমার একে বেশি খারাপ মনে হচ্ছে না।


Leela,their five year old daughter ,came out, looked at Sidda and him in our house. And that decided it.

লীলা,দেয়ার ফাইভ,ইয়ার,ওল্ড ডটার,কেম আউট, লুড অ্যাট সিদ্‌দা অ্যানড হিম ইন

আওয়ার হাউজ। অ্যানড দ্যাট ডিসাইডেড ইট।

তাদের পাঁচ বছরের মেয়ে লীলা বেরিয়ে এসে সিদ্দার দিকে তাকিয়ে উল্লাসে চ্যাচাল ওঃ বাবা!

সে বলল আমার ওকে পছন্দ। ওকে যেতে দিও না। আমরা ওকে আমাদের বাড়িতে রেখে

দিই। এবং তাতেই এটা ঠিক হয়ে গেল।



Siddawasgiventwomeala day and four rupeesamonth,in return for which he washed cloths te

nded the garden ,ran errandschopped wood and looked after Leela.


সিদদা ওয়াজ গিভেন টু মিলস্ আ ডে অ্যান্ড ফোর রুপিজ আ মাথ,ইন রিটার্ন ফর হুইচ হি

ওয়াশড ক্লোস, টেনডেড দ্য গারডেন, র‍্যান এরান্ডস, চপড উড অ্যান্ড লুড আফটার লীলা ।


সিদদার দিনে দুবেলা খাওয়া আর মাসে চার টাকা জুটত। তার বদলেসে কাপড় কাচত, বাগান

পরিচর্যা করত, টুকিটাকি কাজে ছুটত, কাঠ কাটত আর লীলার দেখাশোনা করত।


Sidda, come and play !  Leela would cry ,and Sidda had to drop any work hemight bdoing

and run to her, as she stood in the frontgarden with a red ball in herhand.


সিদ্‌দা, কাম অ্যান্ড প্লে! লীলা উড ক্রাই, অ্যান্‌ড সিদ্‌দা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি

ডুইং অ্যান্ড রান টু হার, অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রনট-গার্ডেন উইথ আ রেড বল ইন হার

হ্যান্ড।


সিদদা,খেলবি আয়! লীলা চেঁচিয়ে ডাকত,আর সিদ্দা হাতের কাজ ফেলে তার কাছে ছুটে

যেত, লীলা তখন হাতে একটা লাল বল নিয়ে সামনের বাগানটায় দাঁড়িয়ে থাকত।



His company made her supremely happy. She flung the ball athim and he flung it

back .And then she said,Now throw the ball intothe Sky sidda clutched the ball,

closed his eyes for a second and threw the ball up.


হিজ কম্‌পানি মেড হার সুপ্রিম্‌লি হ্যাপি। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক।

অ্যান্ড দেন শি সেইড,নাও থ্রো দ্য বল ইন্‌ট্রু দ্য স্কাই। সিদ্দা ক্লাড দ্য বল, ক্লোজড হিজ

আইজ ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ।


তার সাহচর্যে সে পরম তৃপ্তি পেল। সে সিদ্দাকে বল ছুঁড়ল আবার সেও পালটা ছুঁড়ে দিল।

 আর তখন সে বলল,এবার আকাশে বলটা ছোঁড় দেখি,সিদ্দা বলটা চেপে ধরে এক সেকেন্ড

 দু-চোখ বন্ধ করল


When the ball came down again ,he said ,Now this has touched the moon and come you see 

here a little bit of the moon sticking.


হোয়েন দ্য বল কেম ডাউন এগেন,হি সেইড, নাও দিস হ্যাজ টআচড দ্য মুন অ্যানড কাম।

ইউ সি হিয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং।


আর তারপর বলটা উপরে ছুঁড়ল। আবার যখন বলটা পড়ল তখন সে বলল,এবার এটা

চাঁদটাকে ছুঁয়ে এসেছে। তুমি দ্যাখো এখানে গায়ে চাঁদের টুকরো লেগে আছে । 


Leela keenly examined the ball for traces of the moon and said, Idon't seeit.youmustbe very

quick about it, said Sidda ,because itwillallevaporate and go back tothemoon. Now hurry

up... Hecovered the balltightly with his fingers and allowed hertopeepthrough a little

gap.up.


লীলা কিনলি একজামিনড দ্য বল ফর ট্রেসেজ অফ দ্য মুন এন্ড সেইড, আই ডোন্ট সী ইট।

ইউ মাস্ট বি ভেরি কুইক এবাউট ইট, সেইড সিদদা, বিকজ ইট উইল অল ইভ্যাপোরেট এন্ড

গো ব্যাক টু দ্য মুন।নাও হারি হি কভারড দ্য বল টাইটালি উইথ ফিঙ্গারস অ্যালাওড হার টু

পিপ থ্রূ আ লিটল গ্যাপ।


লীলা চাঁদের চিহ্নগুলো দেখতে বল টাকে আগ্রহ নিয়ে পরখ করে বলল,আমি তা দেখতেই

পাচ্ছি না, তোমায় এ বিষয়ে বেশ চটপটে হতেই হবে।সিদ্দা বলল, কেননা এটা সবটাই

বাষ্পীভূত হয়ে চাঁদে ফিরে যাবে। এখন তাড়াতাড়ি করো-আঙুলগুলো দিয়ে বলটা সে শক্ত

করে চাপা দিয়ে একটা ছোট্ট ফাঁক দিয়ে তাকে উঁকি দিতে দিল।


CONTENTS:

আরো দেখুন:


Leela friend-Unit-1 Click Here

Leela's friend-Unit-2 Click Here







Post a Comment

0 Comments