অদ্ভুত আতিথেয়তা প্রশ্ন উত্তর।অদ্ভুত আতিথেয়তা গল্পের উৎস। Class 8 Bengali অদ্ভুত আতিথেয়তা প্রশ্ন উত্তর। অদ্ভুত আতিথেয়তা বিষয়বস্তু।

 



 

                           অদ্ভুত আতিথেয়তা

                                                                                   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


১। সূচিপত্র:

ক। কবি পরিচিত

খ। উৎস

গ। পূর্বকথা

ঘ।অদ্ভুত আতিথেয়তা গল্পটির সারসংক্ষেপ

ঙ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ)

চ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।(SAQ)

ছ।নীচের প্রশ্নগুলির উত্তর দাও।


e-book পেজটি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর-1st ইউনিট,2nd ইউনিট,3nd ইউনিট,টেস্ট

ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাকে সাহায্য করবে।তাই এই সাফল্য

আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক।লেখক পরিচিতি:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর

 বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী।গ্রাম্য পাঠশালায়

 প্রাথমিক শিক্ষা গ্রহণের পর ১৮২৮ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসেন এবং ১৮২৯

 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভরতি হন।১২ বছর কাব্য, ব্যাকরণ,অলংকার,বেদান্ত,স্মৃতি, ন্যায়,

 জ্যোতিষ প্রভৃতি শাস্ত্র পড়ে তিনি নানা বিষয়ে জ্ঞান লাভ করেন।১৮৩৯ খ্রিস্টাব্দে হিন্দু আইন

 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি “বিদ্যাসাগর’উপাধি লাভ করেন।১৮৪১ খ্রিস্টাব্দে তিনি

 ফোর্ট উইলিয়াম কলেজে হেডপণ্ডিতের পদ লাভ করেন পরবর্তীকালে ১৮৫১ খ্রিস্টাব্দে ওই

 কলেজের অধ্যক্ষ পদ গ্রহণ করেন।তিনি এই কলেজের পাঠক্রম সংস্কার করেন।এ ছাড়াও

 আগে প্রচলিত জটিল ব্যাকরণ পরিবর্তনের জন্য তিনি সহজবোধ্য নতুন ব্যাকরণ (সংস্কৃত

 ব্যাকরণের উপক্রমণিকা,পরে ব্যাকরণ কৌমুদী) রচনা করেন।ক্রমে স্কুল বিভাগের

 সর্বস্তরের শিক্ষার জন্য তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেন।এগুলির মধ্যে রয়েছে

'বোধোদয়‘বর্ণপরিচয়,কথামালা,আখ্যানমঞ্জুরী, বাংলা ভাষার সামর্থ্যবৃদ্ধি এবং সংস্কৃত

ভাষার প্রভাব থেকে বাংলা ভাষারমুক্তিরজন্যবিদ্যাসাগর‘বেতালপঞ্চবিংশতি,শকুন্তলা,সীতার

বনবাস প্রভৃতি গ্রন্থরচনাকরেনএছাড়াওতিনিরঘুবংশ,সর্বদর্শনসংগ্রহ‘কুমারসম্ভব,কাদম্বরী,মে

ঘদূত,উত্তররামচরিত,অভিজ্ঞানশকুন্তলম্‌’ প্রভৃতি গ্রন্থ সম্পাদনা করেন। স্ত্রীশিক্ষা এবং

বিধবা-বিবাহের ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। ১৮৯১ খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের মৃত্যু হয়।


 খ। উৎস:

অদ্ভুত আতিথেয়তা শীর্ষক রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররচিত'আখ্যানমঞ্জুরী,গ্রন্থ থেকে

নেওয়া হয়েছে।


গ।পূর্বকথা

আতিথেয়তা এক পরম মানবীয় গুণ। বর্তমানে মানুষের মন থেকে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে।

অথচ ভারতীয়রা ছোটোবেলা থেকে এই গুণটির সঙ্গে পরিচিত হয়। বিপদে-আপদে মানুষ

অনেক আতিথ্য প্রার্থনা করে, তখন শত্রুমিত্র বিবেচনা না করে আশ্রিতকে সমাদর করার

শিক্ষাই দিয়েছে প্রাচীন ভারতীয় মুনিঋষি আতিথেয়তা দান করেন,তিনি মনের প্রশান্তি প্রাপ্ত

বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা,গল্পে সে প্রসঙ্গে করা হয়েছে।


ঘ।বিষয়সংক্ষেপ:

একসময় আরবজাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। আরবসেনারা বহুদূর পর্যন্ত এক

 মুরসেনাপতিকে অনুসরণ করছিল। মুরসেনাপতি প্রাণভয়ে ঘোড়ার পিঠে চড়ে দ্রুতবেগে

 পালাতে লাগলেন আরবসেনারা তাঁকে অনুসরণ করা থেকে বিরত হলে,তিনি নিজের পক্ষের

 শিবিরের উদ্দেশে রওনা হলেন। কিন্তু দিক ভুল করে শেষপর্যন্ত মুরসেনাপতি বিপক্ষের

 শিবিরে উপস্থিত হলেন। তিনি এতই ক্লান্ত ছিলেন যেকোনো ভাবেই তাঁর আর ঘোড়ার পিঠে

 চড়ে যাত্রা করার সামর্থ্য ছিল না। কিছুক্ষণ পরে,মুরসেনাপতি এক আরবসেনাপতির শিবিরে

 উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন।পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরবজাতিই সেরা।

কেউ আরবদের ঘরে এলে,তাঁরা সাধ্যমতো ওই ব্যক্তির সেবা করেন।এমনকি তিনি শত্রু

 হলেও আরবরা তাঁকে যথাযোগ্য সমাদর ও সম্মান করেন। তাই আরবসেনাপতি তক্ষুনি

 মুরসেনাপতিকে আশ্রয় দিলেন মুরসেনাপতির খিদে,তেষ্টা ও ক্লান্তি দুর হলে বন্ধুর মতো

 উভয় সেনাপতির মধ্যে কথাবার্তা হতে লাগল। নিজেদের পূর্বপুরুষদের

সাহস,পরাক্রম,সংগ্রাম-কৌশল প্রভৃতি বিষয় তাঁদের কথাবার্তায় উঠে এল।হঠাৎই

আরবসেনাপতির মুখ শুকিয়ে গেল। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন। অল্পসময়

 পরেমুরসেনাপতির উদ্দেশ্যে আরবসেনাপতি সংবাদ পাঠালেন যে,তিনি অসুস্থ,সেজন্য

 নিজে উপস্থিত থাকতে পারছেন না। মুরসেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে,তিনি যেন

 তা গ্রহণ করেন। মুরসেনাপতির ঘোড়া ক্লান্ত,তাই কাল খুব ভোরে তাঁর জন্য এক দ্রুতগামী

 ঘোড়ার ব্যবস্থা করা থাকবে। তিনি যেন সেই ঘোড়ায় চেপে নিজের শিবিরে ফিরে যান।

 যাওয়ার সময় দুজনের আবার দেখা হবে। আরবসেনাপতির এ ধরনের ব্যবহারে

 মুরসেনাপতি কিছুটা অবাক ও সন্দিহান হলেন। রাত্রিশেষে, আরবসেনাপতির লোক

 মুরসেনাপতির ঘুম ভাঙিয়ে তাঁর মুখ ধোওয়ার ও প্রাতরাশের ব্যবস্থা করে দিল। মুরসেনাপতি

 নিজের শিবিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে দেখেন একটি সুসজ্জিত ঘোড়ার লাগাম

 ধরে দাঁড়িয়ে আছেন আরবসেনাপতি। তিনি জানালেন, আগের দিন রাতে মুরসেনাপতির

 কথা থেকে তিনি বুঝতে পেরেছেন যে, মুরসেনাপতিই তাঁর পিতার হত্যাকারী।শত্রু হলেও

 তিনি সেই মুহূর্তে ছিলেন আরবদের অতিথি। তাই তাঁকে অনুরোধ করা হয়,পরদিন

 সূর্যোদয়ের আগেই যেন তিনি আরব শিবির ছেড়ে চলে যান। কারণ,তিনি তখন আর

 আরবসেনাপতির অতিথি থাকবেন না।আরবসেনাপতি তখন তাঁর পিতার মৃত্যুর প্রতিশোধ

 গ্রহণের জন্য তৎপর হবেন। এ কথা জানিয়ে তিনি সাদর সম্ভাষণ ও করমর্দন করে

 মুরসেনাপতিকে বিদায় দিলেন। সূর্য ওঠার পর আরবসেনাপতি মুরসেনাপতির সন্ধানে বের

 হলেন। তিনি অত্যন্ত দ্রুত মুরসেনাপতিকে অনুসরণ করেন। কিন্তু তাঁকে নিজের শিবিরে

 প্রবেশ করতে দেখে আরবসেনাপতি বুঝলেন যে,শত্রুকে বধ করার প্রতিজ্ঞায় তিনি আর

 সফল হবেন না।তখন তিনি নিজের শিবিরে ফিরে গেলেন।


ঙ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ)


১।কোন গ্রন্থ থেকে অদ্ভুত আতিথেয়তা গল্পটি নেওয়া হয়েছে?

ক) শকুন্তলা 

খ) সীতার বনবাস

গ) আখ্যানমঞ্জরী 

ঘ) কথামালা

উত্তর:(গ) আখ্যানমঞ্জুরী


২।আরবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল-

ক) আর্যদের 

খ) দ্রাবিড়দের

গ) নিগ্রোদের

ঘ) মুরদের

উত্তর;(ঘ)মুরদের


৩। মুররা হল----কৃষ্ণকায় জাতি-

ক) উত্তর আমেরিকার

খ)আফ্রিকার

গ) এশিয়ার

ঘ) দক্ষিণ আমেরিকা

উত্তর:(খ) আফ্রিকার


৪।'প্রাণভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন,--

ক)সেনাপতি 

খ) আরব সেনাপতি

গ)আরব সেনারা 

ঘ) মুর জাতিরা

উত্তর:(ঘ)মুরসেনাপতি


৫।দিগ্‌ভ্রম হয়েছিল–

ক) মুরসেনাপতির

খ) আরবসেনাপতির

গ) গ্রিকসেনাপতির

ঘ) মুর জাতিরা

উত্তর:(খ) মুরসেনাপতি


৬।'আরবসেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া, আশ্রয়- প্রার্থনা করিলেন,--

পটমণ্ডপদ্বারে’ শব্দের অর্থ— 

ক)শিবিরে

খ) যুদ্ধক্ষেত্রে

গ) তাঁবুর দরজায়

ঘ) আরবদের আলয়ে

উত্তর:(গ) তাঁবুর দরজায়


৭।মুরসেনাপতি---- প্রার্থনা করেছিল-

ক) খাদ্য 

খ) জল

গ)আশ্রয়

ঘ) বাসস্থান

উত্তর:(গ) আশ্রয়


৮। আরবজাতি অতিশয়-

ক) ধূর্ত 

খ) সাহসী 

গ)অতিথি-পরায়ণ

ঘ) নিপুণ যোদ্ধা

উত্তর:(গ) অতিথি-পরায়ন


৯।আতিথেয়তার ক্ষেত্রে পৃথিবীতে কোন্ জাতি অতুলনীয়?

ক) মুরজাতি

খ) আরবজতি

গ)ফরাসিজাতি 

ঘ) ইংরেজজাতি

উত্তর:(খ) আরবজাতি


১০।'তাঁহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন,--তাহার বলতে কাকে বোঝানো হয়েছে?

ক)শত্রুকে

খ)আশ্রয়প্রার্থীকে

গ) বন্ধুকে

ঘ) আশ্রয় দাতাকে

উত্তর:(খ) আশ্রয়প্রার্থীকে


ঙ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ)


১।কোন বিষয়ে কোনো জাতি আরবদের তুল্য নয়?

উত্তর:ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত,অদ্ভুত আতিথেয়তা,গল্পে আতিথেয়তা বিষয়ে কোনো

জাতি বলতে আরবদের সঙ্গে তুলনা করা যায় না।


২।বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে মধুসূদনের লেখা একটি সনেট জাতীয় কবিতার নাম লেখো।

উত্তর:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরএবং ‘পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এই দুটি মধুসূদন

রচিত সনেট বা চতুর্দশপদী কবিতা।


 ৩।,আখ্যানমঞ্জুরী,গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

 উত্তর:'আখ্যানমঞ্জরী, গ্রন্থটি ১৮৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


৪।অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন্ কোন সেনাপতির প্রসঙ্গ আছে?

উত্তর:'অদ্ভুত আতিথেয়তা,গল্পে আরবসেনাপতি ও মুরসেনাপতিরপ্রসঙ্গ আছে।


৫।'অদ্ভুত আতিথেয়তা, গদ্যে কোন কোন্ জাতির বৈরিতার কথা বলা হয়েছে?

উত্তর:'অদ্ভুত আতিথেয়তা,গদ্যে আরবজাতি ও মুরজাতির বৈরিতার কথা বলা হয়েছে।


৬।'অদ্ভুত আতিথেয়তা, গল্পে কোন জাতির আতিথেয়তার পরিচয় পাওয়া যায় ?

উত্তর:'অদ্ভুত আতিথেয়তা, গল্পে আরবজাতির আতিথেয়তার পরিচয় পাওয়া যায়।


৭।‘অদ্ভুত আতিথেয়তা, আখ্যানটি কোন্ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:‘অদ্ভুত আতিথেয়তা'আখ্যানটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘আখ্যানমঞ্জরী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


নীচের প্রশ্নগুলির উত্তর দাও।


১.১ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন্ কলেজের অধ্যক্ষ ছিলেন? 

উত্তর:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন।


১.২ তাঁর রচিত দুটি গ্রন্থের নাম লেখো।

উত্তর: ঈশ্বরচন্দ্রের রচিত দুটি গ্রন্থ হল-'আখ্যানমঞ্জুরীও;বোধোদয়


২।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:


২.২।‘অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন্ কোন্ সেনাপতির প্রসঙ্গরয়েছে?

উত্তর:‘অদ্ভুত আতিথেয়তা গল্পে আরবসেনাপতি ও মুরসেনাপতির প্রসঙ্গ রয়েছে।


২.২।'তিনি এক আরবসেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয়-প্রার্থনা করিলেন।,--

উদ্ধৃতাংশে বলতে কার কথা বোঝানো হয়েছে?

উত্তর:‘অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে আরব

শিবিরে উপস্থিত মুরসেনাপতির কথা বোঝানো হয়েছে।


২.৩।'উভয় সেনাপতির মধ্যে বাক্যলাভ হইতে লাগিল,-- উভয় সেনাপতি বলতে এখানে

কাদের বোঝানো হয়েছে?

উত্তর:আলোচ্য অংশে ‘উভয় সেনাপতি বলতে এখানে আরবসেনাপতি ও মুরসেনাপতির

কথা বলা হয়েছে।


২.৪।'তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা,-- প্রাণরক্ষার কোন্ উপায় বক্তা

এক্ষেত্রে বলেছেন ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত'অদ্ভুত আতিথিয়তা,গল্পে আরবসেনাপতি যে ঘোড়াটি

মুরসেনাপতিকে দিয়েছেন সেই ঘোড়ায় চড়ে মুরসেনাপতি যদি দ্রুতবেগে চলে যেতে

পারেন, তাহলে আরবসেনাপতি ও মুরসেনাপতি উভয়েরই প্রাণরক্ষার সম্ভাবনা আছে বলে

বক্তা জানিয়েছেন।


২.৫।'আপনি সত্বর প্রস্থান করুন,--বক্তা কেন ব্যক্তিকে উদ্দেশ্য করে সত্বর প্রস্থান করার

নির্দেশ দিলেন ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত'অদ্ভুত আতিথেয়তা,গল্পে সূর্যোদয়ের পর মুরসেনাপতি

আর আরবসেনাপতির অতিথি থাকবেন না, তাই তখন মুরসেনাপতির ওপর প্রতিশোধ নিতে।


৩।নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো।

 

৩.১।'তাঁহার দিগ্‌ভ্রম জন্মিয়াছিল,--এখানে কার কথা বলা হয়েছে?দিগ্‌ভ্রম হওয়ার পরিণতি কী হল ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত'অদ্ভুদ আতিথেয়তা,গল্পে মুরসেনাপতির কথা বলা হয়েছে।

আলোচ্য অংশে,মুরসেনাপতিকে আরবসেনারা অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি

প্রাণভয়ে দ্রুতবেগে পালাতে থাকেন। কিন্তু শেষপর্যন্ত তিনি পথ ভুল করে বিপক্ষের শিবিরে

এসে উপস্থিত হন। ক্লান্ত অবস্থায় তিনি আরবসেনাপতির তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন।


৩.২।'আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনও জাতিই আরবদিগেরতুল্য নহে,--এই বক্তব্যের

সমর্থন গল্পে কীভাবেখুঁজে পেলে? 

উত্তর: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত‘অদ্ভুত আতিথেয়তা’গল্পে আমরা দেখলাম যে,

 আরবসেনাপতি তাঁর ঘোরতর শত্রু ও পিতার হত্যাকারী মুরসেনাপতিকে সম্পূর্ণ অসহায়

 অবস্থায় পেয়েও প্রতিশোধ নেননি। এর কারণ হল তিনি ওই মুরসেনাপতিকে অতিথির

 মর্যাদা দিয়েছিলেন। আরবদের জাতীয় ধর্মই হল প্রাণান্ত ও সর্বস্বান্ত হলেও অতিথির অনিষ্ট

 চিন্তা না করা। এই গল্পটি তাই আতিথেয়তা বিষয়ে আরবদের শ্রেষ্ঠত্বেরই নিদর্শন।


৩.৩।'আরবসেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল।'-- আরবসেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল

কেন?

উত্তর:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা’গল্পে শত্রুপক্ষ আরবসেনাপতির

শিবিরে আশ্রয়প্রার্থী মুরসেনাপতি জল,আহার ও বিশ্রাম গ্রহণের পর কিছুটা সুস্থ হন।

তারপর উভয় সেনাপতি কথাবার্তা শুরু করেন।তাঁদের গল্পের বিষয় ছিল পূর্বপুরুষদের

সাহস,পরাক্রম,সংগ্রাম-কৌশল ইত্যাদি।কথাবার্তার সময় আরবসেনাপতি বুঝতে পারেন যে,

এই মুরসেনাপতিই তাঁর পিতার হত্যাকারী। কিন্তু তখনই আরবসেনাপতির পক্ষে প্রতিশোধ

গ্রহণ সম্ভব ছিল না। কারণ,সেই মুহূর্তে মুরসেনাপতি ছিলেন তাঁর অতিথি।এই কারনেই

মনের যন্তণায় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে পড়ে।



CONTENTS:

আরো পড়ুন:

 বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here

অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here

চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here

বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here

সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here


the wind cap lesson 1 part 1 Click Here 


the wind cap lesson 1 part 2 Click Here

the wind cap lesson 1 part 3 Click Here


Clouds Lesson 2 part 1 Click Here


একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
















Post a Comment

0 Comments