সবুজ জামা
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
১। সূচিপত্র
ক। কবি পরিচিতি
খ। কবিতার উৎস
গ। সারসংক্ষেপ
ঘ) নামকরণ
ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
চ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১
e-bookap পেজটিছাত্রছাত্রীদেরজন্যসুখবর-1stইউনিট,2ndইউনিট,3ndইউনিট,টেস্ট ফাইনাল
পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাইএই সাফল্য আমাদের
কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
কবি পরিচিতি:
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।কবির
কবিতায় সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রকাশ লক্ষ্য করা যায়। রাজনৈতিক আন্দোলনে
যোগ দিয়ে তিনি কারাবরণও করেছেন। কবির উল্লেখযোগ্য গ্রন্থ গুলির হল-রানুর
জন্য,লখিন্দর,ভিসা অফিসের সামনে, মানুষের মুখ, ভারতবর্ষ, আমার যজ্ঞের
ঘোড়া,প্রভৃতি।তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন। তার কবিতায় প্রকৃতি,মানুষ,সাধারণ
জীবনের সংগ্রাম ও বাস্তব পরিস্থিতির বিচিত্র রূপায়ণ ধরা পড়ে। ১৯৮২ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ
কবিতার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। ১৯৮৫ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়।
উৎস:
বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত'উলুখড়ের কবিতা, গ্রন্থ থেকে'সবুজ জামা,কবিতাটি নেওয়া হয়েছে।
সারসংক্ষেপ:
বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতায় এক নতুন যুগের শিশুদের গল্প শুনিয়েছেন।সেই
শিশুদের প্রতিনিধি হলো ছোট ছেলে তোতাই। পুঁথিগত শিক্ষায় নয়,সে বেড়ে উঠতে চায়
প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব শিক্ষায়। গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকে সবুজ জামা
পড়ে,তো তাই সেই সবুজ জামার প্রতি তীব্র আগ্রহ এবং অনুভব করেন।তোতাই হঠাৎ করে
সবুজ গাছ হয়ে উঠতে চায়।সে পড়াশোনা শিখতে চাই না,স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ দেখায়
না। গাছেদের মতো সে এক পায়ে দাঁড়িয়ে আনন্দের খেলায় মেতে উঠতে চায়। তার মনে হয়
গাছেরা কেমন এক পায়ে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে খেলা করে, ঠিক তেমনি তাতাইও
গাছেদের মত এক পায়ে দাঁড়িয়ে খেলার আনন্দে মেতে থাকতে চায়। দাদুর মত চোখে চশমা
দিয়ে সে দুনিয়াকে দেখতে চাই না। যা কিছু সহজ স্বাভাবিক তাকেই সে আপন করে পেতে
চায়। সবুজ প্রকৃতির দর্শন থেকে বঞ্চিত এই ভেবে তো তাই বিষন্ন হয়।
তোতাই মনে করে তার যদি গাছেদের মত সবুজ একটা জামা থাকতো তাহলে ঠিক তার গায়ে
প্রজাপতিরা ভিড় জমাত। আর তার কোলের কাছে একটা,দুটো,তিনটে,লাল,নীল,ফুল এসে
পড়ত। তোতাই নিজে এক সময় বৃক্ষ হয়ে সবুজ পাতার আনন্দে বিভোর হয়ে উঠবে।
প্রকৃতির মত মানুষও নতুন সৃষ্টি করতে শিখবে।
নামকরণ:
যেকোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নামকরণের একটি বিশেষ ভূমিকা আছে। নামকরণের
মধ্যে দিয়েই কবিতার পাঠকদের কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে
থাকেন।সবুজ পাতায় ঢাকা গাছেরা সবুজ রঙের জামা পরে থাকে।অল্পবয়সী শিশু তোতাই
এর বিশ্বাস সেও, গাছেদের মত সবুজ জামা পড়ে আনন্দে থাকবে। স্কুল যেতে মন লাগে
না,পড়াশোনায় মন বসে না। গাছেরা কেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি তোতাইও
এক পায়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে খেলবে।কবির বিশ্বাস প্রকৃতি থেকে সবুজ কমে যাওয়ার
প্রকৃতি ধীরে ধীরে সবুজ হারাচ্ছে এবং দূষণ বাড়ছে। দূষণমুক্ত প্রকৃতির প্রয়োজনে আরো
সবুজ প্রয়োজন এবং এর জন্য আরো গাছলাগাতে হবে। সবুজ জামা পরে প্রকৃতি যেমন
সুন্দর হয় এবং তার ডালে ডালে প্রজাপতিএসে বসে আনন্দ প্রকাশ করে, তেমনি তোতাই
যদি সবুজ জামা পড়ে থাকে তাহলে তার গায়ে প্রজাপতি এসে বসবে। সবুজ জামা
নামকরণে ব্যাঞ্জনা প্রকাশ পায়। নামকরণ হিসেবে নামকরণ সার্থক ও যথাযথ হয়েছে।
ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
১। সবুজ জামা কবিতাটির মূলগ্রন্থ হল-
ক) লখিন্দর
খ) ভারতবর্ষ
গ)উলুখড়ের
ঘ) মানুষের মুখ
উত্তর:(গ)উলুখড়ের
২। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত-
ক) গায়ক
খ) গল্পকার
গ) নাট্যকার
ঘ) কবি
উত্তর:(ঘ)কবি
৩। গাছেরা জামা পরে থাকে-
ক) হলুদ রঙের
খ) সবুজ রঙের
গ) কালো রঙের
ঘ) নীল রঙের
উত্তর:(খ) সবুজ রঙের
৪। তোতাইবাবুর একটি-
ক)নীল জামা চাই
খ) লাল জামা চাই
গ) কালো জামা চাই
ঘ) সবুজ জামা চাই
উত্তর:(ঘ) সবুজ জামা চাই
৫। এক পায়ে দাঁড়িয়ে থাকে-
ক)তোতাই
খ) দাদু
গ) গাছেরা
ঘ) তোতাইয়ের বন্ধুরা
উত্তর:(গ) গাছেরা
৬।তোতাইয়ের কোলে নেমে আসবে-
ক)লাল-সবুজ ফুল
খ) লাল-নীল ফুল
গ) হলুদ-সবুজ ফুল
ঘ) কালো-হলুদ ফুল
উত্তর:(খ)লাল-নীল ফুল
চ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১
১।তোতাই অ-আ,ক-খ পড়বে না কেন?
উত্তর:বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায়,তোতাই বর্ণমালা পরবেনা কারণ সে
গাছের মতো সবুজ জামা পড়ে প্রকৃতির মধ্যেই থাকতে চাই।
২। কোলের উপর কীভাবে ফুলগুলি নেমে আসবে?
উত্তর:বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায়,সবুজ জামা পরে দাঁড়ালে তোতাইয়ের
কোলে টুপ করে লাল-নীল ফুলগুলি নেমে আসবে।
৩।তোতাই স্কুলে যাবে না-তাহলে কী করবে?
উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায়,তোতাই স্কুলে যাবে না,কারণ সে
গাছের মতো সবুজ জামা পড়ে প্রকৃতিতে মিশে খেলায় মেতে থাকবে।
৪।কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে?
উত্তর: তোতাই যখন গাছেদের মত সবুজ জামা পড়বে,তখন তার ডালে প্রজাপতি বসবে।
৫।গাছেরা কীভাবে দাঁড়িয়ে থাকে?
উত্তর: গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মতো চলতে পারে না।
হাতে কলমে সমাধান:
১।নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
১.১। বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১.২।তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল-ভারতবর্ষ,লখিন্দর।
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
২.১। তোতাইবাবুর সবুজ জামা চাই কেন?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর একটা সবুজ
পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে মাতোয়ারা করবে।
২.২।সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে?
উত্তর: সবুজ গাছেরা প্রজাপতির মতো রঙিন পতঙ্গ পছন্দ করে।
২.৩। সবুজ জামা আসলে কী?
উত্তর: সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয় যা গাছেরা পড়ে থাকায় গাছেদের দেখতে সুন্দর লাগে।
২.৪।'এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা,-এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত'সবুজ জামা, কবিতায়, এখানে বলতে গাছেদের এক পায়ে
দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের এক পায়ে ছুটে ছুটে খেলার কথা বলা হয়েছে।
২.৫।তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায়,তোতাই সবুজ জামা পড়লে তার
কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝড়ে পড়বে একটা,দুটো,তিনটে,লাল নীল
ফুল।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৩.১।'দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে, না-এই পঙক্তির মধ্যে 'যেন,শব্দটি ব্যবহৃত
হয়েছে কেন ? এরকম আর কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায়?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায়, 'যেন,-অব্যয় ব্যবহার করে কবি
বোঝাতে চেয়েছেন, দাদু সেইসব মানুষের দলে,যারা চশমা ছাড়া কিছুই দেখতে পায় না।
কবির মতে,এইসব মানুষ সহজ ও স্বাভাবিকভাবে কোন কিছুই গ্রহণ করতে পারে না।
শব্দের তালিকা: অন্য তুলনামূলক শব্দ গুলি হল- মতো,ন্যায়,ইত্যাদি।
যেমন-চাঁদের মতো মুখ= চাঁদ মুখ,
নয়ন কমলের ন্যায়=নয়ন কমল,
৩.২।'সবুজ জামা,কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো।
উত্তর:বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত'সবুজ জামা, কবিতায়,তোতায়ের সবুজ জামা চাওয়ার
মাধ্যমে কবি নতুন যুগের শিশু ও প্রকৃতির মধ্যে এক সুন্দর বন্ধন তৈরি করতে চেয়েছেন।
তোতাইবাবু এখানে নতুন যুগের প্রতিনিধি। সে সবুজ জামা গায়ে দিয়ে কাছের মতোই
প্রাণবন্ত হয়ে উঠতে চায়। পুঁথিগত শিক্ষায় নয়, আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে,
প্রকৃতির নিয়মে। শিশুদের বন্ধনের মধ্যে না রেখে প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পারলে
শিশুর সার্বিক বিকাশ হবে।
CONTENTS:
আরো পড়ুন:
বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here
অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here
সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here
চিঠি গল্পের প্রশ্ন উত্তর Click Here
পরবাসী কবিতার প্রশ্ন উত্তর Click Here
পথচলতি গল্পের প্রশ্ন উত্তর Click Here
ছন্নছাড়া গল্পের প্রশ্ন উত্তর Click Here
পাড়াগাঁর দু-পহর ভালোবাসি Click Here
দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর Click Here
গড়াই নদীর তীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
নাটোরের কথা গল্পের প্রশ্ন উত্তর Click Here
জেলখানার চিঠি প্রশ্ন উত্তর Click Here
স্বাধীনতা কবিতার প্রশ্ন উত্তর Click Here
শিকল-পরার গান কবিতার প্রশ্ন উত্তর Click Here
হওয়ার গান কবিতার প্রশ্ন উত্তর Click Here
the wind cap lesson 1 part 1 Click Here
the wind cap lesson 1 part 2 Click Here
the wind cap lesson 1 part 3 Click Here
একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
0 Comments