বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর। বঙ্গভূমির প্রতি কবিতার উৎস। বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর class 7। নামকরণের সার্থকতা।





বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর। বঙ্গভূমির প্রতি কবিতার উৎস। বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর class 7। নামকরণের সার্থকতা।


 বঙ্গভূমির প্রতি

                                                                        মাইকেল মধুসূদন দত্ত


১।সূচিপত্র:

ক। কবি পরিচিতি

খ। কবিতার উৎস

ঘ। কবিতার পূর্বকথা

ঙ। বঙ্গভূমির প্রতি কবিতাটির সারসংক্ষেপ

চ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১

ছ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-১

জ।ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৬০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-৩


ebookapপেজটিছাত্রছাত্রীদেরজন্যসুখবর-1stইউনিট,2ndইউনিট,3ndইউনিট,টেস্ট,ফাইনাল

পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাইএই সাফল্য আমাদের

কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক। কবি পরিচিতি: মাইকেল মধুসূদন দত্ত

ধুসূদন দত্ত ১৮২৪ খ্রিস্টাব্দের বর্তমান বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে

 জন্মগ্রহণ করেন।তাঁর বাবা-মা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী। তিনি হিন্দু

 কলেজে পড়াশোনা করতেন।তাঁর ইংরেজি তে ভালো দক্ষ থাকায় মধুসূদন ইংরেজি

 সাহিত্যের বড়ো কবি হওয়ার স্বপ্ন এবং সেই সঙ্গে  খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং এক বিদেশি

 মহিলাকে বিবাহ করেন ষ।তখন থেকে তাঁর নাম হয় মাইকেল মধুসুদন দত্ত।তিনি ইংরেজি

 ভাষায় বেশ কয়েকটিগ্রন্থরচনাকরেছিলেনযেমন'TheCaptiveLadie,VisionsofthePast,প্রভৃতি।

 তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হলমেঘনাদবধকাব্য,বীরাঙ্গনাকাব্য,ব্রজাঙ্গনাকাব্য,তিলোত্তমাসম্ব

 কাব্য,চতুৰ্দ্দশপদী কবিতা, প্রভৃতি তাকেস্মরণীয় করে রেখেছে।রচয়িতা হিসেবেই তিনি

 স্মরণীয়। তাঁর বিখ্যাত নাটক গুলির মধ্যেযেমন - শর্মিষ্ঠা,পদ্মাবতী,কৃষ্ণকুমারী প্রভৃতি।

এছাড়াও তিনি বেশ কয়েকটি প্রহসন মূলক গ্রন্থ রচনা করেন যেমন- ‘একেই কি বলে

 সভ্যতা? বুড়ো সালিকের ঘাড়ে রোঁ, ইত্যাদি। তিনিসর্বপ্রথম বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ

 এবং বাংলা সাহিত্যে মহাকাব্য রচনা করেন। তিনিআইন পড়ার জন্য ইংল্যান্ডে যাবার আগে

 ১৮৬২ খ্রিস্টাব্দে তিনি ‘বঙ্গভূমির প্রতি,কবিতাটিলেখেন। ১৮৭৩ খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়।


খ। উৎস:

মাইকেল মধুসূদন দত্তের রচিত‘বঙ্গভূমির প্রতি,কবিতাটি ‘মধুসূদন রচনাবলীর-'নানা কবিতা’

বিভাগ থেকে নেওয়া হয়েছে।


গ। পূর্বকথা:

বঙ্গমাতার কোল ছেড়ে একদিন কবি চলে গিয়েছিলেন অনেক দূরে। প্রথমে তিনিগিয়েছিলেন

স্বদেশেরমাদ্রাজে,পরেইংল্যান্ডেএবংতারওপরেফ্রান্সেরভার্সাইনগরেদুরন্তপ্রতিভাবান,ইংরেজি

 সাহিত্যের নিজেকে প্রতিষ্ঠা করে যশস্বী হবেন।তাই তাঁর মনে হয়েছে,মাতা বঙ্গভূমির প্রতি

 তিনি কোনোদিনই সচেতন থাকেননি;তেমনভাবে কোনো দায়িত্বপালন করেননি। তাই এই

কবিতায় তিনি বঙ্গমাতা বঙ্গভূমিকে যেন পূজাকরেছেন। তাঁর বক্তব্যতিনিমাকেভুলেথাকলেও

 মা যেন তাঁকে মনে রাখেন। মার মন যেনকিছুতেই মধুহীন না হয় ৷


ঘ। সারসংক্ষেপ:

মাইকেল মধুসূদন দত্ত'বঙ্গভূমির প্রতি,কবিতায় জন্মভূমিকে"মা"সম্বোধন করেছেন।

দেশমাতার কাছে কবি প্রার্থনাজানিয়েছেন,দেশমাতা যেন তাঁকে সর্বদা মনে রাখেন,কখনও

 যেন ভুলে না যান।নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য বিদেশে গিয়ে মধুসুদন যদি কোনো

 ‘পরমাদ’বা ভুল করে ফেলেন,তা হলেও বঙ্গজননী যেন তাঁকে ভুল না বোঝেন।কবি খুব

 দুঃখ করে বলেন যে,তাঁর এমন কোনো গুণ নেই যার জন্য তিনি দেশমাতার কাছে অমরত্ব

 লাভের আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। তবু তিনি প্রার্থনা করেছেন, জন্মভূমি-মা যেন তাঁর

 দোষ-ত্রুটি উপেক্ষা করে,শুধু গুণ গুলিকেই মনে রেখে কবিকে অমর করে দেন।


ঙ। নামকরণ:

সাহিত্যের নামকরণের মধ্য দিয়েই কবি তার সাহিত্যসৃষ্টির সঙ্গে পাঠকদের পরিচয় করান।

 মাইকেল মধুসুদন দত্ত ইউরোপে থাকার সময় মাতৃভূমির প্রতি তাঁর গভীর ভালোবাসা

 থেকেই 'বঙ্গভূমিরপ্রতি,কবিতাটি লিখেছিলেন।দেশমাতার থেকে দূরে গিয়ে কবি,বিষণ্ণ হয়ে

 উঠেছিলেন।সে কারণেই দেশমাতা তথা দেশবাসীর মনে চিরস্থায়ী আসন পাওয়ার জন্য তিনি

 আকুলতা প্রকাশ করেছেন।কবির মনে হয়েছে,মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে

 পারলে মৃত্যুর পরেও তাঁর কোনো দুঃখ থাকবে না।মানুষের স্মৃতিতে অমরত্ব লাভ করার মধ্য

 দিয়েই জীবন ধন্য হয়ে ওঠে।কবিও দেশমাতার কাছে এই অমরত্বই প্রার্থনা করেছেন।

 বঙ্গভূমির উদ্দেশে কবি এই আবেদন জানিয়েছেন বলেই কবিতাটির বঙ্গভূমির প্রতি

 নামকরণ সার্থক ও যথাযথ হয়েছে।


চ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১


১।'কোকনদ,শব্দের অর্থ হলো-

ক) লালপদ্ম

খ) নীল পদ্ম

গ) সাদা পদ্ম

ঘ) লাল গোলাপ

উত্তর:(ক) লাল পদ্ম


২।"মধুময় তামরস"-তামরস কথার অর্থ হল-

ক) তামার রং

খ) পদ্ম

গ) গোলাপ

ঘ) মৌমাছি

উত্তর:(খ) পদ্ম


৩।"সেই ধন্য নরকূলে"-কে নরকূলে ধন্য হয়?

ক) যার অনেক অর্থ আছে

খ) যার বংশ উচ্চ

গ) লোকে যাকে মনে রাখে

ঘ) লোকে যাকে ভুলে যায়

উত্তর:(গ) লোকে যাকে মনে রাখে


৪।'বঙ্গভূমির প্রতি,কবিতায় যে ঋতুর উল্লেখ আছে-

ক) গ্রীষ্ম-বর্ষা

খ) বসন্ত-শরৎ

গ) শীত-হেমন্ত

ঘ) শীত-বসন্ত

উত্তর:(খ) বসন্ত-শরৎ


৫। কবি কীসে ভয় পায় না?-

ক) বিস্তৃতিতে

খ) মৃত্যুতে

গ) প্রবাস জীবনে

ঘ) দৈবে

উত্তর:(খ) মৃত্যুতে


ছ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)২০টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান-২


১।"চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?”-কবি এখানে কী বলতে চেয়েছেন?

উত্তর:নদীর স্রোত যেমন উৎস থেকে সাগরের দিকে এগিয়ে যায়, তেমনি সময়ের স্রোতও

মানুষকে জন্ম থেকে মৃত্যুর দিকে নিয়ে যায়।নদীর মতোই জীবনও চলমান।


২।"মক্ষিকাও গলে না গো,পড়িলে অমৃত হ্রদে !”-এ কথার মধ্য দিয়ে কৰি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:কবি‘বঙ্গভূমির প্রতি’কবিতায় অমৃতের হ্রদের সঙ্গে মানুষের স্মৃতিরতুলনা করেছেন।

অমৃতের হ্রদে পড়ে থাকা কোনো মক্ষিকার মৃত্যু হয় না কবি বোঝাতে চেয়েছেন

 যে,সেভাবেইমানুষমনে রাখলে চিরকালই বেঁচে থাকা সম্ভব।


৩।"মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।”-কার কাছে এই আকুতি করেছেন?কেন করেছেন?

উত্তর:কবিমাইকেলমধুসূদনদত্ত'বঙ্গভূমিরপ্রতি,কবিতায়দেশমাতারকাছেএইপ্রার্থনা করেছেন

কবি দেশবাসীর স্মৃতিতে অমর হয়ে থাকতে চান। তাই তিনি এই আকুতিকরেছেন।


৪।"My Native Land,Good night!"__উক্তিটি কার?

উত্তর:আলোচ্য উক্তিটি করেছিলেন ইংরেজ কবি বায়রন (Byron)।


১। ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো:

১.১।‘বঙ্গভূমির প্রতিকবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে,সেটি কবি বায়রন-এর রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল------।

উত্তর:‘বঙ্গভূমির প্রতি,কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে,সেটি কবি বায়রনের রচনা।তাঁররচিত

একটি বিখ্যাত গ্রন্থ হল-Don Juan


১.২।লালবর্ণের পদ্ম কোকনদ--সেরকম নীল রঙের পদ্মকে -- ও সাদা রঙের পদ্মকে--বলা হয়।

উত্তর: নীল রঙের পদ্মকে -- ইন্দীবর এবং সাদা রঙের পদ্মকে ----পুণ্ডরীক বলে।


২। সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১।এ মিনতি করি পদে--কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ?

উত্তর:কবি মধুসূদন দত্ত'বঙ্গভূমির প্রতি,কবিতায় জন্মভূমি বা দেশমাতাকে ‘মা’বলে সম্বোধন

 করেছেন।কবি দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন কবিকে সবসময়মনেরমধ্যে

 স্থান দেন।এক্ষেত্রে বিনয়ের সঙ্গে কবি নিজেকে দেশমাতার ‘দাস’বলে উল্লেখকরেছেন।

জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়, তাহলেও তিনি যেন বঙ্গজননীর মনথেকে কখনও

 মুছে না যান।কবি দেশমায়ের কাছে এই প্রার্থনাই জানিয়েছেন।

২.২।“সেই ধন্য নরকুলে”-কোন্ মানুষ নরকুলে ধন্য হন?

উত্তর:কবি মধুসুদনের মতে,যে মানুষকে লোকে কখনও ভুলেযায়না,মনেরমন্দিরে চিরশ্রদ্ধার

 আসনে বসিয়ে রাখে—মানবসমাজে সেই মানুষই ধন্য হন।



CONTENTS:

আরো পড়ুন:

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here

একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here

আত্মকথার প্রশ্ন উত্তর Click Here

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here

কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here


মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here










Post a Comment

0 Comments