একুশে কবিতা
আশরাফ সিদ্দিকী
১। সূচিপত্র:
ক।কবি পরিচিতি
খ।কবিতার পূর্ব কথা
গ।একুশের কবিতা-টির সারসংক্ষেপ
ঘ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
ঙ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১
চ। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৬০টি শব্দের মধ্যে প্রতিটিপ্রশ্নের মান-৩
ছ। বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী বা বড়োপ্রশ্নোত্তর১৫০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-৫
e-bookap পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st- ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট
ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য
আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
ক। কবি পরিচিতি:
আশরাফ সিদ্দিকী ১৯২৭ খ্রি. বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি
ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক এবং খ্যাতনামা লোকতত্ত্ববিদ। তিনি পাক্ষিক
‘মুকুল,পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-'কিংবদন্তীর
বাংলা,লোকায়ত বাংলা,বিষকন্যা,উত্তর আকাশের তারা,কাগজের নৌকা প্রভৃতি। ১৯৬৪
খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার
তাঁকে'একুশে পদক,দিয়ে সম্মানিত করেছিল।
খ। পূর্বকথা:
১৯৪৭ এ স্বাধীনতা লাভের পর সেই সময়ে ভারত বর্ষকে তিন ভাগে ভাগ করা হয়। পশ্চিম
পাকিস্তান ভারত এবং পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। পূর্ব পাকিস্তানের
শাসন ক্ষমতা দেওয়া হয় পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের বাংলার পরিবর্তে উর্দুকে
রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়। মাতৃভাষার প্রতি ভালোবাসায় উত্তাল
হয়ে ওঠে পূর্ববঙ্গ তথা পূর্ব-পাকিস্তান। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও
মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের ভাষার দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিলে,পুলিশ
নির্বিচারে গুলি চালায়।এর ফলে আব্দুস সালাম, রফিক-উদ্দিন আহমেদ, সফিউর
রহমান,আবুল বরকত এবং আব্দুল জব্বার-এর মৃত্যু হয়। এঁরাই হলেন প্রথম ভাষা শহিদ।
এঁদের মৃত্যুর ফলে এই গণ আন্দোলন চরম পর্যায়ে পৌঁছোয় এবং ১৯৫৪ খ্রিস্টাব্দের ৭ মে
বাংলাকে বাংলাদেশের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।১৯৯৯-এর ১৭ নভেম্বর ইউনেসকো ২১
ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। সেই দিনকে স্মরণ করেই
কবি আশরাফ সিদ্দিকী এই কবিতাটি লিখেছেন।
গ। সারসংক্ষেপ:
কবির চেতনায় একুশে ফেব্রুয়ারির শহীদদের কথা উজ্জ্বল।শৈশবে পড়া'পাখি সব করে
রব,কবিতাটি যেন মন্ত্রের মতো বাজছে স্মৃতির গভীরে।মাতৃভূমি বাংলাদেশ- মাটির
গান,ভাটিয়ালি,মুর্শিদি,জারি,সাড়ি গান শৈশবে মায়ের গাওয়া নানা গানের কলি,বিন্নি ধান-
এইসবের পাশাপাশি কবির মনে আসছে,তাদের কথা ১৯৫২ খ্রিস্টাব্দে খাজা নাজিম উদ্দিন
সরকার পুলিশ গুলি করে মেরেছিল যাদের।ইতিহাস লিখে নিয়েছে সেই বেদনাময়
ঘটনা,বুকের রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষার সেই করুন কাহিনী।
ঘ। নামকরণ:
সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।আর কবিতার নামকরণ বিষয়ে
আলোচনা করতে হলে তার বিষয়বস্তুর উপর আলোকপাত করতেই হবে।দুটি স্বাধীন দেশ-
ভারত-পাকিস্তান।পাকিস্তানের একটি অংশ পূর্বপাকিস্তান যা-বর্তমান বাংলাদেশ নামে
পরিচিত। আর এই দুই পাকিস্থান ভাগ হয়েছিল ভাষাগত কারণে।পাকিস্তানের রাজধানী
ইসলামাবাদ পূর্বপাকিস্তানের উপর জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালানোর চেষ্টা
করলে পূর্বপাকিস্তান তথা বাংলাদেশের মানুষ এর তীব্র বিরোধিতা করে।এর ফলে ১৯৫২
খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি পাকিস্তানের খাজা নিজাম উদ্দিন সরকারের পুলিশ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ
মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়।এর ফলে মারা যান আব্দুস সালাম,আবুল
বরকত,শফিউর রহমান,রফিক উদ্দিন আহমেদ ও আব্দুল জব্বার। এই পাঁচ ভাষা শহীদের
মৃত্যুতে পূর্ব পাকিস্তানের মানুষজন তীব্র আন্দোলনে নেমে পড়ে।১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন
বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়,একুশে ফেব্রুয়ারি দিনটি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,হিসেবে
স্বীকৃতি পায়। এই কবিতার নামকরণ একুশে শব্দটি যেন মন্ত্রের মতো উচ্চারণের যুক্ত হয়েছে
আর নামকরণটিও সার্থকতা লাভ করেছে।
ঙ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
১। পাখি সব করে রব পঙক্তিটির রচিয়তা-
ক) আশরাফ সিদ্দিকী
খ) আবুল ফজল
গ) মদনমোহন তর্কালঙ্কার
ঘ) আব্দুল গাফফার
উত্তর:(গ) মদনমোহন তর্কালঙ্কার
২। একুশের কবিতায় যে সুরের কথা বলা হয়েছে তা হলো-
ক) প্রকৃতির সুরের মত
খ) সকালে পড়া মন্ত্রের মতো
গ) পাঠশালায় পড়া মন্ত্রের মত
ঘ) স্মৃতির সুরের মত
উত্তর:(গ) পাঠশালায় পড়া মন্ত্রের মতো
৩। জারি হল-
ক) মুসলমানি পল্লীসংগীত
খ) এক ধরনের খাবার
গ) শাড়ির সৌখিন কাজ
ঘ) লোকনাট্য
উত্তর:(ক) মুসলমানি পল্লীসংগীত
৪।'জারি সারি ভাটিয়ালি মুর্শিদি,এগুলি হল-
ক) লোকনাটক
খ) লোকগান
গ) লোককবিতা
ঘ) গ্রামীণপ্রথা
উত্তর:(খ) লোকগান
৫।"আরও কত সুরের সাথে মিশে আছে"-কী মিশে আছে?
ক) রূপকথার গল্প
খ)কবির ছেলেবেলার গান
গ) কবির মায়ের মুখ
ঘ) কথোপকথন
উত্তর:(গ)কবির মায়ের মুখ
চ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১
১।"হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ"- কোথায়?
উত্তর:আশরাফ সিদ্দিকী লেখা' একুশের কবিতায়,যে বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ বেশ
কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল।
২।কোন মাঠের ধারে গুলির আওয়াজ শোনা গেল?
উত্তর: আলোচ্য কবিতায় বিন্নিধানের মাঠে হঠাৎ গুলির আওয়াজ শোনা গিয়েছিল ।
৩।আকাশে কালবৈশাখীর ঝড় উঠতে কী কী কেঁপে উঠেছিল?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতা,য় আকাশে কালবৈশাখের ঝড় উঠতে
মাঠ,ঘাট, বাট,হাট,বন,মন সব কেঁপে উঠেছিল।
৪।"ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব"- ইতিহাস কেন থমকে দাঁড়িয়েছিল?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতা,য় মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদরা
নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই সময় ইতিহাস প্রস্তুত ছিল না বলেই থমকে দাঁড়িয়ে
ছিল।
৫। কোন ভাষায়'আমার মা,কথা বলে?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতায়,আমার মা এখানে দেশ মাতৃকাকে
বোঝানো হয়েছে যে দেশের জননীর মাতৃভাষা বাংলা। সেই মা বাংলা ভাষায় কথা বলে।
৮।একটি-দুটি বাক্যে উত্তর দাও।
৮.১।পাখি সব করে রব--উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ ?কবিতাটি তাঁর লেখা কোন বইতে রয়েছে ?
উত্তর:উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের ‘প্রভাতবর্ণন’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
আলোচ্য অংশে,মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশুশিক্ষা,বই থেকে গৃহীত হয়েছে। বইটির তিন
খণ্ডের প্রথম ভাগে এই কবিতাটি রয়েছে।
৮.২।এই পক্তিটি পাঠের সুরকে ‘মন্ত্রের মতো বলা হয়েছে কেন?
উত্তর:‘পাখি সব করে রব,লাইনটি পাঠের সময় মনের মধ্যে মন্ত্রপাঠের মতোই স্বর্গীয়
অনুভূতির সৃষ্টি হয়।তাই একে ‘মন্ত্রের মতো বলা হয়েছে।
৮.৩।এই সুরকে কেন ‘স্মৃতির মধুভাণ্ডার,বলা হয়েছেতা কবির মনে কোন্ স্মৃতি জাগিয়ে তোলে?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতা,য় এই সুরের সঙ্গে জড়িয়ে রয়েছে কবির
শৈশবে পাঠশালায় কবিতাটি পড়ার স্মৃতি,যা সবসময়েই কবির কাছে মধুর এবং অমলিন।
তাই একে ‘স্মৃতির মধুভাণ্ডার,বলা হয়েছে।
এই শৈশবস্মৃতি কবির মনে বাংলার এক সুন্দর ছবি ফুটিয়ে তোলে।তাঁর মনে পড়ে যায়
বাংলার দেশ-মাঠ-বন-নদী,অজস্র লোকগানের কথা। এ সবের মধ্য দিয়েই কবির মনে
বাংলামায়ের মুখ মধুর এক স্মৃতি হয়ে জেগে ওঠে।
৮.৪।"সেই আমার দেশ-মাঠ-বন-নদী”—দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচটি নদীর নাম লেখো।
উত্তর:দুই বাংলা মিলিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও গোরুমারা অরণ্য এবং
বাংলাদেশের ভোলা ও মধুমতি।পাঁচটি নদী হল-পশ্চিমবঙ্গের গঙ্গা, দামোদর,তিস্তা ও
বাংলাদেশের পদ্মা,মেঘনা।
৮.৫।টীকা লেখো:
জারি,সারি,ভাটিয়ালি,মুর্শিদি,বিন্নিধান,কথকতা,রূপকথা।
উত্তর:জারি:এটি বাংলার একধরনের মুসলমানি পল্লিসংগীত।ফারসি শব্দ ‘যারী’থেকে এর
উৎপত্তি। জারিগানের অর্থ হল শোকসংগীত।কারবালার প্রান্তরে হজরত মহম্মদের দৌহিত্র
হোসেন এবং পরিবারের অন্য সদস্যদের শোচনীয় মৃত্যুকে উপলক্ষ্য করে জারিগান রচিত
হয়।
সারি: প্রধানত বাংলাদেশের মাঝি-মাল্লাদের বিশেষ ধরনের গান। অন্যান্য শ্রমজীবীরাও
কাজের সময় মূলত কষ্ট কমানোর জন্য এই গান করেন।মোগল বাদশাহদের সময় এই
গানের প্রসার ঘটে।সারিগানের মূল গায়ককে বলা হয় বয়াতি। মূলত পূর্ববঙ্গেই এই গানের
ব্যাপক প্রচলনদেখা যায়।
ভাটিয়ালি:এটি মাঝি-মাল্লাদের বিশেষ ধরনের গানের সুর।সুর অর্থেই ভাটিয়ালি কথাটি
ব্যবহৃত হয়।
মুর্শিদি:মুসলমানরা ফকির কে পীর, এবং হিন্দুদের সাধু ও মহাপুরুষদের পির বলা হয়।মুর্শিদি
এই পিরের গান।
বিন্নিধান:এক ধরনের আউশ ধান। নীচু জলাজমিতে বিশেষত পূর্ববঙ্গে এর চাষ হয়। এই
ধানের খই খুব ভালো হয়।
কথকতা:রামায়ণ,মহাভারত,পুরাণ ইত্যাদি গ্রন্থের পাঠ ও ব্যাখ্যা করার ধরনকে বলা হয়
কথকতা। এই কথকতার কাজটি যিনি করেন, তাঁকে বলা হয়, ‘কথক’বা ‘কথকঠাকুর’।
রূপকথা:ছেলেভুলানো কাল্পনিক কাহিনিকে বলা হয় রূপকথা। এই কাহিনিতে রাক্ষস-
রাক্ষসী, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী প্রভৃতি কাল্পনিক চরিত্র থাকে।আর থাকে রাজকুমারী এবং অবশ্যই
রাজকুমার। তবে এরা কেউই বাস্তব চরিত্র নয়, সবাই কাল্পনিক।
৮.৬।তোমার জানা দুটি পৃথক লোকসংগীতের ধারার নাম লেখো।
উত্তর:কবিতার লোকসংগীত ছাড়া আলাদা দুটি ধারার লোকসংগীত হল--বাউল গান ও টুসু
গান।
৮.৭।'ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলো সব,--সব বলতে এখানে কী কী বোঝানো হয়েছে ?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতা,য় ইতিহাস থমকে দাঁড়িয়ে একুশের ভাষা-
আন্দোলনের প্রতিটি খুঁটিনাটি বিষয় লিখে নিল। মাঠ,ঘাট,বাট,হাট,বন সর্বত্র জেগে-ওঠা
মানুষের তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ,পূর্ব-পাকিস্তানের সেনাদের গুলিতে বিপ্লবী তরুণদের
মৃত্যু-ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে সেই সব গল্প ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল ।
৮.৮। 'তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর,--- সহস্রপাখি কাদের বলা হয়েছে ?
উত্তর:আশরাফ সিদ্দিকী রচিত'একুশের কবিতা,য় উর্দুকে পূর্ব-পাকিস্তানের (বর্তমান
বাংলাদেশ) রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে একসময় বাংলার মানুষ রুখে
দাঁড়িয়েছিল। তারা বাংলা ভাষার মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল।
CONTENTS:
আরো পড়ুন:
ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here
পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here
বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here
একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here
আত্মকথার প্রশ্ন উত্তর Click Here
খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here
কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here
0 Comments