ছন্দে শুধু কান রাখো
অজিত দত্ত
ক।কবি পরিচিতি
খ। ছন্দে শুধু কান রাখো কবিতার উৎস
গ। কবিতার পূর্বকথা
ঘ। ছন্দে শুধু কান রাখো কবিতার সারসংক্ষেপ
ঙ। ছন্দে শুধু কান রাখো কবিতার নামকরণ
চ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
ছ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)-২০টি শব্দের মধ্যে।প্রতিটি প্রশ্নের মান-১
জ। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৬০টি শব্দের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান-৩
ঝ।বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী বা বড়ো প্রশ্নোত্তর।১৫০টি শব্দের মধ্যে।প্রতিটি প্রশ্নের মান-৫
e-bookapপেজটি ছাত্রছাত্রীদেরজন্যসুখবর-1stইউনিট,2ndইউনিট,3ndইউনিট,টেস্ট,ফাইনাল
পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাইএই সাফল্য আমাদের
কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
ক। কবি পরিচিতি:অজিত দত্ত
কবি অজিত দত্ত ১৯০৭ খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তিন ও
চারের দশকের আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম। অজিত দত্ত খুব মেধাবী ছাত্র
ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত ভাষার পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে
প্রথম হন। তরুণ বয়সেই তিনি বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতিপত্রিকা সম্পাদনা
করেন।‘কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।তাঁর বিখ্যাত
কাব্যগ্রন্থগুলি হল-কুসুমের মাস,পাতালকন্যা,নষ্টচাঁদ,পুনর্নবা,ছড়ার বই,ছায়ার
আলপন,'শাদা মেঘ কালো পাহাড়,প্রভৃতি। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক
ছিলেন।যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেছেন। তাঁর একটি উল্লেখযোগ্য
প্রবন্ধের নাম হল-'বাংলা সাহিত্যে হাস্যরস,বিখ্যাত কবি অজিত দত্ত ১৯৭৯ খ্রিস্টাব্দে
আমাদের ছেড়ে চলে যান।
খ। উৎস
অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো,শ্রেষ্ঠ কবিত,নামক'কবিতা সংকলন,থেকে নেওয়া হয়েছে।
গ।পূর্বকথা:
প্রকৃতির সঙ্গে সঙ্গে ছন্দের আশ্চর্য প্রকাশ।এই ছন্দেই জীব ও জীবনও চালিত হয়।কান দিয়ে
আর মন দিয়ে শুনলে ছন্দের টুংটাং শব্দ শোনা যাবে। তবে কোলাহল মুখর এই বর্তমান
পৃথিবীতে এই ছন্দময়তাকে অনুভব করা খুব সহজ নয়। আমাদের চারপাশে অনেক কিছুর
মধ্যে ছন্দের যে চলাচল, তাকে অনুভব করতে পারলেই জীবন হয়ে উঠবে সহজ ও সুন্দর।
তাই কবি পাঠকদের অনুভব করতে বলেছেন ছন্দে শুধু কান রাখো।
ঘ। সারসংক্ষেপ:
পৃথিবীর সব কিছুই ছন্দময়।ঝড়-বৃষ্টি,পাখির ডাক, জ্যোৎস্না কিংবা নদীর স্রোতে যেমন ছন্দ
আছে, ঠিক সেরকমই মোটরের চাকায়,রেলগাড়ি কিংবা নৌকো জাহাজের চলায়,ঘড়ির
কাঁটায়ও ছন্দ রয়েছে। অর্থাৎ প্রকৃতিতে এবং যন্ত্র সভ্যতায়-দু-জায়গাতেই ছন্দ আছে। কিন্তু
এই পৃথিবীর সব কিছুতেই যে ছন্দ আছে তাকে বোঝার জন্য আমাদের মন দিতে হবে, সমস্ত
দ্বন্দ্ব ভুলে যেতে হবে। তাহলেই ছন্দের সাহায্যে পৃথিবীটাকে চেনা সম্ভব হবে। আর এতে
জীবনও পদ্যময় হয়ে উঠবে।
ঙ।নামকরণ:
নামকরণ থেকে আলোচ্য রচনাটি সম্পর্কে পাঠক-পাঠিকার মনে আগাম ধারণা তৈরি হয়।
তাই 'ছন্দে শুধু কান রাখো,কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করে,কবি কবিতায়,মন্দ
কথায় কান না দিয়ে শুধু ছন্দে মন দিতে বলেছেন।দ্বন্দ্ব-বিবাদ ভুলে প্রকৃতি ও সমাজের
গোপন ছন্দকে বুঝতে পারলে পদ্য লেখাও সহজহয়েউঠবেঝড়বৃষ্টিতে,জ্যোৎস্নায়,দিনদুপুরে
পাখির ডাকে,গভীর রাতে ঝিঁঝির শব্দে,নদীর স্রোতে, মোটরের চাকায়,রেলগাড়ির ছুটে
চলায়, নৌকো-জাহাজের ভেসে চলায় কিংবা ঘড়ির কাঁটার ঘূর্ণনে,দিনরাত্রির আবর্তনে,সর্বত্র
কবি সেই ছন্দেরই গভীর প্রভাব লক্ষ করেছেন।কবি তাই পাঠকদের চারপাশের জগৎকে
বোঝার জন্য সমস্তরকম ছন্দের প্রতি মনোযোগী হতে বলেছেন।তাই'ছন্দে শুধু কান
রাখো,কবিতার এমন নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে বলা যায়।
চ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ) প্রতিটি প্রশ্নের মান-১
১।ছন্দ আছে-
ক) পূর্ণিমাতে
খ) ভোররাতে
গ)জোছনাতে
ঘ) আমাবস্যাতে
উত্তর:(গ) জোছনাতে
২।"মন্দ কথায় মন দিয়ো না, ছন্দে শুধু------রাখো"।
ক) কান
খ) নাক
গ) মাথা
ঘ)হৃদয়
উত্তর:(ক) কান
৩।“ছন্দ আছে জ্যোছনাতে।” –‘জোছনা শব্দের অর্থ-
ক)সূর্যের আলো
খ) চন্দ্রের আলো
গ) নক্ষত্রের আলো
ঘ) লণ্ঠনের আলো
উত্তর:(খ) চন্দ্রের আলো
৪।ছন্দে মন দিতে গেলে যা করতে হবে,তা হল-
ক) দ্বন্দ্ব ভুলতে হবে
খ) কান রাখতে হবে
গ) নদীর স্রোত শুনতে হবে
ঘ)ভুবনকে চিনতে হবে
উত্তর:(ক)দ্বন্দ্ব ভুলতে হবে
৫।'ছন্দে শুধু কান রাখো,কবিতার কবি হলেন-
ক)মধুসুদন দত্ত
খ) অজিত দত্ত
গ) মৃদুল দাশগুপ্ত
ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর:(খ)অজিত দত্ত
৬।পাখি ডাকে-
ক) দুপুরে
খ) দিনে-রাতে
গ) রাতবিরেতে
ঘ) ভরদুপুরে
উত্তর:(ঘ) ভরদুপুরে
৭। ঝিঁঝির ডাক শোনা যায়-
ক) দিনদুপুরে
খ) ভরদুপুরে
গ)ঘোররাতে
ঘ) দিনের বেলায়
উত্তর:(গ) ঘোররাতে
৮।মনের মাঝে কীসের ছন্দ শুনতে পাওয়ার কথা বলা হয়েছে?
ক) ঝিঁঝির
খ) নদীর স্রোতের
গ) ঝড়-বাদলের
ঘ) পাখিরডাকের
উত্তর:(খ) নদীর স্রোতের
৯।কীসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে?
ক)নদীরস্রোতের
খ)সমুদ্রের ঢেউয়ের
গ) বাতাসের কম্পনের
ঘ)মেঘের গর্জনের
উত্তর:(ক) নদীর স্রোতের
১০।“কেউ লেখেনি আর কোথাও।”-কী লেখার কথা এখানে বলাহয়েছে?
ক) গদ্য
খ) পদ্য
গ) ছড়া
ঘ) গল্প
উত্তর:(গ) ছড়া
ছ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(SAQ)-২০টি শব্দের মধ্যে।প্রতিটি প্রশ্নের মান-১
১। ছন্দে কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায় কবি কান পেতে বা গভীর
মনোযোগ দিয়ে শুনতে চাওয়াকে বুঝিয়েছেন।
২। ছন্দ শুনতে হলে কি করা উচিত?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায় সামাজিক অন্যায় অবিচারের
কথা ভুলে গিয়ে কবি ছন্দের দিকে মন দিতে বলেছেন।
৩। ঝিঁঝি কখন ডাকে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,ঘোররাতে ঝিঁঝি ডাকে।
৪। জলের ছন্দে কী চলে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা এবং জাহাজ জলে চলে।
৫। ঘড়ির কাঁটার ছন্দে কী বাঁধা পড়ে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,ঘড়ির কাটার ছন্দে দিনরাত্রি বাঁধা
পড়ে।
৬। সকল ছন্দ কীভাবে শোনা যায়?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,কান পেতে আর মন পেতে
শুনলে সকল ছন্দ শোনা যায়।
৭।জীবন কখন পদ্যময় হবে?
উত্তর:অজিত দত্তের লেখা'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,কবির মতে,মনের মধ্যে আনন্দ
জমা না হলে জীবন কখনো প্রদ্যময় হবে না।
৮।পদ্য লেখা কখন সহজ হবে না?
উত্তর:অজিত দত্তের লেখা কবিতায়,তিনি মনে করেন,বিশ্ব ভৌগোলিক প্রকৃতির ছন্দে কান
না দিলে পদ্যলেখা কোনই সম্ভব নয়।
৯।'কেউ লেখেনি আর কোথাও,-কোন লেখার কথা বলা হয়েছে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়,নদীর স্রোতে যে ছড়ার ছন্দ
রয়েছে তেমন ছড়া কেউই কোথাও লেখেনি।
১। কমবেশি দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
১.১।মন্দ কথায় কান দিয়ো না--মন্দ কথাযর প্রতি কবির কীরূপ মনোভাব ব্যক্ত হয়েছে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু রাগ কান রাখো,কবিতায়-মন্দ কথা বা খারাপকথা যদি
মনে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে
না পেলে আনন্দ অনুভব করা য়ায় না। তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন।
১.২।'কেউ লেখেনি আর কোথাও,--কোন লেখার কথা এখানে বলা হয়েছে?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায় নদীর স্রোতের চলাচলে যে ছন্দ
লুকিয়ে আছে, সেই ছন্দ অন্য কারোর নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব
করলে বোঝা যাবে, এমন ছন্দময় কেউ কখনো কোথাও লেখেনি।
১.৩।“চিনবে তারা ভুবনটাকে”–কারা কীভাবে ভুবনটাকে চিনবে?
উত্তর:অজিত দত্তের'রচিত ছন্দে শুধু কান রাখো, কবিতায় এই ভুবন বিশাল ও বিপুল।এর
চারদিকে যে ছন্দ ছড়িয়ে আছে,সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে-ভুবনটাকে চেনা
সম্ভব হয়।কেন-না ছন্দের সাহায্যেই জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং
ভুবনটাকে সহজে চিনতে পারা যায়।
১.৪।“পদ্য লেখা সহজ নয়”–পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো, কবিতায়জীবন ছন্দময়,জীবনের সেই ছন্দে
কান দিতে হবে,মন দিতে হবে।জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন
পদ্যময় হয়ে উঠবে।আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন।
১.৫।'ছন্দ শোনা যায় নাকো,--কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?
উত্তর:অজিত দত্তের রচিত'ছন্দে শুধু কান রাখো,কবিতায় সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন
না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে
মনোযোগী হতে হবে।
CONTENTS:
আরো পড়ুন:
ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর Click Here
পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর Click Here
বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর Click Here
একুশের কবিতার প্রশ্ন উত্তর Click Here
আত্মকথার প্রশ্ন উত্তর Click Here
খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর Click Here
কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর প্রথম Part Click Here
মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় Part Click Here
স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্ন উত্তর click Here
নোট বই কবিতার প্রশ্ন উত্তর click Here
চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর click Here
ভানুসিংহের পত্রাবলী প্রশ্ন উত্তর click Here
রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর click Here
গাধার কান গল্পের প্রশ্ন উত্তর click Here
ভারত তীর্থ কবিতার প্রশ্ন উত্তর click Here
স্বাধীনতা সংগ্রামে নারী গল্পের প্রশ্ন উত্তর click Here
Health benefit of butter water click Here
চিন্তাশীল নাটকের প্রশ্ন উত্তর click here
দেবতাত্মা হিমালয় প্রশ্ন উত্তর click here
বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক Click here
অস্থি বা হাড়ের কার্যাবলী Click here
থাইরয়েড গ্রন্থির প্রশ্ন উত্তর Click here
0 Comments