পাইন আকাশে নয়ন তুলি কবিতা প্রশ্ন উত্তর। পাইন আকাশে নয়ন তুলি কবিতা। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি সারসংক্ষেপ। ষষ্ঠ শ্রেণির বাংলা।

 






পাইন আকাশে নয়ন তুলি কবিতা প্রশ্ন উত্তর। পাইন আকাশে নয়ন তুলি কবিতা। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি সারসংক্ষেপ। ষষ্ঠ শ্রেণির বাংলা।






                                      পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি

                                                           হাইনরিখ হাইনে


১। সূচিপত্র:

ক। কবি পরিচিতি

খ। অনুবাদক

গ।পাঠপ্রসঙ্গ

গ।পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার সারসংক্ষেপ

ঘ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ)

ঙ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।(SAQ)

চ। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


ebook পেজটিছাত্রছাত্রীদেরজন্যসুখবর-1stইউনিট,2ndইউনিট,3ndইউনিট,টেস্টফাইনাল

পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাকে সাহায্য করবে। তাই এই সাফল্য আমার

কাছেবিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক।কবি পরিচিতি:

হাইনরিখ হাইনে ১৭৭৯ খ্রিস্টাব্দে জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ শহরে জন্মগ্রহণ

করেন। তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক

হিসেবেওতাঁর খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন।১৮১৭

সালেতাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৮২৬ সালে প্রকাশিত হয় তাঁর হাস-রাইজে  বা হাস

যাত্রা।১৮২৭ সালে প্রকাশিত কাব্যগীতিগ্রন্থ,তাকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।

এ ছাড়াও তিনি'নতুন কবিতা,জার্মানি,এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং

ফরাসি পরিস্থিতি,রোমান্টিক কাব্যধারা,ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ

রচনাকরেছেন।পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর গীতিকবিতাগুলি অনূদিত হয়েছে।


খ। অনুবাদক পরিচিতি

আমাদের পাঠ্য কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন সৌম্যেন্দ্রনাথ ঠাকুরতিনি বাংলার বিখ্যাত

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ১৯০১ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। 


গ।পাঠপ্রসঙ্গ

এ জগতে কেউই নিজ নিজ অবস্থা ও অবস্থানে সন্তুষ্ট থাকতে চায় না।এই বিশ্বজনীন

ভাবটিকে সামনে রেখে, পাইন ও পাম গাছকে প্রতীক করে কবি বোঝাতে চেয়েছেন

বিষয়টিকে।সকলেই ভাবে,অন্যেরা বুঝি তার থেকেও অনেক ভালো অবস্থার মধ্যে আছে।

নিজস্ব অবস্থানে তারা বুঝি অনেক অসুখী।পাইন ও পাম গাছেরপরমনিঃসঙ্গওএকাকিত্বমাখা

অবস্থানের উপর আলোকপাত করে কবি আসলে মানবজীবনের আচরণের

প্রতিই ইঙ্গিত করেছেন।


ঘ।সারসংক্ষেপ

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি,কবিতায় জার্মান কবি হাইনরিখ হাইনে পাইন ও পাম

গাছের নিঃসঙ্গতা ও একাকিত্বভরা জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন।কবিতায় কবি তুলে

ধরেছেন পাইন গাছের একাকিত্বের ছবি। অত্যন্ত দৃঢ়, লম্বা পাইন গাছ পাহাড়ের ওপরে একা

দাঁড়িয়ে থাকে।অন্য কোনো উঁচু গাছ সেখানে থাকে না। বরফে ঢাকা পাহাড়ে রুপোলি

কাপড় পরে পাইন গাছ একাই দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। কবিতায় পাইন গাছের সেই

স্বপ্ন দেখার কাহিনি বর্ণনা করা হয়েছে।বরফের দেশের পাইন গাছ তার স্বপ্নে মরুভূমির বুকে

দাঁড়িয়ে থাকা পাম গাছকে দেখে।পাইন গাছের মতো পাম গাছও একেবারে একাকী,নিঃসঙ্গ।

দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা,কিন্তু একাকিত্বের দিক থেকে পাইন গাছ যেনপাম গাছের

বেদনার সঙ্গী হয়, তার সমব্যথী হয়ে ওঠে। একজনের নিঃসঙ্গতাকে ঘিরেরেখেছে বরফের

সাদা কাপড়। আর অন্যজনকে ঘিরে রেখেছে মরুভূমির ধূ ধূবালি,সেখানেও কোনো প্রাণের

ছোঁয়া কোথাও লক্ষ করা যায় না।


ঙ। নামকরণ

নামকরণ কবিতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মধ্যে দিয়ে কবি কবিতার মূল বিষয়,

কবিতার অন্তর্নিহিত অর্থের আভাস দেন। আলোচ্য কবিতায় দেখা যায় উত্তরের ন্যাড়া

পাহাড়ে বড়ো বড়ো পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তার সারা দেহ ভরে গেছে

বরফে। বরফের ওপর সূর্যের আলো পড়ে ঝকমক করছে। তা দেখে মনে হচ্ছে পাইন গাছটা

যেন রুপোলি কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। কবির মনে হয়েছে, এইভাবে দাঁড়িয়ে বাতাসে

দুলে দুলে পাইন গাছ দিনরাত ধরে স্বপ্নদেখেচলেছে।সে স্বপ্নে দেখে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে

থাকা একটি পাম গাছকে। উষ্ণ পরিবেশের এই পাম গাছটিকে সৌভাগ্যবান মনে হয় শীতল

পরিবেশের পাইন গাছের। পাইন গাছ স্বপ্ন দেখে,সেই মরুভূমির দেশে ভোরবেলা সূর্য ওঠার

পর থেকে পাহাড় তপ্ত হতে থাকে।অন্যদিকে উম্ন মরুপ্রান্তের পাম গাছটির বুকও যেন

নিঃসঙ্গতার বেদনায় ভরে ওঠে।সমগ্র কবিতাটিতে পাইন গাছের অবস্থান ও তার স্বপ্ন প্রকাশ

পেয়েছে।তাই কবিতাটির নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে।


১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:


১.১।কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?

উত্তর:কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ড্যুসেলডর্ফ

শহর।


১.২।কবি হাইনরিখ হাইনের রচিত দুটি কবিতা বইয়ের নাম লেখ।

 উত্তর:হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম ‘জার্মানি, এক শীতের রূপকথা, এবং ‘নতুন

কবিতা


১.৩। কবি ছাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উত্তর:হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থ হল ‘ফরাসি পরিস্থিতি এবং ধর্মে ইতিহাস


২।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:


২.১। (উত্তরে দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। 

উত্তর: উত্তরে দক্ষিনে


২.২।যেন বরফের (সোনালি রূপালি /সব্‌জে) কাপড় পারে..। 

উত্তর:সোনালি রুপালি।


২.৩।মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর গাছ।

উত্তর:পাম


২.৪।জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/রিলকে/শেকসপিয়র) । 

উত্তর:শেকসপিয়র।


৩।নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো:


৩.১।পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?

উত্তর: সাধারণত শীতপ্রধান দেশে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়।


৩.২।পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উত্তর:পাইন গাছ বরফের রুপোলি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে।


৩.৩। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? 

উত্তর:পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে


৩.৪।পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?

উত্তর:পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।


৪।নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।


৪.১।পাম গাছের বুক বেদনায় ভরা কেন?

উত্তর:পাম গাছ মরুভূমির উম্ন,রুক্ষ ধূ ধূ বালি ঘেরা দিগন্ত বিস্তৃত এলাকায় একা দাঁড়িয়ে

থাকে বলে পাম গাছের বুক বেদনায় ভরা।


৪.২।পাইন গাছ কী স্বপ্ন দেখে?

উত্তর:পাইন গাছ খুব রোদে মরুতটে দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে।


8.৩। বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? 

উত্তর: পাইনের মতো পাম গাছও একেবারে একাকী। দু-জনের পরিবেশ সম্পূর্ণ আলাদা।

কিন্তু একাকিত্বের কারণে তাদের বেদনা একই রকম। তাই বরফের দেশের পাইন গাছ,

মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে।


৪.৪। সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো।

উত্তর: পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার মধ্যে থাকা বিশেষণ গুলি হল--বুনো, নগ্ন,

রুপালি, দুলে দুলে তপ্ত।

৪.৫।নানা রকম গাছের নাম লিখো--

পার্বত্য অঞ্চল:

পাইন গাছ, ওক,উইলো,দেবদারু ইত্যাদি

মরুভূমি অঞ্চল:

পাম গাছ,খেজুর, ক্যাকটাস, ফনিমনসা ইত্যাদি


১।নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:


১.১।'বুনো নগ্ন পাহাড়,-- কোন দিকে বুনো নগ্ন পাহাড় অবস্থিত?এখানে নগ্ন শব্দের অর্থ কি?

উত্তর: বুনো নগ্ন পাহাড় উত্তর দিকে অবস্থিত।এখানে নগ্ন শব্দের অর্থ ন্যাড়া বা গাছপালাহীন।


২.২।'তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে,--এখানে যে বেদনার কথা বলা হয়েছে,সেই বেদনা কার

এবং এই বেদনার কারণ কি?

উত্তর: আলোচ্য অংশটিতে মরুভূমির অঞ্চলের অবস্থিত আম গাছের বেদনার কথা বলা

হয়েছে।তার বেদনার কারণ সে নিঃসঙ্গতা ও একাকীত্ব।


৩.৩।। উত্তরের পাহাড়টি কেমন? সেখানে কে দাঁড়িয়ে?

উত্তর: উত্তরের পাহাড়টি ন্যাড়া ধরনের এবং বরফের ঢাকা আর সবুজহীন।সেখানে আকাশে

নয়ন তুলি বরফের রুপোলী কাপড় পড়ে পাইন গাছ দাঁড়িয়ে।


১।নীচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত আলোচনা কর:


১.১'যেন বরফের রুপালি কাপড় পড়ে,--লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর: হাইনরিখ হাইনের রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায়, একটি পাইন

গাছ জন্ম নিয়েছে উত্তরের পাহাড়ে। সেই পাহাড় নগ্ন অর্থাৎ গাছপালাহীন। উত্তরের পাহাড়ে

দাঁড়িয়ে থাকা পাইন গাছটি যেন সর্বদাই আবৃত থাকে বরফের চাদরে। যেখানে সর্বদায় বড়

বৃষ্টি হয়। আর সেই বরফ পাইনের সারা দেহ ঢেকে রাখে। মনে হয় যেন বরফের রুপোলি

কাপড়ে আবৃত হয়ে থাকে সেই পাইন গাছটি।


১.২।পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা অবলম্বনে পাইন ও পাম গাছের আলোচনা কর।

উত্তর:হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায়, দুটি ভিন্ন

শ্রেণীরগাছ পাইন ও পামের কথা এখানে এসেছে। উত্তরের পাহাড়ে একটি পাইন গাছ

আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে থাকে। গাছটি যেন সব সময় বরফের চাদরে ঢাকা থাকে

মনে হয় যেন বরফের রুপালি কাপড়ে আবৃত হয়ে থাকে সেই পাইন গাছটিরুভূমি অঞ্চলে

ধুধু বালির তপ্ত একাকী নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে পাম গাছ। উপর থেকে ঝরেপড়ে খর 

রোদ ছাড়া তার কোন সঙ্গিনী নেই। তাই তার বুক বেদনায় ভরা।


১.৩।'তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে,--এখানে কার কথা বলা হয়েছে? তার এমন অবস্থার

কারণ লেখো।

উত্তর:হাইনরিখ হাইনের রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায়, মরুভূমির বুকে

পাম গাছ একাকী নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না।

তাই তার বুকে জমে উঠেছে একরাশ বেদনা।


Contents:

আরো পড়ুন:

ভরদুপুরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

শংকর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর Click Here

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর Click Here

মন-ভালো-করা কবিতা প্রশ্ন উত্তর Click Here

পশু পাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর Click Here

ঘাসফড়িং কবিতা প্রশ্ন উত্তর Click Here

কুমোরে-পোকা বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর Click Here

চিঠি কবিতার প্রশ্ন উত্তর Click Here


It all began with drip drip part 1 Click Here

It all began with drip drip part 2 Click Here

It all began with drip drip part3 Click Here

 

the adventurous clown part 1 Click Here

the adventurous clown Part 2 Click Here

the adventurous clown part 3 Click Here




The rainbow poem Lesson 3 

part-1 Click Here


মরশুমের দিনে গল্পের প্রশ্ন উত্তর Click Here













Post a Comment

0 Comments