কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন উত্তর। কুতুব মিনারের কথা সারসংক্ষেপ। কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর class 7। কুতুব মিনারের কথা class 7।



কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন উত্তর। কুতুব মিনারের কথা সারসংক্ষেপ। কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর class 7। কুতুব মিনারের কথা class 7।

 

                                                   কুতুব মিনারের কথা

                                                                       সৈয়দ মুজতবা আলী


১।সূচিপত্র

ক। কবি পরিচিতি

খ। কবিতার উৎস

গ। কবিতার পূর্বকথা

ঘ। সারসংক্ষেপ

ঙ। নামকরণ

চ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১

ছ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ) প্রতিটি প্রশ্নের মান-১


e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য

আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক। কবি পরিচিতি:

সৈয়দ  মুজতবা  আলী  ১৯০৪  খ্রিস্টাব্দে  বর্তমান বাংলাদেশের  শ্রীহট্টের  করিমগঞ্জে

  জন্মগ্রহণ করেন। পিতা,  সৈয়দ  সিকান্দার  আলী, মাতা আয়তুন  খাতুন। পূর্ববঙ্গের

  পাঠশালায়  তাঁর  শিক্ষা জীবনের  সূচনা  হয়। তিনি  অসহযোগ  আন্দোলনে যোগ  দিয়ে

  স্কুল  ছাড়েন । ১৯২১  খ্রিস্টাব্দে  তিনি শান্তিনিকেতনে  আসেন  এবং  বিশ্বভারতীর  প্রথম

 গ্রাজুয়েট  হন । তিনি  আরবি  ফারসি  জার্মান -সহ ১৫ টি  ভাষা  জানতেন। প্রবন্ধ,

 ভ্রমণকাহিনী, উপন্যাস, ও  রম্যরচনা  তাঁর  অসামান্য  দক্ষতার পরিচয়  পাওয়া  যায়। তাঁর 

 উল্লেখযোগ্য  গ্রন্থ গুলি হল- দেশে-বিদেশে, পঞ্চতন্ত্র, চাচাকাহিনী, ময়ূরকণ্ঠি, ধূপছায়া,

 হিটলার  প্রভৃতি। তাঁর 'দেশে-বিদেশে,গ্রন্থটির  জন্য  তিনি  দিল্লি  বিশ্ববিদ্যালয়  থেকে

 'নরসিংহদাস, পুরস্কার  লাভ  করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে  এই  মহান  লেখকের  মৃত্যু  ঘটে।


খ। উৎস:

'কুতুব  মিনারের  কথা, গল্পটি ' চতুরঙ্গ, গ্রন্থ থেকে নেওয়া  হয়েছে ।


পূর্বকথা:

 কুতুব মিনার বিশ্ব বিখ্যাত একটি মিনার। এই  মিনারটি  সুলতানি  যুগে  দিল্লিতে  প্রতিষ্ঠিত

  হয়। এটি  ইলতুৎমিসের  আমলে  তৈরি  হয়।  তবে  তার আগে  নাকি  এই  মিনারের

  তলদেশটি  তৈরি  করা  হয়েছিল  সেটি  সম্ভবত  সুলতান  কুতুব  উদ্দিন  আইবক

  বানিয়েছিলেন । যাই  হোক  এই  কুতুব  মিনারটি  প্রাচীন  এবং  খুবই  বিখ্যাত। আলোচ্য

  প্রবন্ধটিকে  লেখক  সৈয়দ  মুজতবা  আলি  ইতিহাসের  বিস্তৃত  আলোচনায়  না  গিয়ে 

 শুধুমাত্র  কুতুব  মিনারের  নির্মাণ  কৌশল  এবং  নির্মাণ  শিল্পের  বিবরণ  দিয়েছেন ।


গ। বিষয় সংক্ষেপ:

কুতুব  মিনার  পৃথিবীর  আশ্চর্য এবং বিখ্যাত স্থাপত্য। মিনারের  ক্ষেত্রে  এটি  হলো  প্রথম ও

  শেষ পরীক্ষা  নিরীক্ষা  নিরীক্ষার  নিদর্শন। কুতুব  হল পাঁচতলার  একটি  মিনার, উচ্চতা

 ২৩৫  ফুট । মিনারটির -প্রথম  তলাতে  রয়েছে - বাঁশি  ও  কোনের পরপর  সাজানো 

 নকশা,  দ্বিতীয় তলাতে  শুধু বাঁশির  নকশা, তৃতীয়  তলাতে  শুধু কোনের নকশা। চার- পাঁচ 

 তলাতে কি  ছিল তা ,এখন আর জানা যায় না। এটি  এক  সময়  বজ্রঘাতে  ভেঙে  গিয়েছিল ।

 পরে  সুলতান  ফিরোজ  তুঘলক  এটির মেরামত  করেন । এছাড়া  এই  মিনারটিতে  রয়েছে

 নানারকম  কারুকার্য -যেমন  লতাপাতা, ফুলেরমালা, চক্রের নকশা,। কুতুব মিনারের

 স্থাপত্যে হিন্দু-মুসলমান  শিল্পকলার  মিলন দেখা যায়। সুলতান  আলাউদ্দিন খিলজি

  চেয়েছিলেন  কুতুবের  সঙ্গে  পাল্লা  দিয়ে  বড়ো  একটি  মিনার তৈরি  করবেন  কিন্তু  তা

  সম্ভব  হয়ে  ওঠেনি। সম্পূর্ণ কাঠামো  তৈরীর  আগেই  তিনি  মারা  যান। কোন কোন 

 জায়গায়  মসজিদ  সমাধি বা ইমারতের গায়েও  মিনার বা মিনারিকা  তৈরি  হতে  দেখা 

 গেছে, তবে  তা  আদৌ  সফল  হয়নি। গুজরাতের আহমেদাবাদের লেখক দেখেছিলেন 

 একটি মিনারিকা। সেটি কুতুবের অনুকরণে তৈরি করা হয়নি । শিল্পী  হিসেবে  তারও  একটি

 নিজস্ব মূল্য আছে। গুজরাট ও  রাজপুতানার  মেয়েদের  হাতের মণি বন্ধে  যেমন-  অসংখ্য

  বিচিত্র  ধরনের  বলয় -কঙ্কন  থাকে,  তেমনি  এই  মিনারিকার  অলংকারেও দেখা  যায় ।

 এই  মিনারিকা  আহমেদাবাদের  রানি বেগম  সিপ্রিয়  মসজিদে  দেখতে  পাওয়া  যায় ।


ঘ। নামকরণ: 

যেকোনো  সাহিত্যের  ক্ষেত্রে  নামকরণ একটি  গুরুত্বপূর্ণ  বিষয়  নামকরণের  মধ্যে  দিয়ে

 রচয়িতা, তাঁর  রচনার  সঙ্গে  পাঠকদের পরিচয় করান। সৈয়দ  মুজতবা  আলি  তাঁর  কুতুব 

 মিনারের  কথা  প্রবন্ধে  পৃথিবীর  সর্বশ্রেষ্ঠ  মিনারের বর্ণনা  সুন্দরভাবে  তুলে  ধরেছেন। তিনি

 কুতুব মিনারের  গঠনশৈলী  অভিনবত্ব  এবং  হিন্দু মুসলমান  সংস্কৃতির  সমন্বয়ের  কথা

  বোঝানোর চেষ্টা  করেছেন । এই  কুতুব  মিনারের  আলোচনা প্রসঙ্গে  বহু  মিনারের  কথা

  উঠে  এসেছে যেমন -  আমেদাবাদের  বেগম  রানি  সিপ্রিয়  মসজিদের অপূর্ব  মিনারের

 কথা। কিন্তু  এর  সঙ্গে  কুতুব মিনারের  কোন  দিক  থেকেই  কোন  মিল  নেই ।এখানে

 কুতুব মিনারই রচনার বিষয় । তাই  কুতুব মিনারের  কথা  নামকরণটি  সার্থক  ও  যথাযথ

 হয়েছে  বলা  যেতে  পারে।


ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১


১। কুতুব  মিনারের  নাম  কী  যার  নাম  অনুসারে রাখা  হয়  তিনি  হলেন-

ক) কুতুবউদ্দিন  আইবক

খ) ফিরোজ  শাহ  তুঘলক

গ) মহাম্মদ  বিন তুঘল

ঘ) আলাউদ্দিন  খিলজী

উত্তর: উত্তর:(ক) কুতুবউদ্দিন  আইবক


২। কুতুব  মিনার  হল-

ক) তিনতলার

খ) পাঁচতলার

গ) ছয় তলার

ঘ) তিনতলার

উত্তর (খ) পাঁচতলার


৩। অশোকস্তম্ভকে দিল্লি  নিয়ে এসেছিলেন-

ক) ফিরোজ তুঘলক

খ) আলাউদ্দিন

গ) কুতুব উদ্দিন

ঘ) রাজা আহমেদ

উত্তর:(ক) ফিরোজ তুঘলক


৪। কুতুব  মিনারের  সঙ্গে  পাল্লা  দিয়ে  মিনার  গড়তে  চেয়েছিলেন-

ক) আকবর

খ) আলাউদ্দিন খিলজী

গ) ঔরঙ্গজেব

ঘ) ইব্রাহিম লোদী

উত্তর:খ) আলাউদ্দিন খিলজী


৫। মসজিদ  সমাধি  বা  অন্য  কোন  ইমারতের  অঙ্গ হিসেবে  যে  মিনার  থাকে, তাকে  বলে-

ক) কুতুব মিনার

খ) মিনারেট

গ) স্তম্ভ

ঘ) শহীদ মিনার

উত্তর:(ক) মিনারেট


চ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ) প্রতিটি প্রশ্নের মান-১


১। কুতুব  মিনার  কে  নির্মান  করেন ? এটি  কত তালার ?

উত্তর: কুতুবউদ্দিন  আইবক  কুতুব  মিনারের  নির্মাণ  শুরু  করলেও  তা  শেষ  করেন  ইলতুৎমিস।


২। কুতুব  মিনারের  প্রথম  তলায় কী ছিল?

উত্তর: কুতুব  মিনারের  প্রথম  তলায়  ছিল- বাঁশি ও কোনের  পরপর  সাজানো  নকশা।


৩। মিনার কাকে বলে?

উত্তর: আপন  মহিমায়  নিজস্ব  ক্ষমতায়  যে  সুউচ্চ স্তম্ভ  দাঁড়ায়  তার  নাম  মিনার ।


৪। মিনারেট  কী ?

উত্তর: মিনারের  চেয়ে  ছোট  ছোট  চুড়া  বিশিষ্ট  স্তম্ভ বা থামকে  মিনারেট  বলে  এগুলি 

 মন্দিরদের মাথায়  কখনো  থাকে  কখনো বা থাকেনা।


৫।আহমেদাবাদ  শহরে  কার নামে মসজিদ আছে?

উত্তর: আহমেদাবাদ শহরে বেগম রানি সিপ্রিয় নামে মসজিদ আছে।


 হাতে  কলমে  সমাধান:

১। অনধিক  দুটি  বাক্যে  নিম্নলিখিত  প্রশ্নগুলির উত্তর  দাও :


১.১ কোন  সম্রাট  অশোকস্তম্ভ কে  দিল্লি  নিয়ে এসেছিলেন?

উত্তর: সুলতান  ফিরোজ  তুঘলক  অশোক  স্তম্ভকে দিল্লি  নিয়ে  এসেছিলেন ।


১.২। কুতুব  মিনার  নামটি  তার  নামানুসারে  রাখা হয়েছে  এবং  কেন ?

উত্তর: সুলতান  কুতুবউদ্দিন  আইবকের  নাম অনুসারে  সম্ভবত  কুতুবমিনারের  নামকরণ

  করা হয়েছে। কারণ  এই  মিনার  নির্মাণের  কাজ  তিনি শুরু  করেন। অনেকের  মতে  সুখী

  সাধক খাজ কুতুবউদ্দিন  বখতিয়ার  কাকির  স্মৃতির  রক্ষার জন্য  কুতুবুদ্দিন  আইবক  এটি

  নির্মাণ  করেন ।


১.৩। কুতুবের  সঙ্গে  পাল্লা  দেওয়ার  জন্য  আর  কে মিনার  গড়তে  চেষ্টা 

করেছিলেন ?

উত্তর: কুতুবের  সঙ্গে  পাল্লা  দেওয়ার  জন্য আলাউদ্দিন  খিলজী  একটি  মিনার  ঘুরতে

  চেষ্টা করেছিলেন। আলাউদ্দিনের  বাসনা  ছিল  তার মিনারটি  যেন  কুতুবের  দ্বিগুণ  উঁচু

  হয়।


১.৪। মিনারেট বা মিনারিকা কী?

উত্তর: মিনার  হল  স্তম্ভ  বিশেষ। অন্যদিকে মসজিদ সমাধি  বা  অন্য  কোন  ইমারতের 

 অঙ্গ হিসেবে  যে মিনার  থাকে  তার  নাম  মিনারেট  বা  মিনারিকা।


১.৫। আহমেদাবাদ শহরটি  কোন  রাজার  নাম নামানুসারে  হয়েছে ?এই  শহরটি 

কোন রাজ্যের রাজধানী?


উত্তর: আহমেদাবাদ  শহরটি  সুলতান  আহমেদের নামানুসারে  হয়েছে।

আহমেদাবাদ  শহরটি  গুজরাট  রাজ্যের  রাজধানী।

CONTENTS:

আরো পড়ুন:

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here

একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here

আত্মকথার প্রশ্ন উত্তর Click Here

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here

















Post a Comment

0 Comments