খোকনের প্রথম ছবি।খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর। class 7 খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর। খোকনের প্রথম ছবি গল্পের সারাংশ।

 

খোকনের প্রথম ছবি।খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর। class 7 খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর। খোকনের প্রথম ছবি গল্পের সারাংশ।

                                       খোকনের প্রথম ছবি

                                                          বনফুল


১। সূচিপত্র:

ক। কবি পরিচিতি

খ। পূর্বকথা

গ। সারসংক্ষেপ

ঘ। নামকরণ

ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১

চ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১



e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট ফাইনাল

পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে। তাই এই সাফল্য আমাদের কাছে

বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক। কবি পরিচিতি:

বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম-বনফুল।১৮৯৯ খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলার

মনিহারিদের তাঁর জন্ম হয়। স্কুলে পড়ার সময় ১৯১৫ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কবিতা'মালঞ্চ,পত্রিকায়

প্রকাশিত হয়। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি'বনফুল,ছদ্মনামে কবিতা লেখেন। পাটনা

মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেন। তাঁর লেখা প্রথম উপন্যাস'তৃণখন্ড,-ডাক্তারি

জীবনের প্রথম দিকে রচনা। তিনি বাংলা সাহিত্যের জনক ছিলেন-ছোটগল্প,নাটক,উপন্যাস থেকে শুরু

করে সাহিত্যের সব শাখাতেই তিনি সম্মান দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল-

স্থাবর,মন্ত্রমুগ্ধ, হাটেবাজারে, শ্রীমধুসূদন বিদ্যাসাগর প্রকৃতি তাঁরআত্মজীবনীমূলকগ্রন্থ'পশ্চাৎপট,রবীন্দ্র

পুরষ্কারে সম্মানিত হয়েছেন।কলকাতা বিশ্ববিদ্যালয়থেকে'জগত্তারিণী পদক,এবং ভাগলপুর ও যাদবপুর

বিশ্ববিদ্যালয় থেকে'ডিলিট,উপাধি লাভ করেন।ভারত সরকার তাঁকে'পদ্মভূষণ,উপাধিতে ভূষিত করেন।

সাহিত্য রচনার পাশাপাশি তিনি অনেক চিত্রওএঁকেছেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে তাঁর জীবনাবসান হয়।


খ। পূর্বকথা:

ছবি আঁকা হল আসলে নকল করা। তবে যা আছে তার হুবহু নকল করে ছবি আঁকার চেষ্টায় বেশি করে

 থাকে ছোটরা। তবে এমন ধরনের ছবিকে চিত্রাঙ্গন বলা যায় না। ছবিতে সৃজনশীলতা আনতে হলে

 কেবল চোখ দিয়ে দেখলে হবে না তার সঙ্গে মিশিয়ে দিতে হবে মনের চোখকে। কল্পনার সঙ্গে বাস্তবের

 যথার্থ মিশ্রণ যদি না ঘটে তাহলে ছবিটির বাস্তব সৌন্দর্য ফুটে উঠবে না। তাই ছোটবেলা থেকেই রং এবং

 মন বাস্তব ও মনের খেলাটি অনুভব করা শিখতে হয়। খোকনের প্রথম ছবি রচনাটিতে দেখা যায় যে

 খোকন কেবল বাস্তব থেকে শুধুই কাজ করতে অভ্যস্ত ছিল। কিন্তু একজন সৎ শিল্পীর পরামর্শ লাভে

 তাকে বদলে দিয়েছে। নিজের সঙ্গে অনেক সংঘর্ষ করে খোকন যে ছবি আঁকে তা হয়তো খুব দর্শনীয় না

 হলেও কিন্তু তা কপি করা নয়। সম্পূর্ণ তার নিজের আঁকা ছবি।


গ। বিষয় সংক্ষেপ:

খোকন ক্লাস দশম শ্রেণীতে পড়ে। ছেলেবেলা থেকেই তার ছবি আঁকার প্রতি গভীর ভালোবাসা ছিল।

 যখন সে ছোট ছিল তখন রঙিন পেন্সিল দিয়ে কাগজে হিজিবিজি কাটত। পরে স্কুলের ড্রয়িং বই থেকে

 কপি করে সে টুল,চেয়ার,টেবিল,কলসি,কাপ ইত্যাদি ছবি আঁকত। পরে মাস্টার মশায়ের উৎসাহে সে

 প্রকৃতির ছবি আঁকতে শুরু করে। তাদের বাড়ির সামনের গাছ, পুল থেকে শুরু করে সূর্য,গোলাপ ফুল বা

 আকাশের মেঘে হাতির মতো চেহারা খোকন আঁকতে থাকে। এইভাবে ছবি এঁকে তার মন কিছুতেই

 ভরে না। সে বুঝতে পারে প্রকৃতির কোন কিছুরই যথার্থ প্রতিরোধ তার পক্ষে আকার সম্ভব নয়। এরপর

 হঠাৎ একদিন লগ্ন থেকে তার বাবার এক চিত্রকর বন্ধু বাড়িতে এলেন। তিনি খোকনকে বুঝিয়ে দিলেন

 এতদিন সে প্রকৃতির ছবি বলে যা এঁকেছে তা হল নকল ছবি, তার মূল্য ফটোগ্রাফির চেয়েও বেশি নয়।

 এগুলোর কোনটাই খোকনের নিজের আঁকা ছবি নয়। তিনি খোকনকে পরামর্শ দেন ছবি আঁকতে হলে

 চোখ বুঝে কল্পনা করে তারপর তা আঁকতে হবে। তারপরে খোকন তাই করে। প্রথমে চোখ বুজে সে

 কল্পনা করতে গেলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। ফলে সে খাতায় শুধু কালো রং করে

 ফেলে। পরে ওই কালো রংয়ের ভেতর থেকে একটি মুখ খুঁজে পাই সে, শুধু মুখ নয়, মুখের সঙ্গে দেখতে

 পায় চোখও। তখন সে বুঝতে পারে ওটাই তার আঁকা প্রথম মৌলিক ছবি-আর প্রথম সৃষ্টি। ওই ছবিটি

 কোন কিছুর কপি নয়, ফটোগ্রাফ নয়, ওটা তার মন থেকে বেরিয়ে আসা প্রথম সৃষ্টি।


ঘ। নামকরণ:

যেকোনো রচনা নাম হল পরিচয়। নামকরণের মধ্যে দিয়েই রচিয়তা তার রচনাটি সম্বন্ধে আগাম ধারণা

 দিয়ে থাকেন। সেই দিক থেকে খোকনের প্রথম ছবি গল্পের নামকরণটি কতখানি সার্থক হয়েছে তা

 আলোচনা করা যাক। খোকন ক্লাস দশম শ্রেণীতে পড়ে ছোটবেলা থেকেই তার ছবির প্রতি খুব ঝোঁক

 ছিল। বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে টুল,টেবিল,চেয়ার ইত্যাদি সঙ্গে গরুর ছবিও সে একে ফেলে। তারপর

 ড্রইং মাস্টার এর পরামর্শে সে শুরু করে প্রকৃতি থেকে ছবি আঁকতে। মাস্টার মশায়ের উৎসাহে খোকন

 একে একে গাছ,বাড়ি ছাদ,পুল ইত্যাদি এঁকে ফেলে। এক সময় এইসব ছবি এঁকে সে আর সন্তুষ্ট হতে

 পারে না। তার আঁকা ছবিতে সূর্য থাকলেও সূর্যের দীপ্তি থাকে না, গোলাপ থাকলেও গোলাপের সৌন্দর্য

 ফোটে না। এই সময়ে খোকনের বাড়িতে আসেন তার বাবার চিত্রকর বন্ধু। তিনি খোকনকে দেখে দেখে

 নকল করার বদলে নিজের ছবি আঁকতে বলেন। আপনি বলেন যে খোকনের এই ছবি হবে সম্পূর্ণ

 নিজের কল্পনার ভিত্তিতে আঁকা ছবি। প্রথমে চোখ বন্ধ করে কল্পনা করতে গেলে খোকন শুধু দেখতে

 পেল অন্ধকার। সে অন্ধকারের ছবি আঁকল, তারপর দেখল অন্ধকারে ভেতর থেকে ফুটে উঠছে একটা

 মুখ। একইসঙ্গে চোখ এবং চোখের মধ্যে থাকা অদ্ভুত হাসিও সে দেখতে পেল। তৈরি হল খোকনের

 আঁকা প্রথম নিজের ছবি। এই দিক থেকে খোকনের প্রথম ছবি গল্পের এই নামকরণটি অত্যন্ত যথার্থ

 হয়েছে বলে মনে হয়।


ঙ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১


১। ড্রইংএর মাস্টারমশাই খোকনকে বলেছিলেন-

ক) প্রকৃতি থেকে ছবি আঁকতে

খ) বাড়ির ছবি আঁকতে

গ) মানুষের ছবি আঁকতে

ঘ) অন্ধকারে ছবি আঁকতে

উত্তর:(ক) প্রকৃতি থেকে ছবি আঁকতে


২। প্রকৃতির ছবি আঁকতে গিয়ে খোকন প্রথম কোন গাছের ছবি এঁকেছিল-

ক) দেবদারু গাছ

খ) আমগাছ

গ) নারকেল গাছ

ঘ) ইউক্যালিপটাস

উত্তর:(ঘ) ইউক্যালিপটাস


৩। বনফুল ছদ্মনামের আড়ালে আছে-

ক) বলাইচাঁদ চট্টোপাধ্যায়

খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ) বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায়

ঘ) বলাইচাঁদ গঙ্গোপাধ্যায়

উত্তর:(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়


৪। ছোটবেলায় খোকন কাগজের উপরে রঙিন পেন্সিল দিয়ে যা আঁকত-

ক) নদী

খ) খেলার মাঠ

গ) হিজিবিজি

ঘ) জীবজন্তু

উত্তর:(গ) হিজিবিজি


৫। খোকনের বাবার বন্ধু একজন-

ক) মাস্টার মশাই

খ) সংগীতশিল্পী

গ) চিত্রকর

ঘ) গীতিকার

উত্তর:(গ) চিত্রকর


৬।খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকতেন?-

ক) দিল্লি

খ) মুম্বাই

গ)কলকাতা

ঘ) লক্ষৌ

উত্তর:(ঘ)লক্ষৌ


চ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১


১।খোকনের আঁকা কোন ছবি দেখে মাস্টার মশাই খুব প্রশংসা করেছিলেন?

উত্তর: খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ ও পুলের ছবি দেখে মাস্টার মশাই খুব প্রশংসা করেছিলেন।


২।খোকন অবাক হয়ে গেল-তখন খোকন অবাক হয়ে গিয়েছিল?

উত্তর: খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি এবং কোনটারই তার

নিজের ছবি নয় বলেন,এতেই খোকন অবাক হয়ে গিয়েছিল।


৩।খোকনের প্রথম সৃষ্টি কী ছিল?

উত্তর: খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি।


৪।খোকনের বাবার বন্ধু কে?

উত্তর: খোকনের বাবার বন্ধু হল একজন চিত্রকর।


৫।সূর্য বা গোলাপের ছবি এঁকে খোকনের কী মনে হয়েছিল?

উত্তর: সূর্য বা গোলাপের ছবি এঁকে খোকনের মনে হয়েছিল সূর্যের দীপ্তি বা গোলাপের সৌন্দর্য তার আঁকা

ছবিতে ফুটে ওঠেনি।


১।গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো:

শিল্পী, নগর, ঐরাবত, উজ্জ্বলতা, অনুকরণ।

উত্তর:

শিল্পী--চিত্রকর

নগর--শহর

ঐরাবত--হাতি

উজ্জলতা--দীপ্তি

অনুকরণ--নকল


২। বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো:

প্রকৃতি, গাছ, কল্পনা, ফুল, দীপ্তি।

উত্তর:

প্রকৃতি-বিশেষ্য, প্রাকৃতিক-বিশেষণ


গাছ-বিশেষ্য, গেছো- বিশেষণ


ফুল-বিশেষ্য, পুলেল- বিশেষণ


কল্পনা-বিশেষ্য, কাল্পনিক-বিশেষণ


দীপ্তি-বিশেষ্য, দীপ্ত-বিশেষণ



CONTENTS:

আরো পড়ুন:

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here

একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here

আত্মকথার প্রশ্ন উত্তর Click Here

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here

















Post a Comment

0 Comments