অসুখী একজন কবিতা। অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর। অসুখী একজন কবিতার বড় প্রশ্ন উত্তর। অসুখী একজন কবিতার বিষয় সংক্ষেপ।







     অসুখী একজন              

          পাবলো নেরুদা 


১।সূচিপত্র:

ক।লেখক পরিচিত

খ।কবিতার উৎস

গ।অসুখী একজন কবিতার আলোচনা

ঘ।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ) প্রতিটি প্রশ্নের মান- ১

ঙ।অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।(SAQ)-২০টি শব্দের মধ্যে।প্রতিটি প্রশ্নের মান-১

চ।ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। (৬০টি শব্দের মধ্যে) প্রতিটি প্রশ্নের মান-৩

ছ।বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী বা বড়ো প্রশ্নোত্তর।১৫০টি শব্দের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান-


e-bookap পেজটিছাত্রছাত্রীদেরজন্যসুখবর-1stইউনিট,2ndইউনিট,3ndইউনিট,টেস্ট,ফাইনাল

 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণভাবে তোমাদের সাহায্য করবে।তাই এই সাফল্য আমাদের

 কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।


ক। কবি পরিচিতি:

১৯০৪ খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির পারাল শহরে জন্মগ্রহণ করেন বিখ্যাত

 কবি পাবলো নেরুদা।তাঁর আসল নামহলনেফতালিরিকারদ্যরেইয়েসবাসওআলতো'ছদ্মনাম-

পাবলোনেরুদা,তিনিবিংশশতাব্দীরশ্রেষ্ঠকবিকবি তাঁরএকাধিক কাব্য,কবিতা,উপন্যাস,মহাকা

ব্য,একাধিকভাষায়গোটাবিশ্বে অনুবাদ হয়েছ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হল Estravagaria,Another

,Day,The,Yellow,Heartworld's প্রভৃতি বিভিন্ন পুরস্কারে পাশাপাশি,গোটা বিশ্বের মানুষের

 ভালবাসায় তিনি ১৯৭১ সালে সাহিত্যে 'নোবেল,পুরস্কারে ভূষিত হন। নেরুদা টানা ৬ বছর

 চিলির গুরুত্বপূর্ণ পদ 'বাণিজ্যদূত,এর দায়িত্ব পালন করেন।১৯৩৫ সালে স্পেনে গৃহযুদ্ধে

 ফ্রান্সিস্ট বাহিনীর হাতে নিহত হন কবির প্রিয় কবি লোরকা। তিনি রাগে,ক্ষোভে দুঃখে

 -যন্ত্রণায় স্পেন বাসীদের উদ্দেশ্যে তিনি'হে স্পেন আমার হৃদয়,গ্রন্থটি প্রকাশ করেন।

 চিলিতে শুরু হয় গৃহযুদ্ধ।এই যুদ্ধের ফলে চিলি সরকারের পরাজয় ঘটে-এই পরাজয়ের

 ফলে সর্বনাশ থেকে বাঁচার জন্য,নেরুদা বিশ্ববাসী তথা বুদ্ধিজীবীর কাছে কাতর আবেদন

 জানান। কিন্তু কোন ফল হয়নি।চিনির শান্তি প্রিয় মানুষের উপর নেমে আসে নৃশংস

 অত্যাচার।তিনিও এই যুদ্ধের একজন সৈনিক ছিলেন।

 যাইহোক,তিনি এইভাবে জীবনের শেষ লগ্নে ভেঙে পড়েন ।১৯৭৩ সালে ফ্রান্সিসদের হাতে

 বন্দী দশাতেই তার মৃত্যু হয়।


খ। কবিতার উৎস:

চিলিয়ান কবি পাবলো নেরুদার 'Extravagaria, কাব্যগ্রন্থের 'La- Desdichada,(লা -ডেসডিচাদা)

কবিতাটি নবারুণ ভট্টাচার্য 'অসুখী একজন,নামে তরজমা করেন। তিনি এই কবিতাটি তার

'বিদেশি ফুলে রক্তের ছিটে, গ্রন্থে অন্তর্ভুক্ত করেন।


গ। অসুখী একজন কবিতার বিষয়বস্তু:

''অসুখী একজন"কবিতায় চিলিয়ান কবি পাবলো-নেরুদা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের প্রেক্ষাপটে এক

চিরন্তন প্রেম ভালোবাসার কথা বিস্তার করেছেন। কবিতার কবি বা কথক তাঁর প্রিয়তমাকে

একলা ফেলে চলে যাচ্ছে ঘর ছেড়ে। কথক যে,আর কখনো ফিরে আসবেন না,তা তাঁর

প্রিয়তমা জানতেন না।

কবি উপমা দিয়ে,চলে যাওয়া সময়ের কথা প্রকাশ করেছেন-সপ্তাহ,মাস,বছর কেটে যায়

অর্থাৎ কুকুরের চলে যাওয়া,গির্জার নানের হেঁটে যাওয়া,বৃষ্টির জলে কথকেরপায়ের দাগ ধুয়ে

যাওয়া,সেখানে ঘাস জন্মানো ইত্যাদি।অপেক্ষায় বছরগুলি প্রিয়তমার মাথার উপর নেমে

আসে বর্জ্যপাতের মত পাথর।

এরপর যুদ্ধ এল -এই যুদ্ধে অসংখ্য মানুষ ও শিশুর মৃত্যু আর ধ্বংসলীলা চলল। কথকের

 জন্মভূমির সমতলে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন ।এই পরিস্থিতিতে,দেবতার প্রতি ভক্তি

 বিশ্বাস কমে যায়,যখন মন্দিরে দেবতার মূর্তিগুলি খুলে খুলে পড়ে।কথকের জন্মস্থানের

 বাড়ি,বারান্দা,ঝুলন্ত বিছানা,গোলাপী গাছ ,চিমনি,জল তরঙ্গ প্রভৃতি,যা কিছু ছিল-সব যুদ্ধের

 তান্ডবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল -শুধু শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাঠ

 কয়লা,দোমড়ানো লোহা,পাথরের মূর্তির মাথা ইত্যাদি সব ধ্বংস হলো,থেকে গেল, রাস্তার

 উপর একটা কালো রক্তের দাগ, যুদ্ধের এই ভয়াবহ ধ্বংসের মধ্যেও বেঁচে থাকে সেই

 প্রিয়তমা।বেঁচে থাকে তাঁর অপেক্ষা ও ভালোবাসা। তাই ভালোবাসার কোন মৃত্যু নেই ।যুদ্ধের

 এই ভয়াবহকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়।


ঘ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।(MCQ)- প্রতিটি প্রশ্নের মান-১


। 'অসুখী একজন ,কবিতাটির তরজমা করেন,-

ক )পাবলো নেরুদা 

খ) নাবারুণ ভট্টাচার্য 

গ )পাবলো পিকাসো

 ঘ।আশিষ চিত্রকর

উত্তর:(খ) নবারুণ ভট্টাচার্য


।'সে জানতো না,-সে কি জানত না ?

ক) সে আর ফিরে আসবেনা

খ) সে যুদ্ধে গেছে

গ) তার মৃত্যু হয়েছে

ঘ) সে রাগ করেছে

উত্তর:(ক)সে আর ফিরে আসবেনা


।মেয়েটি কোথায় দাঁড়িয়ে ছিল ?

ক)মাঠে

খ)দরজায়

গ)মন্দিরে

ঘ)রাস্তায়

উত্তর:(খ)দরজায়


।বছরগুলো কিভাবে মেয়েটির উপরে নেমে এলো?

ক)বজ্রপাতের মতো 

খ)পাথরের মতো

গ)জলের মতো

ঘ)আগুনের মতো

উত্তর:(খ)পাথরের মতো


৫।'তারপর যুদ্ধ এলো,-

ক)রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

খ)আগ্নেয় পর্বতের মতো

গ) রক্তমাখা সাগরের মত

ঘ)পর্বতে আগুনের মতো

উত্তর:(ক)রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো


৬।'আগুন ধরে গেল,-কোথায় আগুন ধরে গেল?

ক)পর্বতে

খ)সমতলে

গ)জঙ্গলে

ঘ)মন্দিরে

উত্তর:(খ)সমতলে


।'দেবতারা কতদিন ধরে ধ্যানমগ্ন ছিল,-

ক)যুগ যুগ 

খ)হাজার বছর

গ) 50 বছর 

ঘ) 500বছর

উত্তর:(খ)হাজার বছর


। কবি বারান্দায় কোন বিছানাতে ঘুমিয়ে ছিলেন-

ক)খাটে

খ)ঝুলন্ত বিছানায়

গ)খোলা মাঠে

ঘ)জঙ্গলের মাঝে

উত্তর:(খ )ঝুলন্ত বিছানায়


।কবির ঝুলন্ত বিছানার পাশের গাছটি ছিল -

ক)নীল 

খ)সবুজ

 গ)লাল   

 ঘ)গোলাপী

উত্তর:(ঘ) গোলাপী


১০।'যেখানে ছিল শহর /সেখানে ছড়িয়ে রইল ,-কি ছড়িয়ে পড়েছিল?

ক)পায়ের দাগ

খ)মাটির ঢেলা

গ)কাঠ কয়লা

ঘ)আগুন

উত্তর:(গ)কাঠকয়লা


১১।'শহরে ধ্বংসের পর রাস্তায় রক্তের দাগের রং হয়েছিল,-

ক)লাল

খ)সবুজ

গ)হলুদ

ঘ)কালো

উত্তর:(ঘ) কালো


ঙ। অতি -সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ)-২০টি শব্দের মধ্যে।প্রতিটি প্রশ্নের মান-১


।'ঘাস জন্মালো রাস্তায়,-ঘাস জন্মানোর কারণ কি?

উত্তর :উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।

আলোচ্য অংশে,কবি বা কথক তাঁর প্রিয়তমকে ফেলে চলে যাচ্ছে ঘর ছেড়ে।তিনি যে আর

কখনো ফিরে আসবেন না,তা তাঁর প্রিয়তমা জানতেন না। তিনি আর কোনদিন ফিরে

আসেননি বলে তাঁর যাওয়া পথে আর কেউ হাঁটেনি-তাই সেখানে ঘাস গজিয়ে ওঠে।


২।'তারপর যুদ্ধ এল,-কিভাবে যুদ্ধ এল?

উত্তর: উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।আলোচ্য

অংশে,কথকের শহরে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত যুদ্ধ এসেছিল,সেই যুদ্ধে অসংখ্য

মানুষ এবং শিশুদের মৃত্যু হয়েছিল।


। 'যেখানে শহর ছিল,সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল?

উত্তর:উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।   

আলোচ্য অংশে,কথকের শহরে ধ্বংসলীলার পর সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে

রইল,কাটকয়লা দোমড়ানো লোহা,মৃতপাথরের মূর্তির মাথা,আর রাস্তায় পড়ে থাকে রক্তের

কালো দাগ।


।'সব চূর্ণ হয়ে গেল ,-কি কি চূর্ণ হয়ে গেল?

উত্তর:উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।আলোচ্য

অংশে,কথকের শহরে অর্থাৎ কথকের স্বপ্নের বাড়ি ঝুলন্ত বারান্দ,গোলাপ ফুলের

গাছ,চিমনি,পুরনো জল তরঙ্গ-সবকিছু যুদ্ধে চূর্ণ হয়ে গেল।


'যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে,- কারা ধ্যানে মগ্ন ছিল?

উত্তর:উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।

আলোচ্য অংশে,যুদ্ধে ভয়াবহতা ছিল মারাত্মক ফলে কোন দৈবশক্তিও ঠেকিয়ে রাখতে

পারিনি।তাই শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল।


৬।'সেখানে ছড়িয়ে রইলো কয়লা,এরূপ অবস্থার কারণ কি ছিল?

উত্তর:উদ্ধৃতিটি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন,কবিতা থেকে গৃহীত।

আলোচ্য অংশে,কথকের জন্মভূমি শহরে সমতলে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন আর সেই

যুদ্ধের ফলে শহরের সব কিছু পুড়ে ছাঁই,কাঠ কয়লা,দোমড়ানো লোহা,ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।



চ।ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।(short question and answer) (৬০টি শব্দের মধ্যে) প্রতিটি প্রশ্নের মান-৩


১।'আমি তাকে ছেড়ে দিলাম'-আমি কে?তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন?

উত্তর: বিখ্যাত কবি পাবলো নেরুদা রচিত'অসুখী একজন,কবিতা থেকে নেওয়া হয়েছে।

আলোচ্য অংশে,আমি বলতে কবি নিজেকে বা কথককে বুঝিয়েছে।

যুদ্ধক্ষেত্রে কবি বা কথক তাঁর প্রিয়তমাকে ফেলে চলে যাচ্ছে ঘর ছেড়ে। তিনি যে আর

কখনো ফিরে আসবেন না,তা তাঁর প্রিয়তমা জানতেন না।


২।'সেই মেয়েটির মৃত্যু হল না'- কোন মেয়েটির'কেন মৃত্যু হল না?

উত্তর: বিখ্যাত কবি পাবলো নেরুদা রচিত'অসুখী একজন'কবিতা থেকে গৃহীত।

আলোচ্য অংশে,কথকের জন্য অপেক্ষারতা যে মেয়েটির উল্লেখ পাওয়া যায় তার কথা বলা

 হয়েছে।

মেয়েটি জানতো না যে তার প্রিয়তম আর ফিরে আসবেনা।অপেক্ষায় বছরগুলি প্রিয়তমার

 মাথার উপরে নেমে আসে পাথরের মত। এরপর যুদ্ধ এল'সেই যুদ্ধের গ্রাসে শহর,দেবালয়

 চূর্ণ-বিচূর্ণ হল এবং মৃত্যু হল শিশুসহ অজস্র মানুষের।শুধু অপেক্ষমান মেয়েটির মৃত্যু হলো

 না কারণ ভালোবাসা অমর।


৩।'তারপর যুদ্ধ এল।'- যুদ্ধের আগমনকে কবি কোন উপমায় ব্যবহার করেছেন?

উত্তর: বিখ্যাত কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত।

আলোচ্য অংশে যুদ্ধের আগমনে কবি উপমা দিয়ে,চলে যাওয়ার সময়ের কথা প্রকাশ

 করেছেন।সপ্তাহ' মাস' বছর'কেটে যায় অর্থাৎ কুকুরের চলে যাওয়া' গির্জার নানের হেঁটে

 যাওয়া' বৃষ্টির জলে কথকের পায়ের দাগ ধুয়ে যাওয়া'সেখানে ঘাস জন্মানো ইত্যাদি

 অপেক্ষায় বছরগুলি প্রিয়তমার মাথার উপর নেমে আসে বজ্রপাতের মত পাথর।


৪।যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা'-একটি সাজানো গোছানো শহর কিভাবে কাঠকয়লায় পরিণত হল?

উত্তর: বিখ্যাত কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে গৃহীত।

এক ভয়ঙ্কর যুদ্ধে অসংখ্য মানুষ ও শিশুর মৃত্যু হল। কথকের জন্মভূমির সমতলে ছড়িয়ে

পড়লো যুদ্ধের আগুন।তাঁর জন্মস্থানে বাড়ি'বারান্দা' ঝুলন্ত বিছানা' গোলাপীগাছ' চিমনি'

জলতরঙ্গ প্রভৃতি যা কিছু ছিল সব যুদ্ধের তান্ডবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল,শুধু শহরের বিভিন্ন

জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাঠ কয়লা,দোমড়ানো লোহা, পাথরের মূর্তির মাথা,

ইত্যাদি সব ধ্বংস হল,থেকে গেল রাস্তার ওপর একটা কালো রক্তের দাগ। যুদ্ধের এই ভয়াবহ

ধ্বংসের মধ্যেও বেঁচে থাকে সেই প্রিয়তমা,বেঁচে থাকে তাঁর অপেক্ষায় ও ভালোবাসা। তাই

ভালোবাসার কোন মৃত্যু নেই।


ছ।বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী বা বড়ো প্রশ্নোত্তর।(Descriptive question and answer)১৫০টি শব্দের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান-৫


১।" সমতলে ধরে গেল আগুন”-এই আগুনের ভয়াবহতা বর্ণনা করো।

উত্তর:পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় এক যুদ্ধের ভয়ংকর ধ্বংসে

সমতলজুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন। মন্দির থেকে স্থানচ্যুত হয়ে পড়ে দেবমূর্তি, ধ্বংস

 হয়ে যায় কতদিনের ফেলে আসা স্বপ্নের মতো সুন্দর সব ঘরদুয়ার, বারান্দা, দড়ির দোলনা।

 ফুলে ফুলে ভরা সেই গোলাপের গাছ, যার ‘ছড়ানো করতলের মতো পাতা,চিমনি, পুরোনো

 জলতরঙ্গের মিষ্টি সুর—সব ধ্বংস করে দিয়ে গেল এই যুদ্ধের আগুন। জীবন্ত শহরের

 জায়গায় শুধু পড়ে রইল আগুনে পুড়ে ছাই  কিছু কাঠকয়লা কিছু দোমড়ানো-মোচড়ানো

 লোহার টুকরো।এই যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হল নগর, স্মৃতির সাম্রাজ্য, জীবনের

 স্পন্দন। ধুলোয় লুটিয়ে পড়ল প্রাচীনের গরিমা, এতদিন তিল তিল করে গড়ে তোলা স্থাপত্য।

 যুদ্ধের এই বীভৎসতার বর্ণনা-প্রসঙ্গেই কবি নেরুদা জানিয়েছেন, “সমস্ত সমতলে ধরে গেল

 আগুন”।


২।“ঘাস জন্মালো রাস্তায়”—নতুন জন্মানো ঘাসের তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর: পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় যে মেয়েটির প্রেমিক তাকে

 প্রতিশ্রুতি দিয়ে দাঁড় করিয়ে রেখে গেছে দরজায়, মেয়েটি তারই ফিরে আসার দিন গোনে ।

 কিন্তু দিন গড়িয়ে যায়, তার চলে যাওয়া পথের পায়ের ছাপ বৃষ্টিতে ধুয়ে যায়। বহুদিন সে-

পথে আর কারও পা পড়েনি। সেও আসে না, সেই পথ ব্যবহার না হওয়ার ফলে তার সেই

 পায়ে চলার পথ ঢেকে যায় ঘাসে। যেন কারও কোনোদিন পা পড়েনি সে-পথে, যেন কেউ

 কোনোদিন সেখানে আসেনি, কেউ কোনোদিন যায়নি। বরং তার সেই চলে যাওয়া প্রিয়

 মানুষটির ঘরে ফিরে আসার আশাকে ক্রমশ আরও আরও ক্ষীণ করে তোলে। একটু একটু

 করে অপেক্ষায় শ্রান্ত হয়ে ওঠে মেয়েটি—এক-একটা বছর যেন তার মাথায় নামে পাথরের

 মতো ভার নিয়ে। প্রত্যাখ্যানের যন্ত্রণা তীব্রতর করে তোলে। তবুও শেষ হয় না মেয়েটির

 অসীম অপেক্ষা ।



Contents:

আরো পড়ুন:


জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর Click Here

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here

আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর Click Here

আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর Click Here

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here

অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Click Here

পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর Click Here

প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর Click Here

সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here

নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর Click Here

 

the passing away of bapu question answer

Unit 1 Click Here

The passing away of bapu question answer

 unit 2 Click Here

The passing away of bapu question answer unit 3 Click Here

My Own True family poem Lesson 4 Click Here


থাইরয়েড গ্রন্থির প্রশ্ন উত্তর Click here 


















Post a Comment

0 Comments